DSLR ক্যামেরা ক্রয়ের পূর্বে যেসব বিষয় খেয়াল রাখতে হবে-সবচেয়ে গুরুত্বপূর্ণ ১২টি বিষয়
সম্মানিত পাঠক, DSLR ক্যামেরা ক্রয়ের পূর্বে যেসব বিষয় খেয়াল রাখতে হবে জানতে আমার আজকের এই আর্টিকেলটি পড়তে পারেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব DSLR ক্যামেরা ক্রয় করার আগে কোন কোন বিষয় সম্পর্কে জানতে হয়।
উক্ত বিষয়টি ছাড়াও আজকের আর্টিকেলটিতে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলো হলো: ডিএসএলআর ক্যামেরা বাংলাদেশ প্রাইস, ভালো মানের ডিএসএলআর ক্যামেরা, কম দামে ভালো dslr ক্যামেরা।
ডিএসএলআর ক্যামেরা বাংলাদেশ প্রাইস
আপনি যদি ডিএসএলআর ক্যামেরা ক্রয় করার জন্য চিন্তাভাবনা করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে তার পূর্বে ডিএসএলআর ক্যামেরার প্রাইস বা দাম সম্পর্কে ধারণা রাখতে হবে। সেই উদ্দেশ্যেই আজকের আমার আর্টিকেল তৈরি করা হয়েছে। আশা করি আলোচনাটি সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী হবে।
আরো পড়ুন: বাংলাদেশের সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয়ী এসি কোনটি
সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল। এক এক ডিএসএলআর ক্যামেরার মূল্য এক এক রেঞ্জের হয়ে থাকে। প্রত্যেক ডিএসএলআর ক্যামেরার মূল্য নির্ভর করে ক্যামেরার ব্র্যান্ড, মডেল, ফিচার এবং অন্যান্য বিষয়ের উপর। চলুন তাহলে এগুলো বিষয়ের উপর ভিত্তি করে কিছু ডিএসএলআর ক্যামেরার দাম সম্পর্কে আলোচনা করা যাক। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো:
Canon EOS 2000D 24.1MP Full HD WI-FI DSLR Camera with 18-55mm মডেলের ক্যানন ডিএসএলআর ক্যামেরার দাম হল: 46,900 টাকা।
Canon EOS 600D 18-55 Lens DSLR Camera মডেলের ক্যানন ডিএসএলআর ক্যামেরার দাম হল: ২৮,৯০০ টাকা।
Canon EOS 3000D DSLR Camera মডেলের ক্যানন ডিএসএলআর ক্যামেরার দাম হল: 26,000 টাকা।
Sony Alpha a7 III Mirrorless Digital Camera মডেলের ক্যানন ডিএসএলআর ক্যামেরার দাম হল: 149,990 টাকা।
Nikon D610 DSLR Camera মডেলের ক্যানন ডিএসএলআর ক্যামেরার দাম হল: 77,900 টাকা।
আরো পড়ুন: কোন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন ভাল
Nikon d3200 মডেলের ক্যানন ডিএসএলআর ক্যামেরার দাম হল: ২৭,৭০০ টাকা।
Canon EOS 800D Camera With 18-55 IS STM Lens মডেলের ক্যানন ডিএসএলআর ক্যামেরার দাম হল: 44,000 টাকা।
Canon EOS 1300D Digital SLR Camera Body with EF-S 18-55mm Lens মডেলের ক্যানন ডিএসএলআর ক্যামেরার দাম হল: 29,500 টাকা।
Panasonic LUMIX G9 মডেলের ক্যানন ডিএসএলআর ক্যামেরার দাম হল: ১,৬০,০০০ টাকা।
Sony Alpha a6400 মডেলের ক্যানন ডিএসএলআর ক্যামেরার দাম হল: ১,০৮,৫০০ টাকা।
Sony ZV-E10 মডেলের ক্যানন ডিএসএলআর ক্যামেরার দাম হল: ৭৪,০০০ টাকা।
Sony a7 মডেলের ক্যানন ডিএসএলআর ক্যামেরার দাম হল: ২,৫২,০০০ টাকা।
Sony ILCE-6400 মডেলের ক্যানন ডিএসএলআর ক্যামেরার দাম হল: ১,২৯৯০০ টাকা।
DSLR ক্যামেরা ক্রয়ের পূর্বে যেসব বিষয় খেয়াল রাখতে হবে
আপনি কি ডিএসএলআর ক্যামেরা ক্রয় করার কথা ভাবছেন তাহলে আজকের আর্টিকেলটি অবশ্যই আপনার জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে। কারণ আপনি যদি ডিএসএলআর ক্যামেরা ক্রয় করার কথা ভেবে থাকেন তাহলে আপনাকে অবশ্যই সেটা কেনার পূর্বে অনেকগুলো বিষয় এবং ফিচার সম্পর্কে জেনে রাখতে হবে।
আপনি যদি ডিএসএলআর ক্যামেরা ক্রয় করার জন্য অতি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই কিছু কিছু বিষয় খেয়াল রেখে ক্যামেরাটি কিনতে হবে। অনেকেই ডিএসএলআরকে ক্যামেরা কেনার সময় কিছু কিছু বিষয়ে এড়িয়ে চলে যায়। যা আমাদের ক্যামেরাটি ক্রয় করার আগেই জানা উচিত। তাই চলুন জেনে নেওয়া যাক DSLR ক্যামেরা ক্রয়ের পূর্বে যেসব বিষয় খেয়াল রাখতে হবে।
আরো পড়ুন: বাংলাদেশের সবচেয়ে ভালো মোবাইল ফোন কোনটি
ডিএসএলআর ক্যামেরা কেনার পূর্বে রাখতে হবে সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ১২টি বিষয় নিয়ে এখন আমি আলোচনা করতে চলেছি সেগুলো হল ক্যামেরার সেন্সর সাইজ, ক্যামেরার বডি, লেন্স, মেগাপিক্সেল, ডিএসএল আর এর দাম, কনেকটিভিটি অপশনস, ভিউফাইন্ডার ও ডিসপ্লে, ব্যাটারি লাইফ, কনস্ট্রাকশন ও ডুরেবিলিটি, অটোফোকাস সিস্টেম, ISO পারফরম্যান্স, শাটার স্পিড এবার চলুন তাহলে উক্ত বিষয়বস্তুগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক।
ক্যামেরার সেন্সর সাইজ: ডিএসএলআর ক্যামেরা কেনার আগে অবশ্যই আমাদেরকে ক্যামেরার সেন্সর সাইজ সম্পর্কে ধারণা রাখতে হবে। ক্যামেরার সেন্সর বলতে কিন্তু ইলেকট্রনিক কে বোঝানো হয়। যা আলো ক্যাপচার করে বিভিন্ন ফাইন্ডারের মাধ্যমে তাকে ফটোগ্রাফা রূপান্তরিত করে। সেন্সর সাধারণত তিন ধরনের হয়ে থাকে। এগুলো হলো ফুল ফ্রেম, ক্রপ বা এপিএস-সি এবং মিডিয়াম ফরমেট বাজারের সবচেয়ে ভালো মানের ক্যামেরার সেন্সর হল ফুল ফ্রেম সেন্সর। ফুল ফ্রেম সেন্সরের দৈর্ঘ্য হলো ৩৬ এবং প্রস্থ হল ২৪ মিলিমিটার।
ক্যামেরার বডি: আমরা যখন ডিএসএলআর ক্যামেরা বা অন্য যে কোন ক্যামেরা কিনব তখন অবশ্যই ক্যামেরার বডি ঠিকঠাক আছে কিনা সেটি যাচাই বাছাই করে কিনতে হবে। বাজারে অনেক ধরনের অনেক মডেলের ক্যামেরা রয়েছে। যে ক্যামেরাটি আপনার হাতে ধরতে আরামদায়ক মনে হবে কেনার সময় সেই ক্যামেরাটি নির্বাচন করা উচিত। ক্যামেরার বডিতে দেখতে হবে সকল বাটন ঠিকঠাক রয়েছে কিনা। তবে ক্যামেরাতে টাচ স্ক্রিন থাকলে সেটি সবচেয়ে বেশি ভালো হয়।
লেন্স: একটু ডিএসএলআর ক্যামেরার সব থেকে গুরুত্বপূর্ণ এবং মূল অংশ হলো ক্যামেরার লেন্স। যেকোনো ক্যামেরার ছবি তোলার পারফরম্যান্স পুরোটাই নির্ভর করে ক্যামেরার লেন্সের উপর। আমাদের দেশের বিভিন্ন বাজেটের বা বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ধরনের সাইজের কিট অথবা জুম লেন্স ও প্রাইম লেন্স পাওয়া যায়।
মেগাপিক্সেল: ডিএসএলআর ক্যামেরা ক্রয়ের আগে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা অত্যন্ত প্রয়োজন। সেটি হল ক্যামেরার মেগাপিক্সেল মেগাপিক্সেল হল ক্যামেরার এমন একটি অংশ যা ক্যামেরার ধারনকৃত ছবিকে ভালো মানের করে তোলে। তবে ক্যামেরার মেগাপিক্সেল যত বেশি হবে ছবির প্রিন্ট তত বেশি ভালো হবে এমনটা নয়।
ডিএসএল আর এর দাম: ডিএসএলআর ক্যামেরা কেনার পূর্বে অবশ্যই আপনাকে জানতে হবে ডিএসএলআর ক্যামেরার দাম সম্পর্কে। ক্যামেরার দাম সম্পর্কে পূর্ব ধারণা না থাকলে অনেক বিক্রেতায় আপনাকে সঠিক দামটি জানাবে না। তখন আপনি ডিএসএলআর ক্যামেরা কিনতে গিয়ে অনেক টাকাই লস করে ফেলবেন।
কনেকটিভিটি অপশনস: ডিএসএলআর ক্যামেরা কেনার পূর্বে আমাদেরকে অবশ্যই কানেক্টিভিটি ফিচার গুলো ক্যামেরাতে রয়েছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। কানেক্টিভিটি ফিচারগুলো হল ওয়াইফাই ব্লুটুথ এবং এইচডিএমআই এগুলো ক্যামেরার সঙ্গে অন্যান্য ডিভাইসের সংযোগ প্রদানে সহায়তা করে এবং ছবি শেয়ারিং ও ডাটা ট্রান্সফার অনেক দ্রুত হয়।
ভিউফাইন্ডার ও ডিসপ্লে: ভিউফাইন্ডার এবং লাইভ ভিউ ডিসপ্লের গুণমান এবং আকার পরীক্ষা করে ক্যামেরা ক্রয় করুন।
ব্যাটারি লাইফ: ডিএসএলআর ক্যামেরা ক্রয়ের পূর্বে অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যামেরার ব্যাটারি লাইফ কেমন রয়েছে। ফটোশুট করার জন্য ডিএসএলআর ক্যামেরাতে অনেক ধরনের ফাংশন এবং ফিচার রয়েছে। এর জন্য চাই অবশ্যই ভালো মনের ব্যাটারি লাইফ।
কনস্ট্রাকশন ও ডুরেবিলিটি: কনস্ট্রাকশন ওবিলিটি বলতে ক্যামেরার বিল্ড কোয়ালিটি ও উপকরণকে বোঝানো হয়ে থাকে। সুতরাং আমাদের অবশ্যই ডিএসএলআর ক্যামেরা কেনার পূর্বে ক্যামেরার কন্সট্রাকশন ও ডুরেবিলিটি দেখে নিতে হবে।
অটোফোকাস সিস্টেম: ডিএসএলআর ক্যামেরা কেনার পূর্বে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে ক্যামেরাতে অটো ফোকাস সিস্টেম রয়েছে কিনা।
ISO পারফরম্যান্স: ISO হল ক্যামেরার এমন একটি সেটিং বা ফিচার যা ছবির আলো কম আলোতে ছবি তোলার ক্ষমতা নির্ধারণ করে। ISO এর পূর্ণরূপ হল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। আলোর প্রতি ক্যামেরার সংবেদনশীলতাকে বোঝাতে ISO সেট করা হয়। যার কিছু সাংখ্যিক মান রয়েছে।
এক্সপোজার টাইম বা শাটার স্পিড: ক্যামেরায় ছবি ক্যাপচারের সময় আলোকে প্রবেশ করতে দেওয়ার জন্য ক্যামেরার শাটার উন্মুক্ত হয়। শাটার খোলা থাকার সময়কে কম বেশি করে ছবিটি কেমন দেখাবে তা নিয়ন্ত্রণ করা যায়। একে ক্যামেরার এক্সপোজার টাইম অথবা শাটার স্পিড বলা হয়ে থাকে। তাহলে ডিএসএলআর ক্যামেরা কেনার পূর্বে অবশ্যই দেখে নিতে হবে ক্যামেরাটির শাটার স্পিড এক্সপোজার টাইম কেমন।
ভালো মানের ডিএসএলআর ক্যামেরা
আলোচনার এই পর্যায়ে চলুন জেনে নেওয়া যাক ভালো মানের কিছু ডিএসএলআর ক্যামেরা সম্পর্কে। ভালো মানের ডিএসএলআর ক্যামেরা সম্পর্কে জানতে হলে অবশ্যই সেগুলোর ব্র্যান্ড সম্পর্কে আলোচনা করতেই হয়। চলুন তাহলে ভালো ব্র্যান্ডের ডিএসএলআর ক্যামেরা সম্পর্কে জেনে নেওয়া যাক ডিএসএলআর ক্যামেরার কিছু ভালো ব্র্যান্ড। সেগুলো হলো প্যানাসনিক, নিকন, ক্যানন, সনি, পেনট্যাক্স ইত্যাদি। চলুন তাহলে এইবার এই সকল ব্র্যান্ডের ভালো মডেলের ডিএসএলআর ক্যামেরা সম্পর্কে আলোচনা করা যাক।
ক্যানন:- Canon EOS M50
- Canon EOS R10
- Canon EOS M50
- Canon EOS 600D
- Canon EOS 760D
- Canon EOS 1300D
নিকন:
- Nikon d3200
- Nikon d5500
- Nikon d3300
- Nikon d5300
সনি:
- Sony Alpha a6400
- Sony ZV-E10
- Sony a7
- Sony ILCE-6400
কম দামে ভালো dslr ক্যামেরা
আপনি কি কম দামে ভালো ডিএসএলআর ক্যামেরা খুঁজছেন? তাহলে আজকের DSLR ক্যামেরা ক্রয়ের পূর্বে যেসব বিষয় খেয়াল রাখতে হবে সম্পর্কিত আর্টিকেলটির এই পর্যায়ের আলোচনাটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে। কারণ আপনার ভালো ডিএসএলআর ক্যামেরা সম্পর্কে জানার সুবিধার্থে এ সম্পর্কে অত্যন্ত নিখুঁতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। চলুন তাহলে জেনে নেওয়া যাক কম দামে ভালো ডিএসএলআর ক্যামেরা সম্পর্কে।
আরো পড়ুন: বাংলাদেশে কোন কোম্পানির ফ্রিজ ভালো জানতে চোখ রাখুন
Canon EOS 50D: এতে রয়েছে 15.1 Megapixels এর লেন্স যা ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফির জন্য উপকারী এবং Canon EOS 50D ক্যামেরাটিতে এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহারের সুবিধা ও অটো ফোকাস রয়েছে। Canon EOS 50D মডেলের ক্যামেরাটির সেন্সর: CMOS Sensor, ডিসপ্লে: 3.0 Inch TFT, 920K Dots Display এবং ভিডিও ফরমেট হল MP4,MOV। ক্যানন ব্র্যান্ডের dslr এই Canon EOS 50D মডেলটির দাম হবে মাত্র ১৩,৫০০ টাকা।
পেনট্যাক্স কে-৫০: কম দামে আরো একটি ভালো মানের ডিএসএলআর ক্যামেরা হল পেনট্যাক্স কে-৫০। যে কোন আলোতে অনেক ভাল ছবি তোলা যায় এই মডেলটির সাহায্যে। মডেলটির সেন্সর হলো এপিএস-সি সিএমওএস, মেগাপিক্সেল: ১৬.৩ এবং সর্বোচ্চ ভিডিও রেজ্যুলেশন: ১০৮০ পিক্সেল। এই মডেলটির দাম ৫২,৫৪৯ টাকা থেকে শুরু।
Nikon D5200 DSLR: নিকন ব্র্যান্ডের জনপ্রিয় ডিএসএলআর মডেলের মধ্যে একটি অন্যতম মডেল হল Nikon D5200 DSLR। নিকন ব্যান্ডের এই মডেলটিতে রয়েছে অটো রোটেট ও অটো ফোকাস ডিসপ্লে। এই মডেলটির মেগাপিক্সেল হল 24.1 MegaPixel, সেন্সর টাইপ: CMOS Sensor, ইমেজ ফরম্যাট: 6016 x 4000, ভিডিও ফরমেট: 1080p x 720p ইত্যাদি ফিচার রয়েছে। নিকন ব্র্যান্ডের এই মডেলটির দাম মাত্র ৩৪ হাজার টাকা।
Canon EOS 1300D: ক্যানন ব্র্যান্ডের আরও একটি অন্যতম ডিএসএলআর ক্যামেরার মডেল হল Canon EOS 1300D। এই ক্যামেরাটির দর্শক রিভিউ ৯০% পজেটিভ দেখা গেছে। এতে রোটেট ডিসপ্লে এবং টাচ স্ক্রিন নেই। তবে এর মেগাপিক্সেল হল ১৮ মেগাপিক্সেল। এর সেন্সর টাইপ হলো CMOS, Sensor Display type: 3″ LCD, Display Video Resolution: 1920 x 1080 ইত্যাদি ফিচার রয়েছে। এই মডেলটির দাম মাত্র ২৭,৫০০ টাকা।
লেখকের শেষ কথা-DSLR ক্যামেরা ক্রয়ের পূর্বে যেসব বিষয় খেয়াল রাখতে হবে
সম্মানিত পাঠক, আপনাদের বিশেষ সুবিধার্থে DSLR ক্যামেরা ক্রয়ের পূর্বে যেসব বিষয় খেয়াল রাখতে হবে সম্পর্কে কিছু সঠিক তথ্য অর্থাৎ DSLR ক্যামেরা এর দাম এবং DSLR ক্যামেরা সম্পর্কে অন্যান্য কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি পোস্টটি আপনার জন্য অনেকটাই ফলপ্রসু হতে পারে।
তাই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন এবং অন্যান্য ব্যক্তিদের কেউ শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে পড়ার জন্য উৎসাহিত করুন। যেন তারাও পোস্টটি পড়ে কিছুটা হলেও উপকৃত হতে পারেন । আমার এই পোস্টের সঙ্গে অত প্রতভাবে জড়িত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি খোদা হাফেজ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url