Linkedin থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় জেনে নিন

প্রিয় পাঠক, আপনি কি জানতে চান Linkedin থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় ? তাহলে আমার এই আর্টিকেলটি পড়তে পারেন। কারণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে Linkedin থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়। 

তাহলে চলুন বন্ধুরা আপনার মূল্যবান সময় নষ্ট না করে শুরু করা যাক Linkedin থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় তা আলোচনা করি। এবং সেই সাথে আরো একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হল Linkedin এ কয়টি উপায়ে জব এপ্লাই করা যায়।

Linkedin এর অর্থ কি? 

Linkedin থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় তা আলোচনা করার আগে আমরা জানবো Linkedin এর অর্থ কি ?Linkedin হলো ইউটিউব, ফেসবুক, টুইটার ইত্যাদি সোশ্যাল মিডিয়ার মত মাইক্রোসফট এর অধীনস্থ সামাজিক যোগাযোগের একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট। 

আরো পড়ুন: টুইটার থেকে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে জানতে রাখুন

তবে এটা কে শুধু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলার চেয়ে প্রফেশনাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম বলাটাই বেশি উত্তম। কারণ এটি চাকুরীজীবীরা বা পেশাজীবীরাই বেশি ব্যবহার করে থাকেন।এই মাধ্যমটি বা ওয়েবসাইটটি ২০০২ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয় এবং ৫ মে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। 

সোশ্যাল মিডিয়া যোগাযোগের এই ওয়েবসাইটটি পেশাজীবীরাই বেশি ব্যবহার করে থাকেন। এই ওয়েবসাইটটি সদর দপ্তর মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া,যুক্তরাষ্ট্র যা বিশ্বব্যাপী এর কার্যকারিতা পরিচালিত হচ্ছে।

লিংকডইন এর সুবিধা:

Linkedin থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় তা আমরা জানবো কিন্তু তার আগে লিংকডইন এর সুবিধা কি কি তা আমরা আগে জানবো।Linkedin এর কয়েকটি উল্লেখযোগ্য সুবিধা নিম্নে উল্লেখ করা হলো-

শিক্ষা পাওয়া-লিংকডইন এর ব্যবহারের অন্যতম সুবিধা হল প্রফেশনাল ব্যক্তিদের শেয়ার করা তথ্য,অভিজ্ঞতা এবং দিক নির্দেশনা পাওয়া যায়। আপনার জীবনে যে ধরনের ক্যারিয়ার গড় করতে চান তা সব সেক্টরের সেরা ব্যক্তিদের লিংকডইনে খুঁজে পাবেন। তাদের প্রোফাইলে শেয়ার করা তথ্য দিক নির্দেশনা গুলো থেকে অনেক কিছুই লারনিং করতে পারবেন। 

নেটওয়ার্কিং সুবিধা- আপনি যদি লিংকডইন এ কাজ করেন তাহলে নেটওয়ার্ক বিল্ড আপ করার এর সুবিধা পাবেন। আপনি যদি কোন স্টুডেন্ট হয়ে থাকেন অথবা কোন কর্ম ক্ষেত্রে জড়িত থাকেন তাহলে এই প্লাটফর্ম টি আপনাকে প্রতিষ্ঠিত ব্যক্তিদের সাথে নেটওয়ার্ক তৈরি করতে অনেক সহযোগিতা করবে। 

এই নেটওয়ার্ক আপনি ব্যবহার করে আপনার কাঙ্ক্ষিত জব টি বা কাঙ্খিত কাজটি পেতে পারেন অথবা ব্যবসাকে আরো সম্প্রসারণ করতে পারেন।

চাকরি খোঁজা- আপনার যদি একটি প্রোফাইল থাকে, নিয়মিত আপনি একটিভ থাকেন তাহলে নিয়োগকর্তা আপনাকে খুঁজে নিতে পারেন। এছাড়া আপনি নিজেও আপনার কাঙ্ক্ষিত চাকরির জন্য খোঁজাখুঁজি করে নিতে পারেন। স্টুডেন্ট থাকা অবস্থায় লিংকডইন অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকলে ভালো হয়। কারণ আপনি যখন গ্রাজুয়েশন শেষ করবেন তখন অল্প সময়ের মধ্যেই কাঙ্খিত জবটি পেতে পারেন।

ফ্রিল্যান্সারদের জন্য সুবিধা-আপনি যদি কোন ফ্রিল্যান্সিং এ কাজ করে থাকেন তাহলে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সারের মত প্ল্যাটফর্ম এর পাশাপাশি লিংকডইন কে আপনার কাজের একটা ক্ষেত্র হিসেবে বেঁছে নিতে পারেন। নিয়োগ কর্মকর্তারা তাদের খরচ কমানোর জন্য পার্টটাইম অথবা ঘণ্টা ভিত্তিক চুক্তিতে কাজের জন্য এখান থেকে ফ্রিল্যান্সার হায়ার করে থাকে।

ছাত্রজীবনে Linkedin এর সুবিধা-চাকরিজীবী অথবা ব্যবসায়ীদের পাশাপাশি স্টুডেন্টদের জন্যও লিঙ্কডইন বিশেষ একটি জনপ্রিয় মাধ্যমে। আপনি যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে একটা লিংকডইন প্রোফাইল খোলা এটাই হচ্ছে মূখ্য সময়। বেসরকারি চাকরির ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন পড়ে লেখাপড়া শেষে এই অভিজ্ঞতা অর্জনের জন্য অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্ন করেন। 

আপনি এ ধরনের সুযোগ যদি পেতে চান তাহলে লিংকডইন আপনাকে সাহায্য করবে। পাশাপাশি এখানে বহু পার্ট টাইম জবের খোঁজ খবর পাবেন।স্টুডেন্ট থাকা অবস্থায় লিংকডইন অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকলে ভালো হয়। কারণ আপনি যখন গ্রাজুয়েশন শেষ করবেন তখন অল্প সময়ের মধ্যেই কাঙ্খিত জবটি পেতে পারেন।

এছাড়া বিভিন্ন মানুষের সাথে নেটওয়ার্কিং করা,যোগাযোগ করা, যোগাযোগ স্কিল ডেভেলপ করার জন্য ছাত্র জীবন থেকে শুরু করলে অনেক ভালো হয়। তাহলে আপনি অন্যান্য মানুষের চেয়ে ভাল মত জব মার্কেট সম্পর্কে ধারণা পাবেন এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করে নিতে পারবেন।

লিংকডইন ব্যবহারের নিয়ম:

Linkedin থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় তা আমরা জানবো কিন্তু তার আগে লিংকডইন ব্যবহারের নিয়ম সম্পর্কে আলোচনা করব। সারা বিশ্বের মধ্যে প্রফেশনাল সোসাল মিডিয়া নেটওয়ার্কিং মাধ্যমগুলোর মধ্যে Linkedin অবস্থান করছে সব থেকে শীর্ষে। সারা দেশের প্রায় ২০০ টির বেশি অঞ্চলে এবং দেশে ব্যবহার করা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টি। 

আরো পড়ুন: instagram থেকে টাকা ইনকাম করার উপায় জেনে নিন

আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে প্রায় ৪.৬০ মিলিয়ন বাংলাদেশি ব্যবহারকারী রয়েছেন। ২০২২ সালের এপ্রিল মাসের তথ্য অনুযায়ী সারা বিশ্বে সিক্সটি সিক্স দশমিক এইট মিলিয়ন পেশাজীবী অথবা চাকরিজীবী রা এইট মিলিয়ন লিংকডইন ব্যবহার করছেন। লিংকডইন ব্যবহারের নিয়ম সম্পর্কে জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন -

প্রোফাইল ব্যবহার(Profile Usees)- আপনার যদি Linkedin একাউন্ট থেকে থাকে তাহলে আপনার প্রোফাইলে আপনার নাম, আপনার ছবি, আপনার অবস্থান ,আপনার পেশা, আপনার জন্ম তারিখ ইত্যাদি আপনার আরো কিছু তথ্য উপরে ডান দিকে থাকতে হবে। এর নিচের অংশে আপনি আপনার একটি জীবন বৃত্তান্ত তৈরি করে দিবেন।

যেখানে আপনার সংক্ষিপ্ত বিবরণ,কাজের অভিজ্ঞতা, শিক্ষা এবং অন্যান্য বিভাগ গুলোর মত বিভিন্ন বিভাগ গুলি কাস্টমাইজ করে আপনার মতো করে উপস্থাপন করবেন।

চাকরি(Job)- নিয়োগ কর্মকর্তারা প্রতিদিন লিংকডইন এ যে সমস্ত চাকরির তালিকা পোস্ট করে থাকেন। আপনার বর্তমান তথ্যের উপর ভিত্তি করে ঐ সকল চাকরির মধ্যে আপনাকে নির্দিষ্ট চাকরির সুপারিশ করবে। সুতরাং আপনার অবস্থান এবং চাকরির পছন্দ গুলি সহ আপনার প্রোফাইলে উল্লেখ করতে পারেন যা আপনি এক্ষেত্রে সুবিধা পেতে পারেন। 

মেসেজ(Message)- আপনি যখন অন্যান্য পেশাদার বা ব্যবসায়ী বা চাকরিজীবীর দের সাথে কথোপকথন শুরু করতে চান, আপনি তা Linkedin এর মাধ্যমে তাদের একটি ব্যক্তিগত বার্তা বা মেসেজ পাঠিয়ে  সেটা করতে পারবেন। আপনি আপনার প্রয়োজন মাফিক ছবি, ফাইল, সহ আরো অনেক কিছু আদান-প্রদান করতে পারবেন এই লিংকডইন এর মাধ্যমে।

আমন্ত্রণ (Invitations)-অন্যান্য চাকরিজীবীরা বা পেশাদাররা যখন আপনাকে লিংকডইনে তাদের সাথে সংযোগ করার জন্য আমন্ত্রণ জানায়, তখন আপনি একটি invitation পাবেন যা আপনি অনুমোদন করে নিয়ে এই ইনভাইটেশন গুলো বা আমন্ত্রণগুলো আপনি (পেন্ডিং ইনভাইটেশন) "Pending Invitatio "বিভাগে পাবেন।

নোটিফিকেশন(Notofication)-অন্যান্য সোশ্যাল মিডিয়া বা নেটওয়ার্ক গুলির মতোই লিংকডইনেও একটি নোটিফিকেশন অপশন রয়েছে যা আপনি পেয়ে থাকবেন। যখন কেউ আপনাকে কোন বিষয়ে সমর্থন করবে, কোন কিছুতে যোগদানের জন্য আমন্ত্রণ জানাবে বা আপনি আগ্রহী হতে পারেন। এমন একটি পোস্ট চেক করার জন্য স্বাগত জানানো হবে। এছাড়া আপনি আরো বিভিন্ন প্রয়োজনে নোটিফিকেশন পেতে পারেন।

অনুসন্ধান বক্স(Search Box)-লিংকডইনে একটি বড় পাওয়ার ফুল সিস্টেম রয়েছে যা আপনাকে বিভিন্ন ক্ষেত্রে এবং আপনার আগ্রহ অনুসারে ফলাফল গুলিতে ফিল্টার করে প্রয়োজনীয় ফলাফল প্রকাশ করতে পারে। নির্দিষ্ট কোন পেশাদার, ব্যক্তি, কোম্পানী, চাকরি ইত্যাদি আরো অনেক কিছু খুঁজতে অনুসন্ধান বক্সে ক্লিক করতে পারেন।

 Linkedin এ কয়টি উপায়ে জব এপ্লাই করা যায়: 

এ পর্যায়ে আমরা লিংকডইন এ কয়টি উপায়ে জব এপ্লাই করা যায় তা নিয়ে আলোচনা করব এবং এরপরেই Linkedin থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় তা আমরা জানবো।Linkedin এ চাকরির জন্য আবেদন করার অনেকগুলো উপায় রয়েছে সেগুলো নিম্নে আলোচনা করা হলো-

সরাসরি চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন-

  • আপনার লিংকডইন প্রোফাইলে জব অপশনে গিয়ে তারপর 'জব' tab এ ক্লিক করুন। 
  • আপনার কাঙ্খিত বা আগ্রহের চাকরির জন্য অনুসন্ধান বা সার্চ করুন।
  • আপনার আগ্রহের চাকরির পছন্দের অবস্থান, কোম্পানি, অভিজ্ঞতা ইত্যাদি দ্বারা ফলাফল ফিল্টার করুন।
  • আপনার প্রোফাইল নিশ্চিত করুন যে আপনার লিংকডইন এবং আপনার আবেদনের সাথে প্রাসঙ্গীগ আছে কিনা।
  • আবেদন করুন, আপনার পছন্দের চাকরির বিজ্ঞপ্তি খুলুন এবং 'অ্যাপ্লাই নাও' বাটনে ক্লিক করুন।
  • আবেদনের সাথে একটি ব্যক্তিগতভাবে কভার লেটার যোগ করে দিন। 
  • আপনি আপনার আবেদন পত্র জমা দিন এবং নিয়োগ কর্তার কাছ থেকে প্রতিক্রিয়া বা রিপ্লাই এর জন্য অপেক্ষা করুন।

Easy Apply এর ব্যবহার-

  • কিছু কিছু চাকরির বিজ্ঞপ্তিতে 'Easy Apply ' করার button থাকে। আপনার লিঙ্কডইন প্রোফাইলে সঠিক তথ্য দিয়ে দ্রুত আবেদন করতে Easy Apply button এ ক্লিক করুন।
  • লিংকডইনে আপনার আবেদন সম্পন্ন করতে প্রয়োজনীয় তথ্য যোগ করে দিন।তারপর আপনার আবেদন জমা দিন।

  • কোম্পানির পেজে সংশোধন স্থাপন করা -

  • আপনার আগ্রহের ভিত্তিতে কোম্পানির পেজ লিংকডইন অনুসন্ধান করুন।
  • জব ট্যাবে গিয়ে কোম্পানি জব ট্যাব ক্লিক করুন।
  • কোম্পানির যে চাকরির জন্য নিয়োগ করছে তা উপলব্ধি করুন।
  • আপনি যদি কোম্পানিটি যে চাকরির জন্য নিয়োগ করছে সেটা আগ্রহী থাকেন তবে ইন্টারেস্টেড বোতামে ক্লিক করুন।
  • কোম্পানির বিভিন্ন কর্মচারী কর্মকর্তাদের সাথে সংযোগ রাখুন এবং কর্মীদের সাথে সংযোজন স্থাপন করুন এবং নেটওয়ার্ক তৈরি করুন।

লিংকডইন গ্রুপ ব্যবহার করে চাকরির জন্য আবেদন-

  • আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত প্রয়োজন এবং সেগুলোকে যোগাযোগ করুন। 
  • সক্রিয়ভাবে গ্রুপের আলোচনায় অংশগ্রহণ নিয়ে এবং প্রশ্ন করুন এবং আপনার জ্ঞান ভাগাভাগি করে নিন।
  • চাকরির পোস্ট খুঁজুন, গ্রুপের সদস্যরা তাদের পোস্ট করতে পারে সেটা খুঁজুন এবং আগ্রহী হলে আবেদন করুন। 
  • যোগাযোগ করুন এবং গ্রুপের মধ্যে কোম্পানির কর্মীদের সঙ্গে বা অন্যান্য পেশাদারদের সাথে যোগাযোগ করুন।

Linkedin থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়: 

এই পর্যায়ে আমরা Linkedin থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় তা বিস্তারিত আলোচনা করব। আশা করছি আপনি আমার এই পোষ্টের সঙ্গেই থাকবেন। আপনার যদি বিভিন্ন টেকনোলজি সম্পর্কে আইডিয়া থাকে অথবা  Linkedin একাউন্টে ভালো সিভি থাকে সেক্ষেত্রে আপনি Linkedin থেকে টাকা ইনকাম করতে পারেন।Linkedin থেকে টাকা ইনকাম করার বিভিন্ন টিপস নিম্নরূপ-

Linkedin এ জয়েন করে ইনকাম- আপনার যদি লিংকডইন অ্যাকাউন্ট খোলা থাকে অথবা আপনি যদি Linkedin ব্যবহার করে থাকেন তাহলে এখানে জয়েন করার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারেন। এখানে জয়েন্ট হওয়ার পর আপনি বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত হতে থাকুন বা বিনামূল্যে ফিচারগুলি নিয়মিত চেষ্টা করুন। ইমেইল টেমপ্লেটের মাধ্যমে প্রাসঙ্গিক সদস্যদের সাথে যোগাযোগ বৃদ্ধি করুন।

আরো পড়ুন: whatsapp থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় জেনে নিন

প্রফেশনাল প্রোফাইল তৈরি করে ইনকাম- Linkedin থেকে টাকা ইনকাম করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল প্রফেশনাল প্রোফাইল তৈরি করা যা পরবর্তীতে আপনি সিভি হিসাবে ব্যবহার করতে পারেন। তাই এখান থেকে টাকা ইনকাম করতে হলে প্রফেশনাল প্রোফাইল সাজাতে হবে। 

প্রোডাক্ট সেকশন ব্যবহার করে ইনকাম- আপনি যদি Linkedin থেকে টাকা ইনকাম করতে চান তাহলে প্রোডাক্ট সেকশন ব্যবহার করতে পারেন।

ইমেজ আপলোড করে ইনকাম-Linkedin থেকে টাকা ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই এখানে ইমেজ আপলোড করতে হবে।আপনার ব্লক সাইট মেনশন করে বা সার্ভিস পোস্ট করে আপনি চাইলে এখান থেকে টাকা উপার্জন করতে পারেন। তবে এক্ষেত্রে আপনি ছবি অথবা ভিডিও ব্যবহার করতে ভুলবেন না। কারণ এই ধরনের পোস্টে যদি ছবি না থাকে তাহলে পোস্ট আকর্ষণীয় হবে না।

ভিডিও আপলোড করে ইনকাম -লিংকডইনে সাধারণত সর্বোচ্চ ১০ মিনিটের ভিডিও আপলোড করা যায়। আপনার সার্ভিস অথবা প্রোডাক্ট এর উপর ভিত্তি করে আপনি ইচ্ছে করলে নিয়মিত মার্কেটিং ভিডিও আপলোড করতে পারেন।এটি আপনাকে দ্রুত এখান থেকে আয় করার জন্য সাহায্য করতে পারে।

উন্নত মানের কনটেন্ট লিখে ইনকাম-যেকোনো মার্কেটিং এর জন্য একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হল উন্নতমানের বা মানসম্মত কনটেন্ট।আপনি যদি মানসম্মত বা ভালো মানের কনটেন্ট যদি আপনার প্রশাসনের সাথে মিলে যায় অথবা আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস করছেন তার সাথে মিলে যায় তাহলে আপনার একটি ক্লায়েন্ট অডিয়েন্স গ্রুপ তৈরি হয়ে যাবে।

হ্যাশট্যাগ ব্যবহার করে ইনকাম- Linkedin থেকে ইনকাম করতে হলে আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। লেনদেন থেকে আয় করার একটি প্রয়োজনীয় অডিয়েন্স আর অডিয়েন্স আসার উপায় হল হ্যাশট্যাগ ব্যবহার করা। আপনার টফিকের সাথে সামঞ্জস্য হয় এমন হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট আপলোড করলে আপনার ইনকাম ভালো হবে।

বিজ্ঞাপন এবং স্পন্সরশিপ এর মাধ্যমে ইনকাম-Linkedin থেকে আপনি বিজ্ঞাপন এবং স্পন্সরশিপের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন।আপনার Linkedin প্লাটফর্মে বিজ্ঞাপন প্রদান করে আপনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারেন এবং স্পন্সরশিপ প্যাকেজ তৈরি করে সাম্প্রতিক সংস্থার বিপণন প্রচারে সাহায্য করতে পারেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম-আপনি যদি বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং বা বিভিন্ন ধরনের অ্যাকশন দিতে পারেন এবং সেখান থেকে কোন সারভে পূরণ করলেই সেখান থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। এবং এই সহজ কাজগুলোর মাধ্যমে আপনি অনেকটাই লাভবান হতে পারবেন।

শেষ কথা-Linkedin থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়

সুপ্রিয় পাঠক, আলোচনার শেষ প্রান্তে এসে এ কথা বলে শেষ করব যে  Linkedin থেকে টাকা ইনকাম করার উপায় বা কিভাবে টাকা ইনকাম করা যায় তা আলোচনা হয়েছে এবং এর সাথে লিংকডইন সম্পর্কিত আরো কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনি এই পোস্টটি পড়ে অনেকটাই উপকৃত হতে পেরেছেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url