ভালো মানের ব্লেন্ডার মেশিনের দাম কত জেনে নিন

সুপ্রিয় পাঠক, ভালো মানের ব্লেন্ডার মেশিনের দাম কত জানতে আর্টিকেলটি পড়ুন।আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভালো মানের ব্লেন্ডার মেশিনের দাম কত এবং ব্লেন্ডার মেশিন কোনটা ভালো। 

তাই আসুন পাঠক বন্ধুরা আর সময় নষ্ট না করে আমরা জেনে নেই ভালো মানের ব্লেন্ডার মেশিনের দাম কত এবং ব্লেন্ডার মেশিন কোনটা ভালো।

ব্লেন্ডার মেশিন কোনটা ভালো:

ভালো মানের ব্লেন্ডার মেশিনের দাম কত জানতে ব্লেন্ডার মেশিন কোনটা ভালো তা আমাদের জানা দরকার। বর্তমান যুগে রান্নাঘরে মসলা পেশার জন্য ব্লেন্ডার মেশিন এক অন্যতম ভূমিকা পালন করে চলেছে। যা মানুষের সময় এবং কষ্ট অনেকটাই বেঁচে যাচ্ছে।আগের মানুষ ব্লেন্ডার মেশিন ছাড়াই পাটাতে পিষীয়ে অনেক খাটুনি করে, সময় অপচয় করে মসলা তৈরি করতে রান্নাবান্নার কাজে। 

আরো পড়ুন: বর্তমানে পাওয়ার টিলার এর দাম কত

কিন্তু বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ব্লেন্ডার মেশিন আবিষ্কার হওয়ার ফলে মানুষের সময় এবং কষ্ট অনেক লাঘব হয়েছে। নতুন প্রযুক্তি মানুষের জীবনকে খুবই সহজ করে তুলেছে। একটি সহায়ক মেশিন হল ব্লেন্ডার মেশিন যা রান্নাঘরে সময় এবং শ্রম দুটোই ব্যাপকভাবে সাশ্রয় হয়। 

এছাড়া ব্লেন্ডার মেশিন বিভিন্ন ফলমূল এর জুস তৈরি করতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। অনেক বৃদ্ধ মানুষ আছে যারা দাঁত পড়ে যাওয়ার কারণে ফলমূল সরাসরি খেতে পারেন না এবং অসুস্থ মানুষরাও অনেক সময় ফলমূল খেতে পারেন না। সে ক্ষেত্রে ব্লেন্ডার মেশিন দিয়ে ফলমূল গুড়ো করে জুস তৈরি করে খাওয়া যায়। 

এছাড়াও আরো নানা ধরনের কাজের জন্য ব্লেন্ডার মেশিন ব্যবহার করা হচ্ছে।ব্লেন্ডার মেশিন কোনটা ভালো তা যাচাই-বাছাই করার সময় দেখতে হবে মোটরের শক্তি, ব্লেড এর গুণগত মান, ধারণ ক্ষমতা এবং পেশি স্পিড, সেটিং পালস ফাংশন এবং যার মেটেরিয়াল সহ অন্যান্য বৈশিষ্ট্য গুলি নির্বাচন করা উচিত। বাংলাদেশ সহ সারা বিশ্বে বর্তমান বাজারে বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন কোম্পানির ব্লেন্ডার মেশিন পাওয়া যাচ্ছে। 

বাজারে নানা ধরনের ব্লেন্ডার মেশিন পাওয়া যাচ্ছে সেগুলোর মধ্যে প্লাস্টিক এবং স্টেইনলেস স্টিলের মডেল গুলি বেশিরভাগ ক্ষেত্রেই জনপ্রিয়। এগুলোর মধ্যে ভালো মানের কয়েকটি ব্র্যান্ডের ব্লেন্ডার মেশিনের নাম নিম্নে উল্লেখ করছি-

সিঙ্গার ব্লেন্ডার মেশিন- সবচেয়ে ভালো মানের ব্লেন্ডার মেশিন গুলোর মধ্যে Singer হচ্ছে একটি জনপ্রিয় ব্র্যান্ড। এ ব্র্যান্ডের ব্লেন্ডার গুলো তাদের শক্তিশালী মোটর, ব্লেড স্পিড দ্রুতগামী Stainless স্টিলের জার এবং ওভারলোডিং প্রটেকশন ব্যবস্থাপনায় তৈরি করা হয়েছে। যা অন্যান্য ব্লেন্ডার তুলনায় অনেকখানি উন্নত। 

সিঙ্গারের উল্লেখযোগ্য ব্লেন্ডারের মডেলের মধ্যে রয়েছে এলিট, প্রো, অপটিমা এবং আলটিমা। এক্ষেত্রে আপনার গ্রাইন্ডার কেনার প্রয়োজন হচ্ছে না যদি আপনি এলিট মডেলটি নিতে পারেন।

ওয়ালটন ব্লেন্ডার মেশিন- বাংলাদেশের তৈরি ওয়ালটন ব্লেন্ডার মেশিন গ্রাহকদের জন্য একটি বিশেষ অন্যতম জনপ্রিয় ব্রান্ড। যারা কম বাজেটের কার্যকরী সরঞ্জাম খুঁজছেন তাদের জন্য ওয়ালটন ব্লেন্ডার মেশিন যথেষ্ট। ওয়ালটন ব্র্যান্ডের বেলেন্ডার মেশিন স্থানীয় বাজারে গড়ে তুলেছে প্রযুক্তিগত সরঞ্জাম এবং অর্থনীতিতে তাদের পণ্য গুলি বাংলাদেশের মানুষের কাছে চাহিদার মাধ্যমে ডিজাইন করা হয়েছে। 

সুতরাং ভালো মানের ব্লেন্ডার মেশিন কিনতে চাইলে আপনি ওয়ালটনের ব্লেন্ডার মেশিন কে বেছে নিতে পারেন।

নোভা ব্লেন্ডার মেশিন- ভালো মানের ব্লেন্ডার মেশিন গুলোর মধ্যে নোভা হচ্ছে একটি অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড। নোভা ব্লেন্ডার মেশিন গুলোর বৈশিষ্ট্য এবং সাশ্রয়ী মূল্যের জন্য একটি ভালো পারফরমেন্স হিসাবে জনপ্রিয়তা পেয়েছে। তাই নোভা কোম্পানির সাশ্রয়ী মূল্যের টেকসই ব্লেন্ডার মেশিন এর যে কোন একটি মডেল কিনতে পারেন।

ভিশন ব্লেন্ডার মেশিন- জনপ্রিয় ব্র্যান্ড গুলোর মধ্যে ভিশন কোম্পানির ব্লেন্ডার মেশিন ওয়ারেন্টির ফোকাসের জন্য বিশেষভাবে পরিচিত এবং এটি একটি বাংলাদেশী ব্রান্ড। তাই বাংলাদেশের বাজারে প্রচুর পরিমাণে এই কোম্পানির বিভিন্ন মডেলের ভিশন ব্লেন্ডার মেশিন পাওয়া যাচ্ছে বিভিন্ন দামে। তাই আপনার পছন্দ হতে পারে এমন একটি ভিশন কোম্পানির যেকোনো একটি মডেলের ব্লেন্ডার মেশিন আপনি ব্যবহার করতে পারেন। 

মিয়াকো ব্লেন্ডার মেশিন-মিয়াকো কোম্পানির শক্তিশালী মোটর এর জন্য মিয়াকো ব্রান্ডের ব্লেন্ডার মেশিন একটি বিখ্যাত জনপ্রিয় ব্র্যান্ড। মিয়াকো কোম্পানির ব্লেন্ডার মেশিন বাংলাদেশের বাজারগুলোতে গ্রাহকদের জন্য সবারই পছন্দের মেশিন। মিয়াকো ব্রান্ডের ব্লেন্ডার মেশিনের বিভিন্ন মডেল রয়েছে। এর মধ্যে থেকে আপনার পছন্দ হতে পারে এমন যে কোন একটি মডেলের দাম যাচাই-বাছাই করে কিনতে পারেন।

প্যানাসনিক ব্লেন্ডার মেশিন- জাপানে তৈরি প্যানাসনিক ব্লেন্ডার মেশিন বাজেট একটু বেশি প্রয়োজন হয়। দীর্ঘদিন ব্যবহার করা যায় এই প্রোডাক্টটি। এই প্রোডাক্টটির সঙ্গে আরো পাবেন একটি জগ এবং তিনটি জার।এটি একটি বিশ্বস্ত বৈশ্বিক কোম্পানির ব্লেন্ডার মেশিন যা বাংলাদেশের বাজারে অপরিসীম জনপ্রিয়তা লাভ করেছে। 

এই ব্রান্ডের ব্লেন্ডার মেশিনের গুণগতমান এবং ডিজাইন অনেক ভালো। শক্তিশালী মটর এবং  তীক্ষ্ণ ব্লেড দ্বারা তৈরি প্যানাসনিক ব্লেন্ডার মেশিন গুলি বহু গ্রাহকদের কাছে  পছন্দের তালিকায় রয়েছে। বাজারে অনেকগুলো এই ব্র্যান্ডের মডেল রয়েছে দামের পার্থক্য থাকতে পারে সে হিসেবে আপনি যাচাই-বাছাই করে ভালো মানের একটি মডেল আপনি ব্যবহার করতে পারেন। 

ফিলিপস ব্লেন্ডার মেশিন-সবচেয়ে ভালো মানের ব্লেন্ডার মেশিন গুলোর মধ্যে ফিলিপস কোম্পানির ব্লেন্ডার মেশিন হচ্ছে একটি বড় ধরনের পরিচিতি এবং জনপ্রিয় কোম্পানি। ফিলিপস হচ্ছে গ্রাহকদের কাছে সবার সেরা মানের জনপ্রিয় ব্র্যান্ড যা তাদের নির্ভরযোগ্যতা এবং উদ্ভাবনী বৈশিষ্ট্যের জন্য বিশেষভাবে পরিচিত। 

এই ব্র্যান্ডের ব্লেন্ডার মেশিনের উপকারিতা এবং কার্যকারিতা বিশেষভাবে গ্রহণযোগ্য। এটি শক্তিশালী মটর এবং আধুনিক বৈশিষ্ট্যের জন্য বিশেষ কার্য ক্ষমতা পালন করে। বাজারে এই ব্রান্ডের নানা ধরনের মডেলের ব্লেন্ডার মেশিন রয়েছে। দামের পার্থক্য হিসেবে আপনি আপনার বাজেট অনুসারে যেকোনো একটি ক্রয় করে ব্যবহার করতে পারেন।

Jaipan ব্লেন্ডার মেশিন-Jaipan কোম্পানির এই ব্লেন্ডার মেশিনটি স্টেইনলেস স্টিল দ্বারা তৈরি এই মেশিন ২৩০ ভোল্টেজ এবং ৮৫০ ওয়াট রয়েছে এবং সেই সাথে দুই বছরের ওয়ারেন্টি। সাশ্রয় দামে আপনি ভালো মানের এই ব্লেন্ডার মেশিনটি ক্রয় করে বাসায় ব্যবহার করতে পারেন।

Misushita multi Electric ব্লেন্ডার মেশিন-জাপানিজ টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে এই ইলেকট্রিক ব্লেন্ডার মেশিন তৈরি করা হয়েছে। এটি অনেকগুলো দেশে এক্সপোর্ট করা হচ্ছে। এই ব্লেন্ডারের সাথে মেশিন ছাড়াও পাওয়া যাচ্ছে একটি জগ ও একটি জার। 

সুনাম ধন্য এই ব্র্যান্ডের ব্লেন্ডার মেশিনটি কিনে আপনি বাসা বাড়িতে মসলা জাতীয় যেকোনো দ্রব্য আপনি ব্লেন্ডার করে ব্যবহার করতে পারেন। এছাড়া ফলমূল অন্যান্য জিনিসপত্র ব্লেন্ডার করে জুস করতে পারবেন। বাজারে নানার ধরনের এই ব্র্যান্ডের মডেল থাকতে পারে তা যাচাই-বাছাই করে আপনি কিনতে পারেন।

ওয়ালটন ব্লেন্ডার মেশিন দাম বাংলাদেশ ২০২৪:

ভালো মানের ব্লেন্ডার মেশিনের দাম কত জানার আগে আমাদের জানা দরকার ওয়ালটন ব্লেন্ডার মেশিন এর দাম কত। আধুনিকতার ছোঁয়ায় বাংলাদেশ আরও অনেকদূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ম্যানুয়াল ভাবে অর্থাৎ হাত দিয়ে পাটাতে পিষিয়ে মসলা করার দিন প্রায় শেষ হয়ে যাচ্ছে। বর্তমানে বিভিন্ন ধরনের ব্লেন্ডার মেশিন প্রযুক্তিগতভাবে তৈরি করা হচ্ছে। 

আরো পড়ুন: বাংলাদেশের সবচেয়ে ভালো রাউটার কোনটি

বাংলাদেশের বাজারে এমন একটি ব্লেন্ডার মেশিন যা ওয়ালটন ব্র্যান্ডের একটি সেরা মানের পণ্য হিসাবে বাংলাদেশী মানুষের নিকট খুবই জনপ্রিয় একটি ব্রান্ড। এই ব্রান্ডের ব্লেন্ডার মেশিন এর গুণগত মান অনেক ভালো এবং দামেও অনেক সাশ্রয় রয়েছে।ওয়ালটন কোম্পানির ব্লেন্ডারের কিছু মডেল এবং দাম নিম্নে উল্লেখ করা হলো-



  • ওয়ালটন WBL-VK10N ব্লেন্ডার মেশিনের দাম 5990 টাকা মাত্র। 
  • ওয়ালটন WBL-VK01N ব্লেন্ডার মেশিনের দাম 5490 টাকা মাত্র। 
  • ওয়ালটন WBL-15GM85N ব্লেন্ডার মেশিনের দাম 5290 টাকা মাত্র। 
  • ওয়ালটন WBL-15JM75N ব্লেন্ডার মেশিনের দাম 5090 টাকা মাত্র। 
  • ওয়ালটন WBL-15JM65N ব্লেন্ডার মেশিনের দাম 4200 টাকা মাত্র। 
  • ওয়ালটন WBL-VK01 ব্লেন্ডার মেশিনের দাম 4690 টাকা মাত্র।
  • ওয়ালটন WBL-15GM75 ব্লেন্ডার মেশিনের দাম 5550 টাকা মাত্র। 
  • ওয়ালটন WBL-10G140 ব্লেন্ডার মেশিনের দাম 3070 টাকা মাত্র। 
  •  ওয়ালটন WBL-6TCG30 ব্লেন্ডার মেশিনের দাম 2759 টাকা মাত্র। 
  • ওয়ালটন WBL-12TCG5 ব্লেন্ডার মেশিনের দাম 2937 টাকা মাত্র। 
  • ওয়ালটন WBL-13M230 ব্লেন্ডার মেশিনের দাম 2981 টাকা মাত্র। 
  • ওয়ালটন WBL-HM250 ব্লেন্ডার মেশিনের দাম 1290 টাকা মাত্র। 
  • ওয়ালটন WBL-HM350 ব্লেন্ডার মেশিনের দাম 1460 টাকা মাত্র। 
  • ওয়ালটন WBL-13C330N ব্লেন্ডার মেশিনের দাম 2038 টাকা মাত্র। 
  • ওয়ালটন WBL-50SL26 ব্লেন্ডার মেশিনের দাম 1326 টাকা মাত্র। 
  • ওয়ালটন WBL-13MX35N ব্লেন্ডার মেশিনের দাম 2154 টাকা মাত্র। 
  • ওয়ালটন WBL-13PC40N ব্লেন্ডার মেশিনের দাম 2394টাকা মাত্র। 
  • ওয়ালটন WBL-VK85N ব্লেন্ডার মেশিনের দাম 5990 টাকা মাত্র। 
  • ওয়ালটন WBL-15GM55N ব্লেন্ডার মেশিনের দাম 4390 টাকা মাত্র। 
  • ওয়ালটন WBL-15GM855 ব্লেন্ডার মেশিনের দাম 5190 টাকা মাত্র। 

উল্লেখিত ওয়ালটন ব্র্যান্ডের ব্লেন্ডার মেশিনের মডেলগুলো ছাড়াও বাজারে আরো অনেক মডেল রয়েছে। সেগুলো আপনি যাচাই-বাছাই করে দেখতে পারেন এবং উল্লেখিত মডেল গুলোর দাম সময়ের ব্যবধানে অথবা যে কোন কারণবশত পরিবর্তন অর্থাৎ কম বেশি হতে পারে। তাই কেনার আগে দাম এবং মডেল যাচাই-বাছাই করে তারপর কিনলে আপনি ঠকবেন না।

মিয়াকো ব্লেন্ডার মেশিন দাম  বাংলাদেশ ২০২৪: 

আমরা এ পর্যায়ে মিয়াকো ব্লেন্ডার মেশিন এর দাম কত এবং এর মডেল কি কি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং এর পাশাপাশি ভালো মানের ব্লেন্ডার মেশিনের দাম কত সেটা নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের বাজারে মিয়াকো ব্লেন্ডার মেশিন নানা ধরনের মডেল এবং বিভিন্ন দামের রয়েছে। এগুলোর মধ্যে আমি কিছু মিয়াকো ব্রান্ডের ব্লেন্ডার মেশিনের মডেল এবং দাম উল্লেখ করলাম-

  • মিয়াকো 1000W 3 Jars Electric Grinder Juicer & Blender মেশিনের দাম 5265 টাকা মাত্র। 
  • মিয়াকো YT4677A ফুল স্টিল বডি ইলেকট্রিক Blender মেশিনের দাম 3780 টাকা মাত্র। 
  • মিয়াকো 1100W 3 In1 mixer grinder and Blender মেশিনের দাম 5500 টাকা মাত্র। 
  • মিয়াকো 1100W Blender green line মেশিনের দাম 5400 টাকা মাত্র। 
  • মিয়াকো 750W  Egg Beater & mixer Blender মেশিনের দাম 1900 টাকা মাত্র। 

উল্লেখিত মিয়াকো ব্র্যান্ডের ব্লেন্ডার মেশিনের মডেলগুলো ছাড়াও বাজারে আরো অনেক মডেল রয়েছে। সেগুলো আপনি যাচাই-বাছাই করে দেখতে পারেন এবং উল্লেখিত মডেল গুলোর দাম সময়ের ব্যবধানে অথবা যে কোন কারণবশত পরিবর্তন অর্থাৎ কম বেশি হতে পারে। তাই কেনার আগে দাম এবং মডেল যাচাই-বাছাই করে তারপর কিনলে আপনি ঠকবেন না।

ভালো মানের ব্লেন্ডার মেশিনের দাম কত: 

এ পর্যায়ে ভালো মানের ব্লেন্ডার মেশিনের দাম কত সেটা নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। বাজারে নানা ধরনের কোম্পানির নানা ধরনের মডেলের ব্লেন্ডার মেশিন রয়েছে। আসলে যে কোন জিনিসের দাম তার গুণগত মান, মডেল,সাইজ, মেশিনের ধরন, টেকসই কিনা, ব্র্যান্ডে, মেশিনের শক্তি, এক্সেসরিজ ইত্যাদির উপর ভিত্তি করে দাম নির্ধারিত হয়। ভালো মানের জিনিসের দাম সাধারণত একটু বেশি হয়ে থাকে।

প্যানাসনিক ব্লেন্ডার মেশিন- জাপানে তৈরি প্যানাসনিক ব্লেন্ডার মেশিন বাজেট একটু বেশি প্রয়োজন হয়। দীর্ঘদিন ব্যবহার করা যায় এই প্রোডাক্টটি। এই প্রোডাক্টটির সঙ্গে আরো পাবেন একটি জগ এবং তিনটি জার।এটি একটি বিশ্বস্ত বৈশ্বিক কোম্পানির ব্লেন্ডার মেশিন যা বাংলাদেশের বাজারে অপরিসীম জনপ্রিয়তা লাভ করেছে। 

আরো পড়ুন:সবচেয়ে ভালো রাইস কুকার কোনটি-রাইস কুকারের দাম

এই ব্রান্ডের ব্লেন্ডার মেশিনের গুণগতমান এবং ডিজাইন অনেক ভালো। শক্তিশালী মটর এবং তীক্ষ্ণ ব্লেড দ্বারা তৈরি প্যানাসনিক ব্লেন্ডার মেশিন গুলি বহু গ্রাহকদের কাছে পছন্দের তালিকায় রয়েছে। বাজারে অনেকগুলো এই ব্র্যান্ডের মডেল রয়েছে দামের পার্থক্য থাকতে পারে সে হিসেবে আপনি যাচাই-বাছাই করে ভালো মানের একটি মডেল আপনি ব্যবহার করতে পারেন। নিম্নে কিছু প্যানাসনিক ব্র্যান্ডের ব্লেন্ডার মেশিনের মডেল এবং দাম উল্লেখ করা হলো-

  • প্যানাসনিক MX-AC400 Supper Mixer grinder Blender Machine- এই ব্র্যান্ডের মডেলের ব্লেন্ডার মেশিনের দাম 14000 Taka মাত্র।
  • প্যানাসনিক MX-AC300 Supper Mixer grinder Blender Machine- এই ব্র্যান্ডের মডেলের ব্লেন্ডার মেশিনের দাম 12500 Taka মাত্র।
  • প্যানাসনিক MX-GM1011 2 in 1 stainless Steel 1 Liter  Blender Machine- এই ব্র্যান্ডের মডেলের ব্লেন্ডার মেশিনের দাম 6500 Taka মাত্র। 

উল্লেখিত প্যানাসনিক ব্লেন্ডার মেশিনের মডেল গুলো ছাড়াও আরো অনেকগুলো মডেল রয়েছে। সেগুলোর মধ্যে থেকে আপনি যেকোনো একটি মডেল বেছে নিতে পারেন এবং উল্লেখিত মডেলের দাম গুলো যে কোন মুহূর্তে সময়ের ব্যবধানে বা অনিবার্য কারণবশত পরিবর্তন অর্থাৎ কম বেশি হতে পারে। তাই কেনার আগে দাম দর জেনে নিয়ে ঠিক করে যাচাই-বাছাই করে কিনতে হবে। 

ওয়ালটন ব্লেন্ডার মেশিন- বাংলাদেশের তৈরি ওয়ালটন ব্লেন্ডার মেশিন গ্রাহকদের জন্য একটি বিশেষ অন্যতম জনপ্রিয় ব্রান্ড। যারা কম বাজেটের কার্যকরী সরঞ্জাম খুঁজছেন তাদের জন্য ওয়ালটন ব্লেন্ডার মেশিন খুবই গুরুত্বপূর্ণ। ওয়ালটন ব্র্যান্ডের ব্লেন্ডার মেশিন স্থানীয় বাজারে গড়ে তুলেছে প্রযুক্তিগত সরঞ্জাম এবং অর্থনীতিতে তাদের পণ্য গুলি বাংলাদেশের মানুষের কাছে চাহিদার মাধ্যমে ডিজাইন করা হয়েছে। 

সুতরাং ভালো মানের ব্লেন্ডার মেশিন কিনতে চাইলে আপনি ওয়ালটনের ব্লেন্ডার মেশিন কে বেছে নিতে পারেন। নিম্নে কিছু ওয়ালটন ব্র্যান্ডের ব্লেন্ডার মেশিনের মডেল এবং দাম উল্লেখ করা হলো-

ওয়ালটন WBL-50SL26 ব্লেন্ডার মেশিনের দাম 1326 টাকা মাত্র। 

ওয়ালটন WBL-13MX35N ব্লেন্ডার মেশিনের দাম 2154 টাকা মাত্র। 

ওয়ালটন WBL-13PC40N ব্লেন্ডার মেশিনের দাম 2394টাকা মাত্র। 

ওয়ালটন WBL-VK85N ব্লেন্ডার মেশিনের দাম 5990 টাকা মাত্র। 

ওয়ালটন WBL-15GM55N ব্লেন্ডার মেশিনের দাম 4390 টাকা মাত্র। 

ওয়ালটন WBL-15GM855 ব্লেন্ডার মেশিনের দাম 5190 টাকা মাত্র। 

ওয়ালটন WBL-VK10N ব্লেন্ডার মেশিনের দাম 5990 টাকা মাত্র। 

ওয়ালটন WBL-VK01N ব্লেন্ডার মেশিনের দাম 5490 টাকা মাত্র। 

ওয়ালটন WBL-15GM85N ব্লেন্ডার মেশিনের দাম 5290 টাকা মাত্র। 

ওয়ালটন WBL-15JM75N ব্লেন্ডার মেশিনের দাম 5090 টাকা মাত্র। 

উল্লেখিত ওয়ালটন ব্র্যান্ডের ব্লেন্ডার মেশিনের মডেল গুলো ছাড়াও বাজারে আরো অনেকগুলো মডেল রয়েছে। সেগুলোর মধ্যে থেকে আপনি যেকোনো একটি মডেল বেছে নিতে পারেন এবং উল্লেখিত মডেলের দাম গুলো যে কোন মুহূর্তে সময়ের ব্যবধানে বা অনিবার্য কারণবশত পরিবর্তন অর্থাৎ কম বেশি হতে পারে। তাই কেনার আগে দাম দর জেনে নিয়ে ঠিক করে যাচাই-বাছাই করে কিনতে হবে। 

মিয়াকো ব্লেন্ডার মেশিন-মিয়াকো কোম্পানির শক্তিশালী মোটর এর জন্য মিয়াকো ব্রান্ডের ব্লেন্ডার মেশিন একটি বিখ্যাত জনপ্রিয় ব্র্যান্ড। মিয়াকো কোম্পানির ব্লেন্ডার মেশিন বাংলাদেশের বাজারগুলোতে গ্রাহকদের জন্য সবারই পছন্দের মেশিন। মিয়াকো ব্রান্ডের ব্লেন্ডার মেশিনের বিভিন্ন মডেল রয়েছে। 

এর মধ্যে থেকে আপনার পছন্দ হতে পারে এমন যে কোন একটি মডেলের দাম যাচাই-বাছাই করে কিনতে পারেন। নিচে কিছু মিয়াকো ব্রান্ডের ব্লেন্ডার মেশিনের মডেল এবং দাম উল্লেখ করা হলো-

  • মিয়াকো YT4677A ফুল স্টিল বডি ইলেকট্রিক Blender মেশিনের দাম 3780 টাকা মাত্র। 
  • মিয়াকো 1100W 3 In1 mixer grinder and Blender মেশিনের দাম 5500 টাকা মাত্র। 
  • মিয়াকো 1100W Blender green line মেশিনের দাম 5400 টাকা মাত্র। 
  • মিয়াকো 750W Egg Beater & mixer Blender মেশিনের দাম 1900 টাকা মাত্র। 

উল্লেখিত মিয়াকো ব্র্যান্ডের ব্লেন্ডার মেশিনের মডেল গুলো ছাড়াও বাজারে আরো অনেকগুলো মডেল রয়েছে। সেগুলোর মধ্যে থেকে আপনি যেকোনো একটি মডেল বেছে নিতে পারেন এবং উল্লেখিত মডেলের দাম গুলো যে কোন মুহূর্তে সময়ের ব্যবধানে বা অনিবার্য কারণবশত পরিবর্তন অর্থাৎ কম বেশি হতে পারে। তাই কেনার আগে দাম দর জেনে নিয়ে ঠিক করে যাচাই-বাছাই করে কিনতে হবে। 

Jaipan ব্লেন্ডার মেশিন-Jaipan কোম্পানির এই ব্লেন্ডার মেশিনটি স্টেইনলেস স্টিল দ্বারা তৈরি এই মেশিন ২৩০ ভোল্টেজ এবং ৮৫০ ওয়াট রয়েছে এবং সেই সাথে দুই বছরের ওয়ারেন্টি। সাশ্রয় দামে আপনি ভালো মানের এই ব্লেন্ডার মেশিনটি ক্রয় করে বাসায় ব্যবহার করতে পারেন।নিচে কিছু Jaipan ব্রান্ডের ব্লেন্ডার মেশিনের মডেল এবং দাম উল্লেখ করা হলো-

  • Jaipan Family Mate Heavy Duty Blender- এই মেশিনের দাম 5500 টাকা মাত্র। 
  • Jaipan Prince JMK-20192 750W Mixer grinder Blender- এই মেশিনের দাম 4500 টাকা মাত্র।
  •  Jaipan JP-3501 Hotel King Mixer grinder Blender- এই মেশিনের দাম 6500 টাকা মাত্র।
  • Jaipan Supper Delux 850W Mixer grinder Blender- এই মেশিনের দাম 4590 টাকা মাত্র।
  • Jaipan Kitchen Master 850W Mixer grinder Blender- এই মেশিনের দাম 4590 টাকা মাত্র।
  • Jaipan Butler  850W Mixer grinder Blender- এই মেশিনের দাম 4590 টাকা মাত্র।
  • Jaipan Fruttica 1000W Mixer grinder Blender- এই মেশিনের দাম 5990 টাকা মাত্র।
  • Jaipan Kitchen Beauty 1000W Mixer grinder Blender- এই মেশিনের দাম 5490 টাকা মাত্র।
  • Jaipan  Family Mate 1000W Mixer grinder Blender- এই মেশিনের দাম 4690 টাকা মাত্র।

উল্লেখিত Jaipan ব্র্যান্ডের ব্লেন্ডার মেশিনের মডেল গুলো ছাড়াও বাজারে আরো অনেকগুলো মডেল রয়েছে। সেগুলোর মধ্যে থেকে আপনি যেকোনো একটি মডেল বেছে নিতে পারেন এবং উল্লেখিত মডেলের দাম গুলো যে কোন মুহূর্তে সময়ের ব্যবধানে বা অনিবার্য কারণবশত পরিবর্তন অর্থাৎ কম বেশি হতে পারে। তাই কেনার আগে দাম দর জেনে নিয়ে ঠিক করে যাচাই-বাছাই করে কিনতে হবে। 

ভিশন ব্লেন্ডার মেশিন- জনপ্রিয় ব্র্যান্ড গুলোর মধ্যে ভিশন কোম্পানির ব্লেন্ডার মেশিন ওয়ারেন্টির ফোকাসের জন্য বিশেষভাবে পরিচিত এবং এটি একটি বাংলাদেশী ব্রান্ড। তাই বাংলাদেশের বাজারে প্রচুর পরিমাণে এই কোম্পানির বিভিন্ন মডেলের ভিশন ব্লেন্ডার মেশিন পাওয়া যাচ্ছে বিভিন্ন দামে। 

তাই আপনার পছন্দ হতে পারে এমন একটি ভিশন কোম্পানির যেকোনো একটি মডেলের ব্লেন্ডার মেশিন আপনি ব্যবহার করতে পারেন। নিচে কিছু ভিশন ব্রান্ডের ব্লেন্ডার মেশিনের মডেল এবং দাম উল্লেখ করা হলো-

Vision Blender VSBL Classic Blender Machine- এই মেশিনের দাম 2500 টাকা মাত্র।

Vision Blender 300W 3in1 Blender Machine- এই মেশিনের দাম 2200 টাকা মাত্র।

Vision Hand Blender VIS-HB 002 Elegant Blender Machine- এই মেশিনের দাম 2550 টাকা মাত্র।

Vision Multi  Blender Machine BEK-001- এই মেশিনের দাম 3500 টাকা মাত্র।

Vision Hand Blender VIS-HB 001 Smart Blender Machine- এই মেশিনের দাম 2400 টাকা মাত্র।

Vision Blender 300W 3in1 Blender Machine- এই মেশিনের দাম 2050 টাকা মাত্র।

Vision Blender VIS SBL -022-1100W Maroon Blender Machine- এই মেশিনের দাম 6300 টাকা মাত্র।

Vision Mixer Grinder Stainless Steel 2HP Blender Machine- এই মেশিনের দাম 28900 টাকা মাত্র।

Vision Blender High Speed VIS HSBL-008 Blender Machine- এই মেশিনের দাম 5500 টাকা মাত্র।

Vision Blender 300W RE-Delux PS Blender Machine- এই মেশিনের দাম 2300 টাকা মাত্র।

উল্লেখিত ভিশন ব্র্যান্ডের ব্লেন্ডার মেশিনের মডেল গুলো ছাড়াও বাজারে আরো অনেকগুলো মডেল রয়েছে। সেগুলোর মধ্যে থেকে আপনি যেকোনো একটি মডেল বেছে নিতে পারেন এবং উল্লেখিত মডেলের দাম গুলো যে কোন মুহূর্তে সময়ের ব্যবধানে বা অনিবার্য কারণবশত পরিবর্তন অর্থাৎ কম বেশি হতে পারে। তাই কেনার আগে দাম দর জেনে নিয়ে ঠিক করে যাচাই-বাছাই করে কিনতে হবে।

সিঙ্গার ব্লেন্ডার মেশিন- সবচেয়ে ভালো মানের ব্লেন্ডার মেশিন গুলোর মধ্যে Singer হচ্ছে একটি জনপ্রিয় ব্র্যান্ড। এ ব্র্যান্ডের ব্লেন্ডার গুলো তাদের শক্তিশালী মোটর, ব্লেড স্পিড দ্রুতগামী Stainless স্টিলের জার এবং ওভারলোডিং প্রটেকশন ব্যবস্থাপনায় তৈরি করা হয়েছে। যা অন্যান্য ব্লেন্ডার তুলনায় অনেকখানি উন্নত। নিচে কিছু ভিশন ব্রান্ডের ব্লেন্ডার মেশিনের মডেল এবং দাম উল্লেখ করা হলো-

  • Singer Grinder Optima 550W M-Blender Machine-এই মেশিনের দাম 4890 টাকা মাত্র।
  • Singer Grinder Optima 650W PRP-Blender Machine-এই মেশিনের দাম 5590 টাকা মাত্র।
  • Singer Grinder PRO 550W Red Blender Machine-এই মেশিনের দাম 4790 টাকা মাত্র।
  • Singer Grinder Optima 650W BLK-Blender Machine-এই মেশিনের দাম 5590 টাকা মাত্র।
  • Singer Grinder Elite 550W Silver-Blender Machine-এই মেশিনের দাম 4890 টাকা মাত্র।
  • Singer Grinder Optima 650W Red-Blender Machine-এই মেশিনের দাম 5390 টাকা মাত্র।
  • Singer Grinder Ultima 750W MRN-Blender Machine-এই মেশিনের দাম 6490 টাকা মাত্র।

সিঙ্গার ব্র্যান্ডের ব্লেন্ডার মেশিনের মডেল গুলোর দাম অন্যান্য কোম্পানির চেয়ে একটু বেশি হয়ে থাকে। তাই আপনার যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনি কিনতে পারেন এবং এই দামগুলো যেকোনো সময় অনিবার্য কারণবশত পরিবর্তন অর্থাৎ কম বেশি হতে পারে।

ফিলিপস ব্লেন্ডার মেশিন-সবচেয়ে ভালো মানের ব্লেন্ডার মেশিন গুলোর মধ্যে ফিলিপস কোম্পানির ব্লেন্ডার মেশিন হচ্ছে একটি বড় ধরনের পরিচিতি এবং জনপ্রিয় কোম্পানি। ফিলিপস হচ্ছে গ্রাহকদের কাছে সবার সেরা মানের জনপ্রিয় ব্র্যান্ড যা তাদের নির্ভরযোগ্যতা এবং উদ্ভাবনী বৈশিষ্ট্যের জন্য বিশেষভাবে পরিচিত।


এই ব্র্যান্ডের ব্লেন্ডার মেশিনের উপকারিতা এবং কার্যকারিতা বিশেষভাবে গ্রহণযোগ্য। এটি শক্তিশালী মটর এবং আধুনিক বৈশিষ্ট্যের জন্য বিশেষ কার্য ক্ষমতা পালন করে। বাজারে এই ব্রান্ডের নানা ধরনের মডেলের ব্লেন্ডার মেশিন রয়েছে। দামের পার্থক্য হিসেবে আপনি আপনার বাজেট অনুসারে যেকোনো একটি ক্রয় করে ব্যবহার করতে পারেন।নিচে কিছু ফিলিপস ব্রান্ডের ব্লেন্ডার মেশিনের মডেল এবং দাম উল্লেখ করা হলো-

  • ফিলিপস HL7505 White 20000RPM Mixer grinder Blender Machine-এই মেশিনের দাম 5999 টাকা মাত্র।
  • ফিলিপস  Core HR2223/01 5000 Series Blender Machine -এই মেশিনের দাম 10500 টাকা মাত্র।
  • ফিলিপস HR3705 Bitter  Blender Machine -এই মেশিনের দাম 3999 টাকা মাত্র।
  • ফিলিপস HL7757 750W 3-Jar Mixer grinder Blender Machine -এই মেশিনের দাম 6300 টাকা মাত্র।
  • ফিলিপস HL7756/00 750W Mixer grinder Blender Machine -এই মেশিনের দাম 7000 টাকা মাত্র।
  • ফিলিপস HR-1559 Tand Hand Mixer & Bowl Blender Machine -এই মেশিনের দাম 9200 টাকা মাত্র।
  • ফিলিপস Indome 2 liter 600W 5 Speed Blender Machine -এই মেশিনের দাম 5200 টাকা মাত্র।
  • ফিলিপস HR2051 Multi Purpose Blender Machine -এই মেশিনের দাম 3650 টাকা মাত্র।

উপরোক্ত বিভিন্ন ব্র্যান্ডের বা বিভিন্ন কোম্পানির ব্লেন্ডার মেশিনের মডেল গুলো ছাড়াও বাজারে আরো অনেকগুলো মডেল রয়েছে। সেগুলোর মধ্যে থেকে আপনি যেকোনো একটি মডেল বেছে নিতে পারেন এবং উল্লেখিত মডেলের দাম গুলো যে কোন মুহূর্তে সময়ের ব্যবধানে বা অনিবার্য কারণবশত পরিবর্তন অর্থাৎ কম বেশি হতে পারে। তাই কেনার আগে দাম দর জেনে নিয়ে ঠিক করে যাচাই-বাছাই করে কিনতে হবে। 

শেষ কথা-ভালো মানের ব্লেন্ডার মেশিনের দাম কত:

সুপ্রিয় পাঠক, আলোচনার শেষ প্রান্তে এসে আমি এ কথা বলে শেষ করবো যে আপনাদের সুবিধার্থে ভালো মানের ব্লেন্ডার মেশিনের দাম কত এবং ভালো মানের ব্লেন্ডার মেশিন কোনটি তা আমি উপরের অংশে কয়েকটি কোম্পানির নাম উল্লেখ করেছি। উল্লেখিত ব্লেন্ডার মেশিন গুলোর মধ্যে যেকোনো একটি আপনি বেছে নিতে পারেন। 

এবং এছাড়াও বাজারে আরও বিভিন্ন কোম্পানির ব্লেন্ডার মেশিন এর মডেল রয়েছে। আপনার পছন্দ হতে পারে এমন একটি মডেল আপনি কিনে নিয়ে ব্যবহার করতে পারেন। আশা করছি এই পোস্টটি আপনার জন্য অনেকখানি ফলপ্রসূ হবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন এবং শেয়ার ও কমেন্টস এর মাধ্যমে অন্যান্য ব্যক্তিদের কেউ পড়ার জন্য সুযোগ করে দিন।

যেন তারাও কিছুটা হলেও উপকৃত হতে পারেন। এতক্ষণ ধরে আমার এই পোষ্টের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url