শাওমি রেডমি নোট ১০ বাংলাদেশে দাম
সুপ্রিয় পাঠক, আপনি যদি না জেনে থাকেন যে শাওমি রেডমি নোট ১০ বাংলাদেশে দাম কত তাহলে আমার এই আর্টিকেলটি পড়তে পারেন। এ বিষয়ে জানতে অনেকে অনেক জায়গাতে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করে থাকেন। তাই আজকে আপনাদের জানার সুবিধার্থে আমি আমার আর্টিকেলটিতে উক্ত বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। উক্ত বিষয়টি ছাড়াও আজকের আর্টিকেলটিতে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি।
ফোন কেনার সময় বাজেট একটা বিশাল ব্যাপার, তাই না? ভাবুন তো, এমন একটা ফোন দরকার যেটা দেখতেও সুন্দর, ক্যামেরাও ভালো, আবার দামটাও হাতের নাগালে। বাংলাদেশে শাওমি রেডমি নোট ১০ (Xiaomi Redmi Note 10) একটা জনপ্রিয় নাম। চলো, এই ফোনটা সম্পর্কে সবকিছু জেনে নেওয়া যাক!এই আর্টিকেলে আমরা রেডমি নোট ১০ এর দাম, স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব। কেনার আগে আপনার কী কী জানা দরকার, সেটাও বলব।
শাওমি রেডমি নোট ১০ এর বিভিন্ন ফিচার
স্পেসিফিকেশন জানা থাকলে ফোনটা কেমন, সেটা বোঝা যায়। চলুন তাহলে শাওমি রেডমি নোট ১০ বাংলাদেশে দাম জানার আগে শাওমি রেডমি নোট ১০ এর গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক। রেডমি নোট ১০ এর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন নিচে দেওয়া হল।
ডিসপ্লে এবং ডিজাইন (Display and Design)
রেডমি নোট ১০ এ আছে ৬.৪৩ ইঞ্চি অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে। এর রেজোলিউশন হলো ১০৮০ x ২৪০০ পিক্সেল। ডিসপ্লেতে গরিলা গ্লাস ৩ এর সুরক্ষা আছে। ফোনটা দেখতেও বেশ সুন্দর, আর কয়েকটা আলাদা রঙে পাওয়া যায়।
পারফরম্যান্স এবং স্টোরেজ (Performance and Storage)
এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৮ (Qualcomm Snapdragon 678) প্রসেসর ব্যবহার করা হয়েছে। র্যামের অপশন আছে ৪ জিবি অথবা ৬ জিবি। স্টোরেজ ৬৪ জিবি অথবা ১২৮ জিবি পর্যন্ত পাওয়া যায়। প্রয়োজন হলে মেমোরি কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়ানো যায়। গেম খেলা বা অন্য কাজ করার জন্য ফোনটি যথেষ্ট ভালো।
ক্যামেরা (Camera)
রেডমি নোট ১০ এর পেছনে চারটি ক্যামেরা আছে। মেইন ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। এছাড়াও আছে ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি তোলার জন্য সামনে আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।
শাওমি রেডমি নোট ১০ বাংলাদেশে দাম
দাম কেমন, সেটা সবার আগে জানা দরকার। রেডমি নোট ১০ এর দাম কিন্তু মডেলের ওপর নির্ভর করে। চলুন, দেখে নেই এখনকার দাম কেমন।
বর্তমান দাম
বাংলাদেশে রেডমি নোট ১০ এর বিভিন্ন মডেলের দাম নিচে দেওয়া হল। এই দামগুলো অনলাইন ও অফলাইন দোকানে ভিন্ন হতে পারে।
- 4GB RAM / 64GB স্টোরেজ: ১৫,০০০ থেকে ১৬,০০০ টাকা
- 6GB RAM / 128GB স্টোরেজ: ১৬,৫০০ থেকে ১৭,৫০০ টাকা
দোকান এবং অফারের ওপর ভিত্তি করে দাম কম বেশি হতে পারে। কেনার আগে একটু যাচাই বাছাই করে নেবেন।
দামের পরিবর্তন
রেডমি নোট ১০ এর দামের পরিবর্তন বিভিন্ন কারণে হতে পারে। যেমন, ইমপোর্ট ট্যাক্স, ডলারের দাম, আর বাজারের চাহিদা। মাঝে মাঝে দেখা যায়, কোনো দোকানে অফার চললে দাম কিছুটা কমে যায়।ফোন কেনার সময় অবশ্যই অরিজিনাল কিনা, তা যাচাই করে নেবেন। ওয়ারেন্টি কার্ড দেখতে ভুলবেন না।
রেডমি নোট ১০ এর বিশেষ বৈশিষ্ট্য
এই ফোনের কিছু বিশেষ বৈশিষ্ট্য একে অন্যদের থেকে আলাদা করেছে। নিচে সেগুলো আলোচনা করা হলো।
ব্যাটারি এবং চার্জিং (Battery and Charging)
রেডমি নোট ১০ এ ৫০০০ mAh এর ব্যাটারি আছে। একবার চার্জ দিলে সারাদিন চলে যায়। ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা থাকায় খুব তাড়াতাড়ি চার্জ দেওয়া যায়।
সফটওয়্যার এবং ইউজার ইন্টারফেস
ফোনটি অ্যান্ড্রয়েড ১১ (Android 11) এবং এমআইইউআই ১২ (MIUI 12) এর সাথে আসে। ইউজার ইন্টারফেসটি ব্যবহার করা বেশ সহজ।
অন্যান্য বৈশিষ্ট্য
- ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
- ফেস আনলক
- ওয়াটার রেসিস্ট্যান্ট ডিজাইন
- ওয়াই-ফাই
- ব্লুটুথ
রেডমি নোট ১০ ব্যবহারের সুবিধা এবং অসুবিধা
যেকোনো ফোনেরই কিছু ভালো ও খারাপ দিক থাকে। শাওমি রেডমি নোট ১০ বাংলাদেশে দাম সম্পর্কিত আর্টিকেলটির আলোচনার এই পর্যায়ে রেডমি নোট ১০ এর কিছু সুবিধা ও অসুবিধা আছে।
সুবিধা
দাম হাতের নাগালে
অ্যামোলেড ডিসপ্লে
ভালো পারফরম্যান্স
ক্যামেরা মোটামুটি ভালো
অসুবিধা
কিছু প্রি-ইনস্টলড অ্যাপ (bloatware) থাকতে পারে
কম আলোতে ক্যামেরার মান কিছুটা খারাপ হতে পারে
রেডমি নোট ১০ কেনার আগে কিছু কথা
রেডমি নোট ১০ কেনার আগে কিছু জিনিস মাথায় রাখা দরকার।
আপনার প্রয়োজন
ফোন কেনার আগে ভাবুন, আপনি কী ধরনের কাজ বেশি করেন। গেম খেললে ভালো প্রসেসর দরকার। ছবি তোলার জন্য ভালো ক্যামেরা দরকার। আপনার প্রয়োজন অনুযায়ী ফোন বেছে নিন।
বিকল্প ফোন
বাজারে রেডমি নোট ১০ এর মতো আরও অনেক ফোন আছে। যেমন, রিয়েলমি (Realme) এবং স্যামসাং (Samsung) এর কিছু ফোন একই দামে ভালো অপশন হতে পারে।
ওয়ারেন্টি এবং সার্ভিস (Warranty and Service)
ফোন কেনার সময় অবশ্যই ওয়ারেন্টি সম্পর্কে জেনে নিন। বাংলাদেশে সার্ভিস সেন্টার আছে কিনা, সেটাও জেনে নেওয়া ভালো।
লেখক এর শেষ মন্তব্য- শাওমি রেডমি নোট ১০ বাংলাদেশে দাম
শাওমি রেডমি নোট ১০ (Xiaomi Redmi Note 10) বাংলাদেশে একটি ভালো বাজেট-ফ্রেন্ডলি ফোন। দাম, স্পেসিফিকেশন, আর ফিচারের দিক থেকে এটি অনেকের পছন্দ হতে পারে। তবে কেনার আগে নিজের প্রয়োজন আর পছন্দের কথা অবশ্যই মাথায় রাখবেন। আপনার দরকার অনুযায়ী, রেডমি নোট ১০ একটি দারুণ পছন্দ হতে পারে।
সম্মানিত পাঠক বন্ধুরা আলোচনার শেষ প্রান্তে এসে আমি এ কথা বলে শেষ করবো যে শাওমি রেডমি নোট ১০ বাংলাদেশে দাম এবং তার সাথে আরো কিছু মোবাইল ফোন সম্পর্কে আলোচনা করেছি। আপনার পছন্দ হতে পারে এমন যেকোনো একটি আপনি যাচাই বাছাই করে যদি কিনার ইচ্ছা থাকে তাহলে কিনতে পারেন।
পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে আরো ধন্যবাদ জানাবো এজন্য যে আপনি যদি দয়া করে পোস্টটি শেয়ার এবং কমেন্ট করেন। শেয়ার এবং কমেন্টস করে অন্যান্য ব্যক্তিদেরকেও পড়ার জন্য সুযোগ করে দিন। যেন তারাও পোস্টটি পড়তে পারেন এবং মোবাইল ফোন সম্পর্কে জানতে পারেন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url