ভালো মানের সেলাই মেশিনের দাম কত জানতে চোখ রাখুন

সুপ্রিয় পাঠক, ভালো মানের সেলাই মেশিনের দাম কত জানতে আর্টিকেলটি পড়তে পারেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে ভালো মানের সেলাই মেশিনের দাম কত। 

তাই চলুন পাঠক বন্ধুরা আপনার মূল্যবান সময় নষ্ট না করে আমরা জেনে নেই যে ভালো মানের সেলাই মেশিনের দাম কত এবং সেই সাথে ওভারলক মেশিনের দাম কত সেটাও আমরা জেনে নেব এই পোষ্টের মাধ্যমে।

সুইং মেশিন কত প্রকার:

ভালো মানের সেলাই মেশিনের দাম কত জানতে আমরা জানবো সুইং মেশিন কত প্রকার এবং কি কি। কাপড় সেলাই এর জন্য পৃথিবীতে সেলাই মেশিনের জন্ম হয়েছে। মানুষের প্রয়োজনীয় জামা,কাপড় ,প্যান্ট ,শার্ট, লুঙ্গি, ব্লেজার ইত্যাদি এবং মহিলাদের বিভিন্ন পোশাক সেলাই করার জন্য সেলাই মেশিন বিশেষ প্রয়োজনীয় ভূমিকা পালন করে।

আরো পড়ুন: পানির ট্যাঙ্ক এর দাম ২০২৪ কত জেনে নিন 

আমরা সুইং মেশিন কত প্রকার এবং কি কি তা জানার চেষ্টা করব। সুইং মেশিন কত প্রকার? আসলে এই প্রশ্নের উত্তর এক কথায় বলা সম্ভব হবে না। কারণ বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে সুইং মেশিনের প্রকারভেদ বিবেচনা করা হয়ে থাকে। তবে আমরা জানি সুইং মেশিন প্রধানত দুই প্রকার। 

হস্ত চালিত বা ম্যানুয়াল অপারেটেড সুইং মেশিন এবং ইন্ডাস্ট্রিয়াল বা ইলেকট্রিক্যাল অপারেটেড সুইং মেশিন। 

হস্ত চালিত বা ম্যানুয়াল অপারেটেড সুইং মেশিন-যে সমস্ত সেলাই মেশিন দ্বারা বৈদ্যুতিক সংযোগ ছাড়াই কাপড় সেলাই করা হয়ে থাকে সেই মেশিন গুলোকে হস্তচালিত বা ম্যানুয়ালি অপারেটেড সেলাই মেশিন বলা হয়ে থাকে। যেমন- বাসা বাড়িতে আমাদের মা ,বাবা-ভাই-বোনেরা যে সকল পায়ে চালিত সেলাই মেশিন ব্যবহার করে কাপড় সেলাই করা হয় সেগুলো হল হস্ত চালিত বা ম্যানুয়ালি অপারেটেড সুইং মেশিন। সিঙ্গার, বাটারফ্লাই এই জাতীয় মেশিন হল ম্যানুয়ালি মেশিন।

ইন্ডাস্ট্রিয়াল বা ইলেকট্রিক্যাল অপারেটেড সুইং মেশিন-যে সমস্ত মেশিন দিয়ে কাপড় সেলাই করার জন্য বৈদ্যুতিক সংযোগের প্রয়োজন হয়। তাকে ইন্ডাস্ট্রিয়াল বা ইলেকট্রিক্যাল অপারেটেড সুইং মেশিন বলা হয়ে থাকে। অর্থাৎ কোন কাপড় সেলাই করার জন্য বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে যে মেশিন দিয়ে কাপড় সেলাই করা হয় সেগুলোই হচ্ছে ইলেকট্রিক্যাল অপারেটর মেশিন। যেমন-গার্মেন্টস ফ্যাক্টরিতে ব্যাবহৃত সেলাই মেশিন সমূহ।

ইন্ডাস্ট্রিয়াল/ ইলেকট্রিক্যাল অপারেটেড সুইং মেশিন তিন প্রকার হয়ে থাকে। লক স্টিচ যেমন-সিঙ্গেল নিডেল লক স্টিচ, ডাবল নিডেল লক স্টিচ, চেইন স্টিচ যেমন- ওভার লক মেশিন। নিম্নে কিছু ইন্ডাস্ট্রিয়াল মেশিনের নাম উল্লেখ করলাম-

প্লেইন মেশিন অর্থাৎ সিঙ্গেল নিডেল মেশিন, টু নিডেল মেশিন, ওভারলক মেশিন, ফ্ল্যাট লক মেশিন, কান্চাই স্পেশাল মেশিন, বারটেক মেশিন, বাটন হোল মেশিন, স্টিচ বাটন মেশিন, ফিড অফ দা আরম মেশিন, ট্রেন স্টিচ মেশিন, পকেট সেটার অটো মেশিন, লুপ জয়েন্ট অটো মেশিন, ভেলক্রো ডেকোরেশন মেশিন, আইলেট হোল মেশিন,ভাটিকেল মেশিন, জিকযাক মেশিন ইত্যাদি নানা ধরনের সুইং মেশিনের সাহায্যে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাপড় সেলাই করা হয়ে থাকে।

গার্মেন্টস সেলাই মেশিনের দাম:

ভালো মানের সেলাই মেশিনের দাম কত তা জানার পূর্বে আমরা গার্মেন্টস সেলাই মেশিনের দাম কত সেটা আমাদের জানা দরকার। সেলাই মেশিনের মাধ্যমে আমাদের শরীরের গঠন অনুযায়ী নির্দিষ্ট সাইজ এবং ডিজাইনের পোশাক তৈরি করা হয়। বর্তমানে বাসা বাড়িতে এবং গার্মেন্টস ফ্যাক্টরিতে ব্যবহারের জন্য বিভিন্ন ব্র্যান্ডের সেলাই মেশিন বাংলাদেশে পাওয়া যাচ্ছে।তাই আসুন আমরা জেনে নেই গার্মেন্টস সেলাই মেশিনের দাম কত।

  • Mini Sewing machine SM 202A এই সেলাই মেশিনটির দাম 1190 টাকা। 
  • YSFM-306 Mini Electric Sewing machine এই সেলাই মেশিনটির দাম 2500 টাকা। 
  • FHFM 201Mini Size Sewing machine  4 in 1 Kit with Padel এই সেলাই মেশিনটির দাম 2350 টাকা। 
  • Electric 5 in 1 Two Speed Mini Sewing machine এই সেলাই মেশিনটির দাম 1290 টাকা। 

উল্লেখিত সুইং মেশিন গুলো ছাড়াও বাজারে আরও অনেক ব্রান্ড রয়েছে সেগুলো আপনি চেক করে দেখতে পারেন এবং এগুলোর দাম সময়ের ব্যবধানে অথবা যে কোন কারণবশত কম বেশি অর্থাৎ পরিবর্তন হতে পারে। তাই কেনার আগে বিভিন্ন দোকানে গিয়ে যাচাই-বাছাই করে কিনলে আপনার জন্য কিছুটা সেভ হতে পারে।

ওভারলক মেশিনের দাম কত: 

এ পর্যায়ে আমরা ওভারলক মেশিনের দাম কত তা জানার চেষ্টা করব এবং এর পাশাপাশি ভালো মানের সেলাই মেশিনের দাম কত তার সঠিক তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনি আমার এই আর্টিকেলের সঙ্গেই থাকবেন। বিভিন্ন প্রকার ওভারলক মেশিন রয়েছে।

আরো পড়ুন: বাড়িতে সোলার প্যানেলের দাম কত জেনে নিন 

যেমন 3 থ্রেড ওভারলক মেশিন,4 থ্রেড ওভারলক মেশিন,5 থ্রেড ওভারলক মেশিন ইত্যাদি এবং বিভিন্ন ব্রান্ডের বিভিন্ন মডেলের বিভিন্ন দামের ওভারলক মেশিন বাজারে পাওয়া যাচ্ছে। নিম্নে কিছু অভারলক মেশিনের দাম এবং কোম্পানির নামসহ উল্লেখ করা হলো-


  • Jack E3 Power 4 Thread Overclock Machine এই মেশিনটির দাম ₹30,000  
  • Latino  Direct Drive 5 Thread Overclock Machine এই মেশিনটির দাম ₹48,000  
  • Goldentex 4 Thread Overclock Sewing Machine এই মেশিনটির দাম ₹25,000  
  • Jack E4  Overclock Machine এই মেশিনটির দাম ₹35,000  
  • Jack E3-5 Power 3 Thread Overclock Sweing Machine এই মেশিনটির দাম ₹35,000 
  •  FUCEN FX-5D 5 Thread Overclock Machine এই মেশিনটির দাম ₹30,000  
  • Singer 5 Thread Overclock Machine S8150 এই মেশিনটির দাম ₹32,500  
  • Single Phase Gemsy 5 Thread Overclock Machine, Automatic Grad  Automatic,1 এই মেশিনটির দাম ₹30,000  
  • Jack E4S Power 4 Thread Overclock Sweing Machine এই মেশিনটির দাম ₹31,000 
  • Jack C3 Automatic Overclock Sweing Machine এই মেশিনটির দাম ₹45,000 
  • JK- E3-5Th Computerized Overclock Sweing Machine এই মেশিনটির দাম ₹29,000 
  • Juki MO 6814s 4 Thread Overclock Sweing Machine এই মেশিনটির দাম ₹52,900 
  • Dhara Overclock Sweing Machine এই মেশিনটির দাম ₹38,00
  • C5 Jack Overclock Sweing Machine এই মেশিনটির দাম ₹40,000 
  • Pooja Overclock Sweing Machine এই মেশিনটির দাম ₹5262

উল্লেখিত Overclock সুইং মেশিন গুলো ছাড়াও বাজারে আরও অনেক ব্রান্ড রয়েছে সেগুলো আপনি চেক করে দেখতে পারেন এবং এগুলোর দাম সময়ের ব্যবধানে অথবা যে কোন কারণবশত কম বেশি অর্থাৎ পরিবর্তন হতে পারে। তাই কেনার আগে বিভিন্ন দোকানে গিয়ে যাচাই-বাছাই করে কিনলে আপনার জন্য কিছুটা সেভ হতে পারে।

ভালো মানের সেলাই মেশিনের দাম কত: 

এ পর্যায়ে আমরা ভালো মানের সেলাই মেশিনের দাম কত তা সঠিক তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সেলাই মেশিন পাওয়া যাচ্ছে। সেলাই মেশিনের দাম সাধারণত মেশিনের ধরন, মেশিনের কোয়ালিটি, মেশিনের ব্রান্ড, টেকসই ইত্যাদির উপর ভিত্তি করে সেলাই মেশিনের দাম নির্ধারিত হয়ে থাকে। 

আমাদের দেশে কিছু উল্লেখযোগ্য সেলাই মেশিন রয়েছে সেগুলো হচ্ছে বাটারফ্লাই সেলাই মেশিন, সিঙ্গার সেলাই মেশিন, ওয়ালটন সেলাই মেশিন, জুকি সেলাই মেশিন ইত্যাদি। এছাড়া ব্রাদার্স, জ্যাক ইত্যাদি কোম্পানি সেলাই মেশিন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে।সাধারণত পা চালিত সেলাই মেশিন অর্থাৎ বিদ্যুৎ ছাড়া যে সমস্ত সেলাই মেশিন গুলো রয়েছে সেগুলোর দাম ৭০০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। 

আরো পড়ুন: ভালো মানের আইপিএস দাম কত জানতে চোখ রাখুন

আর ইলেকট্রিক সেলাই মেশিনের দাম ৫০ হাজার টাকা পর্যন্ত। এবং পোর্টেবল সেলাই মেশিনের দাম১০০০ টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। আপনি কোন ধরনের সেলাই মেশিন কিনতে চাচ্ছেন পোর্টেবল মেশিন, নাকি পায়ে চালিত সেলাই মেশিন, নাকি ইলেকট্রিক সেলাই মেশিন তা প্রথমেই নির্বাচন করে নিতে হবে। 

কারণ পোর্টেবল সেলাই মেশিনের দাম সবচেয়ে কম। তবে এগুলো আকারে অনেক ছোট হয়। পা চালিত সেলাই মেশিনের দাম ৭০০০ থেকে ১০০০০ টাকা পর্যন্ত, আর ইলেকট্রিক সেলাই মেশিনের দাম সাধারণত ৫০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। নিম্নে বিভিন্ন ব্র্যান্ডের সেলাই মেশিনের দাম সংক্ষিপ্তভাবে আলোচনা করা হলো-

Butterfly সেলাই মেশিনের দাম- Butterfly সেলাই মেশিন অনেক ভালো মানের একটি মেশিন খুবই জনপ্রিয়। এই কোম্পানিটি অনেক পুরাতন একটি কোম্পানি এবং গুণগতমান বজায় রাখার জন্য এটি এখন পর্যন্ত বাংলাদেশ সহ সারা বিশ্বে বিভিন্ন দেশে খুবই জনপ্রিয়তা লাভ করেছে। 

সাধারণত গ্রাম অঞ্চলের মানুষ এই বাটারফ্লাই মেশিন টি বেশি ব্যবহার করে থাকেন।বাটারফ্লাই সেলাই মেশিন বহু আগে থেকে আমাদের দেশে ব্যবহার করা হচ্ছে।যেহেতু বাটারফ্লাই সুইং মেশিন বেশি জনপ্রিয়তা লাভ করেছে। সেই কারণে বাংলাদেশের বাজারে সেলাই মেশিনের প্রত্যেকটি দোকানে অথবা বাংলাদেশের যে কোন স্থানে এই মেশিনটি পাওয়া যাচ্ছে।

বাসা বাড়িতে নিজেদের কাপড় সেলাই করার জন্য, দর্জির দোকানে কাজ করার জন্য বিভিন্ন জায়গায় সেলাই মেশিনের ব্যবহার দেখা যায়।বাটারফ্লাই সেলাই মেশিন সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পায় চালিত হয়ে থাকে বর্তমানে বাটারফ্লাই সেলাই মেশিনের দাম সাত হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত। 

আপনি যদি পায়ে চালিত বাটারফ্লাই সেলাই মেশিন স্ট্যান্ড সহ কিনতে চান তাহলে আপনাকে ৭০০০ থেকে ১০ হাজার টাকা গুনতে হতে পারে। এবং পায়ে চালিত এই বাটারফ্লাই মেশিন গুলো প্রায় 1200 টাকার মতো খরচ করলে একটি মোটর লাগিয়ে ইলেকট্রিক করে নেওয়া যায়। তবে আপনি যদি বাটারফ্লাই মেশিন স্ট্যান্ড ছাড়া কিনতে চান তাহলে এক্ষেত্রে দাম পড়বে ৫ হাজার পাঁচশো টাকা থেকে ৬ হাজার পাঁচশো টাকা পর্যন্ত।

সিঙ্গার সেলাই মেশিনের দাম-বাংলাদেশের বাজারে সবচেয়ে ভালো মানের সেলাই মেশিন গুলোর মধ্যে আরেকটি জনপ্রিয় সেলাই মেশিনের ব্র্যান্ড হলো সিঙ্গার। সিঙ্গার সেলাই মেশিন বহু আগে থেকেই বাংলাদেশের বাজারে ব্যাপক ভাবে প্রচলিত রয়েছে। সবথেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে এই মেশিন। একটা সময় ছিল সেলাই মেশিন বলতে শুধু আমরা Singer Sewing মেশিনকেই  বুঝে থাকি। 

গুণগতমান এবং জনপ্রিয়তার শীর্ষে রয়েছে সিংগার সেলাই মেশিন। সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সিঙ্গারের নিজস্ব শোরুম রয়েছে। আপনি চাইলে আপনার নিকটস্থ শোরুম থেকে খুব সহজেই সিংগার সেলাই মেশিন ক্রয় করতে পারেন। সিঙ্গার কোম্পানির সাধারণ সেলাই মেশিন অর্থাৎ পায়ে চালিত সেলাই মেশিন কিনতে চান তাহলে আপনার এটির দাম পড়বে ৭ হাজার থেকে ৮ হাজার টাকা। 

আর আপনি যদি সিঙ্গারের সেলাই মেশিন ইলেকট্রিক জাতীয় মেশিন কিনতে চান অর্থাৎ বিদ্যুৎ ধারা চালিত সিংগার সেলাই মেশিন কিনতে চান তাহলে সর্বনিম্ন ১২০০০ টাকা দিয়ে সিংগারের ইলেকট্রিক্যাল সেলাই মেশিন ক্রয় করতে পারবেন। অর্থাৎ আপনি যদি বিদ্যুৎ চালিত সিঙ্গারের সেলাই মেশিন কিনতে চান তাহলে আপনাকে ১২ হাজার টাকা থেকে ২১ হাজার টাকা পর্যন্ত গুনতে হতে পারে। 

এছাড়া সিঙ্গার কোম্পানির আরো নানা ধরনের মডেল রয়েছে। সেগুলোর দাম ভিন্নরকম রয়েছে। সেগুলোর মধ্যে থেকেও আপনি যাচাই-বাছাই করে কিনতে পারেন। যেমন- Singer ব্র্যান্ডের SMO24 মডেলের সেলাই মেশিন এর দাম ১৪৯৯০ টাকা। সিঙ্গার ইলেকট্রিক সেলাই মেশিন SRSM-ZJ9513G এটির দাম ২১ হাজার টাকা।

জুকি সেলাই মেশিনের দাম -জুকি সেলাই মেশিন হচ্ছে বিশ্বের একটি অন্যতম জনপ্রিয় মেশিন।এটার গুণগত মান অনেক ভালো এবং এর চাহিদা সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে। জুকি মেশিন অনেক ভালো সার্ভিস দেওয়ার কারণে বাংলাদেশের অনেক গার্মেন্টস ফ্যাক্টরিতে এই ঝুঁকি মেশিন ব্যবহার করা হচ্ছে। 

এত নামিদামি ব্রান্ডের সেলাই মেশিনের দাম অনেকেই না জানার কারণে এই ব্র্যান্ডের সেলাই মেশিন কিনতে চান না। তাই এই ব্রান্ডের সেলাই মেশিনের কিছু মডেলের দাম উল্লেখ করা হলো-

  • HZL-27Z জুকি  হাউজ হোল্ড সেলাই মেশিন টির দাম ২৩ হাজার টাকা মাত্র।
  • HZL-12Z জুকি হাউজ হোল্ড সেলাই মেশিন টির দাম 18 হাজার টাকা মাত্র।
  • LT-591 জুকি হাউজ হোল্ড  সেলাই মেশিন টির দাম 22 হাজার টাকা মাত্র।
  • MO-50E জুকি হাউজ হোল্ড সেলাই মেশিন টির দাম 35 হাজার টাকা মাত্র।
  • MB-373 জুকি industrial সেলাই মেশিন টির দাম 30 হাজার টাকা মাত্র।
  • DDL-8100E জুকি industrial সেলাই মেশিন টির দাম 23 হাজার 500 টাকা মাত্র।

জুকি ব্রান্ডের উল্লেখিত মডেল গুলো ছাড়াও আরো অনেক মডেল রয়েছে সেগুলো আপনি যাচাই-বাছাই করে দাম দর ঠিক করে পছন্দ করতে পারেন।

Walton সেলাই মেশিনের দাম-বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত কোম্পানী নাম হচ্ছে ওয়ালটন। কোম্পানিটি বাংলাদেশে শুধু সেলাই মেশিন নয়,প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ইলেকট্রিক পণ্য এই কোম্পানি তৈরি করছেন। এই কোম্পানির সেলাই মেশিন ইতিপূর্বে না থাকলেও বর্তমান বাজারে তারা তাদের কোম্পানির তৈরি সেলাই মেশিন বাজারজাত করছেন। 

এই কোম্পানির সেলাই মেশিন গুণগতমান অনেক ভালো এবং দামেও সাশ্রয়ী হওয়ার কারণে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে একটি ওয়ালটন মিনি সেলাই মেশিনের দাম ১৫০০ টাকা মাত্র। আর একটি সাধারণ মানের ওয়ালটন সেলাই মেশিনের দাম ৮০০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। তাই বাংলাদেশ তৈরি এই ওয়ালটন কোম্পানির সেলাই মেশিন আপনি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন।

ঊষা সেলাই মেশিনের দাম- ভালো মানের সেলাই মেশিন গুলোর মধ্যে আরেকটি  অন্যতম জনপ্রিয় ব্রান্ড হচ্ছে ঊষা। এই কোম্পানির মেশিনটির গুণগত মান অনেক ভালো হওয়ার কারণে এটির ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে বাংলাদেশে ভালো মানের একটি ঊষা মেশিনের দাম ৪০ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এবং সাধারণ কোয়ালিটির একটি ঊষা মেশিনের দাম ১০ হাজার থেকে বিশ হাজার টাকা হয়ে থাকে।

জান্নাত সেলাই মেশিনের দাম- ভারতীয় পণ্য পা চালিত সেলাই মেশিন গুণগত মানে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। জান্নাত কোম্পানির সেলাই মেশিন সাধারণত পা চালিত হয়ে থাকে। এই কোম্পানির বিদ্যুৎ চালিত কোন সেলাই মেশিন সম্ভবত নেই। আপনি যদি জান্নাত কোম্পানির সেলাই মেশিন ক্রয় করতে চান তাহলে ভারতীয় কোম্পানির এই মেশিনটি বাংলাদেশ টাকা প্রায় ৭ থেকে ৮ হাজার টাকার মাঝে আপনি কিনতে পারবেন।

Jack সেলাই মেশিনের দাম-Jack মেশিন অনেক ভালো সার্ভিস দেওয়ার কারণে বাংলাদেশের অনেক গার্মেন্টস ফ্যাক্টরিতে এই Jack মেশিন ব্যবহার করা হচ্ছে। এত নামিদামি ব্রান্ডের সেলাই মেশিনের দাম অনেকেই না জানার কারণে এই ব্র্যান্ডের সেলাই মেশিন কিনতে চান না। তাই এই ব্রান্ডের সেলাই মেশিনের কিছু মডেলের দাম উল্লেখ করা হলো-

  • Jack F4 Direct Drive power Saving Lock stitch industrial sewing machine সেলাই মেশিন টির দাম 26 হাজার 500 টাকা মাত্র।
  • Jack A2 Direct Drive automatic trimmer Lock stitch industrial sewing machine সেলাই মেশিন টির দাম 32 হাজার 500 টাকা মাত্র।
  • Jack A2S industrial sewing machine সেলাই মেশিন টির দাম 26 হাজার 500 টাকা মাত্র।

Jack ব্রান্ডের উল্লেখিত মডেল গুলো ছাড়াও আরো অনেক মডেল রয়েছে সেগুলো আপনি যাচাই-বাছাই করে দাম দর ঠিক করে পছন্দ করতে পারেন।

মিনি সেলাই মেশিনের দাম- বর্তমান বাজারে বড় এবং সাধারণ মানের মেশিন গুলোর পাশাপাশি অনেকেই ছোট বা মিনে সেলাই মেশিন পছন্দ করে থাকেন। মিনি সেলাই মেশিন দিয়ে অনেক ভালো পরিমাণ কাজ করা যায়। বাংলাদেশের বিভিন্ন ধরনের মিনি সেলাই মেশিন রয়েছে। কোয়ালিটির উপর ভিত্তি করে এক এক মিনি সেলাই মেশিনের দাম ভিন্ন ভিন্ন রয়েছে। 

সাধারণত ৬০০ টাকা থেকে শুরু করে ভালো কোয়ালিটির মিনি সেলাই মেশিনের দাম ১৪০০ টাকা বা দুই হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় এবং আরেকটু উন্নত মানের মিনি সেলাই মেশিন যদি কিনতে যান তাহলে ২০০০ টাকা থেকে ২২০০ টাকার মধ্যে পাওয়া যাবে।

বস্তা সেলাই মেশিনের দাম- সাধারণত আমরা অনেকেই জানি যে সেলাই মেশিন দিয়ে শুধু পোশাক সেলাই করা যায়। কিন্তু এর পাশাপাশি সেলাই মেশিন দিয়ে বস্তা বা অন্যান্য পণ্যও সেলাই করা যায়। তাই অনেকেই জানতে চাই যে বস্তা সেলাই মেশিনের দাম কত। সাধারণত বস্তা সেলাই করা মেশিনের দাম একটু বেশি হয়ে থাকে। 

বর্তমানে বস্তা সেলাই মেশিনের দাম ১৬ হাজার টাকা শুরু হয় এবং অনেক ভালো মানের বস্তা সেলাই মেশিনের দাম 18 হাজার টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে।

ডবল সেলাই মেশিনের দাম- বর্তমান মার্কেটে সাধারণ মানের  সেলাই মেশিনের পাশাপাশি একটি নতুন সেলাই মেশিন বাজারজাত করা হয়েছে। সেটা হচ্ছে ডবল সেলাই মেশিন ।এই ডবল সেলাই মেশিন দিয়ে অনেক দ্রুত কাজ সম্পন্ন করা যায়। এটি নতুনভাবে রিলিজ হওয়ার কারণে অনেকেরই আগ্রহ রয়েছে এই মেশিনটি কেনার জন্য।

নতুন এই মেশিনটির দাম ১০ হাজার টাকা থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এবং এর চেয়ে ভালো কোয়ালিটি সম্পন্ন ডাবল মেশিনের দাম ১৫০০০ থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে।

পা চালিত সেলাই মেশিনের দাম- আগের যুগে পা চালিত  সেলাই মেশিন ছাড়া বৈদ্যুতিক সেলাই মেশিন খুব একটা ছিল না।তাই তখন বৈদ্যুতিক সেলাই মেশিন পাওয়া যেত না বললেই চলে। তবে এই আধুনিক সেলাই মেশিন শুধু পোশাক কারখানাতেই পাওয়া যেত। কিন্তু বর্তমানে গ্রাম অঞ্চলে অনেক পা চালিত সেলাই মেশিন দেখা যায়। 

এখনো অনেক মানুষ পা চালিত সেলাই মেশিন কেনার জন্য আগ্রহী হয়ে থাকে।তাই পা চালিত সেলাই মেশিনের দাম কত এটি সকলের জানা থাকা দরকার।একটা সাধারন মানের পা চালিত  সেলাই মেশিনের দাম ৬০০০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। এবং পোর্টেবল সেলাই মেশিনের দাম ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

বিদ্যুৎ চালিত সেলাই মেশিনের দাম- আগের সময় বিদ্যুৎ চালিত বা ইলেকট্রিক সেলাই মেশিন খুব একটা দেখতে পাওয়া যেত না। শুধুমাত্র গার্মেন্টস ফ্যাক্টরিতে এই বিদ্যুৎ চালিত সেলাই মেশিন দেখা যেত। তবে বর্তমানে বিভিন্ন দর্জির দোকানে বা গ্রাম এলাকাতেও বাসা বাড়িতে ইলেকট্রিক সেলাই মেশিন দেখা যাচ্ছে। 

ইলেকট্রিক সেলাই মেশিন দিয়ে খুব সহজেই কাপড় তৈরি করা যায়। এই কারণে ইলেকট্রিক সেলাই মেশিন কেনার জন্য অনেক মানুষ আগ্রহী হয়ে উঠছে। বিদ্যুৎ চালিত বা ইলেকট্রিক সেলাই মেশিনের দাম গুনগত মানের উপর ভিত্তি করে বিভিন্ন রকমের হয়ে থাকে। বর্তমানে 20000 টাকা থেকে ২৫ হাজার টাকার মধ্যে একটি বিদ্যুৎ চালিত সেলাই মেশিন পাওয়া যায়। 

তবে আগের চেয়ে বর্তমানে এটার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তাই এটি কেনার আগে আপনি যাচাই-বাছাই করে বিভিন্ন দোকানে গিয়ে দাম দর দেখে তারপর কিনলে আপনার কিছুটা টাকা সেভ হতে পারে।

শেষ কথা-ভালো মানের সেলাই মেশিনের দাম কত: 

সুপ্রিয় পাঠক, আপনাদের বিশেষ সুবিধার্থে ভালো মানের সেলাই মেশিনের দাম কত তা আমি উপরের অংশে আপনাদের সাথে সঠিক তথ্য শেয়ার করার চেষ্টা করেছি।তবে ভালো মানের সেলাই মেশিন কেনার জন্য উপরে যে দামগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো যে কোন সময় বা অনিবার্য কারণবশত দাম কিছুটা পরিবর্তন অর্থাৎ কমবেশি হতে পারে। 

তাই ভালো মানের সেলাই মেশিন কেনার আগে বিভিন্ন দোকানে গিয়ে যাচাই-বাছাই করে তারপর কিনলে আপনার জন্য মঙ্গল হবে।তবে সেলাই মেশিন সম্পর্কে আপনার যদি অভিজ্ঞতা কম থাকে তাহলে একজন ভালো এক্সপার্ট বা টেকনিশিয়ান আপনি সাথে করে নিয়ে গিয়ে কিনলে অনেক ভালো হবে। আশা করছি এই পোস্টটি আপনার জন্য অনেক ফল প্রসু হবে। 

তাই পোস্টটি মনোযোগ সহকারে নিজে পড়ুন এবং অন্যান্য ব্যক্তিদের কেউ শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে পড়ার জন্য উৎসাহিত করুন। যেন তারাও ভালো মানের সেলাই মেশিনের দাম সম্পর্কে কিছুটা হলেও উপকৃত হতে পারেন। এতক্ষণ ধরে আমার এই পোষ্টের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url