বর্তমানে পাওয়ার টিলার এর দাম কত
সুপ্রিয় পাঠক, আপনি কি জানতে চান বর্তমানে পাওয়ার টিলার এর দাম কত? তাহলে আমার এই আর্টিকেলটি পড়তে পারেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে বর্তমানে পাওয়ার টিলার এর দাম কত।
তাই আসুন বন্ধুরা আপনার মূল্যবান সময় নষ্ট না করে আমরা জেনে নেই যে বর্তমানে পাওয়ার টিলার এর দাম কত।
পাওয়ার টিলার কে আবিষ্কার করেন:
বর্তমানে পাওয়ার টিলার এর দাম কত তা জানার আগে পাওয়ার টিলার কে আবিষ্কার করেন তা আমরা জানবো। আগের মানুষ লাঙ্গল গরু দিয়ে জমি চাষ করত। এখনো কিছু কিছু গরুর লাঙ্গল রয়ে গেছে তারা খুব কষ্ট করে অনেক সময় ধরে কাজ করে।কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কৃষি খাতে জমি চাষ করা অনেক দূর পর্যন্ত আধুনিকতার দিক দিয়ে এগিয়ে গিয়েছে।
আরো পড়ুন: সবচেয়ে ভালো ওয়াটার ফিল্টার কোনটি
বর্তমানে পাওয়ার টিলার অথবা ট্রাক্টরের মাধ্যমে জমি চাষ করা হচ্ছে যা খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে জমি চাষ হয়ে যায়। কিন্তু আধুনিক যুগের এই পাওয়ার টিলার কে আবিষ্কার করেন। তা আমরা এখন জানব। বর্তমান যুগে পাওয়ার টিলার আনোয়ার হোসেন আবিষ্কার করেন। তিনি হচ্ছেন একজন বাংলাদেশের দিনাজপুর জেলার বাসিন্দা।
তিনি একটি দ্রুতগতির পাওয়ার টিলার (জমি চাষ করার জন্য) আবিষ্কার করেন যা ঘণ্টায় এক একর জমি চাষ করতে সক্ষম হয়। এই পাওয়ার টিলারটি চালাইতে কোন লোক এর প্রয়োজন হলেও পাওয়ার টিলারটি রিমোট কন্ট্রোল দ্বারা চালিত করা যায় বা জমি চাষ করা যায়। এই পাওয়ার টিলারটির দাম হচ্ছে ৩ লাখ ৫০ হাজার টাকা।
মিনি পাওয়ার টিলার দাম কত:
বর্তমানে পাওয়ার টিলার এর দাম কত তা জানতে গিয়ে মিনি পাওয়ার টিলার এর দাম কত তা জানার জন্য আগ্রহ প্রকাশ করছেন অনেকেই। কারণ মিনি বা ছোটখাটো পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা সবচেয়ে সুবিধা হয় এবং সব বয়সের মানুষই এই পাওয়ার টিলারটি জমি চাষের জন্য আগ্রহী। এছাড়া মিনি পাওয়ার টিলারে জ্বালানি খরচ অনেক কম।
মিলি পাওয়ার টিলারের ওজন কম এবং কম্প্যাক্ট ডিজাইনের কারণে এটি সহজেই পরিচালনা করা সম্ভব হয়। জমি চাষ করার ক্ষেত্রে কৃষকদের জন্য ছোট পাওয়ার টিলার এটি কার্যকারী যন্ত্র যা পরিশ্রম ও সময় খুবই কম লাগে। তাই মিনি পাওয়ার টিলারের দাম কত তা এখন আমরা জানবো। নিম্নে কিছু মিনি পাওয়ার টিলারের মডেল এবং দাম উল্লেখ করলাম-
- SE40F-5B Engine Mini Power Tiller 1.3 KW-এই মিনি পাওয়ার টিলারটির দাম 19 হাজার টাকা মাত্র।
- LC-52-Top Mini Power Tiller 1.65 KW-এই মিনি পাওয়ার টিলারটির দাম 25 হাজার টাকা মাত্র।
- Spark MT62 Mini Power Tiller 3 Horse Power-এই মিনি পাওয়ার টিলারটির দাম 34 হাজার টাকা মাত্র।
- 186FA Mini Power Tiller 10Horse Power ফুয়েল টাইপ ডিজেল-এই মিনি পাওয়ার টিলারটির দাম 87 হাজার টাকা মাত্র।
- TF-GT002A engine four stroke 196 CC fuel type petrol Mini Power Tiller 6.5 Horse Power-এই মিনি পাওয়ার টিলারটির দাম 60 হাজার টাকা মাত্র।
- 173F Mini Power Tiller 7 Horse Power fuel type ডিজেল-এই মিনি পাওয়ার টিলারটির দাম 85 হাজার টাকা মাত্র।
- TZ130DE Mini Power Tiller 10 Horse Power ফুয়েল টাইম ডিজেল-এই মিনি পাওয়ার টিলারটির দাম 102000 হাজার টাকা মাত্র।
উল্লেখিত মিনি পাওয়ার টিলারের মডেল গুলি কৃষকদের জন্য জমি চাষ করার এক অসাধারণ যন্ত্র। উল্লেখিত মডেলগুলো ছাড়াও জমি চাষ করার এই মিনি পাওয়ার টিলারের মডেল গুলো ছাড়াও আরো অনেক কোম্পানি বা মডেল বাজারে রয়েছে। সেগুলো আপনি যাচাই-বাছাই করে কিনতে পারেন। এবং উল্লেখিত পাওয়ার টিলারের দাম গুলো নির্ধারণ করা হয়েছে তা যে কোন কারণবশত অথবা সময়ের ব্যবধানে পরিবর্তন বা কম বেশি হতে পারে।
পাওয়ার টিলার কি কাজে ব্যবহৃত করা হয়:
এ পর্যায়ে আমরা জানবো যে পাওয়ার টিলার কি কি কাজে কৃষকরা ব্যবহার করে থাকেন এবং এর পাশাপাশি বর্তমানে পাওয়ার টিলার এর দাম কত তা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। পাওয়ার টিলার হল দুই চাকা বিশিষ্ট একটি কৃষি মেশিন যা কৃষকদের বহুমুখী জমির ক্ষেত্রে বা কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে।
আরো পড়ুন: কোন ব্রান্ডের ওয়াশিং মেশিন ভালো-ওয়াশিং মেশিনের দাম
এই পাওয়ার টিলারের মাধ্যমে জমি বা মাটি চাষ করা হয়, বিজ বপন করা হয়, ধানের চারা অথবা অন্য কোন ফসলের চারা রোপন করা যায়, সার যোগ করা যায়, সার স্প্রে করা হয়, ভেজস নাশক এবং জল পাম্প করা হয়, ফসল কাটা, ফসল মাড়াই করা, আগাছা পরিষ্কার এবং ফসল পরিবহন সহ ইত্যাদি কাজ করা হয়।
বর্তমানে পাওয়ার টিলার এর দাম কত:
এ পর্যায়ে বর্তমানে পাওয়ার টিলার এর দাম কত তা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। পাওয়ার টিলার হল দুই চাকা বিশিষ্ট একটি যন্ত্র যা কৃষকদের জন্য জমি চাষ করার ক্ষেত্রে খুবই উপকারী। জমি চাষ করার জন্য কৃষকদের পাওয়ার টিলার একটি অসাধারণ সমাধান।এটি ব্যবহারে খুব সহজে এবং খুব কম জ্বালানি খরচে অধিক পরিমাণে জমি চাষ করা যায়।
কিন্তু পাওয়ার টিলার ভাড়া করে যদি আপনি জমি চাষ করেন তাহলে আপনার খরচ বেশি পড়বে। আর পাওয়ার টিলার কিনলে নিজের জমি চাষ করা সহ অন্যান্য মানুষের জমি ভাড়া হিসাবে আপনি চাষ করে দিতে পারবেন। এক্ষেত্রে আপনার নিজের জমি চাষ করা ছাড়াও অন্যের জমিতে ভাড়া মারলে অনেক টাকা ইনকাম হবে।
বর্তমানে প্রযুক্তির অগ্রগতিতে কৃষিক্ষেত্রে বাংলাদেশসহ অন্যান্য দেশে নানা ধরনের প্রযুক্তি আবিষ্কার হয়েছে। যার মধ্যে পাওয়ার টিলার জমি চাষ করার ক্ষেত্রে একটি অন্যতম ভূমিকা পালন করছে। তবে এক্ষেত্রে মিনি পাওয়ার টিলার ছোটখাটো কৃষকদের জন্য খুবই জনপ্রিয় এবং উপকারী যন্ত্র।
এই ছোটখাটো পাওয়ার টিলার ব্যবহার করে কৃষকের ফলন খরচ অনেক কমে গেছে এবং কৃষকের অনেক কষ্ট লাঘব হয়ে গেছে। আগে কৃষকরা গরুর লাঙ্গল দিয়ে জমি চাষ করতে কতই না কষ্ট হতো এবং জমি চাষ করতে অনেক সময় লাগতো। বর্তমান সময়ে গরুর লাঙ্গলের ব্যবহার নেই বললেই চলে, থাকলেও বিভিন্ন গ্রাম অঞ্চলে এর পার্সেন্টেজ খুবই কম। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ।
তাই গরুর লাঙ্গলের পরিবর্তে বর্তমান সময়ে প্রযুক্তির ছোঁয়ায় জমি চাষ করার জন্য একটি অত্যাধুনিক যন্ত্র পাওয়ার টিলার দেশের কৃষকদের জন্য খুবই জনপ্রিয়। লাঙ্গলের চেয়ে পাওয়ার টিলারের মাধ্যমে জমি চাষ করলে অনেক সুবিধা পাওয়া যায়। যেমন-পাওয়ার টিলারের মাধ্যমে জমি চাষ করলে সময় কম লাগে খরচ কম হয়। মাটির উর্বরতা বৃদ্ধি পেতে পাওয়ার টিলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আরো পড়ুন:সবচেয়ে ভালো রাইস কুকার কোনটি-রাইস কুকারের দাম
পাওয়ার টিলারে ফসলের ফলন পাঁচ থেকে দশ পার্সেন্ট বেশি হয়। পাওয়ার টিলারের মাধ্যমে সারিবদ্ধ ভাবে করার ফলে অন্যান্য নিড়ানী যন্ত্র ব্যবহার করা যায়,যা বিজ চারা নষ্ট হয় না।কৃষকরা জানতে চায় যে বর্তমানে পাওয়ার টিলারের দাম কত। তাই কিছু বিভিন্ন কোম্পানির বা মডেলের নাম এবং দাম নিচে উল্লেখ করলাম-
- Hand Push Mini Power Tiller -এই মিনি পাওয়ার টিলারটির দাম 29 হাজার 900 টাকা মাত্র।
- Mini Power Tiller machine-এই মিনি পাওয়ার টিলারটির দাম 34 হাজার 500 টাকা মাত্র।
- Rotary cultivator Mini Power Tiller machine-এই মিনি পাওয়ার টিলারটির দাম 70 হাজার টাকা মাত্র।
- সেভেন হর্স পাওয়ার মিনি ওয়ার্কিং পাওয়ার টিলার -এই মিনি পাওয়ার টিলারটির দাম 65 হাজার টাকা মাত্র।
- 15 horse power full stroke walking mini Power Tiller-এই মিনি পাওয়ার টিলারটির দাম 85 হাজার টাকা মাত্র।
- Powerful efficient engine mini Power Tiller-এই মিনি পাওয়ার টিলারটির দাম 1 লক্ষ 20 হাজার টাকা মাত্র।
- 6.5 horse power mini Power Tiller-এই মিনি পাওয়ার টিলারটির দাম 72 হাজার টাকা মাত্র।
- 7 horse Power Tiller machine with gear shifting-এই পাওয়ার টিলারটির দাম 82 হাজার টাকা মাত্র।
- 186FA 10 horse power mini Power Tiller-এই মিনি পাওয়ার টিলারটির দাম 95 হাজার টাকা মাত্র।
- সাইফেং পাওয়ার টিলারের কিছু মডেল ও দাম নিম্নে দেওয়া হল-
- সাইফেং পাওয়ার টিলার 8 Horse Power Tiller-এই পাওয়ার টিলারটির দাম 1লাখ 20 হাজার টাকা মাত্র।
- সাইফেং পাওয়ার টিলার পাওয়ার টিলার 12 Horse Power Tiller-এই পাওয়ার টিলারটির দাম 1লাখ 72 হাজার টাকা মাত্র।
- সাইফেং পাওয়ার টিলার পাওয়ার টিলার 15 Horse Power Tiller-এই পাওয়ার টিলারটির দাম 1লাখ 98 হাজার টাকা
- সাইফেং পাওয়ার টিলার পাওয়ার টিলার 18 Horse Power Tiller-এই পাওয়ার টিলারটির দাম 2লাখ 20 হাজার টাকা
- সাইফেং পাওয়ার টিলার 20 Horse Power Tiller-এই পাওয়ার টিলারটির দাম 2 লাখ 33 হাজার টাকা।
উল্লেখিত সাইফেং ব্রান্ডের মডেল গুলোর পাওয়ার টিলার ছাড়াও বাজারে আরো অনেক ব্রান্ডের মডেল রয়েছে। আপনি চাইলে সেগুলো যাচাই-বাছাই করে দেখতে পারেন এবং উল্লেখিত দামের চেয়ে কম বেশি হতে পারে। তাই কেনার আগে যাচাই করে চেক করে নিবেন।
এসিআই পাওয়ার টিলারের কিছু মডেল এবং দাম-
- এসিআই পাওয়ার টিলার ক্লাসিক 12 Horse Power 18 blade Tiller-এই পাওয়ার টিলারটির দাম 1 লাখ 81 হাজার 500 টাকা।
- এসিআই পাওয়ার টিলার ক্লাসিক স্পেশাল 12 Horse Power 18 blade Tiller-এই পাওয়ার টিলারটির দাম 1 লাখ 85 হাজার 500 টাকা।
- এসিআই পাওয়ার টিলার ক্লাসিক special 20 Horse Power 18 blade Tiller-এই পাওয়ার টিলারটির দাম 1 লাখ 91 হাজার টাকা।
- এসিআই পাওয়ার টিলার ক্লাসিক 25 Horse Power 18 blade Tiller-এই পাওয়ার টিলারটির দাম 1 লাখ 96 হাজার টাকা।
- এসিআই পাওয়ার টিলার regular Version 16 Horse Power 28 blade Tiller-এই পাওয়ার টিলারটির দাম 1 লাখ 95 হাজার টাকা।
- এসিআই পাওয়ার টিলার R24 20 Horse Power 24 blade Tiller-এই পাওয়ার টিলারটির দাম 2 লাখ 10 হাজার টাকা।
- এসিআই পাওয়ার টিলার R28 25 Horse Power 28 blade Pinion type Tiller-এই পাওয়ার টিলারটির দাম 2 লাখ 35 হাজার টাকা
- এসিআই পাওয়ার টিলার R28 25 Horse Power হাইব্রিড 28 blade Tiller-এই পাওয়ার টিলারটির দাম 2 লাখ 42 হাজার টাকা।
- এসিআই পাওয়ার টিলার DF 20 Horse Power Chain Type18 blade Tiller-এই পাওয়ার টিলারটির দাম 1 লাখ 91 হাজার টাকা। Greer Type এর দাম 1লাখ 94 হাজার টাকা।
উল্লেখিত এসিআই ব্রান্ডের মডেল গুলোর পাওয়ার টিলার ছাড়াও বাজারে আরো অনেক ব্রান্ডের মডেল রয়েছে। আপনি চাইলে সেগুলো যাচাই-বাছাই করে দেখতে পারেন এবং উল্লেখিত দামের চেয়ে কম বেশি হতে পারে। তাই কেনার আগে যাচাই করে চেক করে নিবেন।
Dongfeng পাওয়ার টিলারের কিছু মডেল এবং দাম
- Dongfeng special Power Tiller 16 horse power ZS 1100 24 Blade power tiller-এই পাওয়ার টিলারটির দাম 1 লাখ 68 হাজার টাকা।
- Dongfeng special Power Tiller 20 horse power ZS 1100 24 Blade power tiller-এই পাওয়ার টিলারটির দাম 1 লাখ 85 হাজার টাকা।
- Dongfeng special Power Tiller 24 horse power 251L 28 Blade power tiller-এই পাওয়ার টিলারটির দাম 1 লাখ 90 হাজার টাকা।
- Dongfeng Changchal Power Tiller 12 horse power 18 Blade power tiller-এই পাওয়ার টিলারটির দাম 1 লাখ 30 হাজার টাকা।
উল্লেখিত Dongfeng ব্রান্ডের মডেল গুলোর পাওয়ার টিলার ছাড়াও বাজারে আরো অনেক ব্রান্ডের মডেল রয়েছে। আপনি চাইলে সেগুলো যাচাই-বাছাই করে দেখতে পারেন এবং উল্লেখিত দামের চেয়ে কম বেশি হতে পারে। তাই কেনার আগে যাচাই করে চেক করে নিবেন।
Changchai পাওয়ার টিলারের কিছু মডেল এবং দাম
- Changchai DF 12 horse power 18 Blade power tiller-এই পাওয়ার টিলারটির দাম 1 লাখ 72 হাজার টাকা।
- Changchai DF 16 horse power 18 Blade power tiller-এই পাওয়ার টিলারটির দাম 1 লাখ 87 হাজার টাকা।
- Changchai DF 20 horse power 24 Blade power tiller-এই পাওয়ার টিলারটির দাম Chain Type 1 লাখ 91 হাজার টাকা।Greer Type 1,94000 Taka
- Changchai ZS-1115 25 horse power only for engine price- 46 হাজার টাকা।
উল্লেখিত Changchai ব্রান্ডের মডেল গুলোর পাওয়ার টিলার ছাড়াও বাজারে আরো অনেক ব্রান্ডের মডেল রয়েছে। আপনি চাইলে সেগুলো যাচাই-বাছাই করে দেখতে পারেন এবং উল্লেখিত দামের চেয়ে কম বেশি হতে পারে। তাই কেনার আগে যাচাই করে চেক করে নিবেন।
Alim পাওয়ার টিলারের কিছু মডেল এবং দাম
- Alim power (GN 121)Tiller 12 horse power 18 Blade power tiller-এই পাওয়ার টিলারটির দাম 1 লাখ 80 হাজার টাকা মাত্র।
- Alim DF 12/16 power Tiller 18 Blade power tiller-এই পাওয়ার টিলারটির দাম 1 লাখ 20 হাজার টাকা মাত্র।
- Alim power Tiller 8 horse power tiller-এই পাওয়ার টিলারটির দাম 55 হাজার টাকা মাত্র।
উল্লেখিত Alim ব্রান্ডের মডেল গুলোর পাওয়ার টিলার ছাড়াও বাজারে আরো অনেক ব্রান্ডের মডেল রয়েছে। আপনি চাইলে সেগুলো যাচাই-বাছাই করে দেখতে পারেন এবং উল্লেখিত দামের চেয়ে কম বেশি হতে পারে। তাই কেনার আগে যাচাই করে চেক করে নিবেন।
Kobuta পাওয়ার টিলারের কিছু মডেল এবং দাম
- Kobuta ZT 120Plus12 horse power power Tiller-এই পাওয়ার টিলারটির দাম 2 লাখ 55 হাজার টাকা মাত্র।
- Kobuta18 horse power power Tiller-এই পাওয়ার টিলারটির দাম 3 লাখ 97 হাজার টাকা মাত্র।
- Kobuta 25 horse power power Tiller-এই পাওয়ার টিলারটির দাম 4 লাখ 70 হাজার টাকা মাত্র।
উল্লেখিত Kobuta ব্রান্ডের মডেল গুলোর পাওয়ার টিলার ছাড়াও বাজারে আরো অনেক ব্রান্ডের মডেল রয়েছে। এই মডেল গুলোর দাম একটু বেশি হলেও গুনগত মান এবং টেকসইয়ের দিক দিয়ে অনেক ভালো। আপনি চাইলে সেগুলো যাচাই-বাছাই করে দেখতে পারেন এবং উল্লেখিত দামের চেয়ে কম বেশি হতে পারে। তাই কেনার আগে যাচাই করে চেক করে নিবেন।
আবেদিন পাওয়ার টিলারের দাম
- আবেদিন পাওয়ার টিলার 25 horse power 28 Blade-এই পাওয়ার টিলারটির দাম 2 লাখ 20 হাজার 500 টাকা মাত্র।
- আবেদিন পাওয়ার টিলার 12 horse power 18 Blade-এই পাওয়ার টিলারটির দাম 1 লাখ 79 হাজার 500 টাকা মাত্র।
- আবেদিন পাওয়ার টিলার 16 horse power 18 Blade-এই পাওয়ার টিলারটির দাম 1 লাখ 80 হাজার 500 টাকা মাত্র।
- আর এবং এল পাওয়ার টিলারের দাম
- RFL Power Tiller (Dongfeng DF 151) 18 Blade-এই পাওয়ার টিলারটির দাম 1 লাখ 65 হাজার টাকা মাত্র।
- RFL Power Tiller (Sifang GN 151) 18 Blade-এই পাওয়ার টিলারটির দাম 1 লাখ 85 হাজার টাকা মাত্র।
- RFL Power Tiller (Sifang GN 121) 18 Blade-এই পাওয়ার টিলারটির দাম 1 লাখ 95 হাজার টাকা মাত্র।
উল্লেখিত বিভিন্ন ব্রান্ডের মডেল গুলোর পাওয়ার টিলার ছাড়াও বাজারে আরো অনেক ব্রান্ডের মডেল রয়েছে। আপনি চাইলে সেগুলো যাচাই-বাছাই করে দেখতে পারেন এবং উল্লেখিত দামের চেয়ে কম বেশি হতে পারে। তাই কেনার আগে যাচাই করে চেক করে নিবেন।
শেষ কথা-বর্তমানে পাওয়ার টিলার এর দাম কত:
সম্মানিত পাঠক আপনাদের বিশেষ সুবিধার্থে বর্তমানে পাওয়ার টিলার এর দাম কত তা আমি উপরের অংশে সংক্ষিপ্তভাবে বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের নাম সহ আলোচনা করেছি। আশা করছি পোস্টটি আপনার জন্য অনেক উপকার হবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পোস্টটি পড়ুন।
এবং অন্যান্য ব্যক্তিদের কে শেয়ার এবং কমেন্টস এর মাধ্যমে পড়ার জন্য সুযোগ করে দিন। যেন তারাও পোস্টটি পড়ে কিছুটা হলেও উপকৃত হতে পারেন। এতক্ষণ ধরে আমার এই পোষ্টের সঙ্গে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url