বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন-ফোনের দাম বাংলাদেশ

সম্মানিত পাঠক, আপনি কি জানতে চান বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন কোনটি ? তাহলে একজন সঠিক জায়গায় এসেছেন। কারণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন কোনটি। 

চলুন তাহলে পাঠক বন্ধুরা আপনার মূল্যবান সময় নষ্ট না করে আমরা আলোচনা করি বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন কোনটি এবং সেই সাথে আরো একটি বিষয় আলোচনা করব সেটা হল মোবাইল ফোনের দাম বাংলাদেশ। 

সর্বপ্রথম কোন দেশে মোবাইল ফোন চালু হয়:

বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন কোনটি ? বিষয়টি জানার আগে আমাদের জানা দরকার যে সর্বপ্রথম কোন দেশে মোবাইল ফোন চালু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের বেল ল্যাভসের প্রকৌশলীরা গাড়ি মোবাইল ফোনের পরিধি সম্প্রসারিত করে টেলিফোনে কথা বলার সুবিধার জন্য কাজ আরম্ভ করে। 

আরো পড়ুন: আইপিএস ও ইউপিএস কেনার আগে যে বিষয়গুলো জানা প্রয়োজন

যার ফলে ১৭ জুন ১৯৪৬ সালে মিসৌরির সেন্ট লুইসে মোবাইল পরিষেবার যাত্রা শুরু হয়। সোভিয়েত ইউনিয়নের মস্কোর একজন প্রকৌশলী লিউনিড কুফরিয়ানোভিচ ১৯৫৭- ১৯৬১ সালে বেশ কয়েকটি পরীক্ষামূলকভাবে পকেট আকারের বেতার কমিউনিকেশন যন্ত্র তৈরি ও উপস্থাপন করেছিলেন। 

১৯৬১ সালে উপস্থাপিত একটি মডেলের ওজন ছিল ৭০ গ্রাম এবং এটি সহজেই হাতের মুঠোয় নিয়ে চলাফেরা করা যায়। সোভিয়েত ইউনিয়নে সর্বপ্রথম অটোমোবাইল 'আলতাই'ফোনের সিস্টেম বিকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ১৯৬৫ সালে বুলগেরিয়ার কোম্পানি আন্তর্জাতিক প্রদর্শনীতে বেস স্টেশনের সাথে মিলিত একটি মোবাইল ফোন উপস্থাপন করেন। 

এই ফোনটি ১৫ জন একসাথে গ্রাহককে পরিষেবা দিতে সমর্থ এই বেস স্টেশন একটি টেলিফোন তারের লাইনের সাথে সংযুক্ত থাকে। তখন থেকে প্রাথমিক পরিসেবা ০ জি থেকে ধারাবাহিকভাবে মোবাইল টেলিফোনটিতে অগ্রগতি হয়েছে।পরে (ওয়ান জি) ১জি এনালগ সেলুলার নেটওয়ার্ক ১৯৭৯ সালে চালু হয়। 

তারপর (টু জি) ২জি ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক ১৯৯৯১ সালে চালু হয়। তারপর তৃতীয় প্রজন্মের (থ্রি জি) ৩জি ব্রডব্যান্ড ডেটা পরিষেবা ২০০১ সালে জাপানে চালু হয়।এবং চতুর্থ প্রজন্মের (ফোর জি) ৪জি নেটওয়ার্ক ২০০৬ সালে দক্ষিণ কোরিয়ায় চালু হয়।২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে (ফাইভ জি) ৫জি নেটওয়ার্ক গঠনের কাজ শুরু হয়। 

আর এক তথ্য মতে ইঞ্জিনিয়ার মার্টিন কুপার প্রথম মোবাইল ফোন তৈরি করেছিলেন ১৯৭৩ সালে আমেরিকার নিউইয়র্কে। তাকে মোবাইল ফোনের জনক বলা হয়ে থাকে। তিনি তখনকার ছোট টেলিকম কোম্পানি 'মটোরোলায়' কাজ করতেন। ওই সময় হ্যান্ড ফোন এবং বাংলায় মুঠোফোন হিসেবে অভিহিত করা হয়।

এই ফোন সেট এক স্থান থেকে অন্য স্থানে সহজেই নিয়ে যাওয়া এবং আনা যায়। এই হ্যান্ডসেটি যে কোন স্থান থেকে অন্য যেকোন স্থানে স্থানান্তরিত সহজেই করা যায় বলে মোবাইল ফোন নামকরণ করা হয়েছে। এই মোবাইল ফোন হল বর্তমান সময়ে সব ধরনের যোগাযোগ করার একটি উৎকৃষ্ট মাধ্যম। 

এটি পৃথিবীর যেকোন স্থান থেকে অন্য যেকোন স্থানে স্থানান্তরিত করা যায় এবং এক স্থান থেকে পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করা যায়।

বাংলাদেশে মোবাইল কত সালে আবিষ্কার হয়:

বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন কোনটি তা জানার আগে আমরা বাংলাদেশে মোবাইল কত সালে আবিষ্কার হয় সেটা আমরা জেনে নেব। আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে প্রথম মোবাইল ফোন চালু হয় ১৯৯০ সালের এপ্রিল মাসে। বাংলাদেশ টেলিকম লিমিটেড ঢাকা শহরে (এ এম পিএস) AMPS মোবাইল প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন পরিসেবা চালু করা হয়। 

আরো পড়ুন: বাটন ফোন কেনার সময় যেসব বিষয় খেয়াল রাখা দরকার

বর্তমানে বাংলাদেশে অনেকগুলো কোম্পানির মোবাইল ফোন চালু রয়েছে।তাদের মধ্যে (জি এস এম) GSM কোম্পানি মোবাইল কোম্পানি ২০১৩ সাল থেকে তৃতীয় প্রজন্মের( থ্রিজি) 3G সেবা দেওয়া শুরু করেছে। যত কোম্পানি রয়েছে সেগুলোর মধ্যে (মোবাইল অপারেটরের মধ্যে )একমাত্র টেলিটক আমাদের দেশীয় কোম্পানি। 

বর্তমানে রবি ও এয়ারটেল একীভূত হয়ে রবি হবার কাজ করছে। বাংলাদেশে মোবাইল নাম্বার গুলো ০১ দিয়ে শুরু হয়েছে এবং কান্ট্রি কোড অর্থাৎ বাংলাদেশের কোড সহ নম্বর হয় +৮৮০১***তারপর আরো নয়টি সংখ্যা দিয়ে মোবাইল ফোন নম্বর চলছে। অর্থাৎ কান্ট্রি কোড ব্যতীত মোট ১১ ডিজিটের নম্বর বর্তমানে চালু আছে।

মোবাইল কোম্পানিগুলো হল -

  • সিটি সেল কোড -০১১ (সম্ভবত বর্তমানে বন্ধ আছে)
  • রবি কোড- ০১৮
  • এয়ারটেল কোড -০১৬
  • গ্রামীণফোন কোড-০১৭,০১৩
  • বাংলালিংক কোড-০১৯,০১৪
  • টেলিটক  কোড- ০১৫

বর্তমানে বিটিআরসির (BTRC )তথ্য মতে, ২০২৩ সালের নভেম্বর মাসে বাংলাদেশের মোবাইল সিমের গ্রাহক সংখ্যা প্রায় 19 কোটি 36 লাখ। এগুলোর মধ্যে গ্রামীণ ফোনের গ্রাহক সংখ্যা হচ্ছে ৮ কোটি ২১ লাখ ৪০ হাজার, রবির গ্রাহক সংখ্যা হচ্ছে প্রায় ৫ কোটি ৮৩ লাখ ৮০ হাজার, বাংলালিংকের গ্রাহক সংখ্যা হচ্ছে প্রায় ৪ কোটি ৩৩ লাখ ৮০ হাজার এবং টেলিটকের গ্রাহক সংখ্যা হচ্ছে প্রায় ৬৪ লাখ ৬০ হাজার।

মোবাইল ফোনের বাংলা অর্থ কি? 

আমরা এবার জেনে নেব মোবাইল ফোনের বাংলা অর্থ কি ? তারপরে জানব বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন কোনটি। আসুন তাহলে মোবাইল ফোনের বাংলা অর্থ আমরা জেনে নেই। মোবাইল ফোন শব্দের আক্ষরিক বাংলা অর্থ হচ্ছে মুঠোফোন। এ শব্দটির প্রতি অনেক মানুষ খুব একটা পরিচিত নয়। 

এই শব্দটির অর্থ হাতের মুঠোয় ব্যবহার করা যায় যা সহজেই বহনযোগ্য অথবা এক স্থান থেকে অন্য স্থানে সহজে স্থানান্তর করা যায়। আমরা জানি মোবাইল ফোন শব্দটি হচ্ছে বিদেশি শব্দ। তবে বিদেশী হলেও সেটি এখন বাংলাদেশে মোবাইল ফোন নামে বেশি পরিচিত। মোবাইল ফোনের বাংলা অর্থ মুঠোফোন হলেও এ শব্দটি সাধারণত বেশিরভাগ মানুষই ব্যবহার করেনা। 

আরো পড়ুন:২০২৪ সালের জন্য ১২টি কম দামে ভালো ট্যাব

তারপরেও মুঠোফোন শব্দটি বাংলাদেশের কথ্য ভাষায় এখনো মোবাইল ফোন নামে পরিচিত। মোবাইল ফোন এর বাংলা অর্থ হয়ে উঠেছে 'মুঠোফোন' কথাটি শুধু লেখালেখিতে ব্যবহার হয়। আর এই মুঠোফোন টিকে আমরা বাংলাদেশের মানুষ মোবাইল ফোন নামেই বেশি বলে থাকি।

মোবাইল ফোনের দাম বাংলাদেশ: 

এ পর্যায়ে আমরা মোবাইল ফোনের দাম বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব এবং তারপরে বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন কোনটি সেটা নিয়ে আলোচনা করব। বর্তমানে মোবাইল ফোনের দাম বাংলাদেশের একেক ধরনের কোম্পানির একেক মডেলের একেক রকমের দাম রয়েছে। নিম্নে কিছু মোবাইলের দাম সম্পর্কে আলোচনা করলাম-



মোবাইলের নাম, মডেল ও দাম-

  • Nokia101 Mobile এর দাম ৭৯৯ টাকা
  • Nokia105 Mobile এর দাম ৮২০ টাকা 
  • Nokia130Mobile এর দাম ১৭৬৯ টাকা 
  • Nokia150 Mobile এর দাম ১৯৯৬ টাকা 
  • Oppo A5S Mobile এর দাম ৬৭০০ টাকা।
  • Apple 16 PRO MAX 256TDRA 1,95,000 টাকা।
  • Vibo S1  8/256 GB এর দাম ৮৫৯০ টাকা।
  • Xiaomi poco C65এর দাম ১২৮৯০ টাকা।
  • Apple IPHONE 16 PRO MAX 1,88,000 টাকা।
  • Oppo A3s spacial offer Mobile এর দাম 5599 টাকা।
  • Samsung Galaxy Z Fold 4 Mobile এর দাম 61,500 টাকা।
  • Xiaomi Mi A2 Mobile Phon Used এর দাম 7500 টাকা।
  • One plus 5G 6GB/128GB BoxMobile Phonএর দাম 15990 টাকা
  • One plus Nord N2004/64 GB Mobile Phonএর দাম 11490 টাকা ।
  • Realme 12Pro Mobile Phon এর দাম 29,999 টাকা।
  • POCO X6 Pro 8GB Mobile Phon এর দাম 24,999 টাকা।

উপরে উল্লেখিত বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনের দাম যে কোন সময় পরিবর্তন হতে পারে। তাই আপনি যদি কোন ফোন কিনতে চান তাহলে মোবাইলের দোকানে গিয়ে দাম দর করে যাচাই বাছাই করে কিনলে ভালো হয়।

বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন: 

এ পর্যায়ে আমরা বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন কোনটি বা কম দামের স্মার্টফোন কি কি বা কোন কোন কোম্পানির কম দামের স্মার্টফোন রয়েছে তা আমি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। বাজারে প্রায় দেখা যাচ্ছে কিছুদিন পরপরই নতুন নতুন মোবাইল আসছে। 

আরো পড়ুন:মোবাইল হ্যাং হওয়ার কারণ কি

তাই যারা সাধারণ মোবাইল কিনতে চাচ্ছেন তারা প্রায় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছেন। আপনাদের জন্য নিয়ে এলাম কিছু কম দামের স্মার্টফোনের দাম, প্রসেসর,Ram, ডিসপ্লে,Disply ইত্যাদি বর্ণনা করব। যেহেতু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম দামের স্মার্টফোন তাই এখানে 10000 দশ হাজার টাকা এর নিচের মোবাইল ফোনগুলো নিয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব-

SYMPHONY PLY W17-বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্ট ফোন গুলোর মধ্যে সিম্ফনি মোবাইল ফোন হলো একটি অন্যতম মোবাইল ফোন। এটার ডিসপ্লে- 3.5  ইঞ্চি, রেজুলেশন ৩২০* ৪৮০, প্রসেসর 1.0 গীগাহার্জ ডুয়ালকোর, গ্রাফিক্স -মালি৪০০,Ram-৫১২ এমবি,রম-৪জিবি, ক্যামেরা এবং ব্যাটারি ১.৩ + ভিজিএ ১৩০০ এমএইচ ব্যাটারি। 

এটার দাম ৪২৯৯ টাকা মাত্র। আপনি যদি কম দামের স্মার্টফোন কিনতে চান অথবা আপনার বাজেট যদি কম হয়ে থাকে তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন। ফোনটি সুন্দর এবং ব্যবহারের জন্য উপযোগী।

MAXIMUS Max 402-এই ফোনটির ডিসপ্লে-4.0 "(ফোর পয়েন্ট জিরো ইঞ্চি) রেজুলেশন ৪৮০* ৮০০,প্রসেসর 1.0 গীগাহার্জ ডুয়ালকোর,(Ram Rom) র‍্যাম ও রোম-৫১২ এমবি,রম-৪জিবি, ক্যামেরা এবং ব্যাটারি- ৫এমপি + ভিজিএ১৫০০ এমএইচ ব্যাটারি।এটার দাম ৫২৯৯ টাকা মাত্র। 

আপনি যদি কম দামের স্মার্টফোন কিনতে চান অথবা আপনার বাজেট যদি কম হয়ে থাকে তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন। ফোনটি সুন্দর এবং ভালো।

WALTON PRIMO F4-বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্ট ফোন গুলোর মধ্যে walton প্রিমো হচ্ছে একটি অন্যতম দেশীয় পণ্য।এই ফোনটির ডিসপ্লে-4.0" (ফোর পয়েন্ট জিরো ইঞ্চি) রেজুলেশন ৪৮০* ৮০০,প্রসেসর ১.৩ গীগাহার্জ ডুয়ালকোর,(Ram Rom) র‍্যাম ও রোম-১ জিবি, রম-৮জিবি, ক্যামেরা এবং ব্যাটারি- ৫এমপি + ভিজিএ১৬০০ এমএইচ ব্যাটারি। 

এই ওয়ালটন মোবাইলটির দাম ৭৭০০ টাকা মাত্র। আপনি যদি ১০ হাজার টাকার কম দামের স্মার্টফোন কিনতে চান অথবা আপনার বাজেট যদি কম হয়ে থাকে তাহলে আপনি এই বাংলাদেশের তৈরি এই ফোনটি কিনতে পারেন। 

WALTON PRIMO NF-বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্ট ফোন গুলোর মধ্যে walton NF হচ্ছে একটি সবার সেরা দেশীয় পণ্য।এই ফোনটির ডিসপ্লে-6.0" (Six পয়েন্ট জিরো ইঞ্চি) রেজুলেশন ৪৮০* ৮৫৪,প্রসেসর ১.৩ গীগাহার্জ ডুয়ালকোর, গ্রাফিক্স-মালি ৪০০,(Ram Rom) র‍্যাম ও রোম-৫১২mb রম-৪জিবি, ক্যামেরা এবং ব্যাটারি- ৫এমপি + ভিজিএ২৭০০ এমএইচ ব্যাটারি। 

এই ওয়ালটন মোবাইলটির দাম ৯২০০ টাকা মাত্র। আপনি যদি ১০ হাজার টাকার কম দামের স্মার্টফোন এবং বড় ডিসপ্লে চিনতে চান অথবা আপনার বাজেট যদি কম হয়ে থাকে। তাহলে আপনি এই বাংলাদেশের তৈরি এই ফোনটি কিনতে পারেন।

SYMPHONY W69Q-বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্ট ফোন গুলোর মধ্যে সিম্ফনি মোবাইল ফোন হলো একটি অন্যতম মোবাইল ফোন। এটার ডিসপ্লে- ips 4.0" ইঞ্চি, রেজুলেশন -480* 800, প্রসেসর 1.3 গীগাহার্জ ডুয়ালকোর, গ্রাফিক্স -মালি৪০০,Ram-৫১২ এমবি,রম-৪জিবি, ক্যামেরা এবং ব্যাটারি 5MP + ভিজিএ 1600 এমএইচ ব্যাটারি। 

এটার দাম 7300 টাকা মাত্র। আপনি যদি কম দামের স্মার্টফোন কিনতে চান অথবা আপনার বাজেট যদি কম হয়ে থাকে তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন। ফোনটি সুন্দর এবং ব্যবহারের জন্য উপযোগী।

MAXIMUS MAX 950-বাংলাদেশের সবচেয়ে কম দামি স্মার্টফোন গুলোর মধ্যে ম্যাক্সিমাস ফোন অনেক পছন্দের ফোন। ফোনটির ডিসপ্লে-5.0 "(ফাইব পয়েন্ট জিরো ইঞ্চি) রেজুলেশন ৪৮০* ৮৫৪,প্রসেসর 1.0 গীগাহার্জ ডুয়ালকোর,(Ram Rom) র‍্যাম ও রোম-৫১২ এমবি,রম-৪জিবি, ক্যামেরা এবং ব্যাটারি- ৫এমপি + ভিজিএ২০০০ এমএইচ ব্যাটারি।

এটার দাম ৬৯৯৯ টাকা মাত্র। আপনি যদি কম দামের স্মার্টফোন কিনতে চান অথবা আপনার বাজেট যদি কম হয়ে থাকে তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন। ফোনটি সুন্দর এবং ভালো।

Tecno Pop7 Mobile Phon- 

Display -6.6inch

Ram-2

Rom-64

Camera-8+0.8Selfie-5MP

Battery-5000MAH

This Phone price-9690Taka.

Samsung Galaxy -

Display -6.5 Inch

Ram-3

Rom-32

Camera-50+2 Selfie-5MP

Battery-5000MAH

This Phone price-14499Taka.

Inflex Smart 6 Mobail-

Display -6.6 Inch

Ram-3 GB

Camera-5MP Selfie Camera

Battery-5000MAH

This Phone is official price-9090 Taka.

Itel Vision 1 Pro Mobail

Display -6.5 Inch

Ram-3 GB

Camera-8MP Camera

Battery-4000 MAH

This Phone is official price-7290 Taka.

Honor X5 Plus

১৪ থেকে ১৫ হাজার টাকা নিতে যদি কোন মোবাইল আপনি কিনতে চান তাহলে এই মোবাইল ফোনটি আপনি ক্রয় করতে  পারেন।

Display -6.56HD Inch

Ram-8GB,64GB Storege

Camera-8MP Camera

Battery-5200 MAH,10 Wate Charger

This Phone is official price-12999 Taka.

তবে কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা নির্দিষ্ট দামের চেয়ে আরও অনেক বেশি দামে মোবাইল ফোন বিক্রি করে থাকে। তাই আপনি কম দামের স্মার্টফোন কিনতে চাইলে বাজারে যাচাই-বাছাই করে, ইন্টারনেট সহ আশে পাশে চেক করবেন। তারপর মোবাইল কিনবেন।তাহলে আপনি ঠকবেন না।

শেষ কথা-বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন: 

সম্মানিত পাঠক, বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন কোনটি বা কি কি তা উপরের অংশে কয়েকটি কোম্পানির মোবাইল ফোন নিয়ে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি এবং তার সাথে মোবাইল সম্পর্কিত আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করছি আপনি যদি কম দামে স্মার্ট ফোন কিনতে চান।

তাহলে উল্লেখিত মোবাইল ফোন গুলোর মধ্যে যেকোনো একটি আপনি কিনতে পারেন। তবে মোবাইল গুলোর দাম যে কোন সময় পরিবর্তন হতে পারে। তাই যখন আপনি কিনবেন তখন ভালো করে যাচাই-বাছাই করে তারপর আপনার পছন্দ মোতাবেক মোবাইল ফোন কিনবেন।আশা করছি পোস্টটি আপনার অনেক উপকারে আসবে। 

তাই শুরু থেকে শেষ পর্যন্ত পোস্ট পড়ুন এবং অন্যান্য ব্যক্তিদের কেউ পড়ার জন্য উৎসাহিত করুন। এতক্ষণ আমার এই পোস্টের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url