কম দামে ভালো ল্যাপটপ ২০২৪ কোনটি জেনে নিন

সুপ্রিয় পাঠক, আপনি কি জানতে চান যে কম দামে ভালো ল্যাপটপ ২০২৪ কোনটি? তাহলে আমার এই আর্টিকেলের সঙ্গেই থাকুন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কম দামে ভালো ল্যাপটপ ২০২৪ কোনটি। 

তাই আসুন বন্ধুরা দেরি না করে আমরা জেনে নেই কম দামে ভালো ল্যাপটপ ২০২৪ কোনটি এবং কোন ব্রান্ডের ল্যাপটপ ভাল 2024 ।

ল্যাপটপ এর অর্থ কি? 

কম দামে ভালো ল্যাপটপ ২০২৪ কোনটি তা জানার আগে আমরা জেনে নেব যে ল্যাপটপ এর অর্থ কি। ল্যাপটপ হলো বহনযোগ্য  একটি ব্যক্তিগত কম্পিউটার যা কিছুটা ঝিনুকের মতো দেখা যায় এবং এটি ভ্রমণ উপযোগী। ল্যাপটপ এবং নোটবুক দুটি বস্তুকে আগে ভিন্ন বলে ধরা হতো। 

আরো পড়ুন: 32 ইঞ্চি স্মার্ট টিভির দাম কত জানতে চোখ রাখুন

কিন্তু বর্তমানে সেটা অনেকেই মানে না।ল্যাপটপ আমাদের জীবনে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, কর্মক্ষেত্রে, শিক্ষাই, ব্যক্তিগত বিনোদনের কাজে ইত্যাদি। ল্যাপটপ হলো ব্রিফকেস আকৃতির যা সাথে করে বহনযোগ্য একটি কম্পিউটারের মত। এটি যেকোনো স্থানে রেখে কাজ করা সম্ভব। 

ল্যাপটপ হল একটি পোর্টেবল কম্পিউটার যা সহজে বহন করা যায় এবং এটি ব্যাটারি দ্বারা চালিত হয়।এটি একটি কম্পিউটারের মতোই প্রায় সমস্ত কার্যক্ষমতা সক্ষম। একটি ল্যাপটপে থাকে হল কিবোর্ড,টাচপ্যাড এবং ডিসপ্লে স্ক্রিন একত্রিত থাকে। যা একটি পোর্টেবল প্যাকেজে পুরো কম্পিউটিং সিস্টেম প্রদান করে। 

ল্যাপটপের একটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি বহনযোগ্য ,হালকা এবং ছোট্ট আকারের হওয়ার কারণে সহজে ব্যাগে বহন করা যায়। ল্যাপটপ শিক্ষার্থীদের জন্য ,ব্যবসা ও অফিসের কাজে, গেমিং এবং বিনোদন ভ্রমণ কালীন কাজে, ফ্রিল্যান্সিং এর কাজে ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। 

সবচেয়ে সংক্ষেপে বলা যায় ল্যাপটপ হল একটি বহনযোগ্য, শক্তিশালী, এবং সর্ব ইন ওয়ান কম্পিউটার ডিভাইস যা ব্যক্তিগত শিক্ষামূলক এবং পেশাগত কাজে ব্যবহার করা হয়ে থাকে।

সবচেয়ে দামি ল্যাপটপ কোনটি: 

এ পর্যায়ে আমি সবচেয়ে দামি ল্যাপটপ কোনটি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং এর পাশাপাশি কম দামে ভালো ল্যাপটপ ২০২৪ কি কি সেগুলো আলোচনা করব। মানুষ ব্যক্তিগত কারণে কিংবা, অফিসের কাজের ব্যবহারের জন্য ল্যাপটপ ব্যবহার করছে এবং সহজেই গ্রহণযোগ্য বলে তরুণদের মধ্যে এই প্রযুক্তি পণ্যের ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায়। নিচে বেশ কয়েকটি দামি ল্যাপটপের কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি-

এনজে সওরোভাস্কি এবং ডায়মন্ডে মোড়ানো নোটবুক- ইউক্রেনীয় আর্ট স্টুডিও MJ ২০১৬ সালে বিশ্বের সবচেয়ে দামি ল্যাপটপ তৈরি করেছে।এই দামি ল্যাপটপের দাম হচ্ছে ৩.৫ মিলিয়ন ডলার যা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে 35 কোটি টাকার বেশি হয়। এই ল্যাপটপটিতে এবং এটার মাউস এ শত শত সাদা এবং কালো রঙ এর হিরা দিয়ে তৈরি করা হয়েছে।এ জন্য এটির দাম এত বেশি হয়েছে।

আরো পড়ুন: কম দামে ভালো স্মার্ট টিভি কোনটি জেনে নিন

লুভাগ্লিও ল্যাপটপ-বিশ্বের অন্যতম দ্বিতীয় নাম্বারের দামি ল্যাপটপ হচ্ছে লুভাগ্লিও ল্যাপটপ। এই ল্যাপটপের পাওয়ার বাটনগুলো তৈরি করা হয়েছে হীরা দিয়ে। এই ল্যাপটপটির দাম ১ মিলিয়ন অর্থাৎ এক কোটি টাকা।

টিউলিপ ই-গো ডায়মন্ড ল্যাপটপ-এই ল্যাপটপটি দেখতে অনেকটা মহিলাদের হ্যান্ড ব্যাগের মতো। এটি কঠিন প্যালাডিয়াম, সাদা সোনা দিয়ে তৈরি করা হয়েছে এবং উজ্জ্বল কাটা হিরা দিয়ে লাগানো। এই ল্যাপটপ টির দাম ৩ লাখ ৫৫ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় ৪ কোটি টাকা।

ম্যাক প্রো ২৪ ক্যারেট সোনা ল্যাপটপ-বিশ্বের সবচেয়ে দামি ল্যাপটপ গুলোর মধ্যে এটি হচ্ছে চতুর্থ দামি।এটার দাম ৩০ হাজার ডলার বাংলাদেশি টাকায় কনভার্ট করলে ৩৪ লক্ষ পঞ্চাশ হাজার টাকা।2013 সালে কম্পিউটার চপারস একজন ক্রেতার জন্য তৈরি করেছিলেন এই ল্যাপটপটি ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি করা হয়েছে এবং ল্যাপটপের অ্যাপোল লোগো সাজানো হয়েছে হিরা দিয়ে।

বিলিং মাই থিংকস গোল্ডেন এজ ম্যাকবুক প্রো এয়ার ল্যাপটপ-এই ল্যাপটপটির নাম অনেক বড় হলেও এটি 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি করা হয়েছে। এটির দাম ২৬০০০ ডলার যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় ২৯ লাখ ৯০ হাজার টাকা।

বেন্টলির জন্য ইজিও ল্যাপটপ-বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ল্যাপটপ গুলোর মধ্যে এটি হচ্ছে ষষ্ঠতম অন্যতম একটি ল্যাপটপ। এটি ব্রিটিশ বিলাসবহুল গাড়ি নির্মাতা বেন্টলে এবং ইজিও দ্বারা অংশীদারীতে নির্মিত হয়েছে। এটি হীরা এবং সাদা সোনা দিয়ে তৈরি করা হয়েছে। এটির দাম ২০০০০ ডলার যা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে প্রায়২৩ লক্ষ টাকা হয়।

ভডো এনভি এইচ ১৭১ ল্যাপটপ- এই ল্যাপটপ টি বিশ্বের দামি ল্যাপটপ গুলোর মধ্যে সপ্তম স্থান অধিকারীত্বে একটি অন্যতম ল্যাপটপ। এর দাম ৮৫০০০ ডলার যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে ৯৭ লক্ষ ৭৫ হাজার টাকা।

স্টিল্থ ম্যাকবুক প্রো ল্যাপটপ- এই ল্যাপটপটির স্থান হচ্ছে ৮ নম্বরে। এই ল্যাপটপটির দাম ৬ হাজার ডলার যা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে ৬ লাখ ৯০ হাজার টাকা প্রায়।

রক এক্সট্রিম ল্যাপটপ-এই ল্যাপটপটি একটি অন্যতম গেমিং ল্যাপটপ।এটা হচ্ছে বিশ্বের নবম দামী ল্যাপটপ এর দাম ৫ হাজার ৫শো ডলার যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় ৬ লাখ ৩২ হাজার ৫শত টাকা টাকা হয়।

লিয়ান ওয়ার এরিয়া ৫১ ল্যাপটপ-বিশ্বের সবচেয়ে দামি ল্যাপটপ গুলোর মধ্যে এই ল্যাপটপটি দশম স্থানে রয়েছে। এটি হচ্ছে বিশ্বের অন্যতম একটি জনপ্রিয় গেমিং ল্যাপটপ ব্রান্ড। এটির দাম হচ্ছে 5000 ডলার যা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে প্রায় ৫ লাখ ৭৫ হাজার টাকা হয়।

ভালো মানের ল্যাপটপের দাম কত: 

এ পর্যায়ে আমরা ভালো মানের ল্যাপটপ এর দাম কত তা আলোচনা করব এবং এর পরে কম দামে ভালো ল্যাপটপ ২০২৪ কোনটি তা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভালো মানের ল্যাপটপের দাম কত তা নিম্নে উল্লেখ করা হলো-

  • HP Zbook-Firefly 16 G9 Core i7 12th Generation,Screen Size 16 inch Diagonal,Ram16GB DDR5,Hard Disk-512GB NVME,DiskType-SSD,Battery-HP Long life 3-Cell 51WHLi-ion Polymer এই ভালো মানের ল্যাপটপটির দাম ৮৩৯৯৯ টাকা মাত্র।
  • HP Elite Book 840 G4 Corei5 7 Generation Laptop- Price 22500 টাকা মাত্র।
  • HP Elite Book 840 G6 Corei7 8th Generation 512GB SSD Laptop- Price 34000 টাকা মাত্র।
  • HP Elite Book 445 G4 G7 Ryzen 5 4500U 256 GB SSD  Laptop- Price 29500 টাকা মাত্র।
  • Dell XPS 13 plus 9320 Core i7 12th Generation 32 GB Ram Touch Laptop-Price 119999 টাকা মাত্র।
  • Dell XPS 13  9370 Core i7 8th Generation 8 GB Ram  Laptop-Price 43000 টাকা মাত্র।
  • Dell XPS 13 plus 9310 Core i7 11th Generation13.4 Inch 4k Touch Laptop-Price 75000 টাকা মাত্র।

উল্লেখিত মডেলের ল্যাপটপ গুলোর দাম সময়ের ব্যবধানে বা যে কোন কারণবশত পরিবর্তন অথবা কম বেশি হতে পারে। তাই কেনার আগে আপনি যাচাই-বাছাই করে আপনার পছন্দমত দাম দর করে তারপর ল্যাপটপ কিনবেন। তাহলে আপনি ল্যাপটপ কিনতে ঠকবেন না।

কম দামে ভালো ল্যাপটপ ২০২৪:

এ পর্যায়ে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে কম দামে ভালো ল্যাপটপ ২০২৪ কোনটি বা কি কি। আশা করছি আপনি আমার এই পোস্টের সঙ্গেই থাকবেন। বাজারে বিভিন্ন ধরনের, বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন দামের ল্যাপটপ রয়েছে। আসলে ল্যাপটপের দাম সাধারণত প্রসেসর এর জেনারেশন, মেমোরির পরিমাণ, বডি ডিজাইন, ল্যাপটপের মডেল, ব্রান্ড ইত্যাদির উপর ভিত্তি করে ল্যাপটপের দাম নির্ধারিত হয়ে থাকে। 

বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ রয়েছে। Core i3 ল্যাপটপের তালিকা আপনি দেখে নিয়ে কিনতে পারেন। এগুলো দিয়ে সাধারণত সব কাজ করা যেতে পারে। এগুলো দামের দিক দিয়ে একটু কম আছে। তবে একটু বাজেট বাড়িয়ে  Core i 5 ল্যাপটপ নিতে পারেন। এই ল্যাপটপ গুলো সবার জন্য সব কাজের উপযুক্ত। 

বাংলাদেশের Core i7  ল্যাপটপ এর দাম অনেক বেশি হলেও বর্তমানে অনেকটা কমে গেছে। তবে বাজেট যাই হোক না কেন এটির যেকোনো জেনারেশন কিনতে পারলে এটার মাধ্যমে সব ধরনের কাজই করা যাবে। সুতরাং ল্যাপটপ কেনার আগে যাচাই-বাছাই করে তারপর কিনুন। নিম্নে কম দামের ভালো মানের ল্যাপটপ গুলোর তালিকা উল্লেখ করলাম-

  • Asus Vivo Book Classic A43E Core i5 2nd Generation 14 Inch Laptop-Price 12000 টাকা মাত্র।
  • Asus Vivo Book  X51oua Core i5 8th Generation 8GB Laptop-Price 33000 টাকা মাত্র।
  • Asus Vivo Book  Core i5 13th Generation 16 Inch FHD Laptop-Price 73999 টাকা মাত্র।
  • Asus Vivo Book S556UQ Core i5 6th Generation 2GB Dedicated Laptop-Price 26000 টাকা মাত্র।
  • Asus Vivo Book X512FB Core i5 8th Generation 12GB Ram Laptop-Price 39000 টাকা মাত্র।
  • Asus Vivo Book S15 M513UA12 Ryzen-7 5700U 512GB SSD Laptop-Price 58000 টাকা মাত্র।
  • Asus Vivo Book Core i5 13th Generation 16inch FHD Laptop-Price 73999 টাকা মাত্র।
  • Asus Vivo Book X509JP Core i5 10th GenerationNvidia Slim Laptop-Price 45000 টাকা মাত্র।
  • Asus Vivo Book X1504ZA Core i5 12th Generation  Laptop-Price 67999 টাকা মাত্র।
  • Asus Vivo Book S15 S510UQ Core i5 7th Generation 6GB Nvidia GPU Laptop-Price 32000 টাকা মাত্র।
  • Asus Vivo Book F1605V  Core i5 13th Generation 512GB SSD Laptop-Price 74000 টাকা মাত্র।
  • Asus Vivo Book 15X509J  Core i5 8th Generation 12GB Ram Laptop-Price 40000 টাকা মাত্র।
  • Asus Vivo Book S556UQ Core i5 7th Generation Slim Laptop-Price 30000 টাকা মাত্র।
  • Asus Vivo Book AMD Ryzen-7 512 GB SSD Laptop-Price 105500 টাকা মাত্র।

Asus Vivo হচ্ছে আসুস ব্র্যান্ডের একটি জনপ্রিয় সিরিজের ল্যাপটপ। বর্তমানে এই ব্রান্ডের ল্যাপটপগুলো কম দাম হিসাবে ভালই চলছে। এটি মসৃণ ডিজাইন শক্তিশালী কর্ম ক্ষমতা এবং সাশ্রয়ী দামের জন্য বাংলাদেশে অনেকটাই পরিচিত লাভ করেছে। এই ব্রান্ডের ল্যাপটপগুলো মূলত শিক্ষার্থীদের এবং ফ্রিল্যান্সারদের দৈনন্দিন কাজের চাহিদা মেটাতে এটি বেশ উপযোগী। 

তাই আপনি যদি উল্লেখিত ব্রান্ডের ল্যাপটপ কিনতে চান তাহলে যাচাই-বাছাই করে যে কোন একটি আপনি কিনতে পারেন। তবে কেনার আগে ল্যাপটপের দাম আপনি ভালো করে জেনে নিবেন কারণ উল্লেখিত দামগুলো যেকোনো সময় পরিবর্তন বা কম বেশি হতে পারে।

  • Dell XPX13 9365 2in 1 Core i7 7th Generation 256 GB SSD Touch Laptop-Price 41999 টাকা মাত্র।
  • Dell XPX13 9380 Core i7 8th Generation 16 GB Ram & 512 GB SSD Laptop-Price 47000 টাকা মাত্র।
  • Dell XPX13 9370 Core i5 8th Generation 512 GB SSD Laptop-Price 32999 টাকা মাত্র।
  • Dell XPX13 plus 9320 Core i7 12th Generation 32 GB RamTouch Laptop-Price 119999 টাকা মাত্র।
  • Dell XPX13 plus 7390 Core i5 8th Generation 8 GB Ram 256 GB SSD Laptop-Price 38900 টাকা মাত্র।
  • Dell XPS 13 9380 Core i7 8th Generation 16 GB Ram Touch Laptop-Price 48000 টাকা মাত্র।
  • Dell XPS13 9310 Core i7 11th Generation 13.4 FHD Laptop-Price 59500 টাকা মাত্র।
  • Dell XPS 9370 Core i5 8th Generation 16 GB Ram13.3 Inch FHD Laptop-Price 40000 টাকা মাত্র।
  • Dell XPS 13 9310 Core i7 11th Generation 13.4inch 4k Touch Laptop-Price 75000 টাকা মাত্র।
  • Dell XPS 13 9300 Core i5 10th Generation 13.3 inch Touch Laptop-Price 50000 টাকা মাত্র।
  • Dell Latitude 7400 Core i5 8th Generation 14 inch Touch Laptop-Price 28000 টাকা মাত্র।
  • Dell Latitude 7490 Core i5 8th Generation Laptop-Price 23500 টাকা।
  • Dell XPS 13 9370 Core i7 8th Generation 265 GB SSD Laptop-Price 42500 টাকা মাত্র।
  • Dell XPS Chromebook 13-9310 Core i3 5th Generation 4GB Ram Laptop-Price 17000 টাকা মাত্র।

উপরে উল্লেখিত Dell কোম্পানির কিছু ল্যাপটপের মডেল এবং দাম উল্লেখ করলাম। ভালো মানের ল্যাপটপের গুলোর মধ্যে আপনার বাজেট অনুসারে যেটা আপনার পছন্দ যাচাই-বাছাই করে আপনি কিনতে পারেন। তবে উল্লেখিত ল্যাপটপের দাম যে কোন কারণবশত পরিবর্তন অথবা কম বেশি হতে পারে।

  • Lenovo V15 Core i3 10th Generation Laptop-Price 41200 টাকা মাত্র।
  • Lenovo Idea Pad Slim 3i Core i3 10th Generation SSD  Laptop-Price 46500 টাকা মাত্র।
  • Lenovo X1 Carbon Core i5 8th Generation 8GB Ram Laptop-Price 31500 টাকা মাত্র।
  • Lenovo ThinkPad T490s  Core i5 8th Generation 16GB/512GB Touch Laptop-Price 32000 টাকা মাত্র।
  • Lenovo ThinkPad T400s  Core i7 8th Generation Touch Laptop-Price 27500 টাকা মাত্র।
  • Lenovo ThinkPad T14s  Core i5 10th Generation 512GB PCIE SSD Laptop-Price 37000 টাকা মাত্র।
  • Lenovo ThinkPad X230 Core i5 3rd Generation 12.5 Inch Laptop-Price 12000 টাকা মাত্র।
  • Lenovo ThinkPad  T14 Core i5 11th Generation   Laptop-Price 45000 টাকা মাত্র।
  • Lenovo ThinkPad L380 Core i5 8th Generation Laptop-Price 24999 টাকা মাত্র।
  • Lenovo ThinkPad T490s Core i7 8th Generation 16 GB Ram 512 GB SSD Laptop-Price 37999 টাকা মাত্র।
  • Lenovo ThinkPad X1 Carbon Core i7 8th Generation 8GB Ram 256GB SSD Laptop-Price 25900 টাকা মাত্র।
  • Lenovo ThinkPad X1 Carbon Core i7 8th Generation 16GB Ram Laptop-Price 41200 টাকা মাত্র।
  • Lenovo ThinkPad X1 Yoga Core i7 8th Generation Touch Laptop-Price 44999 টাকা মাত্র।

উল্লেখিত Lenovo ব্র্যান্ডের কিছু ভালো মানের ল্যাপটপ এর তালিকা গুলোর মধ্যে আপনার পছন্দ হতে পারে এমন যেকোনো একটি ল্যাপটপ আপনি কিনতে পারেন। তবে মনে রাখবেন উল্লেখিত ল্যাপটপের দাম যে কোন সময় পরিবর্তন অর্থাৎ কম বেশি হতে পারে।

  • Walton Prelude N50 Pro Pentium Silver N5030 14inch FHD Laptop-Price 42500 টাকা মাত্র।
  • Walton Prelude N41 Pro Celaron  N4120 14inch FHD Laptop-Price 38550 টাকা মাত্র।
  • Walton Prelude N400 Pro Celaron N4020 14inch FHD Laptop-Price 39750 টাকা মাত্র।
  • Walton Tamarind MX711G Core i7 11 Generation 14 Inch FHD Laptop-Price 97500 টাকা মাত্র।
  • Walton Tamarind MX511G Core i5 11 Generation 14 Inch FHD Laptop-Price 74500 টাকা মাত্র।
  • Walton Tamarind MX311G Core i3 11 Generation 14 Inch FHD Laptop-Price 60500 টাকা মাত্র।
  • Walton Passion BX710U Core i7 10 Generation 15.6 Inch FHD Laptop-Price 67500 টাকা মাত্র।
  • Walton Passion BX310U Core i3 10 Generation 15.6 Inch FHD Laptop-Price 54550 টাকা মাত্র।

উপরে ওয়ালটন ব্র্যান্ডের কিছু ল্যাপটপের মডেল এবং দাম উল্লেখ করা হয়েছে। ওয়ালটনের পণ্য বাংলাদেশেই তৈরি হয়।সে ক্ষেত্রে আমরা বাংলাদেশের মানুষ হিসেবে সাশ্রয়ী মূল্যের মধ্যে ওয়ালটন ব্র্যান্ডের ল্যাপটপ ব্যবহার করাটাই ভালো। উল্লেখিত দাম যে কোন সময় যেকোনো কারণবশত পরিবর্তন বা কম বেশি হতে পারে। 

আরো পড়ুন: কম দামে ভালো ভিডিও ক্যামেরা-ছোট ক্যামেরার দাম কত

তাই আপনি যদি দেশীয় পণ্য ওয়ালটন ক্রয় করতে চান তাহলে যাচাই-বাছাই করে আপনার বাজেট অনুসারে যে কোন একটি ল্যাপটপ কিনতে পারেন।

  • HP ProBook 455 G9 Ryzen 5 5625U 15.6 Inch FHD Laptop-Price 52999 টাকা মাত্র।
  • HP ProBook 430 G2 Core i5 4th Generation Laptop-Price 14500 টাকা মাত্র।
  • HP ProBook 11 G2 Celaron 7th Generation 8GB Ram Laptop-Price 14500 টাকা মাত্র।
  • HP ProBook 440 G6 Core i5 8th Generation 16GB Ram  512GB SSD Laptop-Price 30500 টাকা মাত্র।
  • HP ProBook 450 GB Core i5 11th Generation 16GB Ram Laptop-Price 48500 টাকা মাত্র।
  • HP ProBook 445 G9 Ryzen 5825U 7 16GB Ram Laptop-Price 57000 টাকা মাত্র।
  • HP EliteBook 840 G5 Laptop-Price 26000 টাকা মাত্র।
  • HP  ElightBook 840 G3 Core i5 6th Generation 8GB Ram Laptop-Price 19500 টাকা মাত্র।
  • HP ElightBook 840 G7 Core i5 10th Generation  Laptop-Price 41200 টাকা মাত্র।
  • HP  ElightBook 845 G7 Ryzen 5 Pro 4650U 16GB Ram Laptop-Price 37000 টাকা মাত্র।
  • HP  ElightBook 840 G8 Core i5 11th Generation 16GB Ram Laptop-Price 83000 টাকা মাত্র।
  • HP  ElightBook 845 G10 Core Ryzen 5 Pro 7545U Laptop-Price 65000 টাকা মাত্র।
  • HP  250 G9 15.6 inch Core i7 12th Generation Narrow Bezel Laptop-Price 60000 টাকা মাত্র।
  • HP  ZBook Firefly 14 G9 Core i7 12th Generation Workstation Laptop-Price 105000 টাকা মাত্র।
  • Microsoft Surface Laptop 4 Ryzen 7 4980 4 Touch  Laptop-Price 75000 টাকা মাত্র।
  • Apple MacBook Air M1 256 GB SSD Laptop-Price 78000 টাকা মাত্র।

শেষ কথা-কম দামে ভালো ল্যাপটপ ২০২৪:

সুপ্রিয় পাঠক, আলোচনার শেষ প্রান্তে এসে আমি এই কথা বলে শেষ করবো যে কম দামে ভালো ল্যাপটপ ২০২৪ সম্পর্কিত কিছু ব্রান্ডের কিছু মডেলের ল্যাপটপের দাম উল্লেখ করেছি। উল্লেখিত ল্যাপটপ গুলোর মধ্যে আপনার যেটা পছন্দ হবে বাজেট অনুসারে সেটা আপনি কিনতে পারেন। তবে কেনার আগে অবশ্যই আপনার পছন্দ অনুসারে যাচাই-বাছাই করে দাম দর ঠিক করে তারপরে কিনলে আপনি ঠকবেন না। 

আশা করছি আমার এই আর্টিকেলটি আপনি পড়েছেন। তাই নিজে পড়লেও অন্যান্য ব্যক্তিদের কেউ পড়ার জন্য উৎসাহিত করুন। শুরু থেকে শেষ পর্যন্ত আমার আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url