ভালো মানের আইপিএস দাম কত জানতে চোখ রাখুন
সম্মানিত পাঠক, ভালো মানের আইপিএস দাম কত জানতে এই আর্টিকেলের উপর চোখ রাখতে পারেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে ভালো মানের আইপিএস দাম কত।
তাই আসুন পাঠক বন্ধুরা আপনার মূল্যবান সময় নষ্ট না করে আমরা জেনে নেই যে ভালো মানের আইপিএস দাম কত এবং এর সাথে আমরা আইপিএস এর ব্যাটারির দাম কত সেটাও আমরা জানার চেষ্টা করব।
IPS কত প্রকার ও কি কি:
ভালো মানের আইপিএস দাম কত জানার আগে আমাদের জানা দরকার IPS কত প্রকার ও কি কি। বর্তমানে দিন দিন লোডশেডিং এর সমস্যা বেড়েই চলেছে। তাই এই লোডশেডিংয়ের সমস্যা সমাধানের জন্য আইপিএস ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। আইপিএস মানে হচ্ছে তাৎক্ষণিক বিদ্যুৎ সাপ্লাই।
আরো পড়ুন: বাংলাদেশের বাড়ির ব্যবহারের জন্য সবচেয়ে ভালো পানির পাম্প কোনটি
এটা এমন এক ইলেকট্রিক ডিভাইস যা বিদ্যুৎ শক্তি সঞ্চয় করে রাখতে পারে এবং বিদ্যুৎ না থাকলে তাৎক্ষণিকভাবে বিভিন্ন প্রকার বৈদ্যুতিক যন্ত্র পাতিতে 8 থেকে 10 মিলি সেকেন্ডের ভিতর বিদ্যুৎ সাপ্লাই দিতে সহায়তা করে। ইহা দ্বারা আমরা লাইট, ফ্যান, টেলিভিশন, কম্পিউটার ইত্যাদি চালাতে পারি।আইপিএস এর পূর্ণরূপ হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই।
(IPS Instant Power Supply) যদি কোন কারণবশত বিদ্যুৎ সরবরাহ না থাকে বা বিদ্যুৎ সাপ্লাই বন্ধ থাকে সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আইপিএস এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়।এতে স্বয়ংক্রিয় সুইচ থাকে যার কন্ট্রাক্ট এর পরিবর্তে লোড বিদ্যুৎ সাপ্লাই পায়। বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক ভাবে আইপিএস এর সংযোগ চালু হয়ে যাবে।
অর্থাৎ লাইট, ফ্যান, টেলিভিশন, কম্পিউটার অথবা অন্যান্য বৈদ্যুতিক চালিত যন্ত্রপাতি বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হওয়ার সাথে সাথে অটোমেটিক ভাবে চলতে থাকবে। আইপিএসের প্রধান দুটি অংশ থাকে সঞ্চয়ী ব্যাটারি এবং ইলেকট্রনিক কন্ট্রোলার সার্কিট। ইলেকট্রনিক কন্ট্রোলার সার্কিট টি ইনভার্টার ও কনভার্টার কাজই করে এবং একই ইউনিটের মধ্যে থাকে।
এসি সাপ্লাই কে ডিসিতে পরিণত করে এবং ব্যাটারি চার্জ করে বিদ্যুৎ সঞ্চিত রাখে। গ্রিডের যদি বিদ্যুৎ বন্ধ হয়ে যায় তাহলে ব্যাটারিতে সঞ্চিত ডিসি বিদ্যুৎ কে এসিতে পরিণত করে অটোমেটিক ভাবে সুইচ এর দ্বারা তাৎক্ষণিকভাবে লোডে সাপ্লাই করে। গ্রিডে বিদ্যুৎ থাকা অবস্থায় আইপিএস হয়ে সরাসরি লোডে বিদ্যুৎ সরবরাহ করে থাকে এবং আইপিএস এর ব্যাটারি চার্জিং হয়।
বিদ্যুৎ সাপ্লাই এর ক্ষমতা নির্ভর করে ব্যাটারির চার্জ ধারন ক্ষমতার উপর। আইপিএস এর জন্য বিশেষভাবে তৈরি সাধারণত ১২ ভোল্টেজ, চব্বিশ ভোল্টেজ, 48 ভোল্টেজ এর লিড এসিড ব্যাটারি বা ড্রাইভ ব্যাটারির সিস্টেম থাকে। বর্তমানে দেশে এবং বিদেশে প্রচুর পরিমাণে বাসাবাড়িতে অফিস আদালতে ব্যবসা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে ইত্যাদি তে আইপিএস ব্যবহার করা হচ্ছে।
বর্তমানে খোলার প্যানেলের মাধ্যমে আইপিএস এর ব্যাটারি চার্জিং করে পরিচালিত করা হচ্ছে। যাকে সোলার আইপিএস বলা হয়। এই ধরনের সোলার আইপিএস তিন প্রকার।(১)অফ-গ্রিড সোলার আইপিএস,(২)অ-গ্রিড সোলার আইপিএস, (৩)অন অফ গ্রিড আইপিএস। আইপিএসের আরেকটি
গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এর আউটপুট বাজারে দুই ধরনের আউটপুট প্রদানকারী আইপিএস পাওয়া যাচ্ছে। মডিফাই সাইন ওয়েভ এবং পিওর সাইন ওয়েব।সাধারণত বাজারে দুই ধরনের আইপিএস দেখতে পাওয়া যায়। সেগুলো হচ্ছে ইলেকট্রিক আইপিএস এবং সোলার সিস্টেম আইপিএস।
ইলেকট্রিক আইপিএস-ইলেকট্রিক জাতীয় আইপিএস গুলো সাধারণত বাসার বিদ্যুতের সাথে চার্জার দ্বারা সংযোগ দেওয়া হয়ে থাকে। যাতে যখন বাসায় বিদ্যুৎ থাকবে তখন এটি চার্জ হতে থাকে এবং যখন বিদ্যুৎ থাকবে না তখন এটা অটোমেটিক তা থেকে আপনার বাসায় পাওয়ার জেনারেট করা হয় এবং আপনার বাসায় থাকা ইলেকট্রিক ডিভাইস গুলো অটোমেটিক ভাবে চলতে থাকবে।
সোলার সিস্টেম আইপিএস-সোলার সিস্টেম আইপিএস গুলোতে কোন মেইন বিদ্যুৎ সংযোগের প্রয়োজন হয় না। কারণ এটির ব্যাটারি টি সৌর বিদ্যুতের মাধ্যমে চার্জিং হয়। এটি দিনের বেলায় সূর্যের আলোতে চার্জ হতে থাকে এবং যখনই বিদ্যুৎ চলে যাবে তখনই এটির ব্যাটারিতে থাকা বিদ্যুৎ শক্তি আপনার বাসার বিদ্যুৎ চাহিদাকে পূরণ করে দেবে।
IPS লাগাতে কত খরচ হয়:
ভালো মানের আইপিএস দাম কত জানার আগে আমরা জানলাম IPS কত প্রকার ও কি কি। এ পর্যায়ে আমরা জানবো আইপিএস লাগাতে কত খরচ হতে পারে। আইপিএসের আকার এবং পাওয়ার এর উপর নির্ভর করে খরচের পরিমাণ কত হবে তা নির্ধারণ করা যেতে পারে। কারণ আইপিএস ছোট, মাঝারি, বড় সব ধরনেরই আছে।
কম ক্ষমতা সম্পন্ন আই পি এস এর দাম সাধারণত কম হবে এবং বেশি ক্ষমতা সম্পন্ন আইপিএস এর দাম বেশি হবে। আপনি কোন কোম্পানির, কি ধরনের, কোন মডেলের,কত পাওয়ারের আইপিএস লাগাতে চান।সেই কোম্পানি মডেল এবং পাওয়ার এর উপর ভিত্তি করেই আইপিএস লাগানোর খরচটা নির্ধারণ হবে।
আরো পড়ুন :বিশ্বের এক নম্বর বিলাসবহুল ঘড়ি ব্রান্ড কোনটি
মিনি ips- আপনি যদি কম ক্ষমতা সম্পন্ন ips ব্যবহার করতে চান তাহলে ৩ হাজার টাকা খরচ হতে পারে। যেটা দিয়ে আপনি সাধারণত রাউটার, মোবাইল চার্জার, বা ১০০ওয়াট পর্যন্ত পাওয়ার প্রয়োজন এমন যেকোনো একটি ডিভাইসের জন্য ব্যবহার করতে পারেন।
বাজারে বিভিন্ন ক্যাপাসিটির আইপিএস পাওয়া যাচ্ছে। যা প্রয়োজন এবং বাজেট অনুযায়ী আইপিএস বাছাই করে থাকেন। সাধারণত আইপিএস এর ক্যাপাসিটি ওয়াটে হিসাব করে থাকে। যেমন ৭৫০০ ওয়াট পর্যন্ত আইপিএস রয়েছে। এই ক্যাপাসিটির উপর এর দাম বা আইপিএস এর খরচ নির্ভর করে।
৫০০ ওয়াটের আইপিএস-এই আই পি এস টি সাধারণত ২ ঘন্টা সহজেই দুইটি ফ্যান এবং দুইটি লাইট চালাতে পারে। আই পি এস এর দাম ভিএ, ব্যাটারির খরচ, ওয়ারিং এবং ইনস্টলেশন এর উপর নির্ভর করে। এ ধরনের আইপিএস বাংলাদেশ ৬৫০০ টাকা থেকে দাম শুরু হয়।
৮০০ ওয়াটের আইপিএস- এ ধরনের আইপিএস এর দাম সাধারণত 8300 টাকা হয়ে থাকে এবং এর সাথে অতিরিক্ত ব্যাটারি খরচ এবং ওয়ারিং খরচ গুনতে হবে। এ ধরনের আইপিএস তিনটি ফ্যান এবং তিনটি লাইট এর জন্য ২ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম হয়।
১০০০ ওয়াটের আইপিএস- বাংলাদেশ এক হাজার ওয়াটের আইপিএস এর দাম সাধারণত ১০ হাজার টাকা হয়ে থাকে এবং এর সাতে ওয়ারিং খরচ এবং ব্যাটারি খরচ যোগ করতে হবে। এ ধরনের আইপিএস আপনার বাসা বাড়ির জন্য বড় পরিবার এবং ছোটখাটো অফিসের জন্য বেশ জনপ্রিয়। এ ধরনের আইপিএস চারটি লাইট চারটি ফ্যান ২ ঘন্টা অনায়াসে চলবে।
সুতরাং উল্লেখিত আলোচনার পরিপ্রেক্ষিতে আপনি হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন যে আইপিএস লাগাতে কত খরচ হবে।
মিনি আইপিএস এর দাম:
ভালো মানের আইপিএস দাম কত জানার আগে আমরা জানলাম IPS কত প্রকার ও কি কি এবং আইপিএস লাগাতে কত খরচ হতে পারে। এ পর্যায়ে আমরা জানবো মিনি আইপিএস এর দাম কত। উপরের অংশে আলোচনা করা হয়েছে যে আইপিএস এর দাম সাধারণত তার আকার, ক্ষমতা, ব্র্যান্ড এবং মডেলের উপর ভিত্তি করে নির্ধারিত হয়ে থাকে।
অনেকেই মিনি আইপিএস চালাতে চায়। ছোট আইপিএস এর ক্ষমতা কম হওয়ার কারণে এর দামও কম হয়ে থাকে। বাংলাদেশে মিনি আইপিএস এর দাম সাধারণত আনুমানিক ৩০০০ টাকা হয়ে থাকে। মিনি আইপিএস এর ক্ষমতা ছোট যা সাধারণত রাউটার, মোবাইল চার্জার, বা ১০০ ওয়াট পর্যন্ত পাওয়ারের প্রয়োজন এমন যেকোনো একটি ডিভাইসের জন্য কার্যকরী।
এর সাথে একটি ব্যাটারি কেনার প্রয়োজন হবে এবং ওয়ারিং খরচ লাগবে।তাই আপনি চাইলে এ ধরনের কাজের জন্য মিনি আইপিএস আপনি কিনতে পারেন। তবে উল্লেখিত দাম যেকোনো সময় বা অনিবার্য কারণবশত পরিবর্তন কিংবা কম বেশি হতে পারে। তাই কেনার আগে ভালো করে জেনে বুঝে যাচাই বাছাই করে তারপর কিনবেন।
IPS এর ব্যাটারির দাম কত:
এ পর্যায়ে আমরা আইপিএস এর ব্যাটারির দাম কত তা জানার চেষ্টা করব এবং এর পাশাপাশি ভালো মানের আইপিএস দাম কত তা সঠিক তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব। আইপিএস এর প্রধান অংশ হল এর ব্যাটারি। ব্যাটারি ছাড়া আইপিএস এর কার্য ক্ষমতা হয় না। আইপিএস এর ব্যাটারি বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে যা পরবর্তীতে ব্যবহার করা যায়।
তাই আইপিএস কেনার সাথে সাথে এর ব্যাটারি কেনার প্রয়োজন পড়ে। সে ক্ষেত্রে এই ব্যাটারির দাম আমাদের সকলের জানা দরকার। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ব্রান্ডের আইপিএস এর ব্যাটারি পাওয়া যাচ্ছে। সেগুলোর মধ্যে হ্যামকো, লুমিনাস রহিমআফরোজ, সুকাম এবং অন্যান্য ব্রান্ডের আইপিএস এর ব্যাটারি পাওয়া যাচ্ছে।
আরো পড়ুন: ভালো মানের ব্লেন্ডার মেশিনের দাম কত জেনে নিন
এবং এগুলো ছাড়াও বাজারে আরো বিভিন্ন কোম্পানির, বিভিন্ন মডেলের আইপিএস এর ব্যাটারি পাওয়া যাচ্ছে। সাধারণত বাংলাদেশে বর্তমানে আইপিএস এর ব্যাটারির দাম ব্যাটারির ধরন,ব্রান্ড ও ব্যাটারির এম্পিয়ার এর উপর ভিত্তি করে দাম নির্ধারিত হয়ে থাকে। তবে বর্তমানে ৮৫০০ টাকা থেকে ৯ হাজার টাকার মধ্যে ব্যাটারি গুলির দাম শুরু হয়ে থাকে।
১০০ এম্পিয়ার আইপিএস ব্যাটারির গুলোর দাম ১২ হাজার টাকা থেকে ১৪ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। ১৫০ এম্পিয়ার আইপিএস ব্যাটারির দাম ১৮০০০ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এবং ২০০ এম্পিয়ার আইপিএস ব্যাটারির দাম ২৪ হাজার টাকা থেকে ৩২ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। নিম্নে কিছু আই পি এস ব্যাটারির মডেল ও দাম উল্লেখ করা হলো-
- আইপিএস ব্যাটারি Hamko HPD 100AH IPS Battery এটির দাম ১৩ হাজার টাকা মাত্র।
- আইপিএস ব্যাটারি Volvo 200AH IPS Battery এটির দাম 23 হাজার 500 টাকা মাত্র।
- আইপিএস ব্যাটারি LIWatt 12.8V 100AH Lithium-Ion Phosphate IPS Battery এটির দাম 26 হাজার টাকা মাত্র।
- আইপিএস ব্যাটারি Lucas Appliance AP 200 IPS Battery এটির দাম 23 হাজার 360 টাকা মাত্র।
- আইপিএস ব্যাটারি Rahimafrooz RTB 200 Tall Tubular IPS Battery এটির দাম 29 হাজার 500 টাকা মাত্র।
- আইপিএস ব্যাটারি Hamko 165AH IPS Battery এটির দাম 19 হাজার টাকা মাত্র।
- আইপিএস ব্যাটারি Eastern E-Max 6ETT 230T Tall Tubular IPS Battery এটির দাম 28 হাজার টাকা মাত্র।
- আইপিএস ব্যাটারি Hamko HPD-60 IPS Battery এটির দাম 10 হাজার টাকা মাত্র।
- আইপিএস ব্যাটারি Saif Power STB 200 Tall Tubular 12V IPS Battery এটির দাম 25 হাজার টাকা মাত্র।
- আইপিএস ব্যাটারি Apollo HPD -200 IPS Battery এটির দাম 20 হাজার 300 টাকা মাত্র।
- আইপিএস ব্যাটারি Spark XP 120 AH 12V IPS Battery এটির দাম 18 হাজার টাকা মাত্র।
- আইপিএস ব্যাটারি Voltex IPS 200 12V IPS Battery এটির দাম 20 হাজার 300 টাকা মাত্র।
- আইপিএস ব্যাটারি Rimso 6RBT 125AH Tubular IPS Battery এটির দাম 14 হাজার 500 টাকা মাত্র।
- আইপিএস ব্যাটারি Luminous 200AH Tubular IPS Battery এটির দাম 25 হাজার টাকা মাত্র।
উল্লেখিত আইপিএস এর ব্যাটারির নির্ধারিত দাম গুলো সময়ের ব্যবধানে অথবা যে কোন কারনে পরিবর্তন অর্থাৎ কম বেশি হতে পারে। তাই কেনার আগে যাচাই-বাছাই করে দাম দর জেনে তারপর কিনতে হবে।
ভালো মানের আইপিএস দাম কত:
এ পর্যায়ে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে ভালো মানের আইপিএস দাম কত। আশা করছি এটা জানার জন্য আপনি আপনার ধৈর্য সহকারে আমার এই পোস্টের সঙ্গেই রয়েছেন।বর্তমানে দিন দিন লোডশেডিং এর সমস্যা বেড়েই চলেছে। তাইতো এই লোডশেডিংয়ের সমস্যা সমাধানের লক্ষ্যে আইপিএস ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
আইপিএস মানে হচ্ছে তাৎক্ষণিক বিদ্যুৎ সাপ্লাই। এটা এমন এক ইলেকট্রিক ডিভাইস যা বিদ্যুৎ শক্তি সঞ্চয় করে রাখতে পারে এবং বিদ্যুৎ না থাকলে তাৎক্ষণিকভাবে বিভিন্ন প্রকার বৈদ্যুতিক ডিভাইসে 8 থেকে 10 মিলি সেকেন্ডের ভিতর বিদ্যুৎ সাপ্লাই দিতে সহায়তা করে। ইহা দ্বারা আমরা লাইট, ফ্যান, টেলিভিশন, কম্পিউটার ইত্যাদি চালাতে পারি।
আরো পড়ুন: সবচেয়ে ভালো রাইস কুকার কোনটি- রাইস কুকারের দাম
আইপিএস এর পূর্ণরূপ হচ্ছে (IPS- Instant Power Supply) যদি কোন কারণবশত বিদ্যুৎ সরবরাহ না থাকে বা বিদ্যুৎ সাপ্লাই বন্ধ থাকে।সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আইপিএস এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়।এতে স্বয়ংক্রিয় সুইচ থাকে যার কন্ট্রাক্ট এর পরিবর্তে লোড বিদ্যুৎ সাপ্লাই পায়।
বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক ভাবে আইপিএস এর সংযোগ চালু হয়ে যাবে। অর্থাৎ লাইট, ফ্যান, টেলিভিশন, কম্পিউটার অথবা অন্যান্য বৈদ্যুতিক চালিত যন্ত্রপাতি বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হওয়ার সাথে সাথে অটোমেটিক ভাবে চলতে থাকবে। তার মানে বিদ্যুতের লোডশেডিং হয়ে থাকে অথবা কোন কারনে বিদ্যুৎ যদি না থাকে।
তাহলে স্বয়ংক্রিয়ভাবে আইপিএস এর মাধ্যমে বৈদ্যুতিক ডিভাইস গুলো অটোমেটিক ভাবে চলতে থাকে। আইপিএস এর দাম সাধারণত তার আকার, ক্ষমতা, ব্র্যান্ড এবং মডেলের উপর ভিত্তি করে নির্ধারিত হয়ে থাকে।আইপিএসের আকার এবং পাওয়ার এর উপর নির্ভর করে এটির দাম কত হবে তা নির্ধারণ করা হয়।কারণ আইপিএস ছোট, মাঝারি, বড় সব ধরনেরই আছে।
কম ক্ষমতা সম্পন্ন আই পিএস এর দাম সাধারণত কম হবে এবং বেশি ক্ষমতা সম্পন্ন আইপিএস এর দাম বেশি হবে। আপনি কোন কোম্পানির, কি ধরনের, কোন মডেলের,কত পাওয়ারের আইপিএস কিনতে চান।সেই কোম্পানি মডেল এবং পাওয়ার এর উপর ভিত্তি করেই আইপিএসের মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। নিম্নে কিছু ভালো মানের আইপিএস এর দাম ও মডেল উল্লেখ করা হলো-
- আইপিএস Smarten Nova 900VA 600-Watt IPS এটির দাম 11 হাজার টাকা মাত্র।
- আইপিএস Rahimafrooz Power Pack 900VA & 150AH Battery IPS এটির দাম 40 হাজার 500 টাকা মাত্র।
- আইপিএস Luminous Eco Watt Neo 1050 900VA Home IPS এটির দাম 8 হাজার 500 টাকা মাত্র।
- আইপিএস Exide Pure Sine Wave 1125 IPS/UPS Inverter এটির দাম 14 হাজার 500 টাকা মাত্র।
- আইপিএস Rahimafrooz Power Pack 900VA IPS এটির দাম 11 হাজার 400 টাকা মাত্র।
- আইপিএস Microtek Heavy Duty 1550 Advance IPS/UPS এটির দাম 13 হাজার 300 টাকা মাত্র।
- আইপিএস Full IPS Package With 3 Fans & 5 Light IPS এটির দাম 27 হাজার 500 টাকা মাত্র।
- আইপিএস Alter 800VA Digital Home IPS/UPS এটির দাম 11 হাজার টাকা মাত্র।
- আইপিএস Hamko Z 800VA IPS Cobo Package এটির দাম 32 হাজার 500 টাকা মাত্র।
- আইপিএস Microtek EB 1100 Supper Power Pure Sinewave Inverter এটির দাম 11 হাজার টাকা মাত্র।
- আইপিএস Exide Star 700VA IPS Cum UPS এটির দাম 8 হাজার 800 টাকা মাত্র।
- আইপিএস Exide Star 1625 12V Pure Sine Wave IPS এটির দাম 16 হাজার টাকা মাত্র।
- আইপিএস Luminous NXG 1450 12V Solar Hybrid IPS এটির দাম 17 হাজার টাকা মাত্র।
- আইপিএস Su-kum Fancon plus 1500 Pure Sinewave Home IPS/UPS এটির দাম 15 হাজার 300 টাকা মাত্র।
- আইপিএস Luminous Shakti Charge plus 1150 900VA IPS/UPSএটির দাম 11 হাজার 500 টাকা মাত্র।
- আইপিএস Hamko Combo 1000 Pure sine Wave IPS এটির দাম 12 হাজার 800 টাকা মাত্র।
- আইপিএস Hamko Combo Z 1200VA Pure sine wave IPS এটির দাম 14 হাজার 400 টাকা মাত্র।
- আইপিএস Su-kum Fancon 1100VA 12-Volt IPS Inverter এটির দাম 9 হাজার 300 টাকা মাত্র।
- আইপিএস Microtek Jumbo 3500+ Pure Sinewave 24V IPS & UPS এটির দাম 36 হাজার টাকা মাত্র।
- আইপিএস Microtek EB 700 Square wave IPS এটির দাম 9 হাজার টাকা মাত্র।
উল্লেখিত আইপিএস গুলোর দাম সময়ের ব্যবধানে কিংবা যেকোনো কারণবশত পরিবর্তন অর্থাৎ কম বেশি হতে পারে। তাই আপনার পছন্দ হতে পারে এমন একটি আইপিএস যাচাই-বাছাই করে দাম দর করে তারপর কিনলে ভালো হয়।
শেষ কথা-ভালো মানের আইপিএস দাম কত:
সুপ্রিয় পাঠক, আলোচনার শেষ প্রান্তে এসে আমি এই কথা বলে শেষ করব যে আপনার বিশেষ সুবিধার্থে ভালো মানের আইপিএস দাম কত, মিনি আইপিএস এর দাম কেমন, আই পি এস এর ব্যাটারির দাম কত ,আইপিএস কত প্রকার কি কি ইত্যাদি বিষয় সম্পর্কে আমি উপরের অংশে সংক্ষিপ্তভাবে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি পোস্টটি আপনার জন্য অনেক ফল প্রসু হবে।
তাই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন এবং অন্যান্য ব্যক্তিদের কেউ শেয়ার এবং কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিন। যেন তারাও পোস্টটি পড়ে কিছুটা হলেও উপকৃত হতে পারেন। এতক্ষণ ধরে আমার এই আর্টিকেলের সঙ্গে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url