বাসায় ব্যবহারের জন্য কোন প্রিন্টার ভালো জানতে চোখ রাখুন

সুপ্রিয় পাঠক, বাসায় ব্যবহারের জন্য কোন প্রিন্টার ভালো জানতে আর্টিকেলটি পড়তে পারেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় ব্যবহারের জন্য কোন প্রিন্টার ভালো। 

তাই চলুন বন্ধুরা আপনার মূল্যবান সময় নষ্ট না করে আমরা জেনে নেই বাসায় ব্যবহারের জন্য কোন প্রিন্টার ভালো।

কোন প্রিন্টার সবচেয়ে ভালো মানের প্রিন্ট দেয়:

বাসায় ব্যবহারের জন্য কোন প্রিন্টার ভালো তা জানার আগে আমরা জানবো যে কোন প্রিন্টার সবচেয়ে ভালো মানের প্রিন্ট দিতে পারে। বাজারে বিভিন্ন রকমের বিভিন্ন ব্র্যান্ডের প্রিন্টার রয়েছে। সেগুলোর মধ্যে লেজার প্রিন্টার হলো উচ্চ ঘনত্বের মুদ্রণ যন্ত্র। এই প্রিন্টারের মুদ্রণ কোয়ালিটি খুবই উন্নত। সবচেয়ে ভালো মানের প্রিন্ট দিতে পারে এমন কিছু প্রিন্টার আছে সেগুলো হল- 

আরো পড়ুন: বাংলাদেশে কোন ব্রান্ডের গিজার ভালো জানতে চোখ রাখুন

লেজার প্রিন্টার- বাজারে বিভিন্ন রকমের বিভিন্ন ব্র্যান্ডের প্রিন্টার রয়েছে। সেগুলোর মধ্যে লেজার প্রিন্টার হলো উচ্চ ঘনত্বের মুদ্রণ যন্ত্র। এই প্রিন্টারের মুদ্রণ কোয়ালিটি খুবই উন্নত। এই প্রিন্টারে লেজার রশ্নি দ্রারা কাগজের লেখা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়। এছাড়া আরো কিছু ভালো মানের প্রিন্ট দিতে পারে সেই প্রিন্টার গুলো হল-ইনকজেড প্রিন্টার, ডট মেট্রিক্স প্রিন্টার, বাবল জেট প্রিন্টার,Canon printer ,Epson printer ইত্যাদি।

প্রিন্টার মেশিনের দাম কত ২০২৪:

বাসায় ব্যবহারের জন্য কোন প্রিন্টার ভালো তা জানার আগে আমরা জানবো প্রিন্টার মেশিনের দাম কত। প্রিন্টার মেশিনের দাম সাধারণত নির্ভর করে প্রিন্টারের ধরন, প্রিন্টারের ক্ষমতা, প্রিন্টারের মডেল, প্রিন্টার ক্যাপাসিটি, প্রিন্টারের আকার ইত্যাদির উপর ভিত্তি করে প্রিন্টার মেশিনের দাম নির্ধারিত হয়ে থাকে। নিম্নে সংক্ষিপ্তভাবে কিছু প্রিন্টারের মডেলের নাম এবং দাম উল্লেখ করলাম-

আরো পড়ুন: ডিজল চালিত জেনারেটর দাম কত জানতে চোখ রাখুন 

  • Epson Eco Tank L3210 All in One Printer-এই প্রিন্টার এর দাম ১৫ হাজার ২০০ টাকা মাত্র।
  • Epson Eco Tank L3250 wifi Printer-এই প্রিন্টার এর দাম 19 হাজার 500 টাকা মাত্র।
  • Epson Eco Tank L8050 6  color A4 Photo Printer & wifi -এই প্রিন্টার এর দাম 31 হাজার 300 টাকা মাত্র।
  • Epson L1300 Wireless A3 Color Printer -এই প্রিন্টার এর দাম 64 হাজার টাকা মাত্র।
  • Epson L8050 Wireless Photo Ink Tank Printer -এই প্রিন্টার এর দাম 48 হাজার 500 টাকা মাত্র।
  • HP Laser Jet Pro P1102 black and white Laser Printer  -এই প্রিন্টার এর দাম 7 হাজার 800 টাকা মাত্র।
  • HP Laser Jet Pro M12A professional Printer -এই প্রিন্টার এর দাম 9 হাজার টাকা মাত্র।
  • HP Desk Jet Pro M12A Ink Advantage 2775 All in One Printer -এই প্রিন্টার এর দাম 8 হাজার 800 টাকা মাত্র।
  • HP Laser 107A Laser Printer -এই প্রিন্টার এর দাম 13000 হাজার 00 টাকা মাত্র
  • Canon Image LBP3300 Monochrome laser  Printer -এই প্রিন্টার এর দাম 9 হাজার 500 টাকা মাত্র।
  • Canon Image Class LBP6030 Printer -এই প্রিন্টার এর দাম 15 হাজার 900 টাকা মাত্র।
  • Pantum M6500NW laser Printer -এই প্রিন্টার এর দাম 15 হাজার 800 টাকা মাত্র।
  • Pantum P2506W Wifi Printer -এই প্রিন্টার এর দাম 10 হাজার 500 টাকা মাত্র।
  • Pantum P2500W Single Function mono Laser Printer -এই প্রিন্টার এর দাম 11 হাজার 100 টাকা মাত্র।
  • Brother DCP T420W Multi Function Wifi Printer -এই প্রিন্টার এর দাম 17 হাজার 500 টাকা মাত্র।
  • Brother DCP T520W Multi Function Color Wireless Printer -এই প্রিন্টার এর দাম 21 হাজার 800 টাকা মাত্র।
  • Brother HLT4000DW A3 Ink Tank Wifi Printer -এই প্রিন্টার এর দাম 56 হাজার 400 টাকা মাত্র।

উল্লেখিত প্রিন্টারের মডেল গুলোর দাম যে কোন সময় বা সময়ের ব্যবধানে পরিবর্তন অর্থাৎ কমবেশি হতে পারে। তাই কেনার আগে বিভিন্ন দোকানে যাচাই-বাছাই করে দাম দর চেক করে তারপর কিনলে আপনার অনেকটাই সেভ হতে পারে। এছাড়া উল্লেখিত ব্রান্ড ছাড়াও  বাজারে আরও অনেক প্রিন্টারের মডেল রয়েছে সেগুলো আপনি যাচাই বাছাই করে দেখতে পারেন।

বাসায় ব্যবহারের জন্য কোন প্রিন্টার ভালো:

এ পর্যায়ে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে বাসায় ব্যবহারের জন্য কোন প্রিন্টার ভালো বা সবচেয়ে ভালো মানের প্রিন্টার কোনটি। প্রিন্টার হচ্ছে এমন একটি যন্ত্র যা কম্পিউটারের দ্বারা এটার লেখা বা টেক্সট বা ছবিকে কাগজে বা অন্য কোন মিডিয়ার উপর লেখা,ছবি, রং ইত্যাদি অবস্থান করার জন্য ব্যবহার করা হয়। 

 আরো পড়ুন :ভালো মানের সেলাই মেশিনের দাম কত জানতে চোখ রাখুন

প্রিন্টার সাধারণত বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন- ইন্কেট প্রিন্টার, লেজার প্রিন্টার, থার্মাল প্রিন্টার, ডট মেট্রিক প্রিন্টার ইত্যাদি। বর্তমানে দিন দিন প্রিন্টারের চাহিদা বেড়েই চলেছে।ডিজিটাল যুগে কম্পিউটার বর্তমানে যেহেতু বেশি ব্যবহার হচ্ছে। তাই প্রিন্টারও ব্যাপক পরিমাণে ব্যবহার হচ্ছে। 

বর্তমানে বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, শিক্ষাপ্রতিষ্ঠানে, আইটি সেক্টরে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কিংবা বাসা বাড়িতেও অনেক পরিমাণ প্রিন্টারের ব্যবহার করা হচ্ছে। মানুষের চাহিদা অনুযায়ী প্রিন্টারের ব্রান্ড এবং মডেলের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাধারণত মানুষ কম দামের ভালো মানের প্রিন্টার পেতে চায়। 

বর্তমানে মার্কেটে কম বাজেটের প্রিন্টারের সাথে স্ক্যানার এবং ফটোকপি পাওয়া যাচ্ছে। সাধারণত প্রিন্টারের গুণগত মান নির্ধারণ করা হয় থাকে ব্র্যান্ডের উপর ভিত্তি করে। নিম্নে কিছু ভালো মানের প্রিন্টারের কথা আলোচনা করছি-

HP D1112 Deskjet Ink Printer-এই প্রিন্টারটি বর্তমানে বাজারে কম দামের মধ্যে অনেক ভালো একটি প্রিন্টার। বাসা বাড়ির কাজের জন্য আপনার যদি কোন প্রিন্টারের প্রয়োজন হয় তবে এইচপি D1112 Deskjet Ink প্রিন্টারটি নিতে পারেন। সাইজ এবং ওজনে কম হওয়ার কারণে এটি যে কোন জায়গায় সেটআপ করা যায়।

Brand-HP

Printer Type-Color inkjet

Printer Speed-16PPM Black & White

Regulations-1200×1200DPI

Paper size-A4 Max

Memory-Integrated

Connectivity-USB 2.0

Warranty -1 Year

Price-2700 Taka Only .

Canon Pixma Color printer- ক্যানন প্রিন্টার গুলি সাধারণত উচ্চ মানের মুদ্রণ এবং দ্রুত মুদ্রণ গতির জন্য ব্যাপকভাবে জনপ্রিয়। এগুলি কালার এবং সাদা কালো উভয় প্রিন্টিং এর জন্যই একটি ভালো প্রিন্টার।বাসা বাড়িতে ব্যবহারের জন্য অন্যতম সেরা প্রিন্টার হলো Canon Pixma iP2870 Hi speed USB 8 IPM Color Inkjet printer। 

এবং বেশ উপযোগী। সাধারণত এই প্রিন্টারটি স্পিড কম হলেও বিভিন্ন ধরনের কাজের জন্য এই প্রিন্টারটি মোটামুটিভাবে ভালো।

Brand-Canon

Printer Type-Color inkjet 

Printer Speed- 8 IPMPM Black & White

Regulations-4800×600DPI

Paper size-A4,A5,B5,LTR,LGL,4×6",5×7,Envelopes, Custom Size

Memory-Integrated

Connectivity-USB 2.0

Warranty -1 Year

Price-2300 Taka Only.

Samsung Laser Printer-ভালো মানের প্রিন্টার গুলোর মধ্যে স্যামসাং লেজার প্রিন্টার হচ্ছে একটি অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড। এই ব্র্যান্ডের প্রিন্টার গুলো অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে। Samsung SL-M2020W Laser Printer এই মডেলের প্রিন্টারটি ইনপুট ট্রেতে ১৫০ টি পেজ রাখা যায়।

Brand-Samsung

Model-Xpress M2020

Speed-20PPM (Black & White)

Printer Speed- 20PPM Black & White

Regulations-1200×1200DPI

Paper size-A4,A5,B5,LTR,LGL, Executive,Follow,Oficio,ISO B5,JIS B5,Envelop

Memory-64 GB

Connectivity-USB 2.0 wifi 

Weight-3.97KG

Warranty -1 Year

Price-9200 Taka Only.

Ricoh SP C260DNW Printer-এই প্রিন্টারটি ডুপ্লেক্স এবং ওয়াইফাই কানেকশন সহ A4 ফরমেট ডিভাইস। এটি প্রতি মিনিটে ২০ পিস রঙ্গিন পৃষ্ঠা তৈরি করতে সক্ষম। ফোন থেকে বা ট্যাব থেকে সরাসরি ডিভাইসে ছবি সেন্ড করা যেতে পারে। এই প্রিন্টারে একটি উচ্চগতির ইউএসবি ২.০ পোর্ট যুক্ত করেছে।Ricoh SP C260DNW Printer বিশেষভাবে বাড়িতে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে।

Epson Printer-Epson Printer গুলো উচ্চ মানের মুদ্রণের জন্য অনেক ভালো এবং কম খরচে মুদ্রণের জন্য ব্যাপকভাবে জনপ্রিয়। এগুলি রঙিন এবং সাদা কালো মুদ্রণের জন্যই একটি ভালো মানের প্রিন্টার।

Brother Printer-ব্রাদার কোম্পানির প্রিন্টার গুলি কম খরচে মুদ্রণ এবং সহজে ব্যবহার যোগ্যতার জন্য বিশেষভাবে পরিচিত। এটি রঙিন এবং সাদা কালো মুদ্রণের জন্য একটি ভাল মানের প্রিন্টার। এই ডিভাইসটি প্রতি মিনিটে ২০টি রঙিন প্রিন্ট আউট তৈরি করতে সক্ষম হয়। Brothers HL-J6000DW রঙ্গিন ইঙ্ক জেট প্রিন্টারটি মোবাইল ডিভাইস ,ক্লাইড সার্ভার ,ওয়াইফাই এবং ইন্টারনেটের সাথে সামঞ্জস্যপূর্ণ।

ইঙ্কজেট বা লেজার প্রিন্টার-লেজার প্রিন্টার খুব দক্ষতার সঙ্গে মুদ্রণ করতে সক্ষম হয় আর ইন্কজেট প্রিন্টার অল্প খরচে লেজার প্রিন্টারের মতই প্রিন্ট করতে সক্ষম হয়। যদি সাদাকালো প্রিন্টের দরকার পড়ে তবে ব্ল্যাক এবং হোয়াইট লেজার প্রিন্টার ভাল কাজ করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম কারণ লেজার প্রিন্টারের টোনার তার প্রযুক্তির জন্য ইঙ্কজেটৈর মত সহজেই শুকিয়ে যায় না। 

যদি সব সময় বা ক্রমাগত কালার প্রিন্টের দরকার হয় তাহলে ব্ল্যাক এবং হোয়াইট লেজার প্রিন্টার ভালো হতে পারে কারণ এটির দারা প্রিন্ট করলে কালির খরচ অনেক কম হতে পারে। আপনার যদি কালার মুদ্রণের দরকার পড়ে তবে কালার লেজার প্রিন্টার ভালো পারফরমেন্স দেয় কিন্তু কালার প্রিন্টের ক্ষেত্রে ইঙ্কজেট প্রিন্টারের দাম তুলনামূলক ভাবে কম হবে।সে ক্ষেত্রে আপনার কিছুটা অর্থ সাশ্রয় হবে।

একাধিক ফাংশন প্রিন্টার-কোন কোন সময় আপনার বা আমাদের স্ক্যান অথবা কফির দরকার পড়তে পারে। সে ক্ষেত্রে একটি মাল্টি ফাংশন বা একাধিক ফাংশন সমৃদ্ধ একটি প্রিন্টার সহজেই এই কাজটি করে দিতে পারে।এজন্য দাম কিছুটা বেশি হতে পারে। তবে নিয়মিত ভাবে স্ক্যানিং অথবা কফি করার জন্য 

একটি ফটোকপিয়ার মেশিন কেনা বা স্ক্যানার সুবিধা জনক হতে পারে। কিছু কিছু প্রিন্টারে ফ্যাক্স সুবিধা রয়েছে।তাই এটি সহ কিনলে একটি আলাদা ফ্যাক্স মেশিন কেনার প্রয়োজন পড়ে না।

ফটো প্রিন্টিং-মজার জন্য ফটো প্রিন্ট করা ইঙ্কজেট কালার যে কোন কম দামের প্রিন্টারের মাধ্যমে করা যায় কিন্তু ক্যামেরার মাধ্যমে ছবি তোলার পর অ্যালবামে রাখার জন্য একটি ভালো মানের ফটো প্রিন্টারের দরকার। তা হচ্ছে এই ইঙ্কজেট অথবা লেজারজেট যে কোন প্রযুক্তির প্রিন্টার হতে পারে। 

ফটো প্রিন্টিং ব্যবসা বা স্টুডিওর ব্যবসার জন্য ল্যাব মানের ফটো প্রিন্টার একটি আদর্শ মানের প্রিন্টার হতে পারে। যা ডাই সাবলিমেশন  প্রযুক্তি ব্যবহার করে। এটি হচ্ছে সেই ধরনের প্রযুক্তি যেখানে ছবি প্রিন্ট করতে ফটো কাগজের উপর তাপ প্রয়োগ করে। এই ধরনের ছবি সাধারণভাবে অনেক সুন্দর। 

এবং পরিষ্কার হয় এবং অনেক বছর ধরে অ্যালবামে রাখা যেতে পারে। তবে এ ধরনের প্রিন্টারের মাল্টি ফাংশন ক্ষমতা নেই বললেই চলে। শুধুমাত্র ছবি প্রিন্ট করার জন্য উপযুক্ত।

প্রিন্টার কেনার জন্য বাজেট-সাধারণত বাসা বাড়িতে ব্যবহার করার জন্য চার থেকে ছয় হাজার টাকার ভিতরে ইঙ্কজেট প্রিন্টার আপনার জন্য উপযুক্ত হতে পারে। যা সাদা এবং কালো এবং রঙ্গিন প্রিন্ট করতে সহায়তা করবে। ব্যবসা করার জন্য বা অফিসের কাজের জন্য সর্বনিম্ন 10 হাজার টাকার প্রিন্টার কেনা উচিত। 

আর ফটো প্রিন্ট করার জন্য ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যে প্রিন্টার পাওয়া যায়। তবে ২০ থেকে ২৫ হাজারের মধ্যে কিনলে আরেকটু ভালো মানের হবে। আর ডাই সাবলিমেশন প্রযুক্তির প্রিন্টারের দাম ৫০ হাজার টাকা থেকে শুরু হয়।

কাগজের ট্রে এবং কাগজ হ্যান্ডেলিং-প্রত্যেকটি প্রিন্টারের জন্য একটি কাগজ রাখার ট্রে থাকে। তবে ব্যবসায়িক কাজের জন্য একাধিক ট্রে দরকার হতে পারে। যাতে এটি একই সময়ে অনেকগুলি কাগজ ধারন ক্ষমতা হয়। বেশিরভাগ প্রিন্টারের ক্ষেত্রেই দেখা যায় A4 সাইজের কাগজ ব্যবহার করা হয়ে থাকে যা সাধারণ ব্যবহারকারীদের জন্য উপযুক্ত। 

তবে কিছু কিছু অফিসে A3 আকারের কাগজের দরকার হতে পারে অথবা অন্য সাইজেরও দরকার হতে পারে। তাই প্রিন্টারের স্পেসিফিকেশন পড়লে বোঝা যাবে এটি কি ধরনের কাগজ সাপোর্ট করতে পারবে।

উল্লেখিত প্রিন্টার গুলো বা উক্ত প্রিন্টারগুলোর ধরন ছাড়াও বাজারে আরো বিভিন্ন কোম্পানির, বিভিন্ন মডেলের প্রিন্টার রয়েছে।সেগুলো আপনি বাজারে গিয়ে যাচাই-বাছাই করে দেখতে পারেন। এবং সেগুলোর মধ্য থেকে আপনার পছন্দ হতে পারে এমন একটি প্রিন্টার আপনি ক্রয় করতে পারেন।

শেষ কথা-বাসায় ব্যবহারের জন্য কোন প্রিন্টার ভালো:

সুপ্রিয় পাঠক, আলোচনার শেষ প্রান্তে এসে আমি এ কথা বলে শেষ করবো যে, আপনাদের বিশেষ সুবিধার্থে বাসায় ব্যবহারের জন্য কোন প্রিন্টার ভালো এবং প্রিন্টারের দাম সহ অন্যান্য কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি এই পোস্টটি আপনার জন্য অনেকটাই ফলপ্রসু হবে। 

তাই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন এবং অন্যান্য ব্যক্তিদেরকেও পড়ার জন্য উৎসাহিত করুন। যেন তারাও ভালো মানের প্রিন্টার সম্পর্কে এবং প্রিন্টারের দাম সম্পর্কে জানতে পারে। এতক্ষণ ধরে আমার এই পোষ্টের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url