ডিজিটাল ওজন মাপার মেশিনের দাম কত জানতে চোখ রাখুন

সুপ্রিয় পাঠক, ডিজিটাল ওজন মাপার মেশিনের দাম কত তা কি আপনি জানতে চান ? তাহলে একদম সঠিক জায়গায় এসেছেন। কারণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে ডিজিটাল ওজন মাপার মেশিনের দাম কত। 

তাহলে আসুন পাঠক বন্ধুরা আপনার মূল্যবান সময় নষ্ট না করে আমরা জেনে নেই যে ডিজিটাল ওজন মাপার মেশিনের দাম কত।

ওজন মাপার স্কেল কত প্রকার:

ডিজিটাল ওজন মাপার মেশিনের দাম কত তা জানার আগে আমরা জানবো যে ওজন মাপার স্কেল কত প্রকার এবং কি কি। ওজন মাপার স্কেল হচ্ছে একটি যন্ত্র যেটাকে ইংরেজিতে Weighting Scale (ওয়েটিং স্কেল) বলা হয়। একটি স্কেল বা যন্ত্র ওজন বা ভর পরিমাপ করতে ব্যবহৃত হয়। এগুলি ভর স্কেল, ওজন স্কেল, ভর ভারসাম্য,ম্যাসোমিটার এবং ওজন ভারসাম্য হিসাবে পরিচিত। 

আরো পড়ুন: বাসায় ব্যবহারের জন্য কোন প্রিন্টার ভালো জানতে চোখ রাখুন

পরিমাপক স্কেল গুলিকে গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন ভাগে বিভক্ত করা যেতে পারে। যেমন- নমিনাল  স্কেল (Nominal Scale), অর্ডিনাল স্কেল (Ordinal scale), ইন্টারভাল স্কেল, (Interval Scale),অনুপাত স্কেল (Ratio Scale)।

ডিজিটাল ওজন মাপার মেশিনের দাম: 

আমরা এ পর্যায়ে ডিজিটাল ওজন মাপার মেশিনের দাম কত তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আসলে যেকোন পণ্যের দাম সেই পন্যের কোয়ালিটি, পণ্যের মডেল, পন্যের আকার, ব্রান্ড, স্থান ইত্যাদির উপর ভিত্তি করে দাম নির্ধারিত হয়ে থাকে। বাজারে বিভিন্ন ধরনের ওজন মাপার মেশিন রয়েছে। 

সেগুলোর মধ্যে থেকে আমি কিছু কিছু ব্রান্ডের ওজন মাপার যন্ত্র বা ডিজিটাল ওজন মাপার মেশিনের মডেল এবং দাম সম্পর্কে নিম্নে তুলে ধরার চেষ্টা করছি-

আরো পড়ুন: ডিজিটাল চালিত জেনারেটর দাম কত জানতে চোখ রাখুন

  • Getwell Digital Bathroom Weighing Machine-এই মেশিনটির দাম ১৪৯৯ টাকা মাত্র।
  • Digital Platform Weight Scale 300KG-এই মেশিনটির দাম 12 হাজার 500 টাকা মাত্র।
  • Digital Metal Body Weight Scale -এই মেশিনটির দাম 1 হাজার 499 টাকা মাত্র।
  • 3×9M 60 - Ton Digital Track Scale-এই মেশিনটির দাম 11 লাখ 50 হাজার টাকা মাত্র।
  • Universal Digital SF-400-5KG Electronic Kitchen Scale -এই মেশিনটির দাম 350 টাকা মাত্র।
  • SF-400A 10kg Electronic Kitchen Scale -এই মেশিনটির দাম 1000 টাকা মাত্র।
  • Mini Digital Electronic Hanging  Scale -এই মেশিনটির দাম 1000 টাকা মাত্র।
  • Mega Digital Weight Scale 50 Gram to 500 KG -এই মেশিনটির দাম 16 হাজার 500 টাকা মাত্র।
  • Digital 50KG Capacity Hanging Weight Scale -এই মেশিনটির দাম 449 টাকা মাত্র।
  • Osaka WCS-B Bathroom Scale -এই মেশিনটির দাম 1149 টাকা মাত্র।
  • Digiscale D5670SS Digital Analytical Balance -এই মেশিনটির দাম 25 হাজার 500 টাকা মাত্র।
  • Zemic DHM98 30 Ton Digital Load Cell এই মেশিনটির দাম 18 হাজার 500 টাকা মাত্র।
  • Keli 40 Ton Load Cell MT Weight Scale এই মেশিনটির দাম 17 হাজার টাকা মাত্র।
  • Zemic HM98 40 Ton Load Cell Truck Scale এই মেশিনটির দাম 17 হাজার টাকা মাত্র।
  • Richard JH RJH LSAS 214 Chamical Measure Balance এই মেশিনটির দাম 65 হাজার টাকা মাত্র।
  • Mini Digital Electronic Hanging Scale -এই মেশিনটির দাম 360 টাকা মাত্র।
  • Schroeder GSM20 Fabric Weight Balance Machine এই মেশিনটির দাম 13 হাজার 500 টাকা মাত্র।
  • 50KG Electronic Luggage Weight Scale With Hook এই মেশিনটির দাম 750 টাকা মাত্র।
  • Digital Stainless Steel Pocket Weight Scale এই মেশিনটির দাম 450 টাকা মাত্র।
  • Sensocar CS DC Load Cell এই মেশিনটির দাম 1লাখ 10 হাজার টাকা মাত্র।
  • Sensocar SCA1 Series Digital Weighting Indicator DC এই মেশিনটির দাম 1লাখ 20 হাজার টাকা মাত্র।
  • 6 Line Digital Weight Scale Junction Box এই মেশিনটির দাম 6 হাজার 500 টাকা মাত্র।
  • YHL3 Digital Jumbo Scoreboard এই মেশিনটির দাম 12 হাজার টাকা মাত্র।
  • Yaohua YHL5 Digital Score Board এই মেশিনটির দাম 12 হাজার টাকা মাত্র।
  • Anymal Weighing Scale এই মেশিনটির দাম 70 হাজার টাকা মাত্র।
  • 8-Line Digital Weight Scale Junction Box এই মেশিনটির দাম 8 হাজার 500 টাকা মাত্র।
  • Suja Global SG 600P Electronic Precision Balance এই মেশিনটির দাম 7 হাজার 500 টাকা মাত্র।
  • Suja Global SG 1020 2TF 2000 KG Cow Weight Scale এই মেশিনটির দাম 60 হাজার 00 টাকা মাত্র।
  • Digital Fusing bond Hang Up Tester এই মেশিনটির দাম 8 হাজার 500 টাকা মাত্র।

আরএফএল ডিজিটাল স্কেল এর দাম- 

  • আরএফএল Xpert 100 KG Scale এই মেশিনটির দাম 7 হাজার 400 টাকা থেকে 6 হাজার 500 টাকা।
  • আরএফএল Xpert 200 KG Scale এই মেশিনটির দাম 8 হাজার 770 টাকা থেকে 7 হাজার 500 টাকা।
  • আরএফএল Xpert 300 KG Scale এই মেশিনটির দাম 9 হাজার 150 টাকা থেকে 10 হাজার 210 টাকা।
  • আরএফএল Xpert 40 KG Scale এই মেশিনটির দাম 3 হাজার 350 টাকা থেকে 3 হাজার 900 টাকা।
  • আরএফএল Xpert 30 KG Scale এই মেশিনটির দাম 3 হাজার 200 টাকা থেকে 3 হাজার 500 টাকা।

দারাজ ওজন মাপার মেশিনের দাম-

বাংলাদেশের সবচেয়ে ভালো মানের, বিশ্বস্ত এবং জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে দারাজ। এখান থেকে নির্দ্বিধায় আপনি যেকোনো পণ্য ক্রয় করতে পারেন। দারাজে ওজন মাপার মেশিনের দাম ৫০০ টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে যা সবগুলোই এখানে উল্লেখ করা খুবই কষ্টসাধ্যের ব্যাপার।

Walton ওজন মাপার মেশিনের দাম-

ওয়ালটন হচ্ছে বাংলাদেশের মার্কেটে একটি জনপ্রিয় ব্র্যান্ড। এই ব্রান্ডের বিভিন্ন মডেলের ওজন মাপার মেশিন রয়েছে। সেগুলোর মধ্য থেকে আমি একটির দাম এখানে উল্লেখ করছি।WPCS-DS100B 100KG ওয়ালটনের ওজন মাপার এই মডেলের মেশিনের দাম ৬৫০০ টাকা। 

উক্ত মডেলের ওজন মাপার যন্ত্রটি যদি কেনার প্রয়োজন মনে করেন তাহলে আপনার নিকটস্থ শো রুমে যোগাযোগ করতে পারেন এবং এই মডেলটি ছাড়াও ওয়ালটনের আরো বিভিন্ন ধরনের ওজন মাপার মেশিনের মডেল রয়েছে সেগুলো আপনি যাচাই-বাছাই করে দেখতে পারেন।

উপরে উল্লেখিত বিভিন্ন ব্রান্ডের মডেলের ওজন মাপার মেশিনের দাম গুলো সময়ের ব্যবধানে অথবা অনিবার্য কারণবশত দাম পরিবর্তন অর্থাৎ কম বেশি হতে পারে। তাই ওজন মাপার মেশিন কেনার আগে বিভিন্ন বাজারে, বিভিন্ন দোকানে সরাসরি গিয়ে যাচাই-বাছাই করে দাম দর ঠিক করে তারপর কিনলে আপনার জন্য অনেকটাই সেভ হতে পারে। 

এছাড়া উল্লেখিত মডেল এবং ব্রান্ড ছাড়াও বাজারে আরো বিভিন্ন প্রকার ব্র্যান্ড এবং মডেল রয়েছে। সেগুলো আপনি যাচাই-বাছাই করে দেখতে পারেন। যদি আপনার পছন্দ হয় তাহলে সেগুলোর মধ্যে থেকে যেকোনো একটি ওজন মাপার মেশিন আপনি ব্যবহারের জন্য পছন্দ করে ক্রয় করতে পারেন।

কোন স্কেল সবচেয়ে নির্ভুল:

ডিজিটাল ওজন মাপার মেশিনের দাম কত তা উপরের অংশে বিস্তারিত আলোচনা হয়েছে। এ পর্যায়ে আমরা  সবচেয়ে নির্ভুল স্কেল কোনটি তা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব।নিম্নোক্ত স্কেল গুলি নির্ভুল মাপের জন্য বিশেষ উপযোগী-

ওয়েইং ওয়েট স্কেল-ডিজিটাল ওয়েটিং স্কেল গুলোর মধ্যে সবচেয়ে নির্ভুল ডিজিটাল ওয়েটিং স্কেল হচ্ছে বডি ওয়েইং স্কেল। এটি খুবই সূক্ষ্ম এবং নির্ভুল ওজন মাপার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই স্কেলটির মধ্যে কয়েক আউন্সের মধ্যে একটি ব্যক্তি বা বস্তুর ওজন পরিমাপ করতে সক্ষম হয়। এই মেশিনটির একটি মেমোরি ফাংশন রয়েছে যা ব্যবহারকারীকে একাধিক ব্যক্তি বা বস্তুর ওজন সংরক্ষণ করতে দেয়।

অ্যানালগ ওয়েট স্কেল-সবচেয়ে নির্ভুল স্কেল গুলোর মধ্যে আরও একটি নির্ভুল, ভালো মানের এবং জনপ্রিয় স্কেল হচ্ছে অ্যানালগ ওয়েট স্কেল। ওজন সম্পর্কে সকল সমস্যার সমাধান করতে মেডিস্টোরের হিট প্রোডাক্ট অ্যানালগ ওয়েট স্কেল টি সহজেই ব্যবহার করা যায় এবং এটি নির্ভুল ওজন মাপা যায় এবং স্বল্প বাজেটে ক্রয় করা যায়।

আরএফএল ওয়েটিং স্কেল- বাজারে নির্ভুল ওজন মাপার জন্য আরেকটি দেশীয় জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে আরএফএল ওজন মাপার যন্ত্র বা আরএফএল ওয়েটিং স্কেল। এটি ডিজিটাল ওয়িং স্কেল পরিমাপ করে খুবই সঠিকভাবে এবং আপনার পণ্যের ওজন মাপের পরিমাপের ভুল থাকেনা এবং ব্যবসায়িক আস্থা বাড়িয়ে দিতে এই স্কেলটি ব্যাপকভাবে সহায়তা করছে।

আরো পড়ুন: বাংলাদেশে কোন ব্র্যান্ডের গিজার ভালো জানতে চোখ রাখুন

উল্লেখিত ওজন মাপার যন্ত্র গুলো মোটামুটি ভাবে নির্ভুল ওজন দিতে সক্ষম হয়। তাই আপনি যদি কোন ওয়েটিং স্কেল কিনতে চান তাহলে উল্লেখিত স্কেল গুলোর মধ্যে যেকোনো একটি আপনি কিনতে পারেন। এছাড়াও বাজারে আরো অনেক কোম্পানির ওজন মাপার যন্ত্র রয়েছে সেগুলো আপনি যাচাই-বাছাই করে দেখতে পারেন।

শেষ কথা- ডিজিটাল ওজন মাপার মেশিনের দাম:

সুপ্রিয় পাঠক, আলোচনার শেষ প্রান্তে এসে আমি এ কথা বলে শেষ করে দেবো যে ডিজিটাল ওজন মাপার মেশিনের দাম এবং ওজন মাপার মেশিনের বিভিন্ন তথ্য সম্পর্কে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি এই পোস্টটি আপনার জন্য অনেকটাই ফলপ্রসু হতে পারে। 

তাই পোস্টটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন এবং অন্যান্য ব্যক্তিদের কেউ পড়ার জন্য উৎসাহিত করুন যেন তারাও পোস্টটি পড়ে কিছুটা হলেও উপকৃত হতে পারেন। এতক্ষণ ধরে আমার এই পোস্টের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url