আরএফএল গ্যাস স্টোভ প্রাইস ইন বাংলাদেশ

সম্মানিত পাঠক, আরএফএল গ্যাস স্টোভ প্রাইস ইন বাংলাদেশ জানতে আমার এই আর্টিকেলটি পড়তে পারেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আরএফএল গ্যাস স্টোভ প্রাইস ইন বাংলাদেশ। উক্ত বিষয়টি ছাড়াও আজকের আর্টিকেলটিতে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 
সেগুলো হলো: আর এফ এল গ্যাস স্টোভ 2 বার্নার, আর এফ এল গ্যাস রেগুলেটর এর দাম কত? আর এফ এল গ্যাস স্টোভ কেন জনপ্রিয়? তাই আসুন পাঠক বন্ধুরা আপনার মূল্যবান সময় নষ্ট না করে আমরা জেনে নেই যে আর এফ এল গ্যাস স্টোভ এর দাম কত?

আরএফএল গ্যাস স্টোভ 2 বার্নার

আধুনিক টেকনোলজি সমৃদ্ধ আরএফএল ডাবল বার্নার গ্যাস স্টোভ নিয়ে আসুন। আপনার রান্নাঘরে কারণ আরএফএল ডাবল বার্নার গ্যাস স্টোভ আপনাকে দিচ্ছে কালিবিহীন রান্না করার সুবিধা। আরএফএল ডাবল বার্নার গ্যাসের চুলাতে রান্না করলে আপনার রান্নাটি হবে একেবারেই ধোয়া মুক্ত। আরএফএল ডবল বার্নার গ্যাস স্টোভে রান্না করলে কম গ্যাস চালিয়ে আপনার রান্নাটি হবে অতি তাড়াতাড়ি। 

আরো পড়ুন: বাংলাদেশে কোন ব্রান্ডের গিজার ভালো

রান্নাঘরের সৌন্দর্য বৃদ্ধিতে আর এফ এল ডাবল বার্নার গ্যাস স্টোভকে তৈরি করা হয়েছে হাই কোয়ালিটি দিয়ে এবং এর টেকনোলজি খুবই নিখুঁত এবং সূক্ষ্ম। আরএফএল ডাবল বার্নার গ্যাস স্টোভকে বাহারি ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে। যা আপনার রান্নাঘর এবং মন দুটোকেই মানিয়ে চলে। এখন আর এফ এল ডাবল বার্নার যুক্ত গ্যাস স্টোভ নতুন প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়। 

আপনি আর এফ এল ডাবল বার্নার গ্যাসের চুলা পেতে পারেন টাচ কন্ট্রোল। আরএফএল ডাবল বার্নার গ্যাসের চুলা কিনলেই আপনি পেয়ে যাচ্ছেন দুই বছরের ওয়ারেন্টি কার্ড। আরএফএল ডাবল বার্নার গ্যাসের চুলা এর বৈশিষ্ট্য হলো: 
  • এতে ১০০% কপার বার্নার রয়েছে।
  • অটোমেটিক ভাবে আগুন জ্বলবে।
  • আরএফএল ডাবল বার্নার গ্যাসের চুলা অনেকটাই গ্যাস সাশ্রয়ী হয়ে থাকে।
  • আরএফএল ডাবল বার্নার গ্যাসের চুলায় আরো একটি নতুন টেকনোলজি পেয়ে যাচ্ছেন সেটি হলো এতে বাহারি ডিজাইনের 3D প্রিন্টের গ্লাস লাগানো থাকে।
  • আরএফএল ডাবল বার্নার চুলায় দুটি বার্নার থাকায় রান্না হয় অনেক তাড়াতাড়ি।

আরো পড়ুন: ভালো মানের আইপিএস দাম কত জানতে চোখ রাখুন

বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে আর এফ এল ডাবল বার্নার গ্যাস স্টোভ অনেকটাই জনপ্রিয়তা লাভ করেছে। এখন প্রায় সকলের কাছেই অত্যন্ত পরিচিত একটি গ্যাস স্টোভ ব্র্যান্ড হল আরএফএল। চলুন তাহলে এবার আর এফ এল এর ২ বার্নার চুলার মডেল এবং সেগুলোর দাম নিয়ে আলোচনা করা যাক। 
  • RFL Double SS LPG Auto Gas Stove (Jolly Beehive) এর দাম হল: ৩,১২৫টাকা 
  • Double SS Auto Gas Stove (QUEEN CI) LPG এর দাম হল: ৩,৭৫০ টাকা।
  • Double S.S. Auto Gas Stove 2-04 SRB LPG এর দাম হল: ৫,০০০ টাকা।
  • Double Glass LPG Gas Stove Silky এর দাম হল: ৫,২৫০ টাকা।
  • RFL Double Glass LPG Gas Stove JOSIE এর দাম হল: ৫,৬২৫ টাকা।
  • Double Glass LPG Gas Stove Olivia এর দাম হল: ৫,৬২৫ টাকা।
  • Double Glass LPG Gas Stove Fiona এর দাম হল: ৫,৬২৫ টাকা।
  • Double Glass LPG Gas Stove Elegan এর দাম হল: ৫,৮৭৫ টাকা।
  • Double Glass NG Gas Stove Elegant এর দাম হল: ৫,৮৭৫ টাকা।
  • Double Glass Ng Gas Stove Bluebell এর দাম হল: ৫,৮৭৫ টাকা।
  • DOU. T.C. GAS STOVE (2-06TRB) এর দাম হল: ৬,৮৭৫ টাকা
  • Double Glass Auto Gas Stove 26 GR LPG এর দাম হল: ৮,০০০ টাকা।
  • Double Glass Gas Stove 27GR NG 80393 এর দাম হল: ৮,২৫০ টাকা।
  • Double Glass Auto Gas Stove 27 GR LPG এর দাম হল: ৮,২৫০ টাকা।
  • RFL Built In HOB Double Gas Stove LILAC NG 960884 এর দাম হল: ৮,৫০০ টাকা।
  • Four Burner Gas Stove Viola White এর দাম হল: ৯,২০০ টাকা।
  • RFL BUILT IN GLS NG HOB BH (21GN) এর দাম হল: ১১,২৫০ টাকা।
  • RFL Built In Gls LPG Hob Marigold 3 Burner- 868597 এর দাম হল: ১১,৮৭৫ টাকা।

আরএফএল গ্যাস স্টোভ প্রাইস ইন বাংলাদেশ

আমরা অনেকেই জানতে চাই যে, বাংলাদেশে আর এফ এল গ্যাস স্টোভ বা গ্যাসের চুলার দাম কেমন বা কত? তাই আপনাদের সুবিধার্থে আমার আজকের আর্টিকেলটি উক্ত বিষয়টি নিয়ে তৈরি করা হয়েছে। আলোচনার এই পর্বে আপনাদের সাথে বাংলাদেশে আর এফ এল সিঙ্গেল বার্নার এবং আর এফ এল ডাবল বার্নার গ্যাস স্টোভ গ্যাসের চুলার দাম সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আশা করি উক্ত বিষয়টি আপনাদের জন্য উপকারী হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আরএফএল গ্যাস স্টোভ প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে।
আর এফ এল সিঙ্গেল চুলার মডেল আর এফ এল সিঙ্গেল চুলার দাম আর এফ এল ডাবল চুলার মডেল আর এফ এল ডাবল চুলার দাম
Non-Auto Single Burner Stove ১,২০০ টাকা RFL DOUBLE SS LPG AUTO GAS STOVE (Jolly Beehive) ৩,১২৫ টাকা
SING. S.S. GAS STOVE ANGEL LPG ১,৭৫০ টাকা Double SS Auto Gas Stove (QUEEN CI) LPG ৩,৭৫০ টাকা
SING. S.S. GAS STOVE QUEEN LPG ১,৯৫০ টাকা Double S.S. Auto Gas Stove 2-04 SRB LPG ৫,০০০ টাকা
row4 col 1Single S.S. Auto Gas Stove 1-02SRB LPG ২,১২৫ টাকা Double Glass LPG Gas Stove Silky ৫,২৫০ টাকা
Single Glass LPG Gas Stove Princess ২,৬২৫ টাকা RFL Double Glass LPG Gas Stove JOSIE ৫,৬২৫ টাকা
Single Glass LPG Gas Stove Silky ২,৮৭৫ টাকা Double Glass LPG Gas Stove Olivia ৫,৬২৫ টাকা
RFL Single Glass Gas Stove Rosee LPG- 828492 ২,৮৭৫ টাকা Double Glass LPG Gas Stove Fiona ৫,৬২৫ টাকা
Single Glass LPG Gas Stove Olivia ৩,০০০ টাকা Double Glass LPG Gas Stove Elegan ৫,৮৭৫ টাকা
RFL Single Glass Auto LPG Gas Stove JOSIE ৩,০০০ টাকা Double Glass NG Gas Stove Elegant ৫,৮৭৫ টাকা
Single Glass Auto LPG Gas Stove Fiona ৩,০০০ টাকা Double Glass Ng Gas Stove Bluebell ৫,৮৭৫ টাকা
RFL Auto Gas Stove LPG 17 GN ৩,১২৫ টাকা DOU. T.C. GAS STOVE (2-06TRB) ৬,৮৭৫ টাকা
Single Glass LPG Gas Stove Bluebell ৩,১২৫ টাকা Double Glass Auto Gas Stove 26 GR LPG ৮,০০০ টাকা
RFL Bulit In Single Gas Stove FREESIA LPG ৪,৩৭৫ টাকা Four Burner Gas Stove Viola White ৯,২০০ টাকা
RFL Built In HOB Single Gas Stove ZARBERA LPG- 960879 ৪,৬২৫ টাকা RFL BUILT IN GLS NG HOB BH (21GN ১১,২৫০ টাকা

আরএফএল গ্যাস রেগুলেটর এর দাম কত

আপনাদের জানার সুবিধার্থে আরও একটি বিষয় নিয়ে আমার আজকের আর্টিকেলটিতে আলোচনা করেছি। সেটি হল: আরএফএল গ্যাস রেগুলেটরের দাম কত? এই বিষয়টি নিয়ে অনেক সময় দেশের চুলার রেগুলেটর সমস্যা দেখা দেয় বা নষ্ট হয়ে যায়। সে ক্ষেত্রে অবশ্যই আমাদের জেনে রাখা উচিত আর এফ এল গ্যাসের রেগুলেটরের দাম কত? 

আরো পড়ুন: ভালো মানের সেলাই মেশিনের দাম কত জানতে চোখ রাখুন

চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আরএফএল গ্যাস রেগুলেটর এর দাম সম্পর্কে জেনে নেওয়া যাক। আরএফএল গ্যাস রেগুলেটরের ভিন্ন ভিন্ন মডেল রয়েছে। আর আরএফএল গ্যাস স্টোভ রেগুলেটর এর ভিন্ন ভিন্ন মডেলের রয়েছে ভিন্ন ভিন্ন প্রাইস বা দাম। চলুন তাহলে আরএফএল গ্যাস স্টোভ এর মডেল অনুযায়ী দাম জেনে নেওয়া যাক।
  • RFL GAS REGULATOR MINI-22 আর এফ এল গ্যাসের এই মডেলের রেগুলেটরটির বর্তমান বাজার মূল্য হল ৩৮৫ টাকা
  • RFL GAS REGULATOR TURKEY-22 আর এফ এল গ্যাসের এই মডেলের রেগুলেটরটির বর্তমান বাজার মূল্য হল ৪২০ টাকা
  • RFL GAS REGULATOR UROPA-LP22 আর এফ এল গ্যাসের এই মডেলের রেগুলেটরটির বর্তমান বাজার মূল্য হল ৪০০ টাকা
  • RFL GAS REGULATOR UROPA-HP22 আর এফ এল গ্যাসের এই মডেলের রেগুলেটরটির বর্তমান বাজার মূল্য হল ৭৮০ টাকা

আরএফএল গ্যাস স্টোভ কেন জনপ্রিয়

বাংলাদেশের জনপ্রিয় কিছু ব্র্যান্ডের গ্যাসের চুলার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় গ্যাসের চুলা হল আরএফএল গ্যাস। অনেকেই প্রশ্ন করে থাকেন যে, আরএফএল গ্যাস স্টোভ কেন এত জনপ্রিয়তা লাভ করেছে? অর্থাৎ আরএফএল গ্যাসের চুলা কেন জনপ্রিয় এটি জানতে আপনারা অবশ্যই আলোচনার এই পর্বটি মনোযোগ সহকারে অবশ্যই পড়বেন। আজকের আরএফএল গ্যাস স্টোভ প্রাইস ইন বাংলাদেশ আর্টিকেলটির আলোচনার এই পর্বে আমি আপনাদের সাথে আরএফএল গ্যাস জনপ্রিয়তার কারণ নিয়ে আলোচনা করতে চলেছি।
  • আরএফএল গ্যাস স্টোভ এর জনপ্রিয়তার একটি বিশেষ কারণ হলো এটি অত্যন্ত উন্নত মানের মেটেরিয়াল এবং হাই কোয়ালিটি সম্পন্ন প্রযুক্তির চুলা যা দীর্ঘদিন ধরে এবং বছরের পর বছর টিকে থাকে
  • আরএফএল গ্যাস স্টোভ এর বডি উন্নত মানের স্টেইনলেস স্টিল দিয়ে অত্যন্ত নিখুঁত এবং সূক্ষ্মভাবে তৈরি করা হয় যা মরিচা পারেনা এবং সহজে চুলাটি নষ্টও হয় না
  • আর এফ এল গ্যাস স্টোভ বডি এখন উন্নত মানের থ্রিডি প্রিন্টের বাহারি ডিজাইনের তৈরি করা হয় যা রান্না ঘরকে আকর্ষণীয় করে তোলে এবং ক্রেতাদের নজর কাড়ে
  • আর এফ এল গ্যাস স্টোভে রান্না করলে রান্নার সময় অনেকটা গ্যাস সাশ্রয় হয়ে থাকে
  • আরএফএল গ্যাস স্টোভ গুলো উন্নত মানের হওয়া সত্বেও এগুলোর দাম ক্রেতাদের হাতের নাগালেই
  • আরএফএল গ্যাস স্টোভ গুলো মরিচা পড়ে না যার কারণে পরিষ্কার করতে তেমন ঝামেলা হয় না
  • আরএফএল গ্যাস স্টোভে রান্নার সময় দুর্ঘটনা ঘটার ঝুঁকি অনেকটাই কম থাকে
আরএফএল গ্যাস স্টোভ এর কিছু জনপ্রিয় মডেল রয়েছে। চলুন সেগুলো মডেল সম্পর্কে জেনে নেওয়া যাক:
  • Single Glass LPG Gas Stove Silky
  • Double Glass LPG Gas Stove Olivia
  • RFL Double Glass Auto Gas Stove
  • RFL Built In HOB Double Gas Stove LILAC NG

লেখকের শেষ কথা-আরএফএল গ্যাস স্টোভ প্রাইস ইন বাংলাদেশ

সম্মানিত পাঠক, আপনাদের বিশেষ সুবিধার্থে আর এফ এল গ্যাস স্টোভ প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে কিছু সঠিক তথ্য অর্থাৎ আর এফ এল গ্যাস স্টোভ এর দাম এবং আর এফ এল গ্যাস স্টোভ সম্পর্কে অন্যান্য কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি পোস্টটি আপনার জন্য অনেকটাই ফলপ্রসু হতে পারে।

তাই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন এবং অন্যান্য ব্যক্তিদের কেউ শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে পড়ার জন্য উৎসাহিত করুন। যেন তারাও পোস্টটি পড়ে কিছুটা হলেও উপকৃত হতে পারেন। আমার এই পোস্টের সঙ্গে অত প্রতভাবে জড়িত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি খোদা হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url