থেরাপি মেশিন প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে জেনে নিন

সম্মানিত পাঠক, আপনি কি জানতে চান থেরাপি মেশিন প্রাইস ইন বাংলাদেশ অর্থাৎ থেরাপি মেশিনের দাম কত ? তাহলে একদম সঠিক জায়গায় এসেছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে থেরাপি মেশিন প্রাইস ইন বাংলাদেশ অর্থাৎ থেরাপি মেশিনের দাম কত। 

তাই আসুন পাঠক বন্ধুরা আপনার মূল্যবান সময় নষ্ট না করে থেরাপি মেশিন প্রাইস ইন বাংলাদেশ  সম্পর্কে আমরা জানার চেষ্টা করি।

ফিজিওথেরাপি মেশিনের নাম: 

থেরাপি মেশিন প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে আলোচনা করার পূর্বে ফিজিওথেরাপি মেশিনের নাম এবং দাম সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ফিজিওথেরাপি মেশিন বলতে আমরা একটি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি মেশিনটিকে বুঝে থাকি ।এই পদ্ধতি চিকিৎসার জন্য নানা ধরনের ফিজিওথেরাপি মেশিন প্রয়োজন হয়ে থাকে। 

আরো পড়ুন: বাংলাদেশে কোন ব্রান্ডের গিজার ভালো জানতে চোখ রাখুন

এই ফিজিওথেরাপি মেশিন নানা রকমের চিকিৎসা প্রদান করতে ব্যবহার করা হয়ে থাকে যা পেশি এবং জয়েন্ট এর জন্য ব্যথা কমাতে শক্তি এবং গতিশীলতা উন্নত করতে এবং নিরাময় প্রক্রিয়া বৃদ্ধি করতে সাহায্য করে। শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথা দূর করার জন্য ফিজিওথেরাপি মেশিন ব্যবহার করার জন্য বিশেষ উপযোগী। 

শরীরের বিভিন্ন রকমের জয়েন্টে ব্যথা দূর করার জন্য বিভিন্ন উপায় আছে। তার মধ্যে সবচেয়ে ভালো উপায় হল ফিজিওথেরাপি। আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে একজন ফিজিওথেরাপিস্টের নিকট গিয়ে চিকিৎসা নিতে পারেন অথবা সেই ফিজিওথেরাপিস্টদের পরামর্শ অনুযায়ী বাসায় কিছু এক্সারসাইজ বা ছোটখাটো ফিজিওথেরাপি মেশিন কিনতে পারেন। 

সাধারণভাবে ব্যাথা নিরাময়ের জন্য ফিজিওথেরাপি যে ডিভাইস গুলো ইউজ করা হয়ে থাকে তার মধ্যে টেনস থেরাপি মেশিন, লেজার থেরাপি মেশিন, আল্ট্রাসাউন্ড থেরাপি মেশিন, শকওয়েভ (থেরাপি মেশিন, ইনফ্রারেড থেরাপি মেশিন ইত্যাদি থেরাপি মেশিন গুলো খুবই জনপ্রিয়। এই ফিজিওথেরাপি মেশিন গুলোর দাম প্রায় পাঁচ হাজার থেকে শুরু করে ৫০ লাখ টাকা হতে পারে।

তবে বাসার জন্য ব্যবহার করতে ফিজিওথেরাপি মেশিন গুলোর দাম তুলনামূলকভাবে কম হয়ে থাকে।কিছু জনপ্রিয় ফিজিওথেরাপি মেশিনের নাম এবং দাম নিম্নে তুলে ধরার চেষ্টা করছি-

টেনস থেরাপি মেশিন (Tens Therapy Machine)- শরীরের ব্যথা নিরাময় করার জন্য বা জয়েন্টে ব্যথা নিরাময় করার জন্য টেনস থেরাপি মেশিন হল একটি জনপ্রিয় থেরাপি মেশিন যা ত্বকে বিদ্যুৎ অথবা ইলেকট্রিক স্পন্দন এর মাধ্যমে ব্যথা নিরাময় করতে দারুণভাবে সহায়তা করে। 

এই থেরাপি মেশিনটি আকুপাংচারের মতোই কাজ করতে পারে এবং এটি একটি নিরাপদ থেরাপি মেশিন যা বিভিন্ন রকমের শরীরের ব্যথার জন্য ব্যবহার করা করতে পরামর্শ দেওয়া হয়। বিভিন্ন কারণে শরীরে ব্যথা নিরাময়ের জন্য বা শারীরিক খিচুনি কমাতে এই মেশিনটি ব্যাপকভাবে সাহায্য করে। 

এছাড়াও বাতের ব্যথা, হাঁটুর ব্যথা, খেলাধুলার জন্য আঘাতের ব্যথা, পিরিয়ডের ব্যথা এবং অন্যান্য নানা ধরনের ব্যথার রোগের কারণে টেনস থেরাপি মেশিন ব্যাপকভাবে প্রচলিত। এই মেশিনটির দাম ৫ হাজার টাকা থেকে শুরু করে 50 হাজার টাকার মধ্যে পাওয়া যেতে পারে। এটি ছোটখাটো একটি মেশিন যা সহজেই বহনযোগ্য করা যায় এবং বাসায় ব্যবহার করা যায়।

লেজার থেরাপি মেশিন (Laser Therapy Machine)-লেজার থেরাপি মেশিন হল এমন একটি থেরাপি মেশিন যা লেদারের আলো ব্যবহার করার মাধ্যমে শরীরের ব্যথা কমানো এবং দ্রুত রোগ নিরাময় করতে সাহায্য করে। এই লেজার গুলি শরীরের কোষ গুলিকে উদ্দীপিত করে যা শরীরের ব্যথা এবং প্রদাহ নিরাময় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

এই লেজার থেরাপি মেশিন গুলি বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন- সন্ধিবাত, পিঠের ব্যথা, পেশীর শক্তি হ্রাস, ফাইব্রোমায়ালজিয়া, টেনিস এলবো, ফ্রোজেন শোল্ডার সহ ইত্যাদি আরো বিভিন্ন ধরনের ব্যথার অবস্থা নিরাময় করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। লেজার থেরাপি মেশিন গুলো সাধারণত ১০ হাজার টাকা থেকে ১০ লাখ টাকার মধ্যে পাওয়া যেতে পারে।

আল্ট্রাসাউন্ড থেরাপি মেশিন (Ultrasound Therapy Machine)-আল্ট্রাসাউন্ড থেরাপি মেশিন হচ্ছে সেই মেশিন যা শরীরের নানা ধরনের জয়েন্টের ব্যথা দূর করতে এবং পেশির শক্তি উন্নত করতে শব্দ তরঙ্গ ব্যবহার করে। এই মেশিন নানা রকমের ব্যথার চিকিৎসার জন্য ব্যবহার করার জন্য বিশেষভাবে কার্যকরী একটি মেশিন। 

যা বিভিন্ন ধরনের ব্যথার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। অস্টিওআর্থাইটিস জয়েন্টের ব্যথা ও ফোলা ভাব দূর করতে, কারপাল টানেল ইত্যাদি প্রবাহ উন্নত করে। এই মেশিনের দাম ২০ হাজার টাকা থেকে শুরু করে ৪ লাখ ৮০ হাজার টাকা হতে পারে। এই মেশিনগুলো বাসায়, থেরাপি সেন্টারে বা ক্লিনিকে ব্যবহার করার জন্য ব্যাপকভাবে কার্যকরী।

শকওয়েভ থেরাপি মেশিন(Shockwave therapy Machine)- শকওয়েভ থেরাপি মেশিন হল শরীরের বিভিন্ন অঙ্গের জয়েন্টের ব্যথা ও প্রদাহ কমায় এবং পেশির শক্তির কর্ম ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। কোমরের ব্যথা, হাটুর ব্যথা, কনুই ব্যথা, সার্ভিক্যাল স্পান্ডিলোসিস, খেলাধুলা জনিত ব্যথা ইত্যাদি ব্যথা নিরাময় করতে এই থেরাপি মেশিনটি বিশেষভাবে কার্যকরী ভূমিকা পালন করে। এই মেশিনের দাম 2 লাখ 50 হাজার টাকা থেকে শুরু করে ১০ লাখ টাকা পর্যন্ত হতে পারে।

ইনফ্রারেড থেরাপি মেশিন(Infrared Therapy Machine)-শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথা কমাতে, পেশির প্রদাহ হ্রাস করতে এবং মুভমেন্ট উন্নত করতে ইনফ্রারেড থেরাপি মেশিনটি বিশেষভাবে কার্যকরী। এই মেশিনটি সাধারণত ইনফ্রারেড আলো তৈরি করে যা ত্বকের মধ্য দিয়ে প্রবেশ করে আলো কোষগুলিকে উষ্ণ করে যা শরীরে রক্ত প্রবাহ বৃদ্ধি করতে এবং বেশি শিথিল করতে সহায়তা করে। 

যার কারণে শরীরের বিভিন্ন অঙ্গের ব্যথা এবং প্রদাহ কমিয়ে দেয়। এই থেরাপি মেশিনটির দাম পাঁচ হাজার টাকা থেকে শুরু করে ৮০ হাজার টাকার মধ্যে পাওয়া যেতে পারে। 

থেরাপি মেশিন প্রাইস ইন বাংলাদেশ:

এ পর্যায়ে আমরা থেরাপি মেশিন প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত সঠিক তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অর্থাৎ বাংলাদেশে বিভিন্ন রকম থেরাপি মেশিনের দাম কত তা সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করছি। থেরাপি মেশিন সাধারণত আমাদের দেহের বা শরীরে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের ব্যথা নিরাময় করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে। 

বাংলাদেশে ডিজিটাল থেরাপি মেশিন কে আমরা ফিজিওথেরাপি মেশিন বলে থাকি।এই ফিজিওথেরাপি মেশিন নানা রকমের চিকিৎসা প্রদান করতে ব্যবহার করা হয়ে থাকে যা মানব দেহের পেশি এবং জয়েন্ট এর জন্য ব্যথা কমাতে শক্তি এবং গতিশীলতা উন্নত করতে এবং নিরাময় প্রক্রিয়া বৃদ্ধি করতে সাহায্য করে।

শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথা দূর করার জন্য ফিজিওথেরাপি মেশিন ব্যবহার করার জন্য বিশেষ উপযোগী। শরীরের বিভিন্ন রকমের জয়েন্টে ব্যথা দূর করার জন্য বিভিন্ন উপায় আছে। তার মধ্যে সবচেয়ে ভালো উপায় হল ফিজিওথেরাপি। ডিজিটাল থেরাপি মেশিন এর মাধ্যমে মানবদেহের পিঠের ব্যথা, অস্টিও 

আর্থাইটিস, মাথাব্যথা এবং মাইগ্রেনস, ফ্যানটোম লিম্প ব্যথা, স্পোর্টস ইনজুরি, শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা, অপারেটিভ পরবর্তী ব্যাথা, পেশির ব্যথা,ক্যান্সারের ব্যথা ইত্যাদি ব্যথা নিরাময় করার জন্য ডিজিটাল ফিজিওথেরাপি মেশিন ব্যবহার করা হয়ে থাকে। যেকোন পণ্যের দাম সেই পন্যের কোয়ালিটি, পণ্যের মডেল, পন্যের আকার, ব্রান্ড, স্থান,কাল ইত্যাদির উপর ভিত্তি করে দাম নির্ধারিত হয়ে থাকে। 

আরো পড়ুন: ভালো মানের সেলাই মেশিনের দাম কত জানতে চোখ রাখুন

থেরাপি মেশিন এর দাম থেরাপি মেশিনের ব্রান্ড বৈশিষ্ট্য এবং ব্যবহারের উপর নির্ভর করে দাম নির্ধারিত হয়ে থাকে।বাজারে বিভিন্ন ধরনের থেরাপি মেশিন রয়েছে।সেগুলোর মধ্যে থেকে আমি কিছু কিছু ব্রান্ডের থেরাপি মেশিন বা ডিজিটাল থেরাপি মেশিনের মডেল এবং দাম সম্পর্কে নিম্নে উল্লেখ করার চেষ্টা করছি-বর্তমান বাজারে বাংলাদেশ ডিজিটাল থেরাপি মেশিনের মূল্য সর্বনিম্ন ৪০০ টাকা থেকে শুরু হয়। 

  • Philips 100W Infrared Therapy Machine এই থেরাপি মেশিনটির দাম ১৬৫০ টাকা মাত্র। 
  • Philips Infra Care PR3110 Infrared Therapy Lamp এই থেরাপি মেশিনটির দাম 6 হাজার টাকা মাত্র। 
  • Iris Infrared Pain Relief Heating Lamp এই থেরাপি মেশিনটির দাম 3 হাজার 900 টাকা মাত্র। 
  • Tense Therapy Machine এই থেরাপি মেশিনটির দাম 1 হাজার 700 টাকা মাত্র। 
  • Comfy EV 804 Digital Tens Therapy Machine এই থেরাপি মেশিনটির দাম 4 হাজার 800 টাকা মাত্র। 
  • Electric Headache & Migraine Relief Head Massager Therapy Machine এই থেরাপি মেশিনটির দাম  770 টাকা মাত্র। 
  • GY CS01 Ultrasound Therapy Machine এই থেরাপি মেশিনটির দাম 20 হাজার 00 টাকা মাত্র। 
  • Shockwave SK 5 Therapy Machine এই থেরাপি মেশিনটির দাম 2 লাখ 40 হাজার টাকা মাত্র। 
  • Cenmade SK7  Shockwave Therapy Machine এই থেরাপি মেশিনটির দাম 3 লাখ 40 হাজার টাকা মাত্র। 
  • Jumper JPD ES210 Digital Tens Therapy Machine এই থেরাপি মেশিনটির দাম  3 হাজার 900 টাকা মাত্র। 
  • Tens Acupuncture Digital Therapy Machine & four Pads এই থেরাপি মেশিনটির দাম  549 টাকা মাত্র। 
  • 275W Pain Therapy Infrared Lamp এই থেরাপি মেশিনটির দাম 16 হাজার টাকা মাত্র। 
  • Medical Infrared Therapy Lamp Stand IRR এই থেরাপি মেশিনটির দাম 14 হাজার 990 টাকা মাত্র। 
  • 3 In 1 Multifunctional Focused Shockwave Therapy Machine এই থেরাপি মেশিনটির দাম 5 লাখ টাকা মাত্র।
  • Home Use  Shockwave Therapy Device for ED Knee Joint Pain এই থেরাপি মেশিনটির দাম 3 লাখ টাকা মাত্র।
  • Electromagnetic Shockwave Machine I Transcranial magnetic Stimulation Equipment এই থেরাপি মেশিনটির দাম 13 লাখ টাকা মাত্র।
  • Portable Ultrasound Machine for Physical therapy এই থেরাপি মেশিনটির দাম 19 হাজার 990 টাকা মাত্র।
  • Best Ultra Power Ultrasound Therapy Device এই থেরাপি মেশিনটির দাম 3 লাখ 80 হাজার টাকা মাত্র।
  • Portable Ultrasound Therapy Machine Therapeutic Ultrasound Machine এই থেরাপি মেশিনটির দাম 17 হাজার 500 টাকা মাত্র।
  • Shockwave Ultrasound Therapy Machine এই থেরাপি মেশিনটির দাম 4 লাখ 60 হাজার টাকা মাত্র।
  • High Intensity Laserconn 30W Class 4 Laser Therapy Machine For Pain Relief এই থেরাপি মেশিনটির দাম 3 লাখ 90 হাজার টাকা মাত্র।
  • Class 4 Laser Therapy  Device High Quality Laser Therapy Machine এই থেরাপি মেশিনটির দাম 3 লাখ 50 হাজার টাকা মাত্র।
  • Laser Therapy Therapy Machine For Pain Relief এই থেরাপি মেশিনটির দাম 25 হাজার টাকা মাত্র।
  • 4 Channel Tens Therapy Machine এই থেরাপি মেশিনটির দাম 23 হাজার টাকা মাত্র।
  • Transcutaneous Electric Nerve Stimulator এই থেরাপি মেশিনটির দাম 3 লাখ 50 হাজার টাকা মাত্র।

উপরে উল্লেখিত থেরাপি মেশিন গুলোর মডেলগুলো ছাড়াও বাজারে আরও অনেক কোম্পানির থেরাপি মেশিনের মডেল রয়েছে। সেগুলো আপনি যাচাই-বাছাই করে দেখতে পারেন এবং উল্লেখিত থেরাপি মেশিন গুলোর দাম সময়ের ব্যবধানে অথবা যেকোন কারণবশত পরিবর্তন অর্থাৎ কমবেশি হতে পারে। 

তাই কেনার আগে বাজারে গিয়ে বিভিন্ন দোকানে যাচাই-বাছাই করে দাম দর ঠিক করে যদি কেনার প্রয়োজন হয় তাহলে সেটা কিনলে আপনার জন্য অনেকটাই সেভ হতে পারে। অথবা থেরাপি মেশিন সম্পর্কে আপনার যদি অভিজ্ঞতা কম থাকে তাহলে একজন অভিজ্ঞ বা এক্সপার্ট সঙ্গে নিয়ে গিয়ে আপনার পছন্দের থেরাপি মেশিনটি ক্রয় করতে পারেন।

ইলেকট্রিক থেরাপি মেশিন:

থেরাপি মেশিন প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত তথ্য উপরের অংশে আলোচনা করা হয়েছে। এ পর্যায়ে আমরা ইলেকট্রিক থেরাপি মেশিন সম্পর্কে জানার চেষ্টা করব। ইলেকট্রিক থেরাপি মেশিন হচ্ছে একটি ডিভাইস যা একটি ছোট ব্যাটারির দ্বারা চালিত হয়। এই ইলেকট্রিক থেরাপি মেশিন এর মাধ্যমে শরীরের পেশি শক্তিশালী করতে এবং ব্যথা দূর করতে বিশেষ কার্যকরী ভূমিকা রাখে। 

আরো পড়ুন: বাসায় ব্যবহারের জন্য কোন প্রিন্টার ভালো জানতে চোখ রাখুন

এটি হচ্ছে একটি পাতলা তারের সঙ্গে সংযুক্ত হয়ে ইলেক্ট্রোড প্যাডের মাধ্যমে ত্বকে বিদ্যুৎ  চালিত পালস প্রেরণ করে কাজ করতে সক্ষম হয়। ইলেকট্রিক থেরাপি মেশিন কিভাবে কাজ করে? তার কিছু নমুনা নিম্নে দেওয়া হল-

  • ইলেকট্রিক মেশিন ত্বকের পৃষ্ঠে ইলেকট্রোড লাগিয়ে ব্যবহার করা হয়ে থাকে।
  • বিদ্যুৎ চালিত পালস ত্বকের ভিতর  ঢুকে স্নায়ুতে  প্রবেশ করে। 
  • এই পালস গুলো নায়কের সংকেত পাঠাতে বাধা দেয়। যে সংকেত মস্তিষ্কে ব্যথা হিসেবে দেখা দেয়। 
  • ইলেকট্রিক থেরাপি মেশিন শরীরের পেশি শক্তিকে উদ্দীপিত করতে পারে যা রক্ত প্রবাহ বৃদ্ধি করে এবং ব্যথা হ্রাস করতে সহায়তা করে।

ইলেকট্রিক থেরাপি মেশিনের সুবিধা-

  • ইলেকট্রিক থেরাপি মেশিন ঔষধের বিকল্প হিসেবে কাজ করে। এটি ব্যথার ঔষধের প্রয়োজনীয়তা কমাতে সহায়তা করে। ব্যথার ঔষধ খাওয়ার পরিবর্তে ইলেকট্রিক থেরাপি ব্যবহার করলে সেই ব্যথা উপশম হবে। এক্ষেত্রে ব্যথা নাশক ওষুধের খুব একটা প্রয়োজন পড়ে না।
  • ইলেকট্রিক ডিজিটাল থেরাপি মেশিন নিরাপদ এবং কার্যকরী মেশিন বলে প্রমাণিত হওয়ার কারণে এটি ব্যবহার করা খুব সহজ এবং নিরাপদ। 
  • ইলেকট্রিক থেরাপি মেশিন নিয়মিত ব্যবহারের ফলে দীর্ঘস্থায়ী শরীরের ব্যথা দূর করতে সক্ষম হয়।
  • ইলেকট্রিক থেরাপি মেশিন শরীরের পেশী শিথিল করতে সাহায্য করে এবং বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের জয়েন্টের ব্যথা কমিয়ে দিতে এই মেশিনটি বেশ কার্যকর। 
  • ইলেকট্রিক থেরাপি মেশিন ব্যবহারের ফলে শরীরের রক্ত প্রবাহ বৃদ্ধি করে এবং পেশি উদ্দীপিত হয়। বেশি উদ্দীপিত হওয়ার ফলে শরীরের রক্ত প্রবাহ বৃদ্ধি হয়।

ডিজিটাল থেরাপি মেশিন ব্যবহার:

থেরাপি মেশিন প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সাথে উপরের অংশে শেয়ার করার চেষ্টা করেছি। এ পর্যায়ে আমরা ডিজিটাল থেরাপি মেশিনের ব্যবহার সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করছি। শরীরের বিভিন্ন চিকিৎসার জন্য ডিজিটাল ফিজিওথেরাপি মেশিন কম্পিউটার প্রোগ্রাম এর মাধ্যমে ব্যবহৃত হয়। 

শারীরিক বিভিন্ন সমস্যা যেমন- পটলবিন্দুর ব্যথা, শুষ্ক শ্রবণের সমস্যা, স্কোলিয়োসিস ইত্যাদি অন্যান্য সমস্যার জন্য এই মেশিনটি ব্যবহার হয়। এই মেশিনটি বিজ্ঞানসম্মত ভাবে কার্য পরিচালনা করে থাকে। মেশিনটি উন্নয়নশীল মানব পাশে থেকে বিভিন্ন উপকরণ ব্যবহার করে এবং একটি সম্পূর্ণ নিরাপদ চিকিৎসা প্রদানের জন্য একটি নির্দিষ্ট প্রোটোকল অনুসরণ করে থাকে। 

আরো পড়ুন: ডিজেল চালিত জেনারেটর দাম কত জানতে চোখ রাখুন 

বর্তমান প্রযুক্তির সাথে তাল মিলিয়ে মেশিনটি বর্তমানে খুবই উন্নতমানের কার্যপ্রণালী ধারণ করেছে এবং সেই সাথে দ্রুত নিরাপদ চিকিৎসা প্রদানের জন্য বিশেষ কার্যকরী ভূমিকা পালন করছে। আপনি যদি ব্যথার কারণে নিয়মিত থেরাপি সেন্টারে গিয়ে থাকেন তাহলে এই মেশিনটি অবশ্যই আপনি দেখে থাকবেন। 

এটি একটি ডিজিটাল থেরাপি মেশিন যা স্ট্রোক মেসেজ, আকুপাংচার, ম্যানিপুলেশন, স্ক্র্যাপিং কাপিং, ওজন কমানো, হাইপোজেনেসিস বিপি,ইমিউনিথেরাপি ইত্যাদিতে ব্যবহৃত হয়ে থাকে। শরীরের যে কোন ব্যথার ততক্ষণাত আরাম পাওয়ার জন্য ঘাড়, পা, মেরুদন্ড, পিঠ, কোমর ব্যথা ইত্যাদি ব্যথা থেকে শুরু করে যে কোন ব্যথায় উপশম দিবে এই ডিজিটাল থেরাপি মেশিনটি। 

এই মেশিনটিতে টাইম সেট করা থাকে। নির্দিষ্ট টাইম যেমন ২০ মিনিট অথবা ৩০ মিনিট টাইম সেট করে দিলে চলতে চলতে টাইম শেষ হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে।

শেষ কথা-থেরাপি মেশিন প্রাইস ইন বাংলাদেশ:

সম্মানিত পাঠক, আপনাদের বিশেষ সুবিধার্থে থেরাপি মেশিন প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে কিছু সঠিক তথ্য অর্থাৎ থেরাপি মেশিনের দাম কত এবং থেরাপি মেশিন সম্পর্কে অন্যান্য কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি পোস্টটি আপনার জন্য অনেকটাই ফলপ্রসু হতে পারে। 

তাই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন এবং অন্যান্য ব্যক্তিদের কেউ শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে পড়ার জন্য উৎসাহিত করুন। যেন তারাও পোস্টটি পড়ে কিছুটা হলেও উপকৃত হতে পারেন ।আমার এই পোস্টের সঙ্গে অত প্রতভাবে জড়িত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি খোদা হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url