বাড়িতে সোলার প্যানেলের দাম কত জেনে নিন
সম্মানিত পাঠক, বাড়িতে সোলার প্যানেলের দাম কত জানতে এই আর্টিকেলের উপর চোখ রাখতে পারেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে বাড়িতে সোলার প্যানেলের দাম কত।
তাই চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে বাড়িতে সোলার প্যানেলে দাম কত তা জেনে নেই এবং সেই সাথে আমরা সোলার প্যানেলের সুবিধা ও অসুবিধা কি তা জানার চেষ্টা করব।
সোলার প্যানেল এর উপকারিতা:
বাড়িতে সোলার প্যানেলের দাম কত জানতে আমরা সোলার প্যানেলের উপকারিতা বা সুবিধা কি কি তা আগে জানার চেষ্টা করব। সোলার প্যানেল (Solar Panel)হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদনের বিকল্প একটি মাধ্যম যা সূর্যের তাপকে ফটোভোল্টাইক এ ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করার যে মাধ্যম তাকে সোলার বলা হয়।
আরো পড়ুন: ভালো মানের আইপিএস দাম কত জানতে চোখ রাখুন
সোলার প্যানেল শক্তির প্রধান উৎস হিসাবে সূর্যের আলোকে শোষণ করে এবং বৈদ্যুতিক প্রবাহ তৈরি করে। অর্থাৎ এক কথায় বলা যায় সূর্যের তাপের সৌরশক্তি শোষণ করে বিদ্যুৎ শক্তিকে রূপান্তর করে এই সোলার সিস্টেম। সূর্যের আলো হতে বিদ্যুৎ পাওয়ার উৎপাদন করাই হলো সোলার সিস্টেমের কাজ।
এই সোলার সিস্টেম সাধারণত দুটি পদ্ধতিতে কাজ করে। এ কারণে সোলার সিস্টেম সাধারণত দুই প্রকার হয়ে থাকে। অনগ্রীড সোলার সিস্টেম এবং অফগ্রীড সোলার সিস্টেম। সোলার সিস্টেম ব্যবহার করার জন্য অনেকগুলো সুবিধা রয়েছে। সৌর প্যানেল মূলত সৌর শক্তির উপর নির্ভর করে এটি রোদের তাপে বিদ্যুৎ উৎপন্ন হয়।
- সোলার প্যানেল বাসা বাড়ির ছাদে অথবা বাসা বাড়ির টিনের চালে বা দোকান ঘরের টিনের উপরে রৌদ্র যেন লাগে এমন জায়গায় রাখা হয়। এটি মূলত পরিবেশবান্ধব শক্তির উৎস হিসেবে কাজ করে। সোলার এই বিদ্যুৎ উৎপাদনকারী যন্ত্রটি দীর্ঘমেয়াদী হয় এবং বেশি স্থায়ী।
- আমাদের প্রয়োজন অনুযায়ী রাসায়নিকভাবে উৎপাদিত যে বিদ্যুৎ তা আমাদের চাহিদা মেটাতে সক্ষম হয় না, অনেক বেশি লোডশেডিং এর কারণে প্রচন্ড গরমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। তাই সেই সময় গুলো ব্যাকআপ দেওয়ার জন্য সোলার সিস্টেম বিশেষ কার্যকরী ভূমিকা রাখে এবং সোলার প্যানেল অনায়াসেই লোডশেডিং এর সময় ব্যাকআপ দিতে সক্ষম হয়।
- রাসায়নিক বিদ্যুতের বিকল্প হিসাবে সোলার সিস্টেমের মাধ্যমে আমরা ঘরের আলো, ছোট আকারের ফ্যান, মোবাইল চার্জ, লাইট ইত্যাদি চালাতে পারি।
- সৌর বিদ্যুৎ উৎপাদন কোন ঝুঁকি নেই, নিরাপদ, নির্ভরযোগ্য, জ্বালানি সংকট বা জ্বালানি বাজার স্থায়িত্ব থেকে ভোগ করবে না।
- সৌরশক্তি জ্বালানি ব্যবহার করার প্রয়োজন পড়ে না, অপারেশন খরচ খুবই কম।
- সৌরশক্তি নিকটবর্তী পাওয়ার সাপ্লাই, লম্বা দূরত্বের ট্রান্সমিশন লাইন ক্ষতি এড়ানোর জন্য দীর্ঘ দূরত্ব পরিবহন দরকার হয় না।
- সৌর বিদ্যুৎ একটি পরিবেশ বান্ধব, এটি উৎপাদনের কোন অপচয়, কোন প্রকার দূষণ এবং জনসাধারণের বিপদ উৎপন্ন হয় না, প্রতিকূল পরিবেশে এটি রক্ষিত থাকে।
- সৌর বিদ্যুৎ উৎপাদন করার সময়কাল খুবই সংক্ষিপ্ত, সুবিধাজনক, নমনীয় এবং লোড অনুযায়ী এটি বাড়ানো-কমানো করা যায়। নিজের ইচ্ছামত যোগ বা ছোলার এর ক্ষমতা কমাতে বর্জ্য থেকে এড়াতে পারে।
- রাসায়নিকভাবে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বাড়িতে একটি সোলার প্যানেল যদি রাখা যায় তাহলে খুবই উপকার হয়। এক্ষেত্রে বিদ্যুৎ বিল কম আসবে।
১০০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত:
বাড়িতে সোলার প্যানেলের দাম কত তা জানার আগে আমরা জানবো যে ১০০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত। বাসা বাড়িতে কিংবা অফিসে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে বর্তমানে মানুষ বিদ্যুতের পাশাপাশি অনেকেই এখন সোলার ব্যবহার করছেন। কারণ বর্তমান সময়ে লোডশেডিং অত্যধিক হারে বেড়ে চলেছে।
বাজারে ২০ ওয়াট থেকে শুরু করে কয়েক হাজার ওয়াট পর্যন্ত সোলার প্যানেল পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেল রয়েছে। তবে বাসা বাড়িতে ছোট একটি পরিবারের জন্য ১০০০ ওয়াটের সোলার প্যানেলই যথেষ্ট। সোলার সাধারণত প্রতি ওয়াট হিসাবে বিক্রয় করা হয়ে থাকে।
আরো পড়ুন:ভালো মানের ব্লেন্ডার মেশিনের দাম কত জেনে নিন
অর্থাৎ এক ওয়াট হিসাব করে আপনি যে কত ওয়াটের সোলার প্যানেল কিনবেন তার দাম নির্ধারণ করা হয়ে থাকে। তবে আপনি যদি ভালো মানের সোলার প্যানেল কিনতে চান তাহলে মনোক্রিস্টালাইন সোলার প্যানেল সবচেয়ে বেশি কার্যকারী হিসেবে আপনি কিনতে পারেন। সে ক্ষেত্রে এই টার দাম একটু বেশি পড়বে।
সোলারের গুণগত মান এর উপর ভিত্তি করে সোলার এর দাম কম বেশি হয়ে থাকে। সোলার প্যানেল আপনি বাজার থেকে ৪৫ থেকে শুরু করে ৬০ টাকা মূল্যে কিনতে পারবেন অর্থাৎ এক হাজার ওয়াটের একটি সোলার প্যানেল যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে ৪৫ হাজার টাকা থেকে শুরু করে ৬০ হাজার টাকা পর্যন্ত গুনতে হবে।
সোলার প্যানেলের ধরন, সোলার প্যানেলের ওয়াট, মডেল, কোম্পানি ইত্যাদি এর ওপর নির্ভর করে এর দাম কিছুটা কম বেশি হয়ে থাকে। তবে বাণিজ্যিক সোলারের দাম একটু বেশি হয়ে থাকে। যেমন এক কিলোওয়াট বা ১০০০ ওয়াটের বাণিজ্যিক সোলারের দাম এক লক্ষ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। ১০০০ ওয়াট সোলার প্যানেলের কিছু মডেল এবং দাম নিম্নে উল্লেখ করলাম-
- ১০০০ ওয়াট মনো সোলার-এই সোলারটির দাম ৮৫ হাজার টাকা থেকে ৯০ হাজার টাকা।
- ১০০০ ওয়াট জেএসই সোলার-এই সোলারটির দাম ৯০ হাজার টাকা থেকে ৯৫ হাজার টাকা।
- ১০০০ ওয়াট আরএস সোলার-এই সোলারটির দাম ৯৫ হাজার টাকা থেকে ১ লাখ টাকা।
- ১০০০ ওয়াট লুনার সোলার-এই সোলারটির দাম ৯৮ হাজার টাকা থেকে ১ লাখ ২ হাজার টাকা।
উল্লেখিত সোলার প্যানেলের মডেল গুলো ছাড়াও আরো অনেক কোম্পানির বা ব্র্যান্ডের মডেল রয়েছে।সেগুলো আপনি বাজারে গিয়ে যাচাই-বাছাই করে দেখতে পারেন। আর সোলারের দাম যে কোন সময় সময়ের ব্যবধানে অথবা অনিবার্য কারণবশত পরিবর্তন অর্থাৎ কম বেশি হতে পারে। তাই কিনার আগে সাবধানতা বসত বিভিন্ন দোকানে যাচাই-বাছাই করে তারপর কিনতে হবে।
বর্তমান বাজারে কিছু অসাধু ব্যবসায়ী থাকতে পারে। তারা খারাপ অর্থাৎ কম দামের মালামাল বেশি দামে বিক্রয় করতে পারে। তাই সোলার সম্পর্কে আপনার যদি অভিজ্ঞতা কম থাকে তাহলে একজন অভিজ্ঞ লোক সঙ্গে নিয়ে গিয়ে তারপর কিনলে আপনার জন্য ভালো হবে।
সোলার প্যানেলের সুবিধা ও অসুবিধা:
এ পর্যায়ে আমরা সোলার প্যানেলের সুবিধা ও অসুবিধা সম্পর্কে আলোচনা করব এবং এর পাশাপাশি বাড়িতে সোলার প্যানেলের দাম কত সেটা নিয়ে আলোচনা করব। সাধারণত প্রতি ওয়াট হিসাবে সোলার প্যানেল বিক্রয় করা হয়ে থাকে। অর্থাৎ ১ ওয়াট হিসাব করে আপনি কত ওয়াটের সোলার প্যানেল কিনবেন তার দাম নির্ধারণ করা হয়ে থাকে।
অর্থাৎ সোলার প্যানেলের ওয়াট যত বেশি হবে দাম তার ততই বৃদ্ধি হবে। আর সোলার প্যানেলের ওয়াট যত কম হবে ততই এর দামও কম হবে। সুতরাং এখানে একটি বড় সুবিধা হল আপনার বাসায় যদি খুবই কম ওয়াটের সোলার প্যানেলের প্রয়োজন হয় তাহলে আপনি কম ওয়াটের সোলার প্যানেল কম দামে কিনতে পারবেন।
সোলার প্যানেলের সুবিধা-
- সৌর বিদ্যুৎ উৎপাদন কোন ঝুঁকি নেই, নিরাপদ, নির্ভরযোগ্য, জ্বালানি সংকট বা জ্বালানি বাজার স্থায়িত্ব থেকে ভোগ করবে না।
- সৌরশক্তি জ্বালানি ব্যবহার করার প্রয়োজন পড়ে না, অপারেশন খরচ খুবই কম।
- সৌর বিদ্যুৎ একটি পরিবেশ বান্ধব, এটি উৎপাদনের কোন অপচয়, কোন প্রকার দূষণ এবং জনসাধারণের বিপদ উৎপন্ন হয় না, প্রতিকূল পরিবেশে এটি রক্ষিত থাকে।
- রাসায়নিকভাবে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বাড়িতে একটি সোলার প্যানেল যদি রাখা যায় তাহলে খুবই উপকার হয়। এক্ষেত্রে বিদ্যুৎ বিল কম আসবে।
- সোলার প্যানেল একটি পুনর্নবীকরণযোগ্য এবং পরিবেশবান্ধব শক্তির উৎস হিসাবে কাজ করে।
- সোলার প্যানেল থেকে পাওয়া শক্তির উৎস ব্যাটারিতে সংরক্ষণ করা যেতে পারে এবং সূর্যের আলো না থাকলেও ব্যবহার করা যেতে পারে।
- সোলার প্যানেল অন্যান্য শক্তির উৎস থেকে আলাদা।এই প্যানেল ব্যবহারের জন্য বিদ্যুৎ সরবরাহের জন্য মাসিক অর্থ প্রদানের প্রয়োজন হয় না।
- সোলার প্যানেল অনেক টেকসই এবং মজবুত। এটা প্রায় ২৫ বছর পর্যন্ত কাজ করতে পারে। অন্যান্য শক্তির উৎসের সাথে তুলনা করলে দেখা যায় যে এটা অত্যন্ত দীর্ঘ শক্তি প্রয়োগ করে।
- সোলার প্যানেল গ্রীন হাউজ গ্যাস মেয়ের কত করে না তবুও আমাদের শক্তির চাহিদা পূরণ করে থাকে এটি কোন শব্দ দূষণ করে না সৌর প্যানেল গুলি কোন প্রকার শব্দ দূষণে জড়িত নয়।
- সৌর শক্তি সহজেই শেষ হয় না কারণ সূর্যের তাপ থেকে অতি বেগুনি রশ্মি সোলার প্যানেলকে বিদ্যুতের শক্তিতে রূপান্তরিত করে।
- সাধারণত সোলার প্যানেল গুলো ১০ থেকে ২৫ বছরের জন্য ওয়ারেন্টি দিয়ে থাকে। এ সময়ের মধ্যে কোন সমস্যা হলে আপনার সোলারটি তারা রিপিয়ার করে দিবে।
সোলার প্যানেলের অসুবিধা-
- সোলার প্যানেল যখন ইনস্টলেশন করা হয় বা ক্রয় করে ছাদে বা টিনের চালে সেটিং করতে প্রাথমিক অবস্থায় অনেক টাকা খরচ হয় যা অনেকেই সামাল দিতে পারে না। কারণ এটি অনেক ব্যয়বহুল।
- সোলার প্যানেলে যেহেতু সূর্য থেকে শক্তি উৎপন্ন হয় সে ক্ষেত্রে অনেক সময় বর্ষাকালে অথবা শীতকালে সূর্যের তাপ পাওয়া মুশকিলের ব্যাপার হয়ে পড়ে। সূর্য না থাকলে কোন শক্তি উৎপাদন হবে না। সে ক্ষেত্রে সূর্যের আলো যদি না থাকে তাহলে এটি ব্যবহার করা ঝামেলার ব্যাপার হয়ে যায়।
- শক্তি সঞ্চয়ের খরচ বেশি এবং সোলার সেট আপ করতে স্টোরেজ যোগ করলে সিস্টেমের খরচ অনেক বেড়ে যেতে পারে।
- সোলার প্যানেল সাধারণত বাড়ির ছাদে বা টিনের তালে বসাতে হয় সেক্ষেত্রে অনেকটাই ফাঁকা জায়গা দখল করে নেয়।
উল্লেখিত সোলার প্যানেলের সুবিধা এবং অসুবিধা গুলো বিবেচনা করলে দেখা যায় যে সোলার প্যানেলের অসুবিধার চেয়ে সুবিধাই বেশি। তাই আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী যত ওয়াটের সোলার প্যানেল প্রয়োজন তা আপনি যাচাই-বাছাই করে কিনতে পারেন।
বাড়িতে সোলার প্যানেলের দাম কত:
এ পর্যায়ে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে বাড়িতে সোলার প্যানেলের দাম কত। তাই সঠিক তথ্য জানার জন্য আমার এই আর্টিকেলের সঙ্গেই থাকুন।বাসা বাড়িতে কিংবা অফিসে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে বর্তমানে মানুষ বিদ্যুতের পাশাপাশি অনেকেই এখন সোলার ব্যবহার করছেন।
কারণ বর্তমান সময়ে লোডশেডিং অত্যধিক হারে বেড়ে চলেছে। বাজারে ২০ ওয়াট থেকে শুরু করে কয়েক হাজার ওয়াট পর্যন্ত সোলার প্যানেল পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেল রয়েছে। তবে বাসা বাড়িতে ছোট একটি পরিবারের জন্য ১০০০ ওয়াটের সোলার প্যানেলই যথেষ্ট। সোলার সাধারণত প্রতি ওয়াট হিসাবে বিক্রয় করা হয়ে থাকে।
আরো পড়ুন: কোন ব্রান্ডের ওয়াশিং মেশিন ভালো-ওয়াশিং মেশিনের দাম
অর্থাৎ ১ ওয়াট হিসাব করে আপনি যে কত ওয়াটের সোলার প্যানেল কিনবেন তার দাম নির্ধারণ করা হয়ে থাকে।সোলারের গুণগত মান এর উপর ভিত্তি করে সোলার এর দাম কম বেশি হয়ে থাকে। সোলার প্যানেল আপনি বাজার থেকে ৪৫ থেকে শুরু করে ৬০ টাকা মূল্যে কিনতে পারবেন অর্থাৎ এক হাজার ওয়াটের একটি সোলার প্যানেল যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে ৪৫ হাজার টাকা থেকে শুরু করে ৬০ হাজার টাকা পর্যন্ত গুনতে হতে পারে।
সোলার প্যানেলের ধরন, সোলার প্যানেলের ওয়াট, মডেল, কোম্পানি, প্যানেলের মোট শক্তি, প্যানেলের গুনগত মান, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধের ক্ষমতা ইত্যাদির ওপর নির্ভর করে এর দাম কিছুটা কম বেশি হয়ে থাকে। তবে বাণিজ্যিক সোলার প্যানেলের দাম সাধারণভাবে বেশি হয়ে থাকে।
যেমন-এক কিলোওয়াট বা ১০০০ ওয়াটের বাণিজ্যিক সোলার প্যানেলের দাম ১ লক্ষ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। সোলার প্যানেলের কিছু মডেল এবং দাম নিম্নে উল্লেখ করলাম-
- সোলার প্যানেল Longi LR4- 60HPB 355W-এই সোলারটির দাম 8 হাজার 200 হাজার টাকা মাত্র।
- সোলার প্যানেল Sunshine 100-W Half cut Solar panel-এই সোলারটির দাম 3 হাজার টাকা মাত্র।
- সোলার প্যানেল Longi Hi MO6 575W-এই সোলারটির দাম 15 হাজার 500 হাজার টাকা মাত্র।
- সোলার প্যানেল Monocrystalline 170W Half cut Solar panel -এই সোলারটির দাম 12 হাজার টাকা মাত্র।
- সোলার প্যানেল Sunshine Monocrystalline 170W Half cut Solar panel -এই সোলারটির দাম 5 হাজার 100 টাকা মাত্র।
- সোলার প্যানেল Jinko Solar Tiger Neo N-Type 580W -এই সোলারটির দাম 13 হাজার 200 টাকা মাত্র।
- সোলার প্যানেল Trina 575Watt High performance -এই সোলারটির দাম 12 হাজার 900 টাকা মাত্র।
- সোলার প্যানেল JA 545W Solar panel & 20.9% Efficient -এই সোলারটির দাম 13 হাজার 625 টাকা মাত্র।
- সোলার প্যানেল Sunshine Monocrystalline 220W Half cut Solar panel -এই সোলারটির দাম 6 হাজার 600 টাকা মাত্র।
- Sunshine 330W Half cut Solar panel -এই সোলারটির দাম 8 হাজার 250 টাকা মাত্র।
- সোলার প্যানেল 10 KW Hybrid rooptop Solar panel -এই সোলারটির দাম 14 লাখ 75হাজার টাকা মাত্র।
- সোলার প্যানেল Industrial 10KW On Grid/Off Grid Solar Power System-এই সোলারটির দাম 7 লাখ 35 হাজার 600 টাকা মাত্র।
- Rich 165 watt of Grid Solar panel-এই সোলারটির দাম 10 হাজার 560 টাকা মাত্র।
- সোলার প্যানেল Ensysco Mini 30watt Solar power Home System-এই সোলারটির দাম 22 হাজার টাকা মাত্র।
- সোলার প্যানেল 50KW Industrial Solar Power System-এই সোলারটির দাম 39 লাখ টাকা মাত্র।
- সোলার প্যানেল Rich 200W Monocrystalline Solar panel -এই সোলারটির দাম 12 হাজার 800 টাকা মাত্র।
- সোলার প্যানেল 0.5KW Off Grid Solar System 10h Backup-এই সোলারটির দাম 88 হাজার 999 টাকা মাত্র।
- সোলার প্যানেল Longi 550W Solar panel-এই সোলারটির দাম 17 হাজার 600 টাকা মাত্র।
- সোলার প্যানেল JA 550W Solar panel-এই সোলারটির দাম 17 হাজার 600 টাকা মাত্র।
- সোলার প্যানেল Jinko Tiger Pro 550W Mono-Facial Solar panel -এই সোলারটির দাম 27 হাজার 500 টাকা মাত্র।
- সোলার প্যানেল Ifada 130W Solar Mono Panel -এই সোলারটির দাম 7 হাজার 150 টাকা মাত্র।
- সোলার প্যানেল Ifada M20 20W Mono Solar Panel -এই সোলারটির দাম 13 হাজার টাকা মাত্র।
- সোলার প্যানেল Long Run Monocrystalline 150W half Cut Solar panel -এই সোলারটির দাম 4 হাজার 800 টাকা মাত্র।
- সোলার প্যানেল Long Run Mono 100W Solar panel -এই সোলারটির দাম 3 হাজার 350 টাকা মাত্র।
- সোলার প্যানেল 1KW Off Grid Solar System 10h Backup-এই সোলারটির দাম লাখ হাজার 59 হাজার টাকা মাত্র।
- সোলার প্যানেল Long Run Monocristalline 330W Half Cut Solar panel -এই সোলারটির দাম 9 হাজার 250 টাকা মাত্র।
- সোলার প্যানেল Long Run Monocristalline 170W Half Cut Solar panel -এই সোলারটির দাম 5 হাজার 500 টাকা মাত্র।
- সোলার প্যানেল Sunshine Monocrystalline 300W Solar panel -এই সোলারটির দাম 10 হাজার 800 টাকা মাত্র।
- সোলার প্যানেল 1000W মনো সোলার-এই সোলারটির দাম ৮৫ হাজার টাকা থেকে ৯০ হাজার টাকা।
- সোলার প্যানেল 1000W জেএসই সোলার-এই সোলারটির দাম ৯০ হাজার টাকা থেকে ৯৫ হাজার টাকা।
- সোলার প্যানেল 1000W আরএস সোলার-এই সোলারটির দাম ৯৫ হাজার টাকা থেকে ১ লাখ টাকা।
- সোলার প্যানেল 1000W লুনার সোলার-এই সোলারটির দাম ৯৮ হাজার টাকা থেকে ১ লাখ ২ হাজার টাকা।
- সোলার প্যানেল 50W দাম 4 হাজার 500 টাকা থেকে 6 হাজার টাকা হয়ে থাকে।
- সোলার প্যানেল 20W দাম 1 হাজার 600 টাকা থেকে 1 হাজার 700 টাকা হয়ে থাকে।
- সোলার প্যানেল 30W দাম 2 হাজার টাকা থেকে 2 হাজার 500 টাকা হয়ে থাকে।
- সোলার প্যানেল 40W দাম 3 হাজার টাকা থেকে 3 হাজার 500 টাকা হয়ে থাকে।
- সোলার প্যানেল 50W দাম 4 হাজার টাকা থেকে 5 হাজার টাকা হয়ে থাকে।
- সোলার প্যানেল 100W দাম 8 হাজার 500 টাকা থেকে 9 হাজার টাকা হয়ে থাকে।
- সোলার প্যানেল 150W দাম 12 হাজার 500 টাকা থেকে 13 হাজার 500 টাকা হয়ে থাকে।
- সোলার প্যানেল 200W দাম 17 হাজার টাকা থেকে 17 হাজার 500 টাকা হয়ে থাকে।
- সোলার প্যানেল 500W দাম 42 হাজার টাকা থেকে 45 হাজার টাকা হয়ে থাকে।
- সোলার প্যানেল 1000W দাম 85 হাজার টাকা থেকে 1লাখ টাকা হয়ে থাকে।
উল্লেখিত সোলার প্যানেলের মডেল গুলো ছাড়াও বাজারে আরো অনেক কোম্পানির বা ব্র্যান্ডের মডেল রয়েছে।সেগুলো আপনি বাজারে গিয়ে যাচাই-বাছাই করে দেখতে পারেন। আর সোলারের দাম যে কোন সময় সময়ের ব্যবধানে অথবা অনিবার্য কারণবশত পরিবর্তন অর্থাৎ কম বেশি হতে পারে। তাই কেনার আগে সাবধানতা বসত বিভিন্ন দোকানে যাচাই-বাছাই করে তারপর কিনতে হবে।
বর্তমান বাজারে কিছু অসাধু ব্যবসায়ী থাকতে পারে। তারা খারাপ অর্থাৎ কম দামের মালামাল বেশি দামে বিক্রয় করতে পারে। তাই সোলার সম্পর্কে আপনার যদি অভিজ্ঞতা কম থাকে তাহলে একজন অভিজ্ঞ লোক সঙ্গে নিয়ে গিয়ে তারপর কিনলে আপনার জন্য ভালো হবে।
শেষ কথা-বাড়িতে সোলার প্যানেলের দাম কত:
সুপ্রিয় পাঠক আপনাদের বিশেষ সুবিধার্থে বাড়িতে সোলার প্যানেলের দাম কত এবং এর সাথে কিছু বাণিজ্যিক সোলার প্যানেলের দাম সহ এবং ২০ ওয়ার্ড থেকে শুরু করে ১০০০ ওয়াট এর সোলার প্যানেলের দাম আমি উপরের অংশে আপনাদের সাথে সঠিক তথ্য শেয়ার করার চেষ্টা করেছি। তবে মনে রাখবেন উল্লেখিত সোলার প্যানেলের দাম যেকোনো সময় পরিবর্তন অর্থাৎ কম বেশি হতে পারে।
তাই যদি আপনি সোলার প্যানেল কিনতে চান তাহলে বাজারে গিয়ে যাচাই-বাছাই করে কত ওয়াটের সোলার প্যানেল আপনার পছন্দ সেটা আপনি কিনতে পারেন। তবে সোলার প্যানেল সম্পর্কে আপনার যদি অভিজ্ঞতা কম থাকে। তাহলে একজন এক্সপার্ট সঙ্গে নিয়ে গিয়ে আপনি কিনলে তাহলে আপনার জন্য মঙ্গল হবে। আশা করছি আমার এই আর্টিকেলটি আপনাদের জন্য অনেকটাই ফলপ্রসু হবে।
তাই শুরু থেকে শেষ পর্যন্ত পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন এবং অন্যান্য ব্যক্তিদের কেউ শেয়ার এবং কমেন্টস এর মাধ্যমে পড়ার জন্য উৎসাহিত করুন।যেন তারাও সোলার প্যানেলের দাম সম্পর্কে কিছুটা হলেও জানতে পারে। এতক্ষণ ধরে আমার এই পোষ্টের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি খোদা হাফেজ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url