কোন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন ভাল-ওয়াশিং মেশিনের দাম

সুপ্রিয় পাঠক, কোন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন ভালো এবং ওয়াশিং মেশিনের দাম কত তা আলোচনা করার জন্য আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। যদি আপনি জানতে চান যে কোন ব্রান্ডের ওয়াশিং ভালো এবং ওয়াশিং মেশিনের দাম কত।

তাহলে আমার এই আর্টিকেলের উপরে চোখ রাখতে পারেন। তাহলে আসুন পাঠক বন্ধুরা আমরা সময় নষ্ট না করে কোন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন ভালো এবং ওয়াশিং মেশিনের দাম কত সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করি।

ওয়াশিং মেশিনের আবিষ্কারক কে ছিলেন

সুপ্রিয় পাঠক বন্ধুরা কোন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন ভালো এবং ওয়াশিং মেশিনের দাম কত তা আলোচনা করার পূর্বে আমাদের জানার দরকার যে ওয়াশিং মেশিনের আবিষ্কারক কে ছিলেন বা ওয়াশিং মেশিন কে আবিষ্কার করেছিলেন। আমেরিকার পিটস বারগে বিশ্বের প্রথম ওয়াশিং মেশিন ১৮৫৮ সালে হ্যামিল্টন স্মিথ নামের এক আমেরিকান ওয়াশিং মেশিন তৈরি করেছিলেন। 

আরো পড়ুন: বাংলাদেশে কোন কোম্পানির ফ্রিজ ভালো জানতে চোখ রাখুন

তবে আবিষ্কৃত এই ওয়াশিং মেশিন টি বেশি শ্রম এবং কাপড়ের ক্ষতি করার কারণে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় নি। তবে এটি মেশিন লন্ড্রির শুরু চিহ্নিত করে। এরপরে ১৯১০ সালে আমেরিকার শিকাগোতে আলফন ফিশার প্রথম বৈদ্যুতিক ওয়াশিং মেশিন তৈরি করেছিলেন। তবে এই বৈদ্যুতিক ওয়াশিং মেশিন গুলো বাজারে খুব একটা জনপ্রিয়তা লাভ করেনি  বা বিক্রি ভালোমতো হয়নি। 

তারপর ১৯২২ সালে হাওয়ার্ড স্নাইডার একটি উত্তেজিত বৈদ্যুতিক ওয়াশিং মেশিন আবিষ্কার করেছিলেন। যা আইওয়াতে প্রচুর পরিমাণে উৎপাদিত হয়েছিল। দ্বিতীয় বছরে জার্মানে একটি ওয়াশিং মেশিন তৈরি হয়েছিল যা একটি কয়লার চুলা দ্বারা উত্তপ্ত করা হয়। স্বয়ংক্রিয় ওয়াশিং মেশিন প্রথম ১৯৩৭ সালে চালু হয়েছিল যা সামনের মাউন্ট যুক্ত ওয়াশিং মেশিন। 

এটি অনুভূমিক খাদ্য দ্বারা চালিত একটি সিলিন্ডার ৪০০০ গ্রাম পোশাক ধারণ করতে পারে। ১৯৪০ সালে আধুনিক "শীর্ষ মাউন্ট "স্বয়ংক্রিয় ওয়াশিং মেশিন উপস্থিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় মানুষ বিভিন্ন ধরনের পোশাক ব্যবহার করছে এবং ওয়াশিং মেশিন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে কাজ চালিয়ে যাচ্ছে। 

ওয়াশিং মেশিনের বিদ্যুৎ খরচ কত:

কোন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন ভালো এবং ওয়াশিং মেশিনের দাম কত তা আলোচনা করার আগে ওয়াশিং মেশিনের বিদ্যুৎ খরচ কত হয় তা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অনেকেরই চিন্তা ধারা রয়েছে যে ওয়াশিং মেশিনে বিদ্যুৎ খরচ বেশি হয়। সেই কারণে অনেকেই ওয়াশিং মেশিন কিনতে চায় না। তাই আজকে আমি বিদ্যুৎ খরচ কত হতে পারে তার একটি ধারণা নিয়ে এসেছি। একটি ৪০০ ওয়াট ওয়াশিং মেশিন  বৈদ্যুতিক ইউনিট কত খরচ হয়-


ওয়াট মানে হল পাওয়ার এর একক অর্থাৎ এর অর্থ হল শক্তি খরচের হার। তার মানে প্রতি ঘন্টায় কত শক্তি খরচ হচ্ছে তার হার হল ওয়াট। কত পরিমাণ বিদ্যুতের ইউনিট ব্যবহার করা হয়েছে তা জানতে আপনি ওয়াশিং মেশিন টি চলার ঘন্টার পরিমানের সাথে গড় শক্তিকে গুণ করুন এবং আপনি ওয়াট আওয়ারে (WH)শক্তি পাবেন। 

আরো পড়ুন: বাংলাদেশের সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয়ী এসি কোনটি

এর মধ্যে হাজার হাজার একটি বৈদ্যুতিক ইউনিট (KW-H)তৈরি করে। যদি আপনার ওয়াশিং মেশিনের গড় শক্তি ৪০০ ওয়াট বা ১ ঘন্টা চলে, তাহলে একটি ৪০০W-H বা 0. 4KW-H শক্তি খরচ করে। অর্থাৎ প্রতি ঘন্টায় 0.4 বৈদ্যুতিক ইউনিট খরচ হয়।

৭ কেজি স্বয়ংক্রিয় ওয়াশিং মেশিনের আনুমানিক বিদ্যুৎ খরচ-

আপনি একটি অনুমান করতে পারেন যে ৭ কেজি স্বয়ংক্রিয় ওয়াশিং মেশিনে ৫০০ ওয়াট ক্ষমতা রয়েছে। এক্ষেত্রে ৫০০*১*৩০ =১৫০০০

মাসে ৩০ দিন 

১KWH=১ ইউনিট বিদ্যুৎ

প্রতি ঘন্টায় কিলোওয়াট 

সুতরাং 

১৫০০/১০০০=১৫ ইউনিট বিদ্যুৎ খরচ।

সুতরাং আপনি উপরের এই পদ্ধতি ব্যবহার করে আপনার বিদ্যুৎ খরচ অর্থাৎ ওয়াশিং মেশিন এর বিদ্যুৎ খরচ কাউন্ট করতে পারেন। 

ওয়ালটন ওয়াশিং মেশিনের দাম কত: 

এ পর্যায়ে আমরা আলোচনা করব ওয়ালটন ওয়াশিং মেশিন এর দাম এবং অন্যান্য ওয়াশিং মেশিনের দাম কত তারপর কোন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন ভালো সেটা নিয়ে আলোচনা করব। বর্তমানে ওয়ালটন ওয়াশিং মেশিন বাংলাদেশে তৈরি করে তাদের কাছে একটি জনপ্রিয় ব্র্যান্ড। 

বর্তমান সময়ে মানুষের প্রয়োজনের তাগিদে এবং সময় বাঁচাতে ওয়াশিং মেশিন ক্রয় করে থাকে। এই মেশিন এমন একটা ইলেকট্রনিক্স পণ্য যেটা আমাদের সময় বাঁচানোর পাশাপাশি আমাদের ব্যবহৃত কাপড়-চোপড়কে সুন্দর মসৃণ, ঝকঝকে ,পরিষ্কার করে তোলে অল্প সময়ের মধ্যে। ওয়ালটন ওয়াশিং মেশিনের মডেল ও দাম নিম্ন দেওয়া হলো-

  • WWM-STP80-ওয়ালটন ওয়াশিং মেশিনের বর্তমান দাম 12015 টাকা মাত্র।
  • WWM-AFC90WI-ওয়ালটন ওয়াশিং মেশিনের বর্তমান দাম 61365 টাকা মাত্র।
  • WWM-AFV70-ওয়ালটন ওয়াশিং মেশিনের বর্তমান দাম 40940 টাকা মাত্র।
  • WWM- TWG90N-ওয়ালটন ওয়াশিং মেশিনের বর্তমান দাম 16776 টাকা মাত্র।
  • WWM-AFM90-ওয়ালটন ওয়াশিং মেশিনের বর্তমান দাম 47659 টাকা মাত্র।
  • WWM-AFE80H-ওয়ালটন ওয়াশিং মেশিনের বর্তমান দাম 42408 টাকা মাত্র।
  • WWM-AFTg80-ওয়ালটন ওয়াশিং মেশিনের বর্তমান দাম 30037 টাকা মাত্র।
  • WWM-TWG90M-ওয়ালটন ওয়াশিং মেশিনের বর্তমান দাম 16901 টাকা মাত্র।
  • WWM-TTP60-ওয়ালটন ওয়াশিং মেশিনের বর্তমান দাম 20425 টাকা মাত্র।
  • WWM-STP80-ওয়ালটন ওয়াশিং মেশিনের বর্তমান দাম 12015 টাকা মাত্র।
  • WWM-SAS60C-ওয়ালটন ওয়াশিং মেশিনের বর্তমান দাম 9656 টাকা মাত্র।
  • WWM-TWG90P-ওয়ালটন ওয়াশিং মেশিনের বর্তমান দাম 15975 টাকা মাত্র।

উল্লেখিত ওয়ালটন ওয়াশিং মেশিনের মডেল ছাড়াও আরো অনেক মডেল রয়েছে যেগুলো আপনি বাজারে গিয়ে যাচাই বাছাই করে নিতে পারেন এবং উল্লেখিত মেশিনের দাম গুলো যেকোনো সময় বা সময়ের ব্যবধানে বা কোন অনিবার্য কারণবশত পরিবর্তন অর্থাৎ কম বেশি হতে পারে। তাই আপনি যদি ওয়ালটন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন কিনতে চান তাহলে যাচাই-বাছাই করে তারপরে কিনবেন।

ওয়াশিং মেশিনের দাম কত: 

এ পর্যায়ে আমরা ওয়াশিং মেশিনের দাম কত সেটা নিয়ে আলোচনা করব এবং এর পাশাপাশি কোন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন ভালো সেটা সম্পর্কে সঠিক তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বাংলাদেশে বহু ধরনের, বহু কোম্পানির বা বহু ব্র্যান্ডের, বহু মডেলের ওয়াশিং মেশিন রয়েছে। এর মধ্যে বাংলাদেশের সেরা ওয়াশিং মেশিন এর কিছু ব্রান্ড, মডেল এবং দাম নিম্নে উল্লেখ করলাম-

  • Electrolux WH6-6 (Commercial Washing machine) ওয়াশিং মেশিনের বর্তমান দাম 460000 টাকা মাত্র।
  • Haier HWM70-1269 7 KG Full Automatic Washing machine এই মেশিনের বর্তমান দাম 23500 টাকা মাত্র।
  • Haier HW100-B14959U1-S 10 KG Washing machine- এই মেশিনের বর্তমান দাম 55900 টাকা মাত্র।
  • Haier HW80-BP1292956  8 KG Automatic Washing machine- এই মেশিনের বর্তমান দাম 49900 টাকা মাত্র।
  • Haier HWM70-1269S5  7KG Fully Automatic Washing machine- এই মেশিনের বর্তমান দাম 23500 টাকা মাত্র।
  • Samsung 8KG Front Loading  Washing machine- এই মেশিনের বর্তমান দাম 56000 টাকা মাত্র।
  • Samsung 7 KG Top Loading Washing machine- এই মেশিনের বর্তমান দাম 26990 টাকা মাত্র।
  • Samsung WW90TA047A 9 KG Front Loading Washing machine- এই মেশিনের বর্তমান দাম 26990 টাকা মাত্র।
  • Samsung WW90T734DBX01 9 KG Front Loading Washing machine- এই মেশিনের বর্তমান দাম 62000 টাকা মাত্র।
  • Samsung WW90TA047A34 9 KG Front Loading Washing machine- এই মেশিনের বর্তমান দাম 63000 টাকা মাত্র।
  • Vision VE 6 KG Front Loading Washing machine- এই মেশিনের বর্তমান দাম 27500 টাকা মাত্র।
  • Vision SFL09  6KG Front Loading Washing machine- এই মেশিনের বর্তমান দাম 29999 টাকা মাত্র।
  • Vision STL02 6 KG Automatic Washing machine- এই মেশিনের বর্তমান দাম 19500 টাকা মাত্র।
  • Vision LUX-30 8KG Front Loading Washing machine- এই মেশিনের বর্তমান দাম 38900 টাকা মাত্র।
  • Vision VWM-ATS80 8KG Top Loading Washing machine- এই মেশিনের বর্তমান দাম 25499 টাকা মাত্র।
  • HisenseWF3S8043BW 8KG Front Loading Washing machine- এই মেশিনের বর্তমান দাম 42900 টাকা মাত্র।
  • HisenseWF3S9043BT 9KG Front Loading Washing machine- এই মেশিনের বর্তমান দাম 48990 টাকা মাত্র।
  • HisenseWF3S1043BT 10.5 KG Front Loading Washing machine- এই মেশিনের বর্তমান দাম 49899 টাকা মাত্র।
  • HitachiBD-802HVOS/W 8 KG Front Inverter Washing machine- এই মেশিনের বর্তমান দাম 51900 টাকা মাত্র।
  • Sharp ES-W85TWXT-SA J-Tech Inverter Washing machine- এই মেশিনের বর্তমান দাম 45900 টাকা মাত্র।
  • Sharp ES-F100G Full Auto Washing machine- এই মেশিনের বর্তমান দাম 52900 টাকা মাত্র।
  • Sharp ES-W90EW-H 9KG  Full Auto Washing machine- এই মেশিনের বর্তমান দাম 44900 টাকা মাত্র।
  • Sharp ES-W95TWXT-SA  ESQ J-Tech Inverter Washing machine- এই মেশিনের বর্তমান দাম 49900 টাকা মাত্র।
  • Sharp ES-W80EW-H 8KG Full Auto Washing  বর্তমান দাম 41990 টাকা মাত্র।
  • WWM-AFM90-ওয়ালটন ওয়াশিং মেশিনের বর্তমান দাম 47659 টাকা মাত্র।
  • WWM-STP80-ওয়ালটন ওয়াশিং মেশিনের বর্তমান দাম 12015 টাকা মাত্র।
  • WWM-TTP60-ওয়ালটন ওয়াশিং মেশিনের বর্তমান দাম 20425 টাকা মাত্র।
  • Singer FWV100AS-এই মেশিনের বর্তমান দাম 4900 টাকা মাত্র।
  • Singer FW100AS-এই মেশিনের বর্তমান দাম 37990 টাকা মাত্র।
  • Singer FW60APB-এই মেশিনের বর্তমান দাম 20990 টাকা মাত্র।
  • Singer S300ATL 100ISMJG1-এই মেশিনের বর্তমান দাম 39990 টাকা মাত্র।
  • LG F4J5TNP3W Full Automatic Washing machine- এর বর্তমান দাম 56000 টাকা মাত্র।
  • LG FH4G7TDYO Full Automatic Washing machine এর বর্তমান দাম 65000 টাকা মাত্র।
  • LG FH4G1JCHK 6N Washer & Dryer With True Steam/Wi-fi Washing machine- এর বর্তমান দাম 90000 টাকা মাত্র।

উল্লেখিত ওয়াশিং মেশিন এর ব্রান্ড, কোম্পানি, মডেল ছাড়াও বাজারে আরও অনেক ব্রান্ড, কোম্পানি, মডেল রয়েছে সেগুলো আপনি ইচ্ছামতো বাজারে গিয়ে যাচাই বাছাই করে যে কোন একটি আপনি বেছে নিতে পারেন। এবং উল্লেখিত ওয়াশিং মেশিনের দাম যে কোন সময় পরিবর্তন বা কম বেশি হতে পারে তাই কেনার আগে ভালো করে চেক করে নিবেন।

কোন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন ভালো: 

এ পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন ভালো। আশা করছি আপনি আমার এই আর্টিকেলের সঙ্গেই থেকে ভালোভাবে আর্টিকেল টি উপলব্ধি করছেন। বর্তমানে মানুষ আগের মত ম্যানুয়ালি বা সরাসরি কষ্ট করতে বা কাজ করতে পছন্দ করে না। 

মানুষের জীবনে প্রায় প্রতিটি ক্ষেত্রেই দিন দিন প্রযুক্তির ব্যবহার বেড়েই চলেছে। প্রযুক্তির ব্যবহারের কারণে মানুষ এখন আর হাত দিয়ে কাপড় পরিষ্কার করতে চায়না বরং কাপড় ওয়াশ করার জন্য ওয়াশিং মেশিন ব্যবহার করে থাকেন।বর্তমান যুগে ওয়াশিং মেশিনের কোম্পানির কোন অভাব নাই। 

দেশে-বিদেশে নানা ধরনের ওয়াশিং মেশিনের ব্রান্ড রয়েছে। বর্তমানে আমরা সময় বাঁচানোর জন্য, আরাম-আয়েশের জন্য ব্যবহৃত কাপড় পরিষ্কার ভাবে ধোয়ার জন্য ওয়াশিং মেশিন ব্যবহার করে থাকি। এ সমস্ত মেশিনের মাধ্যমে ময়লাযুক্ত কাপড় চোপড় খুব সহজেই ধোয়ার মাধ্যমে পরিষ্কার হয়ে যায় এবং ওয়াশ যুক্ত কাপড় এই মেশিনের মাধ্যমে শুকানো যায়। 

সে ক্ষেত্রে বাড়ির বাহিরে বা ভিতরে দড়ি টাঙিয়ে ছাদের উপরে অথবা বাহিরে কাপড় শুকানোর প্রয়োজন পড়ে না। আপনার বাসার জন্য একটি ওয়াশিং মেশিন কিনে নেওয়ার সময় আপনার ফ্যামিলির আকার এবং আপনি সাধারণত যে ধরনের লন্ডি করেন তা আপনাকে বিবেচনা করা উচিত। 

আপনার যদি একটা বড় পরিবার থাকে তাহলে সে ক্ষেত্রে আপনার বেশি পরিমাণ কাপড় চোপড় ধোয়ার প্রয়োজন পড়ে। তাই আপনার আরো বেশি ক্ষমতা সম্পন্ন একটি ওয়াশিং মেশিনের প্রয়োজন হবে। আর ছোট ফ্যামিলির জন্য যদি কম কাপড় চোপড় ওয়াশ করার প্রয়োজন পড়ে। তখন আপনার একটি ছোট বা কম পাওয়ারের ওয়াশিং মেশিনের প্রয়োজন হবে। নিম্নে কিছু ভালো মানের ব্রান্ডের ওয়াশিং মেশিনের নাম মডেল সহ অন্যান্য তথ্য উল্লেখ করা হলো-

স্যামসাং ওয়াশিং মেশিন(Samsung Washing Machine) -দেশে এবং বিদেশে যে সমস্ত নানা ধরনের ভালো ব্রান্ডের ওয়াশিং মেশিন রয়েছে এর মধ্যে Samsung ওয়াশিং মেশিন হচ্ছে একটি জনপ্রিয় ব্র্যান্ড। মডেল-WA70H4000SYUTL, কাপড় ধোয়ার ক্ষমতা- 7 কেজি, ড্রামের ধরন- ডায়মন ড্রাম, নেট ডাইমেনশন হচ্ছে-Width-540 মিমি,Height-850 মিমি,Dept-560মিমি, মেশিনের গায়ের রং ধূসর। 

স্পিড- ৭০০ আর পি এম। সর্বোচ্চ স্পিড ১২০০ আরপিএম।এই মেশিনের নেট ওজন হচ্ছে ৩১ কেজি। Samsung ব্র্যান্ডের এই ওয়াশিং মেশিনটি গুনে মানে সেরা। Samsung কোম্পানি বাংলাদেশের বাজারে এআই প্রযুক্তি নির্ভর দুটি ওয়াশিং মেশিন নতুনভাবে বাজারে নিয়ে এসেছেন। 

এর মধ্যে একটি হচ্ছে WDব্লিউ ৮০এজি এবং অপরটি হচ্ছে WDব্লিউ ৯০টি৫ । নতুন এই দুটি ওয়াশিং মেশিনের ডিজিটাল ইনভার্টার প্রযুক্তির শক্তিশালী চুম্বক ব্যবহার করার কারণে বিদ্যুৎ খরচ অনেক কম হওয়ার পাশাপাশি এর শব্দ অনেক কম হয় এবং কাপড়ের মান অনেক ভালো রাখে। তাই আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে কাপড়-চোপড় ওয়াশ করার জন্য Samsung ব্র্যান্ডের এই মেশিনটি আপনি কিনতে পারেন।

সিঙ্গার ওয়াশিং মেশিন(Singer washing Machine)-বাংলাদেশের বাজারে Singer washing মেশিনের অনেক পরিমাণ চাহিদা রয়েছে।বাসা বাড়িতে কাপড় ধোয়ার একটি জনপ্রিয় ওয়াশিং মেশিন হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের মেশিন। এই মেশিনটি বাসা বাড়িতে কাপড় পরিষ্কার করার জন্য বেশ ভালো চলছে। মডেল-SWM7680SLP, 

কাপড় ধোয়ার ক্ষমতা -৭ কেজি, মেশিনের স্পিড ৭০০ আর পি এম, এই ওয়াশিং মেশিনটি পাঁচ বছরের মটর ওয়ারেন্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে। অন্যান্য ওয়াশিং মেশিনের চেয়ে singer ওয়াশিং মেশিনের দাম একটু বেশি হলেও এটার গুণগতমান খুবই ভালো। বাংলাদেশের বিভিন্ন জায়গায় সিঙ্গারের অনেক ডিলার রয়েছে। 

তাদের কাছ থেকে খুব সহজেই আপনি সিংগার ওয়াশিং মেশিন কিনতে পারেন। এই কোম্পানির ওয়াশিং মেশিনের প্রাইস সাধারণত ৩০ হাজার টাকা থেকে শুরু হয়ে থাকে। তবে মডেল এবং ক্যাপাসিটির উপর ভিত্তি করে দাম পরিবর্তন হতে পারে।এই মেশিন দুটির দাম ধরা হয়েছে যথাক্রমে ৭১ হাজার ৯০০ টাকা এবং 89 হাজার 900 টাকা ।আপনি চাইলে ব্যবহৃত কাপড় আপনার বাসা বাড়িতে ওয়াশ করার জন্য এটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। 

ভিশন ওয়াশিং মেশিন(Vision Washing Machine)-বাসা বাড়িতে ব্যবহৃত কাপড় পরিষ্কার বা ওয়াশ করার জন্য Vision ব্রান্ডের অটো টপ ওয়াশিং মেশিন বর্তমান বাজারে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এটার কাপড় পরিষ্কার করার ক্ষমতা হচ্ছে ৬ কেজি। এই মেশিনটি হচ্ছে ডিজিটাল এলইডি ডিসপ্লে। মেশিনের মোটর রয়েছে ১৩৫ ওয়াট এবং ইনপুট পাওয়ার ৩৮০ ওয়াট। 

এই ভীষণ ব্র্যান্ডের ওয়াশিং মেশিন যদি আপনি ক্রয় করতে চান সেক্ষেত্রে দাম এবং মানের সমন্বয়ে সংগঠিত এটি আপনি আপনার জন্য উপযুক্ত হতে পারে বর্তমানে ভীষণ ওয়াশিং মেশিনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশের বিভিন্ন শহরের এবং অঞ্চলে  Vision ব্রান্ডের অনেক ডিলার এবং Sub ডিলার রয়েছে। 

আপনি চাইলে তাদের কাছ থেকে উপযুক্ত মূল্যে আপনি এই কোম্পানির ওয়াশিং মেশিনটি ক্রয় করতে পারেন। অথবা আপনি অনলাইনে ই-কমার্স ওয়েবসাইট থেকেও এই ওয়াশিং মেশিন ক্রয় করতে পারেন। এই কোম্পানির ওয়াশিং মেশিন এর দাম ১৮ হাজার টাকা থেকে শুরু হয়।তবে বিভিন্ন মডেলের ওয়াশিং মেশিনের দাম বিভিন্ন রকম হয়ে থাকে। আপনি চাইলে সেটা যাচাই-বাছাই করে তারপর কিনতে পারেন।

এলজি ওয়াশিং মেশিন(LG Washing Machine)-সবচেয়ে ভালো মানের ওয়াশিং মেশিনের মধ্যে বাংলাদেশে এলজি ওয়াশিং মেশিন বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এই ওয়াশিং মেশিনের চাহিদা বাংলাদেশে অনেক বেশি কারণ এলজি ওয়াশিং মেশিন তুলনামূলকভাবে অধিক গুণগতমান সম্পন্ন। 

আর গুণগতমান সম্পন্ন হওয়ার কারণে এই এল জি কোম্পানির ওয়াশিং মেশিন অনেকেই ব্যবহার করতে পছন্দ করেন। LGকোম্পানির ওয়াশিং মেশিনের দাম সাধারণত ৪০ হাজার টাকা থেকে শুরু হয়ে থাকে। যেহেতু বাংলাদেশে একটি সুপরিচিত একটি ব্র্যান্ড এলজি কোম্পানি, তাই বাংলাদেশের যে কোন এরিয়া থেকে খুব সহজে আপনি এলজি ওয়াশিং মেশিন কিনতে পারবেন এবং অনলাইনে মাধ্যমেও এলজি ওয়াশিং মেশিন ক্রয় করতে পারবেন।

শার্প ওয়াশিং মেশিন(Sharp Washing Machine)- ভালো ব্র্যান্ডের ওয়াশিং মেশিন গুলোর মধ্যে বাংলাদেশের বাজারে শার্প ব্র্যান্ডের ওয়াশিং মেশিন বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। এই কোম্পানির ওয়াশিং মেশিন গুণগতমান অনেক ভালো এবং কাপড় ধোয়ার মান ভালো রাখে। 

শার্প ওয়াশিং মেশিনের দাম 27 হাজার টাকা থেকে শুরু হয়। বিভিন্ন মডেল এবং বিভিন্ন ক্যাটাগরির উপরে এর দাম কম বেশি হতে পারে। তাই আপনি চাইলে  শার্প ওয়াশিং মেশিন ব্যবহার করতে পারেন।

ওয়ালটন ওয়াশিং মেশিন(Walton Washing Machine)-ওয়ালটন ওয়াশিং মেশিন বাংলাদেশে উৎপাদিত হয়ে বিশ্বজুড়ে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। ওয়ালটন কোম্পানির ওয়াশিং মেশিন এবং অন্যান্য পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। গুণগত মান সম্পন্ন প্রোডাক্ট তৈরি করার কারণে ওয়ালটন দেশে এবং বিদেশে খুবই জনপ্রিয় একটি ব্রান্ড। 

কম দামের ভালো মানের ওয়াশিং মেশিন তৈরি করে থাকেন এই ওয়ালটন কোম্পানী। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলাতেই ওয়ালটনের নিজস্ব প্লাজা, ওয়ালটনের ডিলার ও সাব ডিলার রয়েছে। তাই বাংলাদেশের যে কোন এলাকা থেকে আপনি খুব সহজেই ওয়ালটনের পণ্য অথবা ওয়ালটনের ওয়াশিং মেশিন ক্রয় করতে পারবেন। 

এছাড়া ওয়ালটনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ওয়ালটনের যেকোনো পণ্য অথবা ওয়াশিং মেশিন ঘরে বসে ক্রয় করতে পারবেন।

হায়ার ওয়াশিং মেশিন (Haier Washing Machine)- ভালো মানের ওয়াশিং মেশিনের মধ্যে হায়ার ব্রান্ডের  ওয়াশিং মেশিন বাংলাদেশের বেশ জনপ্রিয়। হায়ার ওয়াশিং মেশিনের মডেল HWM80-M826 , ৯ কেজি ওয়াশিং ক্যাপাসিটি,১০ বছরের মটর ওয়ারেন্টি এবং এক বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি রয়েছে এই মডেলটিতে। আপনি চাইলে যাচাই-বাছাই করে হায়ার ওয়াশিং মেশিনটি আপনি ক্রয় করে ব্যবহার করতে পারেন।

হিটাচি ওয়াশিং মেশিন (Hitachi Washing Machine)-802HVOS/W 8 KG Front Inverter Washing machine- এই মেশিনের বর্তমান দাম 51900 টাকা মাত্র। গুনে মানে এবং ব্যবহৃত কাপড় ধোয়ার জন্য বাংলাদেশের অনেক নির্ভরযোগ্য ও জনপ্রিয় একটি ব্র্যান্ড হচ্ছে হিটাচি। আপনি চাইলে এই ভালো মানের হিটাচি ওয়াশিং মেশিনটি ক্রয় করতে পারেন।

আরো পড়ুন: ভালো মানের কম্পিউটারের দাম কত জানতে চোখ রাখুন 

উপরোক্ত বিভিন্ন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন গুলোর মধ্যে সেরা মান হিসেবে আপনার যেটা পছন্দ সেটা আপনি যাচাই-বাছাই করে তারপর আপনি ক্রয় করতে পারেন। এবং উল্লেখিত ব্রান্ড গুলো ছাড়াও বাজারে আরো অনেক কোম্পানির ওয়াশিং মেশিন রয়েছে প্রয়োজনে আপনি যাচাই করে দেখতে পারেন।

শেষ কথা-কোন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন ভালো: 

সুপ্রিয় পাঠক বন্ধুরা, আপনাদের সুবিধার্থে সবচেয়ে কোন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন ভালো। এবং ওয়াশিং মেশিন সম্পর্কিত আরো অন্যান্য কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ।আশা করছি আপনি এই পোস্টটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত উপলব্ধি করেছেন এবং সেই সাথে আপনি জানতে পেরেছেন কোন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন ভালো। 

তাই পোস্টটি নিজে পড়ুন এবং অন্যান্য ব্যক্তিদের কেউ পড়ার জন্য উৎসাহিত করুন। কারণ অন্যান্য ব্যক্তিরাও যেন ওয়াশিং মেশিন গুলোর মধ্যে কোনটা সবচেয়ে ভালো সেটা যেন তারা জানতে পারে। এতক্ষণ ধরে আমার এই  আর্টিকেলটির সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url