ভালো মানের কম্পিউটারের দাম কত জানতে চোখ রাখুন

সম্মানিত পাঠক, ভালো মানের কম্পিউটারের দাম কত জানতে আমার এই আর্টিকেলের উপর চোখ রাখুন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে ভালো মানের কম্পিউটারের দাম কত। 

তাই আসুন পাঠক বন্ধুরা আপনার মূল্যবান সময় নষ্ট না করে আমরা জেনে নেই যে ভালো মানের কম্পিউটারের দাম কত এবং সেই সাথে ডেস্কটপ কম্পিউটারের দাম ২০২৪ সেটাও আমরা জেনে নিব।

কম্পিউটারের জনক কে তিনি কোন দেশের নাগরিক:

ভালো মানের কম্পিউটারের দাম কত জানতে আমাদের আগে জানা উচিত যে কম্পিউটারের জনক কে এবং তিনি কোন দেশের নাগরিক। বর্তমানে কম্পিউটারের জনক কে এটা নিয়ে বিভিন্নজন বিভিন্ন মত দিয়েছেন কেউ বলছেন কম্পিউটারের জনক হচ্ছেন চার্লস ব্যাবেজ আবার কেউ কেউ এ্যালেন টুরিন কে কম্পিউটারের জনক বলে থাকেন। 

আরো পড়ুন: ফ্রিল্যান্সিং এর জন্য কোন ল্যাপটপ ভালো জেনে নিন

আধুনিক কম্পিউটারের জন্য অনেকেরই অবদান রয়েছে তার মধ্যে এ্যালেন টুরিন কে সবার চেয়ে সামনে রেখেছেন অনেকেই। অ্যালেন টুরিন ২০ জুন ১৯১২ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন আর ৭ জুন ১৯৫৪ সালে মৃত্যুবরণ করেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তথ্য পাওয়া গেছে যে চার্লস ব্যাবেজ আধুনিক কম্পিউটারের জনক হিসেবে পরিচিত। 

তিনি ইংল্যান্ডের একজন নাগরিক ছিলেন। তিনি ২৬ ডিসেম্বর  ১৭৯১ জন্মগ্রহণ করেন আর ১৮ অক্টোবর ১৮৭১ সালে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন ইংরেজ যন্ত্র প্রকৌশলী, গণিতবিদ, আবিষ্কারক ও দার্শনিক।চার্লস ব্যাবেজ সর্বপ্রথম ডিফারেন্স ইঞ্জিন এবং এ্যানালিটিক্যাল ইঞ্জিন ডিজাইন করেছিলেন। 

তার এই ডিজাইন গুলো আধুনিক কম্পিউটারের প্রাথমিক ধারণা প্রদান করেছে। এজন্য তাকে কম্পিউটারের জনক হিসেবে স্বীকৃত দেওয়া হয়। তিনি সর্বপ্রথম ডিফারেন্স ইঞ্জিন এবং এ্যানালিটিক্যাল ইঞ্জিন নামক দুটি যান্ত্রিক কম্পিউটার তৈরি করেছিলেন। তিনি ১৮২২ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক হিসাবে গণিত বিষয়ক হিসাবের জন্য উন্নতমানের ডিফারেন্স ইঞ্জিন তৈরির কিছু কাজ করেন। 

এরপর তিনি ১৮০০ সালে এ্যানালিটিক্যাল ইঞ্জিন নামক যান্ত্রিক কম্পিউটার তৈরির পরিকল্পনা করেন এবং ইঞ্জিনের নকশা তৈরি করেন। চার্লস ব্যাবেজের এ্যানালিটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের ধারণা হওয়ার কারণে তাকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়।

বাংলাদেশে প্রথম কত সালে কম্পিউটার ব্যবহার শুরু হয়:

ভালো মানের কম্পিউটারের দাম কত তা জানার পূর্বে আমি বাংলাদেশের প্রথম কত সালে কম্পিউটার ব্যবহার করা হয়েছিল তা আপনাদেরকে জানিয়ে দিব। বর্তমান যুগে প্রত্যেকটা সেক্টরে কম্পিউটারের ব্যবহার ছাড়া কোন কাজই হয় না। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সহ,  বেসরকারি প্রতিষ্ঠানগুলো ব্যাংক বীমা ফ্রিল্যান্সিং, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য সহ নানা ধরনের পেশাজীবীরা কম্পিউটার ব্যবহার করছেন। 

এবং বর্তমানে সব ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার ব্যাপকভাবে বেড়ে গেছে।কিন্তু আমরা অনেকেই জানিনা যে বাংলাদেশের প্রথম কখন কম্পিউটার ব্যবহার চালু হয়। বাংলাদেশে সর্বপ্রথম কম্পিউটার চালু হয় ষাটের দশকে এবং ১৯৯০ সাল থেকে তা ব্যাপকভাবে কাজ শুরু হয়। পরমাণু শক্তি গবেষণা কেন্দ্র ঢাকায় ১৯৬৪ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান স্থাপিত হয় বাংলাদেশের প্রথম কম্পিউটার। 

এটি ছিল IBM (international Business machine) কম্পিউটার বিজনেস মেশিন কোম্পানির ১৬২০ সিরিজের একটি মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer)। মোঃ হাফিজ উদ্দিন মিয়া ওই সময় এই কম্পিউটারটি ব্যবহার করেন।

ডেস্কটপ কম্পিউটারের দাম ২০২৪: 

আমরা এ পর্যায়ে ডেস্কটপ কম্পিউটারের দাম সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব এবং এর পরে ভালো মানের কম্পিউটারের দাম কত তা নিয়ে আলোচনা করব। মান ভেদে ডেস্কটপ কম্পিউটারের দাম কম বেশি হয়ে থাকে। তাই কেনার আগে যাচাই বাছাই করে তারপর আপনাকে কিনতে হবে। নিম্নে কিছু ডেস্কটপ কম্পিউটারের দাম ও মডেল উল্লেখ করলাম-



আরো পড়ুন: কম দামে ভালো ল্যাপটপ ২০২৪ কোনটি জেনে নিন

  • Desktop PC Intel Core i3 2TB HDD 4GB Ram 19 inch LED Monitor- এটার দাম 17000 টাকা মাত্র।
  • Desktop PC Core i3 2TB 2ND 4GB Ram 128 GB SSD- এটার দাম 8900 টাকা মাত্র।
  • Gaming PC Core i3 10 Generation 8GB Ram 120 GB SSD- এটার দাম 30999 টাকা মাত্র।
  • Desktop Intel Core i3- 4150 4GB Ram 500 GB HDD Computer- এটার দাম 15500 টাকা মাত্র।
  • Desktop Core i3 8GB Ram 4th Generation 19 inch LED- এটার দাম 11000 টাকা মাত্র।
  • Desktop PC Core i2 Dou 4GB Ram 4th 500 GB HDD- এটার দাম 10900 টাকা মাত্র।
  • Desktop PC  Core i5 2nd Generation 128 GB SSD & 1TB HDD- এটার দাম 12100 টাকা মাত্র।
  • Desktop Core i3-4170 4TH Generation Dell 18.5 Inch LED Standard PC- এটার দাম 23000 টাকা মাত্র।
  • Desktop Student  PC Intel Core i3 2nd Generation 4GB Ram 500 GB HDD- এটার দাম 9999 টাকা মাত্র।
  • Desktop PC Intel Pentium Gold 10TH Generation & 8GB- এটার দাম 23000 টাকা মাত্র।
  • HP ProDesk 400 G9 Core i7 12th Generation 8GB Ram Brand PC - এটার দাম 87000 টাকা মাত্র।
  • HP  280 Pro G9 MT  Core i7 12th Generation 512GB SSD Brand PC - এটার দাম 95000 টাকা মাত্র।
  • HP 280 Pro G9 MT Core i7 12th Generation 1TB HDD Tower PC - এটার দাম 92000 টাকা মাত্র।
  • HP 280 Pro G9 MT Core i3 12th Generation Desktop PC - এটার দাম 60000 টাকা মাত্র।
  • Desktop Computer Core i5 16GB Ram with 19inch Monitor-এটার দাম 16200 টাকা মাত্র।

উল্লেখিত ডেস্কটপ গুলোর দাম যে কোন সময় যেকোনো কারণবশত পরিবর্তন বা কম বেশি হতে পার। সেক্ষেত্রে আপনি কেনার আগে যাচাই-বাছাই করে, দাম দর ঠিক করে চেক করে তারপর কিনবেন।

ভালো মানের কম্পিউটারের দাম কত: 

আমরা এ পর্যায়ে জেনে নেব ভালো মানের কম্পিউটারের দাম কত। আসলে কম্পিউটারের দাম নির্ভর করে হলো কম্পিউটারের কোয়ালিটি, ব্রান্ড, রাম, প্রসেসর ইত্যাদির উপর ভিত্তি করে কম্পিউটারের দাম নির্ধারণ হয়ে থাকে। যদি আপনি উচ্চমানের কম্পিউটার কিনতে চান তাহলে সেটার দাম একটু বেশি লাগতে পারে, 

আবার যদি আপনি মাঝারি বা মধ্যম মানের কম্পিউটার কিনতে চান তাহলে সেটার দাম একটু মাঝারি মধ্যম আকারের হবে, আবার নিম্নমানের কম্পিউটার যদি কিনতে চান তাহলে দাম অনেক কম হবে। তাই কয়েকটি কোম্পানির ব্র্যান্ডের নাম, ভালো মানের মডেল, দাম উল্লেখ করা হলো-

  • Intel 12Th Generation Core i7 12700 Desktop PC এটার প্রাইস বা দাম পড়বে 58200 টাকা মাত্র।
  • Intel 12Th Generation Core i5 13400 Budget Desktop PC এটার প্রাইস বা দাম পড়বে 59999 টাকা মাত্র।
  • Intel 10Th Generation Core i3-10100 Cutom  Desktop PC এটার প্রাইস বা দাম পড়বে 29200 টাকা মাত্র।
  • Intel 12Th Generation Core i5 12400 Budget Desktop PC এটার প্রাইস বা দাম 36850 টাকা মাত্র।
  • Intel 10Th Generation Core i3- 12105 Custom Desktop PC এটার প্রাইস বা দাম 27000 টাকা মাত্র।

উল্লেখিত ইন্টেল কম্পানির Desktop পিসি বা Computer আপনার পছন্দ হতে পারে এমন যেকোনো একটি আপনি কিনতে পারেন। তবে উল্লেখিত দাম গুলো যেকোনো সময় বা অনিবার্য কারণবশত দাম পরিবর্তন বা কম বেশি হতে পারে। তাই কেনার আগে দাম দর করে তারপরে চেক করে তারপর কিনবেন।

এবার Samsung ব্র্যান্ডের কিছু কম্পিউটারের ভালো মানের মডেল এবং দাম উল্লেখ করলাম-

  • Core i5-8GB 1 TB 19Inch LED -এক বছরের ওয়ারেন্টি সহ Desktop কম্পিউটার-এটার দাম ১৩৫০০ মাত্র।
  • Core i5- 3rd Generation SSD128GB 1000 GB 19Inch LED -এক বছরের ওয়ারেন্টি সহ Desktop কম্পিউটার-এটার দাম 15999 মাত্র।
  • Gigabyte Core i5- 2nd Generation- 8GB 500 GB 19Inch LED -এক বছরের ওয়ারেন্টি সহ Desktop কম্পিউটার-এটার দাম 13500 মাত্র।
  • 8 Generation H310 Core i3 8GB  1000 GB 19Inch LED -এক বছরের ওয়ারেন্টি সহ Desktop কম্পিউটার-এটার দাম 15999 মাত্র।
  • 8 Generation H310-Core i3-8GB SSD 480GB 22Inch LED Full Fresh Codition- Desktop কম্পিউটার-এটার দাম 25500 মাত্র।
  • Core i5- 3rd Generation- 16GB 500 GB 19Inch LED -এক বছরের ওয়ারেন্টি সহ Desktop কম্পিউটার-এটার দাম 14500 মাত্র।
  • Samsung Original -1000GB 4GB 19Inch LED -এক বছরের ওয়ারেন্টি সহ Desktop কম্পিউটার-এটার দাম 9750 মাত্র।
  • Core i5- 6th Generation-22 Inch IPS 16GB SSD480GB Full Fresh Condition-এক বছরের ওয়ারেন্টি সহ Desktop কম্পিউটার-এটার দাম 32500 মাত্র।
  • Samsung Core i7- 840 8GB Ram 1-TB/128GB SSD 4GB Desktop কম্পিউটার-এটার দাম 13870 টাকা মাত্র।

উল্লেখিত Samsung কম্পানির Desktop পিসি বা Computer আপনার পছন্দ হতে পারে এমন যেকোনো একটি আপনি কিনতে পারেন। তবে উল্লেখিত model গুলো ছাড়াও বাজারে আরো অনেক এই কোম্পানির মডেল রয়েছে। যেকোনো সময় বা অনিবার্য কারণবশত দাম পরিবর্তন বা কম বেশি হতে পারে। তাই কেনার আগে দাম দর করে তারপরে চেক করে তারপর কিনবেন।

এ পর্যায়ে ওয়ালটন ব্র্যান্ডের কিছু কম্পিউটারের ভালো মানের মডেল এবং দাম উল্লেখ করলাম-

  • WDPC101571 Memory-8GB DDR4 2666 MHZ Ram, Processor -Intel 10 Generation Core i3 10105, Storage -256 NVME SSD,1TB HDD Walton Computer- এটার দাম হচ্ছে 47750 টাকা মাত্র।
  • WDPC101569 Memory-8GB DDR4 2666 MHZ  Processor -Intel Core i3 10105, Storage -512GB NVMe SSD Walton Computer- এটার দাম হচ্ছে 37850 টাকা মাত্র।
  • WDPC101572, Memory-8GB DDR4 2666 MHz  Processor -Intel Core i3 10105, Storage -512GBM2 2280 SATA SSD Walton Computer- এটার দাম হচ্ছে 38950 টাকা মাত্র।
  • WDPC114075, Cache Memory-12MB Processor -Intel Core i5 11400,  Walton Computer- এটার দাম হচ্ছে 49850 টাকা মাত্র।
  • Walton WDPC 710023 8 GB DDR4-2400MHz Ram-এটার দাম হচ্ছে 43550 টাকা মাত্র।
  • Walton WDPC 710025 8 GB DDR4-2400MHz Ram,Processor- Intel Core i5 7400- এটার দাম হচ্ছে 52850 টাকা মাত্র।

বর্তমান টেকনোলজির যুগে ওয়ালটন কোম্পানি সুনাম ধন্য কোম্পানি গুলোর মধ্যে ওয়ালটন কম্পিউটার কোম্পানির বিভিন্ন ধরনের ভালো মানের মডেল রয়েছে। সেগুলোর কিছু নমুনা আমি উপরে উল্লেখ করেছি। আপনার পছন্দ হতে পারে এমন একটি ওয়ালটন কোম্পানির কম্পিউটার আপনি বেছে নিতে পারেন। 

তবে খেয়াল রাখবেন সময়ের ব্যবধানে বা কোন কারণবশত দামের পরিবর্তন অথবা কম বেশি হতে পারে। তাই কেনার আগে ভালো করে যাচাই-বাছাই করে তারপর কিনবেন।

এবার আপনাদের সামনে এইচপি ব্র্যান্ডের ভালো মানের কিছু কম্পিউটার /PC এর দাম এবং মডেল নিয়ে কথা বলব-

  • HP 200 G4 Core i5 10Th Generation all in One PC- এটার দাম 89000 টাকা মাত্র।
  • HP Pro Tower 290 G9 Intel Core i5 12Th Generation 512GB SSD- এটার দাম 60000 টাকা মাত্র।
  • HP All in One 24-cb1489d Core i5 12Th Generation  PC- এটার দাম 114000 টাকা মাত্র।
  • HP Pro 240 G9 Core i5 12Th Generation all in One Desktop PC- এটার দাম 89800 টাকা মাত্র।
  • HP 24-CR0085d all in One Core i5 1335U PC &  23.8 inch Display - এটার দাম 113000 টাকা মাত্র।
  • HP 24-CR0086d intel Core i5 -1335U 23.8 Inchi ,8 GB Ram PC - এটার দাম 98000 টাকা মাত্র।
  • HP ProOne 240 G10 Core i5 13Th Generation Desktop PC- এটার দাম 91000 টাকা মাত্র।
  • HP ProOne 240 G9 Core i7 12Th Generation all in One PC- এটার দাম 115200 টাকা মাত্র।
  • HP 24-CB1024nh intel Core i5 12Th Generation all in One PC- এটার দাম 110000 টাকা মাত্র।
  • HP 24-CB1173nh Core i5 12Th Generation & Backlit keyboard- এটার দাম 101000 টাকা মাত্র।
  • HP 24-CB1172nh Core i5 12Th Generation All in One PC- এটার দা 97000 টাকা মাত্র।
  • HP Pro Tower 290 G9 Core i3 12Th Generation & 8GB Ram pC- এটার দাম 50000 টাকা মাত্র।
  • HP Pro Desk 400 G5MT Core i5 8Th Generation Business  PC- এটার দাম 32000 টাকা মাত্র।
  • HP Pro Desk 400 G4MT Core i5 7Th Generation 8GB Ram PC- এটার দাম 21000 টাকা মাত্র।
  • HP EliteDesk 705 G2 Mini Brand PC & 8 GB Ram- এটার দাম 12500 টাকা মাত্র।

বর্তমানে এইচপি ব্রান্ডের কম্পিউটার/পিসি সবথেকে জনপ্রিয়। উপরে কিছু এইচপি ব্র্যান্ডের মডেল এবং দাম উল্লেখ করেছি। আপনার পছন্দমত যদি প্রয়োজন হয় তাহলে যাচাই-বাছাই করে যে কোন একটি কিনতে পারেন।তবে দাম যে কোন কারণবশত কম বেশি হতে পারে। তাই যাচাই-বাছাই করে তারপর কিনবেন।

আরো পড়ুন:কম দামে ভালো স্মার্ট টিভি কোনটি জেনে নিন

এইবার আমি Dell কোম্পানির কিছু ভালো মানের কম্পিউটারের /পিসির দাম এবং মডেল নিম্নে উল্লেখ করলাম-

  • Dell Vostro 3020 MT Core i3 13 Generation 8GB Ram 512 GB SSD Desktop PC -এটার দাম 52500 টাকা মাত্র।
  • Dell Vostro 7010 Core i3 12 Generation Tower Desktop PC -এটার দাম 53500 টাকা মাত্র।
  • Dell Vostro 3020 MT Core i5 13 Generation 256 GB SSD 1TB HDD Desktop PC -এটার দাম 73000 টাকা মাত্র।
  • Dell Optiplex 7010 Tower plus Core i37 13 Generation  Desktop PC -এটার দাম 107500 টাকা মাত্র।
  • Dell Vostro 3020T Core i7 13 Generation Desktop PC -এটার দাম 95000 টাকা মাত্র।
  • Dell Optiplex 3090 Core i5 1Generation 1TB HDD Tower brand  PC -এটার দাম 56000 টাকা মাত্র।
  • Dell Vostro 3020 MT Core i3 13 Generation 8GB Ram 512GB SSD Desktop PC -এটার দাম 52500 টাকা মাত্র।

বর্তমানে Dell ব্র্যান্ডের পিসি ,কম্পিউটার খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।এই কোম্পানির কিছু  ভালো মানের মডেল এবং দাম উল্লেখ করেছি। যদি আপনার পছন্দ হয় তাহলে উল্লিখিত যেকোনো একটি অথবা এগুলো ছাড়াও বাজারে আরো অনেক মডেল রয়েছে।সেগুলোর মধ্যে থেকে আপনি যাচাই বাছাই করে যে কোন একটি কম্পিউটার বা পিসি কিনতে পারেন।

শেষ কথা- ভালো মানের কম্পিউটারের দাম কত:

সুপ্রিয় পাঠক, ভালো মানের কম্পিউটারের দাম কত এবং কম্পিউটার /পিসি বা ডেস্কটপ সম্পর্কিত অন্যান্য কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়েছেন। তাই উপরে উল্লেখিত আপনার পছন্দমত ভালো মানের কম্পিউটার যেটা আপনার পছন্দ সেটা আপনি যাচাই-বাছাই করে কিনতে পারেন। 

তবে দামের ব্যাপারে কিছুটা পরিবর্তন হতে পারে। পোস্টটি অন্যান্য ব্যক্তিদের নিকট শেয়ার করুন। যেন অন্যান্য ব্যক্তিরাও পোস্টটি পড়তে পারেন। এতক্ষণ ধরে আমার এই পোষ্টের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url