বাংলাদেশের সবচেয়ে ভালো রাউটার কোনটি
সুপ্রিয় পাঠক, বাংলাদেশের সবচেয়ে ভালো রাউটার কোনটি জানতে আমার এই আর্টিকেলটি পড়ুন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে বাংলাদেশের সবচেয়ে ভালো রাউটার কোনটি।
তাই আসুন বন্ধুরা আপনার মূল্যবান সময় নষ্ট না করে আমরা জেনে নেই বাংলাদেশের সবচেয়ে ভালো রাউটার কোনটি।
ভালো মানের রাউটারের দাম কত:
বাংলাদেশের সবচেয়ে ভালো রাউটার কোনটি তা জানার আগে আমরা জানবো ভালো মানের রাউটারের দাম কত। বর্তমান ডিজিটাল যুগে রাউটার ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নেটওয়ার্কে ডিভাইস। ওয়াইফাই কানেকশন করার জন্য রাউটারের ভূমিকা অনস্বীকার্য।
আরো পড়ুন: সবচেয়ে ভালো রাইস কুকার কোনটি- রাইস কুকারের দাম
রাউটার ছাড়া ওয়াইফাই ইন্টারনেট কোন কানেকশন চলে না। তাই বিভিন্ন ইন্টারনেটে কাজ করার জন্য ওয়াইফাই রাউটার খুবই জরুরী এবং ভালো মানের রাউটারের দাম কত সেটা আমাদের জানা দরকার। তাই নিম্নে কিছু কোম্পানির রাউটারের দাম, মডেল, নাম উল্লেখ করলাম-
- TP-Link TL-WR841N 300 MBPS wireless N Router-এই রাউটারের দাম ১৫০০ টাকা মাত্র।
- TP-Link -Archer C6 V4.0 Gigabit Mesh Wi-Fi Router-এই রাউটারের দাম 3090 টাকা মাত্র।
- TP-Link -Archer C20 AC 750 Dual Band Wi-Fi Router-এই রাউটারের দাম 1970 টাকা মাত্র।
- TP-Link -Archer C54 AC 1200 Beamforming Wi-Fi Router-এই রাউটারের দাম 1970 টাকা মাত্র।
- TP-Link -Archer C64 AC1200 Full Gigabit Wi-Fi Router-এই রাউটারের দাম 2850 টাকা মাত্র।
- TP-Link -M7000 150MBps 4G LTE Mobail Wi-Fi Router-এই রাউটারের দাম 3990 টাকা মাত্র।
- Tenda AC10 AC1200 Dual Band Gigabit Wi-Fi Router-এই রাউটারের দাম 2850 টাকা মাত্র।
- Tenda F3 Easy Setup Wi-Fi Router-এই রাউটারের দাম 1200 টাকা মাত্র।
- Tenda AC5 AC1200 Dual Band Smart Wi-Fi Router-এই রাউটারের দাম 1900 টাকা মাত্র।
- Tenda TX 3000 Pro AX3000 Dual Band Gigabit Wi-Fi Router-এই রাউটারের দাম 4400 টাকা মাত্র।
- RG-EW1200 1200M Dual Band wireless Router-এই রাউটারের দাম 3050 টাকা মাত্র।
- Cudy WR1300 Gigabyte Dual Band Wi-Fi Router-এই রাউটারের দাম 3050 টাকা মাত্র।
- Cudy WR300 N300MBps Multi-Mode Wi-Fi Router-এই রাউটারের দাম 1290 টাকা মাত্র।
- Ruijie RG- EW1300G 1300MBPS Gigabit Mesh Wi-Fi Router-এই রাউটারের দাম 3600 টাকা মাত্র।
- Ruijie RG- EW1200G Pro 1300MBPS Gigabit Wi-Fi Router-এই রাউটারের দাম 4700 টাকা মাত্র।
- D-Link DIR-615 Wireless N 300 2 Antenna 300 MBps Wi-Fi Router-এই রাউটারের দাম 1050 টাকা মাত্র।
- Todahika TH-0A81 Outdoor High power Wireless AP Wi-Fi Router-এই রাউটারের দাম 5450 টাকা মাত্র।
- Mikrotik HAP Light RB941-2nd-TC Dual Chain 2.4GHz WiFi Router- এই রাউটারের দাম 3300 টাকা মাত্র।
- Netgear R6120 AC1200 Dual Band WiFi Gaming Router- এই রাউটারের দাম 3300 টাকা মাত্র।
- Netgear R6850 AC2000 Dual Band WiFi Router- এই রাউটারের দাম 7000 টাকা মাত্র।
- Altai C1n 45 Cross-Polarized patch Antenna WiFi AP/CPE Router- এই রাউটারের দাম 8600 টাকা মাত্র।
উল্লেখিত ভালো মানের রাউটার গুলির দাম যে কোন সময় যেকোনো কারণবশত বা সময়ের ব্যবধানে পরিবর্তন অর্থাৎ কমবেশি হতে পারে। তাই আপনি কেনার আগে বাজারে গিয়ে যাচাই-বাছাই করে তারপরে কিনতে পারেন। তবে উল্লেখিত রাউটার ছাড়াও বাজারে আরো অনেক কোম্পানির রাউটার রয়েছে। সেগুলো আপনি যাচাই-বাছাই করতে পারেন।
টিপি লিংক রাউটার দাম:
বাংলাদেশের সবচেয়ে ভালো রাউটার কোনটি তা জানার আগে আমরা জানবো TP-Link রাউটারের দাম কত। বর্তমানে বাংলাদেশের রাউটারের জগতে টিপি লিংক রাউটারের এত জনপ্রিয়তা যে ওয়াইফাই সংযোগ দেয়ার জন্য বেশিরভাগ মানুষই টিপি লিংক রাউটারকে পছন্দ করছেন।
আরো পড়ুন: কোন ব্রান্ডের ওয়াশিং মেশিন ভালো-ওয়াশিং মেশিনের দাম
এই ব্র্যান্ডের রাউটারের স্পিড, রেঞ্জ, গুণগতমান এবং কাজ খুবই ভালো হওয়ার কারণে বাংলাদেশের মানুষের নিকট খুবই জনপ্রিয়তা লাভ করেছে। তাই টিপি লিংক রাউটারের দাম কত তা আমি কিছু টিপি লিংক মডেলের দাম নিম্নে উল্লেখ করলাম-
- TP-Link TL-WR841N 300 MBPS wireless N Router-এই রাউটারের দাম ১৫০০ টাকা মাত্র।
- TP-Link -Archer C6 V4.0 Gigabit Mesh Wi-Fi Router-এই রাউটারের দাম 3090 টাকা মাত্র।
- TP-Link -Archer C20 AC 750 Dual Band Wi-Fi Router-এই রাউটারের দাম 1970 টাকা মাত্র।
- TP-Link -Archer C54 AC 1200 Beamforming Wi-Fi Router-এই রাউটারের দাম 1970 টাকা মাত্র।
- TP-Link -Archer C64 AC1200 Full Gigabit Wi-Fi Router-এই রাউটারের দাম 2850 টাকা মাত্র।
- TP-Link -M7000 150MBps 4G LTE Mobail Wi-Fi Router-এই রাউটারের দাম 3990 টাকা মাত্র।
- TP-Link- Archer C60 AC1350 Wireless Dual Band Wi-Fi Router-এই রাউটারের দাম 3100 টাকা মাত্র।
- TP-Link-M7200 150 MBps 4G LTE Pocket Wi-Fi Router-এই রাউটারের দাম 6200 টাকা মাত্র।
- TP-Link- Archer C80 AC1900 Dual Band MU-MIMO Wi-Fi Router-এই রাউটারের দাম 3850 টাকা মাত্র।
- TP-Link- TL-WR845N 300MBps Wireless Home Wi-Fi Router-এই রাউটারের দাম 1699 টাকা মাত্র।
- TP-Link-Deco M5 AC1300 Mesh 1-Pack Wi-Fi Router-এই রাউটারের দাম 5590 টাকা মাত্র।
- TP-Link-Deco M4 3-Pack Whole Home Mesh Wi-Fi System Router-এই রাউটারের দাম 17100 টাকা মাত্র।
- TP-Link- TL-MR100 300MBps Wi-Fi 4G LTE Router-এই রাউটারের দাম 5290 টাকা মাত্র।
- TP-Link-Deco X50 AX3000 Whole Home MeshWi-Fi 6 System Router-এই রাউটারের দাম 17500 টাকা মাত্র।
- TP-Link- TL-WR840N 300MBps Firewall Wi-Fi Router-এই রাউটারের দাম 1350 টাকা মাত্র।
- TP-Link- XC220-G3 1200MBps Wireless XPON Wi-Fi Router-এই রাউটারের দাম 3400 টাকা মাত্র।
উল্লেখিত টিপি লিংক রাউটারের মডেল গুলো ছাড়াও বাজারে আরো মডেল রয়েছে। আপনি চাইলে সেগুলো যাচাই করে দেখতে পারেন এবং উল্লেখিত মডেলের দাম গুলো যেকোনো সময় যেকোনো কারণ বসত পরিবর্তন অর্থাৎ কমবেশি হতে পারে। আপনি যদি টিপি লিংক কোম্পানির রাউটার কিনতে চান তাহলে বাজারে গিয়ে যাচাই বাছাই করে তারপর কিনতে পারেন।
রাউটার কত প্রকার:
এ পর্যায়ে আমরা রাউটার কি এবং কত প্রকার তা জানার চেষ্টা করব এবং এর পাশাপাশি বাংলাদেশের সবচেয়ে ভালো রাউটার কোনটি সেটা আলোচনা করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। সাধারণ ভাষায় বলা যায় এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কের ডাটা পাঠানোর পদ্ধতি হচ্ছে রাউটার।
রাউটার হল এক প্রকার নেটওয়ার্কিং ডিভাইস বা সিস্টেম যা একটি কম্পিউটার নেটওয়ার্ক কে অন্য কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে কানেক্ট বা সংযোগ করার জন্য ব্যবহার করা হয়। এটি ডাটাকে তার গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য সব সময় কাজ করে।
সাধারণত রাউটার বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন-
ব্রডব্যান্ড রাউটার (BroadBand Router)
ওয়ারলেস রাউটার (Wireless Router)
কোর রাউটার (Core Router)
ইন্টারনেট প্রোভাইডার রাউটার(Internet Provider Router)
এজ রাউটার (Edge Router)
পকেট রাউটার (Pocket Router)
ওয়্যার্ড রাউটার (Wired Router)
ইত্যাদি।
বাংলাদেশের সবচেয়ে ভালো রাউটার কোনটি:
আমরা এ পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করব যে বাংলাদেশের সবচেয়ে ভালো রাউটার কোনটি।সাধারণ ভাষায় বলা যায় এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কের ডাটা পাঠানোর পদ্ধতি হচ্ছে রাউটার। রাউটার হল এক প্রকার নেটওয়ার্কিং ডিভাইস বা সিস্টেম যা একটি কম্পিউটার নেটওয়ার্ক কে অন্য কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে কানেক্ট বা সংযোগ করার জন্য ব্যবহার করা হয়।
এটি ডাটাকে তার গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য সব সময় কাজ করে। বর্তমানে নেটওয়ার্কিং ব্যবস্থার মধ্যে ইন্টারনেট ও ওয়াইফাই রাউটার বর্তমান বিশ্বের সবচেয়ে লেটেস্ট সংযোজন। এই রাউটারের মাধ্যমে আমরা ইন্টারনেট ওয়াইফাই কানেক্ট করে আমরা টিভি, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ আরো অনেক ডিভাইস খুব সহজভাবে চালাতে পারি এবং বিভিন্ন প্রোগ্রামের কাজ করতে পারি।
বর্তমানে দেশে বিদেশে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করার জন্য একটি নির্ভরযোগ্য এবং উচ্চগতির ইন্টারনেট সংযোজন খুবই প্রয়োজন অনলাইনে নিরক্ষীয় যোগাযোগ স্থাপনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবাহ হয়েছে। সুতরাং গ্রাহকের চাহিদা অনুসারে দেশে এবং বিদেশের বাজারে সাশ্রয়ী মূল্যে নানা ধরনের ব্রান্ড এবং মডেলের বহু প্রকার বহু কোম্পানির রাউটার পাওয়া যাচ্ছে।
কিন্তু আমরা যদি সবচেয়ে ভালো রাউটার কোনটি তা না জানি তাহলে অনলাইনের সমস্ত কাজকর্ম করা খুব একটা সহজ হবে না,কাজ করার সময় অনেক ইন্টারনেট অনেক স্লো হতে পারে। আসলে ভালো দামের জিনিস সব সময় ভালো। তাই ভালো দামেরও ভালো মানের রাউটার হিসাবে বাজারে পাওয়া যাচ্ছে।
একেক ধরনের কাজের জন্য একেক ব্রান্ডের বা মডেলের রাউটার ভালো হয়ে থাকে। আপনি কোন কাজের জন্য রাউটার ব্যবহার করবেন। হতে পারে আপনার বাসায় ব্যবহার করতে পারেন এক্ষেত্রে একটি কম দামের রাউটার হলেই চলে। আবার আপনি বড় শোরুমে ব্যবহার করতে পারেন, বড় অফিসে ব্যবহার করতে পারেন, বাজে কোন বড় প্রতিষ্ঠানে বড় এরিয়া নিয়ে ব্যবহার করতে পারেন।
সে ক্ষেত্রে আপনার দাম একটু বেশি পড়তে পারে।তাই আপনাদের সুবিধার্থে বাংলাদেশের কিছু ভালো মানের রাউটার সম্পর্কে নিম্নে আলোচনা করার চেষ্টা করছি।
ডি-লিংক রাউটার(D-Link Router )DIR-615-ইন্টারনেটের জগতে ভালো রাউটার গুলোর মধ্যে ডি-লিংক একটি জনপ্রিয় রাউটার। এই রাউটারটি ছোট দোকান, বাসা বাড়ি এবং ছোটখাটো অফিসের জন্য নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী খরচে ইন্টারনেট সংযোজন প্রদান করে।
এই রাউটারটিতে ভালো ইন্টারনেট সাপ্লাই দেওয়ার জন্য বাহ্যিক অ্যান্টেনা রয়েছে এবং এর পাশাপাশি ৩০০MBps (এমবিপিএস) পর্যন্ত স্থিতিশীল এবং দ্রুতগতি সম্পন্ন সরবরাহ করে। এ রাউটারটি দামে কম এবং নিরাপদ ইন্টারনেট সাপ্লাইয়ের জন্য বাংলাদেশের বেশ জনপ্রিয়। বর্তমানে এই রাউটারটি ১ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।
ডি লিংক DIR-৬১৫ রাউটারের ফিচার বা বৈশিষ্ট্য
- এই রাউটারের ওয়ারলেস স্পিড ৩০০ এম বিপিএস পর্যন্ত হয়ে থাকে এবং ২.৪ গিগাহার্স সিঙ্গেল ব্যান্ড রাউটার।
- এটিতে উন্নত কভারেজ প্রদানের জন্য দুটি বাহ্যিক এন্টেনা রয়েছে।
- এই রাউটারটিতে ইন্টারনেট পোর্ট হিসাবে চারটি ল্যান পোর্ট এবং ১টি ওয়ান পোট রয়েছে।
- এই রাউটারটিতে সর্বোচ্চ ১৫০০ স্কয়ার ফিট কভারেজ প্রদান করে এবং এই মডেলের রাউটারে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের জন্য অ্যাডভান্স ফায়ারওয়াল ন্যাট প্রটোকল এবং ডাটা প্যাকেজ ইন্সপেকশন এর মত সুবিধা প্রদান করে।
উল্লেখিত মডেলটি ছাড়াও D-Link ব্রান্ডের আরো অনেক মডেল রয়েছে। মডেল ভেদে দাম কম বেশি হয়ে থাকে। তাই আপনি বাজারে যাচাই বাছাই করে যেটা আপনার পছন্দ সেটা আপনি কিনতে পারেন।
টেন্ডা রাউটার এফ ৩(Tenda Router F3)-Tenda f3 রাউটার হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীদের একটি জনপ্রিয় ব্র্যান্ড। এটা বাসা বাড়ি এবং ছোট অফিসে ব্যবহারের জন্য বিশেষভাবে উপযুক্ত। এই মডেলের রাউটার সুন্দর নির্ভরযোগ্য এবং দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রদান করে।
এটি ৩০০ এমবিপিএস পর্যন্ত ওয়ারলেস স্পিড প্রদান করে থাকে এবং উন্নত কভারেজ এর জন্য এবং স্থিতিশীল সংযোগ প্রদানের লক্ষ্যে তিনটি বাহ্যিক অ্যান্টেনা রয়েছে। বর্তমানে এটার দাম ১১১০ টাকা মাত্র।
টেন্ডা এফ থ্রি রাউটারের ফিচার বা বৈশিষ্ট্য
- টেন্ডা এফ থ্রি রাউটারের উন্নত কভার প্রদান করার জন্য তিনটি বাহ্যিক অ্যান্টেনা রয়েছে এবং ৩০০ এমবিপিএস পর্যন্ত স্পিড প্রদান করে।
- এই রাউটার টি সিঙ্গেল ব্যান্ড এবং ২.৪ গিগাহার্স frequency প্রদান করে।
- এই রাউটারটি সর্বোচ্চ ১৪০০ স্কয়ার ফিট কভারেজ প্রদান করে থাকে এবং এটিতে চারটি ল্যান পোর্ট এবং একটিতে ওয়ান পোর্ট রয়েছে।
উল্লেখিত মডেলটি ছাড়াও এই ব্রান্ডের আরো অনেক মডেল রয়েছে। মডেল ভেদে দাম কম বেশি হয়ে থাকে। তাই আপনি বাজারে যাচাই বাছাই করে যেটা আপনার পছন্দ সেটা আপনি কিনতে পারেন।
শাওমি এমআই (Xiaomi MI) 4C R4CM-বাংলাদেশের সবচেয়ে কম দামের ভালো মানের রাউটার গুলোর মধ্যে শাওমি এমআই রাউটার একটি সাশ্রয়ী দামের wi-fi রাউটার যা গ্রাহকদের নিকট খুবই জনপ্রিয়। এই রাউটারটি একটি ছোট আকর্ষণীয় ডিজাইনের সাথে আসে এবং এটি সেটাপ করা খুবই সহজসাধ্য ব্যাপার এটিতে চারটি বাহ্যিক এন্টেনা রয়েছে যা বিস্তর পরিসরে কভারেজ প্রদান করে।
বর্তমানে বাংলাদেশের বাজারে xiaomi MI 4C R4cm রাউটারটি মাত্র ১২৯০ টাকায় বিক্রয় হচ্ছে।
এই মডেলের ফিচার বা বৈশিষ্ট্য
- এই রাউটারটি ৩০০ এম বিপিএস পর্যন্ত ওয়ারলেস স্পিড প্রদান করে থাকে এবং উন্নত কভারেজ প্রদানে চারটি বাহ্যিক এন্টেনা রয়েছে।
- এটি সিঙ্গেল ব্যান্ড ২.৪ গিগাহার্স frequency প্রদান করে।
- এই রাউটারটিতে দুইটি ল্যান্ড পোর্ট ও একটি ওয়ান পোর্ট রয়েছে এবং এটি সর্বত্র ৪ হাজার ৫০০ স্কয়ার ফিট পর্যন্ত কভারেজ প্রদান করে থাকে।
উল্লেখিত মডেলটি ছাড়াও এই ব্রান্ডের আরো অনেক মডেল রয়েছে। মডেল ভেদে দাম কম বেশি হয়ে থাকে। তাই আপনি বাজারে যাচাই বাছাই করে যেটা আপনার পছন্দ সেটা আপনি কিনতে পারেন।
নেটিস W4(Netis W4)-বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বাংলাদেশে নেটিস ডাবলু ফোর এই রাউটারটি ছোট দোকান, ছোটখাটো অফিস এবং বাসা বাড়ির জন্য একটি নির্ভরযোগ্য এবং জনপ্রিয় রাউটার। এ রাউটারটি ৩০০ এমবিপিএস পর্যন্ত ওয়ারলেস স্পিড সরবরাহ করে যা প্রতিদিন ব্রাউজিং স্ট্রিমিং করা যায়। বর্তমানে বাংলাদেশের বাজারে এই রাউটারটির দাম হচ্ছে ১৩৯০ টাকা মাত্র।
নেটিস W4 রাউটারের ফিচার বা বৈশিষ্ট্য
- এই রাউটারটিতে রয়েছে চারটি বাহ্যিক অ্যান্টেনা যা উন্নত কভারে প্রদান করে থাকে।
- এটি সিঙ্গেল ব্যান্ড এবং ২.৪ গিগাহার্স ফ্রিকোয়েন্সি প্রদান করে।
- এই রাউটারটি সর্বোচ্চ ১২০০ থেকে ১৫০০ স্কয়ার ফিট পর্যন্ত কভারেজ প্রদান করে থাকে।
উল্লেখিত মডেলটি ছাড়াও এই ব্রান্ডের আরো অনেক মডেল রয়েছে। মডেল ভেদে দাম কম বেশি হয়ে থাকে। তাই আপনি বাজারে যাচাই বাছাই করে যেটা আপনার পছন্দ সেটা আপনি কিনতে পারেন।
টিপি লিংক (TP-Link )Archer C20 AC750-TP-Link Archer C20 AC750 মরলে রাউটারটি ডুয়াল ব্যান্ড ওয়াইফাই রাউটার যা ছোটখাটো দোকান অফিস এবং বাসা বাড়ির জন্য একটি নির্ভরযোগ্য এবং প্রদান করে। বাংলাদেশী গ্রাহকদের জন্য টিপি লিংক রাউটার খুবই পছন্দের এবং খুবই জনপ্রিয় একটি ব্রান্ড।
বাংলাদেশের বেশিরভাগ মানুষই টিপি লিংক ব্রান্ডের রাউটার ব্যবহার করছে। কারণ এটি দামে কম এবং গুণগত মানে ভালো, ইন্টারনেট সাপ্লাই খুবই দ্রুতগতির। এই রাউটারটি ৭৫০ এমবিপিএস পর্যন্ত ওয়ারলেস স্পিড প্রদান করে থাকে এবং এই মডেলের রাউটারটি অনলাইন গেমিং, এইচডি স্ট্রিমিং এবং ফাইল শেয়ার করার মত কাজের জন্য খুবই পারফেক্ট।
এ রাউটারটি ভালো কভারেজ প্রদানের জন্য বাহ্যিক এন্টেনা রয়েছে। বাংলাদেশের বাজারে বর্তমানে tp-link এই মডেলের দাম ২ হাজার টাকা মাত্র।
টিপি লিংক এই মডেলের ফিচার বা বৈশিষ্ট্য
- এই ব্র্যান্ডের রাউটারটি মূলত ২.৪ গিগাহার্স ব্যান্ডে ৩০০ এমবিপিএস করে এবং ৫ গিগাহার্স ব্যান্ডে ৪৩৩ এমবিপিএস স্পিড প্রদান করে।
- এই মডেলের রাউটার উন্নত কভারেজ প্রদানের লক্ষ্যে বাহ্যিক এন্টেনার পরিমাণ দেওয়া হয়েছে তিনটি।
- টিপি লিংক এই মডেলের রাউটারটিতে ইন্টারনেট পোর্ট হিসাবে চারটি ল্যান্ড পোর্ট এবং ১টি ওয়ান পোর্ট রয়েছে।
- এই মডেলের রাউটারটি সর্বোচ্চ ১৫০০ স্কয়ার ফিট কভারেজ প্রদান করে এবং এই রাউটারের ওয়ারলেস স্পিড ৭৫০ এমবিপিএস পর্যন্ত হয় থাকে।
- এই রাউটারটিতে আইপিডি ভার্সন ৬ সাপোর্ট করে এবং আইপিটিডি কনফিগারেশন ছাড়াই স্ট্রিমিং করা যায়।
উল্লেখিত মডেলটি ছাড়াও টিপি লিংকের আরো অনেক মডেল রয়েছে। মডেল ভেদে দাম দাম কম বেশি হয়ে থাকে।তাই আপনি বাজারে যাচাই বাছাই করে যেটা আপনার পছন্দ সেটা আপনি কিনতে পারেন।
নেটগিয়ার (Netgear) R6120 AC1200-বাংলাদেশের সবচেয়ে ভালো ব্রান্ডের রাউটার গুলোর মধ্যে নেটগিয়ার ব্র্যান্ডের রাউটার একটু অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড। এই নেট গিয়ার রাউটার মূলত গেমিং ওয়াইফাই রাউটার হিসেবে পরিচিত যা দুয়াল ব্যান্ডে ৯০০ এমবিপিএস পর্যন্ত গতি প্রদান করে থাকে এই রাউটারটি আকর্ষণীয় ডিজাইনে প্রস্তুত করা হয়েছে এবং এটি সেট আপ করাও খুবই সহজ।
এই মডেলের রাউটারটিতে দুইটি বাহ্যিক এন্টেনা রয়েছে যা ব্যাপক পরিসরে কভারেজ প্রদান করে। বিভিন্ন মডেল অনুযায়ী বিভিন্ন রাউটারের ভিন্ন ভিন্ন মূল্য নির্ধারণ হয়ে থাকে তাই বাংলাদেশের বাজারে নেট গিয়ার R6120 AC1200 এই মডেলটির মূল্য বর্তমানে নেওয়া হচ্ছে ৩২৫০ টাকা মাত্র।
এই মডেলের ফিচার বা বৈশিষ্ট্য
- R6120 AC1200 মডেলের নেট গিয়ার রাউটারটি ৯০০ এম বিপ পিএস পর্যন্ত ওয়ারলেস স্পিড প্রদান করে থাকে এবং এই রাউটারে উন্নত কভারেজ এর জন্য দুইটি বাহ্যিক অ্যান্টেনা রয়েছে।
- নেটগিয়ারের এই রাউটারটিতে চারটি ল্যান্ডফোট ও একটি ওয়ান পোর্ট রয়েছে।
- নেটগিয়ার (Netgear) R6120 AC1200 রাউটারটি সর্বাধিক ১২০০ স্কয়ার ফিট পর্যন্ত নেটওয়ার্ক প্রদান করে থাকে এবং এটিতে ২০ ডিভাইস নিরবিচ্ছিন্ন সংযোগ ব্যবহার করা যায়।
- এই মডেলের রাউটারটি ডুয়াল ব্যান্ড এবং এর পাশাপাশি ২.৪ গিগাহার্জ ও ৫ গিগাহার্জ ফ্রিকোয়েন্সি প্রদান করে।
উল্লেখিত মডেলটি ছাড়াও নেট গিয়ার রাউটারের আরো অনেক মডেল রয়েছে। মডেল ভেদে দাম দাম কম বেশি হয়ে থাকে।তাই আপনি বাজারে যাচাই বাছাই করে যেটা আপনার পছন্দ সেটা আপনি কিনতে পারেন।
আসুস (Asus) RT-N12-কম দামের ভালো মানের বাংলাদেশের বর্তমানে রাউটার বেশ জনপ্রিয়। আপনি যদি কম দামের একটি উচ্চ মানের রাউটার পেতে চান তাহলে আসুস RT- N12 মডেলের রাউটারটি আপনার জন্য একটি পছন্দের রাউটার হতে পারে। তার বিভিন্ন বৈশিষ্ট্য এবং ক্ষমতার জন্য বিশেষ পরিচিত লাভ করেছে। এই রাউটারটি আপনার রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করা যেতে পারে।
class="alert info"আরো পড়ুন: বাংলাদেশে কোন কোম্পানির ফ্রিজ ভালো জানতে চোখ রাখুন
এটি আপনি স্মার্ট রাউটার হিসাবে বিবেচনা করতে পারেন কারণ এটি অনেক সুবিধা প্রদান করে। এর মাধ্যমে আপনি সহজেই ইন্টারনেট সংযোগের নিয়ন্ত্রণ নিতে পারবেন এবং আপনার নেটওয়ার্কের পারফরমেন্স উন্নত করতে পারবেন। এই রাউটারের আরেকটা সুবিধা হল এটি মোবাইল ফোন দ্বারা নিয়ন্ত্রণ করা যায়।
Asus রাউটারের ফিচার বা বৈশিষ্ট্য
- ব্রান্ড- আসুস (Asus)
- ডাটা ট্রান্সফার রেট- ৩০০ এমবিপিএস
- ফ্রিকোয়েন্সি-2.4GHz
- অ্যান্টেনা-এই রাউটারে উন্নত কভারেজ এর জন্য দুইটি বাহ্যিক অ্যান্টেনা রয়েছে।
উল্লেখিত মডেলটি ছাড়াও আসুস (Asus) ব্রান্ড রাউটারের আরো অনেক মডেল রয়েছে। মডেল ভেদে দাম দাম কম বেশি হয়ে থাকে।তাই আপনি বাজারে যাচাই বাছাই করে যেটা আপনার পছন্দ সেটা আপনি কিনতে পারেন।
টিএল (TL)-WR820N-টিপি লিংক ব্র্যান্ডের একটি উচ্চ পারফরমেন্স রাউটার হিসাবে টি এল WR820N এ রাউটারটি বাংলাদেশের মার্কেটে খুবই জনপ্রিয়তা লাভ করেছে। এটি একটি আকর্ষণীয় রাউটার হিসেবে পরিচিত যে কেউ এটাকে তার পছন্দের শেষ স্থানে রাখতে পারেন এই রাউটারের গতি ৩০০ এমবিপিএস।
এটিতে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে যা যা আপনার অফিসে ব্যবসা প্রতিষ্ঠানে বা বাসা বাড়িতে খুবই চমৎকারভাবে ব্যবহার করতে পারেন।
রাউটারের ফিচার বা বৈশিষ্ট্য
- ব্রান্ড-টিপি লিংক
- ডাটা ট্রান্সফার রেট- ৩০০ এমবিপিএস
- ফ্রিকোয়েন্সি-2412GHz থেকে 2472 HHz
- অ্যান্টেনা-এই রাউটারে উন্নত কভারেজ এর জন্য দুইটি বাহ্যিক অ্যান্টেনা রয়েছে।
- ইন্টারফেস-1WAN পোর্ট এবং 2 Lan পোর্ট
- এই মডেলের রাউটারটির দাম ১৪০০ টাকা মাত্র।
উল্লেখিত মডেলটি ছাড়াও (টিএল (TL)-WR820N) টিপি লিংক ব্রান্ডের রাউটারের আরো অনেক মডেল রয়েছে। মডেল ভেদে দাম দাম কম বেশি হয়ে থাকে।তাই আপনি বাজারে যাচাই বাছাই করে যেটা আপনার পছন্দ সেটা আপনি কিনতে পারেন।
শেষ কথা-বাংলাদেশের সবচেয়ে ভালো রাউটার কোনটি:
সুপ্রিয় পাঠক, আপনাদের সুবিধার্থে বাংলাদেশের সবচেয়ে ভালো রাউটার কোনটি সেগুলোর মধ্যে বেশ কয়েকটি ব্র্যান্ডের মডেলের রাউটার সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করেছি ।উল্লেখিত ব্রান্ডের মডেল গুলো ছাড়াও বাজারে আরো অনেক রাউটারের ব্রান্ড বা মডেল রয়েছে।
আপনি চাইলে বাজারে গিয়ে সেগুলোও আপনি যাচাই-বাছাই করে দেখতে পারেন এবং পোস্টে উল্লেখিত বিভিন্ন ব্র্যান্ডের রাউটার গুলি আপনি যাচাই-বাছাই করে কেনার আগে দাম দর ঠিক করে নিবেন। কারণ বিভিন্ন কারণবশত এ রাউটার গুলোর দাম পরিবর্তন অর্থাৎ কমবেশি হতে পারে।
এতক্ষণ ধরে আমার এই পোস্টটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে আরো ধন্যবাদ জানাবো এই জন্য যে আপনি দয়া করে পোস্টটি অন্যান্য ব্যক্তিদের কাছেও শেয়ার করে জানিয়ে দিন। যেন তারাও এই পোস্টটি পড়ার মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের রাউটার সম্পর্কে জানতে পারে।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url