কম দামে ভালো স্মার্ট টিভি কোনটি জেনে নিন
সুপ্রিয় পাঠক, কম দামে ভালো স্মার্ট টিভি কোনটি জানতে আর্টিকেলটি পড়ুন।আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে কম দামে ভালো স্মার্ট টিভি কোনটি।
তাই আসুন বন্ধুরা দেরি না করে আমরা আলোচনা করি কম দামে ভালো স্মার্ট টিভি কোনটি এবং সেই সাথে সনি স্মার্ট টিভি প্রাইস ইন বাংলাদেশ কত টাকা সেটাও আমরা জেনে নেব।
স্মার্ট টিভি বলতে কী বোঝায়?
কম দামে ভালো স্মার্ট টিভি কোনটি তা জানার পূর্বে স্মার্ট টিভি বলতে কী বোঝায় তা আমরা জেনে নেব। একটি সাধারণ টিভিকে স্মার্ট টিভি হিসাবে গণ্য করা হয় না।একটি অপারেটিং সিস্টেম ইন্সটল করে সাধারণ টিভিকে স্মার্ট টিভিতে পরিণত করা হয়। স্মার্ট টিভি দিয়ে ইন্টারনেট চালানোর সুবিধা এবং এটাতে বর্তমান সময়ের স্মার্ট ডিভাইসের সুবিধা গুলো পাওয়া যায়।
আরো পড়ুন: রকেট সেকেন্ডে কত কিলোমিটার যায়-রকেট কিভাবে আকাশে উড়ে যায়
এতে করে ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ পাবেন। স্মার্ট টিভিতে টুইটার, ফেসবুক, স্কাইপি, ইউটিউব ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। এতে ওয়াইফাই বা ইন্টারনেট ব্রাউজ করার সুবিধা থাকে। বাজারে সাধারণত অ্যান্ড্রয়েড ও ওয়েব ওএস অপারেটিং সিস্টেমের স্মার্ট টিভি কিনতে পাওয়া যায়।
স্মার্ট টিভি বলতে একটি ফ্ল্যাট স্ক্রীন টেলিভিশনকে বুঝায় যা ইন্টিগ্রেটেড ইন্টারনেট সংযোগ বা ওয়াইফাই সংযোগ এবং একটি অন্তর নির্মিত অপারেটিং সিস্টেম দিয়ে সজ্জিত করা যায়। এটি স্মার্ট টিভিকে অনায়াসে কনটেন্ট সিস্টেম করতে, music play করতে,সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে এবং আরও অনেক কিছু করতে সহায়তা দেয়।
একটি কম্পিউটারকে যদি টিভি হিসেবে ব্যবহার করেন তাহলে সেটা স্মার্ট টিভি হয়ে যেতে পারে। স্মার্ট টিভি আসলে দেখতে সাধারণ টিভির মতই কিন্তু অপারেটিং সিস্টেম আলাদা। স্মার্ট টিভি হচ্ছে ইন্টারনেট সংযুক্ত করে চালানো হয়।যে টিভি স্মার্ট টিভির সাথে একটি নেটওয়ার্ক পোর্ট থাকে যা ব্যবহার করে আপনি ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে পারবেন।
অর্থাৎ একই সাথে আপনি স্যাটেলাইট টিভি চ্যানেল সহ অনলাইনে টিভি চ্যানেল দেখতে পারবেন। আর সাধারণ টিভি চ্যানেল অনলাইনের মাধ্যমে টিভি চ্যানেল দেখতে পাবেন না।কারণ সাধারণ টিভি ইন্টারনেট বা ওয়াইফাই এর মাধ্যমে চালানো যায় না। স্মার্ট টিভি মানে হচ্ছে একটি সাধারণ টিভি নয়।
বরং সাধারণ টিভি থেকে আরও অনেক বেশি কিছু দেখতে পাওয়া যায়। এর মাধ্যমে পছন্দমত গান শোনা, পছন্দ মত ভিডিও দেখা, ভিডিও গেম, নাটক, ইচ্ছামতো সিনেমা ,খেলাধুলা ইত্যাদি দেখতে পারবেন। ছবি অথবা ভিডিও দেখার ক্ষেত্রে স্মার্ট টিভি অনেক বড় সুবিধা থাকে।
আপনি ইচ্ছা করলে যে কোন ভিডিও রেকর্ড কিংবা সাময়িক বিরতি দিয়ে রাখতে পারবেন। এবং ভিডিও রেকর্ড আউট করতে পারবেন, ঘুরিয়ে ফিরিয়ে সুবিধা মতন যে কোন ভিডিও ছবি দেখতে পারবেন। স্মার্ট টিভিতে ক্যামেরার মাধ্যমে আপনি আপনার নিজস্ব যেকোনো ভিডিও করে ইন্টারনেটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে সম্প্রচার করতে পারবেন।
টিভি কেনার আগে কি কি জিনিস খেয়াল:
কম দামে ভালো স্মার্ট টিভি কোনটি তা জানার পাশাপাশি আমরা টিভি কেনার আগে কি কি জিনিস খেয়াল রাখব তা আমাদের জানা থাকা উচিত। তাই এ পর্যায়ে আমি টিভি কেনার আগে কি কি জিনিস খেয়াল রাখতে হবে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব।
চিত্ত বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে টিভি বা টেলিভিশন কিন্তু পুরাতন টিভি বা সাদাকালো টিভি বর্তমানে খুব একটা চলছে না। বর্তমানে প্রযুক্তির আলোয় স্মার্ট টিভি মানুষ বেশি পছন্দ করছেন। তাই আপনি যদি কোন টিভি নতুন ভাবে কিনতে চান তাহলে আপনার কয়েক টি বিষয় সম্পর্কে খেয়াল রাখতে হবে-
টিভির সাইজ-আপনার যে ঘরে বা রুমে স্মার্ট টিভি রাখা হবে সেই রুমের সাইজ অনুসারে টিভির সাইজ নির্ধারণ করতে হবে। আপনার রুমের সাইজ যদি ছোট হয় সে ক্ষেত্রে আপনি যদি বড় টিভি কিনেন তাহলে টিভি দেখতে আপনার অসুবিধা হতে পারে। এমনকি খুব কাছাকাছি টিভি দেখলে চোখের সমস্যা হতে পারে।
টিভি রাখার জায়গা থেকে বসার জায়গার দূরত্ব হিসাব করে টিভি কেনা ভালো। আপনি যত ইঞ্চি টিভি কিনবেন তাকে ১০ দিয়ে ভাগ করে যে ভাগফল পাওয়া যায় তত ফুট দূরে বসে টিভি দেখার কথা বলেছেন বিশেষজ্ঞরা।
আরো পড়ুন: ভালো মানের সিসি ক্যামেরার দাম কত জেনে নিন
টিভির রেজুলেশন-আপনি যত বেশি পিক্সেলের টিভি কিনবেন ছবি ততই ভালো হবে। স্মার্ট টিভি সত্যিই স্মার্ট কিনা তা কেনার আগে অবশ্যই চেক করে নিতে হবে।
ডিসপ্লে প্রযুক্তি- আপনি যদি কোন টিভি কিনতে চান তাহলে এর ডিসপ্লে প্রযুক্তি দেখে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ কাজ কারণ একটি টিভি কেমন ভিডিও আউটপুট দিবে তা সম্পূর্ণ নির্ভর করে এর ডিসপ্লে প্রযুক্তির উপর।
টিভির রিফ্রেশ রেট-টিভির রিফ্রেশ রেট এটি খুবই প্রয়োজনীয় ফিচার। এটি দ্বারা টিভি প্রতি সেকেন্ডে কতগুলো ফ্রেম প্রদর্শন করতে পারে তার পরিমানকে বোঝায়।উচ্চতর রিফ্রেশ হার বিশিষ্ট টিভি কেনা সবচেয়ে ভালো কারণ টিভি সুন্দরভাবে বা সূক্ষ্মভাবে ভাবে ভিডিও দেখা যাবে।
হাই ডাইনামিক রেঞ্জ- হাই ডাইনামিক ড্যান্স রেঞ্জ এমন একটি টিভির প্রযুক্তি যা টিভির ভিডিও কে প্রয়োজনীয় কালারের মাধ্যমে আরো বাস্তবসম্মত ও প্রাণবন্ত ছবি প্রদান করতে সাহায্য করে।তাই আপনি টিভি কেনার আগে এই বিষয়টি আপনার চেক করে নেয়া উচিত।
স্মার্ট টিভি- আপনি টিভি কেনার আগে অবশ্যই আপনি চেক করে নিবেন যে ওই টিভিটা স্মার্ট কিনা। বাংলাদেশের বর্তমানে আধুনিক স্মার্ট টিভি এর চাহিদা তুলনামূলকভাবে অনেক বেশি। টিভি স্মার্ট হওয়ার কারণ হচ্ছে যে টিভির মাধ্যমে স্ট্রিমিং অ্যাপস অ্যাক্সেস, ইন্টারনেট ব্রাউজিং এবং অন্যান্য ডিভাইসের সাথে সংযোগ দেওয়ার মাধ্যমে ব্যবহার করা যায়।
টিভির কানেক্টিভিটি-টিভি কেনার আগে টিভির কানেক্টিভিটি চেক করে নেওয়া আরেকটি অন্যতম কাজ। প্রয়োজন অনুযায়ী টিভির সংযোগ দেওয়ার পোর্ট দেখে চেক করে নিশ্চিত হয়ে টিভি কিনবেন। টিভিতে গেমিং কনসোল, সাউন্ড বারের মতো প্রয়োজনীয় ডিভাইস সংযুক্ত করার জন্য পর্যাপ্ত এইচডিএমআই পোর্ট, ইউ এস বি পোর্ট এবং অন্যান্য ইনপুট পোর্ট আছে কিনা তা চেক করে নেওয়া ভালো।
টিভির অডিও- সব টিভির ক্ষেত্রে স্পিকার থাকে না যার ফলে অডিও শোনার জন্য আলাদা ভাবে বাহ্যিক সাউন্ড সিস্টেমের প্রয়োজন হবে। তাই আপনি চাইলে কেনার আগে এটা চেক করে নিতে পারেন।
কোন ব্র্যান্ডের টিভি- বাংলাদেশের বাজারে বহু ধরনের ব্র্যান্ডের সুপরিচিতি ও স্বনামধন্য অনেক ব্রান্ডের টিভি রয়েছে। সেখান থেকে আপনার পছন্দ মত যে কোন একটি ব্র্যান্ডের টিভি নির্বাচন করে ক্রয় করতে পারেন। শুধু এটা মনে রাখবেন যে আন্তর্জাতিক মানের ব্রান্ডের টিভির দাম তুলনামূলকভাবে লোকাল টিভির দামের চেয়ে বেশি হয়ে থাকে। আর লোকাল টিভির দাম একটু কম হয়ে থাকে।
বাজেট- আপনি আপনার টিভি কেনার পূর্বে অবশ্যই আপনাকে বাজেট নির্ধারণ করতে হবে কারণ আপনি কত দামের টিভি কিনবেন তা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখলে আপনার সুবিধা হবে বাজেটের উপর নির্ভর করে টিভির ব্রান্ড ওর সাইজ সিলেকশন করতে পারবেন। বাজেটের পরিমাণ যদি কম হয় তাহলে আপনাকে নিম্ন ব্রান্ডের টিভি কিনতে হবে।
গ্যারান্টি বা ওয়ারেন্টি-আপনি যদি স্মার্ট টিভি কিনতে চান তাহলে অবশ্যই ঐ ব্র্যান্ডের টিভির কোন গ্যারান্টি বা ওয়ারেন্টি আছে কিনা তা আপনাকে টিভি কেনার সময় চেক করে নিতে হবে। যদি পাঁচ বছরের ওয়ারেন্টি থাকে তাহলে পাঁচ বছরের মধ্যে টিভির যদি ত্রুটি দেখা দেয় তাহলে তা উনারা মেরামত করে ঠিক করে দিবেন।
আর যদি পাঁচ বছর গ্যারান্টি থাকে তাহলে টিভির কোন সমস্যা হলে তাহলে উনারা টিভি পরিবর্তন করে দিতে পারেন। এক্ষেত্রে আপনাকে একটি গ্যারান্টি অথবা ওয়ারেন্টি কার্ড দিবেন।
রিমোট কন্ট্রোল- টিভি কেনার আগে অথবা টিভি কেনার সময় রিমোট কন্ট্রোল টি ঠিক আছে কিনা তা ভালো করে চেক করে নিবেন।
টিভির দাম- টিভি কেনার আগে অবশ্যই আপনাকে ওই টিভি সম্পর্কে ভালো ধারণা নিতে হবে।তা না হলে আপনি ঠকে যেতে পারেন। প্রতিনিয়ত এসব প্রযুক্তি পণ্যের দাম উঠা নামা করে। তবে দিন দিন টিভির দাম কমছে বলে ধারণা করা হয়। আপনি যত বেশি টাকা খরচ করতে পারবেন তত ভালো মানের টিভি কিনতে পারবেন।
আপনি যদি একটি স্মার্ট টিভি কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো পরিমান বাজেট করতে হবে। ভালো ইনভেস্ট করতে পারলে আপনি পেতে পারেন ভালো মানের একটি বড় টিভি, বেটার কনট্রাস্ট, উন্নত কালার আবার কবে বড় পর্দা বা বড় স্কিন এবং টেকসই হবে বেশি।
Walton স্মার্ট টিভির দাম কত:
এ পর্যায়ে আমরা বাংলাদেশি পণ্য ওয়ালটন স্মার্ট টিভির দাম জেনে নেব এবং এর পাশাপাশি কম দামে ভালো স্মার্ট টিভি কোনটি এবং সনি স্মার্ট টিভি প্রাইস ইন বাংলাদেশ কত তা আমরা জানবো।walton স্মার্ট টিভির দাম-
- WE55RUGP Price 92900 Taka Only
- WD55RUGUHD Android TV Price 84900 Taka Only
- WE-MX43UDG UHD Android TV Price 49900 Taka Only
- WE-MX43UDGT TV Price 45990 Taka Only
- We-RS43E11G TV Price 45990 Taka Only.
ওয়ালটন স্মার্ট টিভি 32 ইঞ্চির দাম কত:
walton স্মার্ট টিভি ৩২ ইঞ্চি মডেল সহ দাম নিম্নে উল্লেখ করা হলো -
- W32D120E11G2 TV Price 36900 Taka Only.
- W32D120HG2 TV Price 31900 Taka Only.
- W32D120W TV Price 26910 Taka Only.
- W32D12EG1 TV Price 23900 Taka Only.
- WDEF32E11G3 TV Price 21890 Taka Only.
- W32D120CS TV Price 19990 Taka Only.
- W32D120E11G2 TV Price 36900 Taka Only.
স্মার্ট টিভির মডেল অনুসারে বিভিন্ন ফিচার এর পার্থক্য রয়েছে। তাই এর দামের মধ্যেও ভিন্নতা রয়েছে। তবে যে দামগুলো উল্লেখ করা হয়েছে তার সাথে বিক্রেতার কিছু গড়মিল থাকতে পারে। তাই স্মার্ট এই টিভি কেনার আগে অবশ্যই টিভির দাম যাচাই-বাছাই করে তারপরে কিনবেন।
সনি স্মার্ট টিভি প্রাইস ইন বাংলাদেশ:
এ পর্যায়ে আমরা বাংলাদেশে স্মার্ট সনি টিভির দাম কত তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং এরপরে কম দামে ভালো স্মার্ট টিভি কোনটি বা কি কি তা আলোচনা করব। আশা করছি আপনি আমার এই আর্টিকেলের সঙ্গেই থাকবেন। নিম্নে সনি স্মার্ট টিভির মডেল এবং প্রাইস উল্লেখ করলাম-
- Sony Bravia A95L QD-OLED 65 Inch 4K Ultra HD TV Price 515000 Taka Only.
- Sony Bravia X90L 75 Inch Full-Array LED TV Price 325000 Taka Only.
- Sony Bravia X85L 55 Inch 4K Full-Array LED TV Price 115000 Taka Only.
- Sony Bravia XR A80L 77 Inch 4K HDR Smart OLED TV Price 515000 Taka Only.
- Sony Bravia XR Class A95K 65 Inch OLED Android TV-Price 114500 Taka Only.
- Sony Bravia KD-43X75K 43 Inch 4K Smart Google TV-Price 50500 Taka Only.
- Sony Bravia 55 InchX80L 4K Google LED TV-Price 92000 Taka Only.
- Sony Bravia W800C 43 Inch Full HD NFC 3D LED Android TV-Price 50000 Taka Only.
- Sony Bravia W830K 32 Inch HDR Google TV-Price 30990 Taka Only.
- Sony Bravia 55 Inch X8000H 4K Android Voice Control TV-Price 86000 Taka Only.
বর্তমান মার্কেটে সনি ব্র্যান্ডের টিভি বিভিন্ন ব্রান্ডের বিভিন্ন রকম দাম রয়েছে। তবে অন্যান্য কোম্পানির ব্র্যান্ডের টিভির চেয়ে সনি ব্র্যান্ডের টিভির দাম অনেক বেশি। আপনার যদি বাজেট থাকে তাহলে উপরে উল্লেখিত যেকোন একটি মডেলের ভালো মানের টিভি কিনতে পারেন।
আরো পড়ুন: কম দামে ভালো ভিডিও ক্যামেরা-ছোট ক্যামেরার দাম কত
তবে উল্লেখিত দাম এর সাথে বাজারের দাম সময়ের ব্যবধানে কম বেশি হতে পারে। তাই কেনার আগে আপনি দাম সম্পর্কে যাচাই-বাছাই করে ভালো করে জেনে নিয়ে তারপর আপনি টিভি কিনবেন তাহলে ঠকবেন না।
কম দামে ভালো স্মার্ট টিভি:
এ পর্যায়ে আমরা কম দামে ভালো স্মার্ট টিভি কোনটি বা কি কি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করছি আপনি আমাদের এই পোষ্টের সঙ্গে থাকবেন।
সনি স্মার্ট টিভি(Sony Smart TV)- বাজারে যত ব্রান্ডের টিভি রয়েছে তার মধ্যে সবচেয়ে সেরা ব্র্যান্ডের টিভি হল সনি টিভি। বর্তমানে টিভিটি খুব ভালো চলছে এবং এই টিভিটি উন্নত মানের স্পিকার, ফিচার ইমেজ ও কর্মদক্ষতার কারণে বাংলাদেশে এই স্মার্ট টিভির খুবই জনপ্রিয়তা রয়েছে।
সনি ব্র্যান্ডের টিভি গুলো ফুল এইচডি, খুব ভালো রেগুলেশন বর্ডার ডিজাইন করে। উন্নত মানের সাউন্ড সিস্টেম কোয়ালিটি শক্তিশালী প্রসেসর দিয়ে এটির ডিজাইন করা হয়েছে।এই ব্র্যান্ডের টিভি প্রচন্ড বা দুর্দান্ত ছবি কোয়ালিটি ফিচার প্রদান করে। বর্তমানে এই ব্র্যান্ডের টিভি রিমোট ছাড়াই ভয়েসের মাধ্যমে সাউন্ড বাড়ানো কমানোর সিস্টেম রয়েছে।
যদি আপনি কিনেন তাহলে এই টিভির এগেনেস্টে আপনাকে গ্যারান্টি ও ওয়ারেন্টি কার্ড প্রদান করবে। সনি ব্রান্ডের টিভি কিনলে খুব ভালো সার্ভিসিং পাওয়া যায়।
এলজি স্মার্ট টিভি(LG Smart TV)-কম দামের স্মার্ট টিভি গুলোর মধ্যে এলজি স্মার্ট টিভি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং ভিডিও পারফরম্যান্স ভালো হওয়ার কারণে এবং এটার দাম হাতের নাগালে মধ্যে থাকার কারণে বাজারে গ্রাহকদের কাছে প্রচুর পরিমাণে কেনাবেচা হচ্ছে।
এই ব্রান্ডের কোম্পানি গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মডেল বা বিভিন্ন সাইজের এলজি টিভি বাজারে সাপ্লাই করছেন। এই টিভির দামও খুব একটা বেশি না। প্রায় সব শ্রেণীর পেশার মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। এলজি টিভিতে রয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হাই কোয়ালিটি সাউন্ড সিস্টেম রিমোট ছাড়াই ভয়েস কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়।
এই কোম্পানির টিভিতে রয়েছে উন্নত মানের ভয়েস যা কোন প্রকার সাউন্ড বক্স ছাড়াই স্পষ্ট এবং জোরে জোরে শোনা যায়।
শাওমি স্মার্ট টিভি(Xiaomi Smart TV)- সবচেয়ে কম দামের বা কম বাজেটের ভালো স্মার্ট টিভির মধ্যে শাওমি স্মার্ট টিভি হচ্ছে একটি অন্যতম ব্রান্ড। এই স্মার্ট টিভিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকার কারণে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করার সুবিধা পেয়ে থাকেন।
আরো পড়ুন:ড্রোন ক্যামেরা দাম কত বাংলাদেশ জানতে চোখ রাখুন
কোয়ালিটি ফুল বা কোয়ালিটি সম্পন্ন এই স্মার্ট টিভি, যার সাউন্ড সিস্টেম খুবই ভালো রেজুলেশন এইচডি সাপোর্ট রয়েছে এই টিভির মধ্যে। এই কারণে যারা ভাল মানের কম দামের টিভি খুঁজতেছেন তারা কম দামের এই স্মার্ট টিভিটি কিনতে পারেন।
ওয়ালটন স্মার্ট টিভি(Walton Smart TV)-কথায় আছে দেশী পণ্য কিনে হন ধন্য। ওয়ালটন স্মার্ট টিভি হচ্ছে একটি বাংলাদেশী ব্রান্ড যা আমাদের দেশে গ্রাহকদের কাছে খুবই জনপ্রিয়। walton স্মার্ট টিভি গুলোর মধ্যে রয়েছে ফুল এইচডি এবং 4K রেজুলেশন ডিসপ্লে।
এই টিভি গুলোতে অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট বা ওয়াইফাই কানেক্টিভিটির সুবিধা রয়েছে। ওয়ালটন স্মার্ট টিভি গুলোর সাউন্ড সিস্টেম অন্যান্য কোম্পানির টিভির তুলনায় অনেক গুণে ভালো এবং এতে রয়েছে অত্যাধুনিক ফিচার সুবিধা। walton স্মার্ট টিভিতে আরো রয়েছে।
বিভিন্ন ধরনের অ্যাপ, সাপোর্টিং সিস্টেম এবং খুবই ভাল সার্ভিস দিয়ে থাকে। সবচেয়ে কম বাজেটের মধ্যে বাংলাদেশে তৈরি ওয়ালটন স্মার্ট টিভি অনেক ভালো একটি ব্রান্ড। সুতরাং যারা কম টাকার মধ্যে ভালো মানের স্মার্ট টিভি কিনতে চান তারা ওয়ালটন কোম্পানির স্মার্ট টিভি এক্ষুনি ক্রয় করতে পারেন।
স্যামসাং স্মার্ট টিভি(Samsung Smart TV)-কম দামের ভালো মানের স্মার্ট টিভি গুলর মধ্যে samsung ব্র্যান্ড বর্তমানে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে এই টিভি উন্নতমানের টেকনোলজি দ্বারা তৈরি কৃত এবং প্রিমিয়াম ডিসপ্লে সরবরাহ করার কারণে এটি বেশি পরিচিতি লাভ করেছে।
বাজারে বিভিন্ন ধরনের গ্রাহকদের চাহিদার জন্য ফুল এইচডি 8K রেজুলেশন, বিভিন্ন ধরনের সাইজের টিভি সরবরাহ করা হচ্ছে এবং এই টিভিতে উন্নত মানের টেকনোলজি ডিসপ্লে সরবরাহ করা হচ্ছে। এজন্য ছবি গুলো খুবই প্রাণবন্ত হয়ে উঠেছে।
এই স্মার্ট টিভিতে গেম খেলার দারুন সুযোগ রয়েছে এবং সাউন্ড সিস্টেম ভয়েসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এই স্যামসাং স্মার্ট টিভি ভালো কোয়ালিটি এবং দীর্ঘস্থায়ী টকসই এর জন্য আপনি চাইলে উন্নতমানের স্যামসাং স্মার্ট টিভিটি ক্রয় করতে পারেন।
জেভিকো (JVCO)DE2LSM 32 স্মার্ট টিভি-এই টিভিতে এন্ড্রয়েড সিস্টেম10 রয়েছে। এজন্য যেকোনো ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপস, যেমন ফেসবুক, মেসেঞ্জার, youtube সহ সকল ধরনের প্লেয়ার অন্তর্ভুক্ত করে ব্যবহার করা যায়। এ টিভিতে আরো নানা ধরনের সুবিধা রয়েছে।
এই টিভির মূল ফিচারে রয়েছে 2GB Ram এবং ১৬ জিবি স্টোরেজ ডিশ কেবল সংযোগ এবং ওয়াইফাই বা ইন্টারনেট সাপোর্ট।আপনি চাইলে কম দামের এই স্মার্ট টিভিটি আপনি ক্রয় করতে পারেন।
অলিভ ৩২ ইঞ্চি টিভি-এই অলিভ টিভি এর মধ্যে রয়েছে ৩২ ইঞ্চির হাজার আশি বিকেল রেজুলেশন ফ্লাট ডিসপ্লে ইউ এস বি পোর্ট এইচডিএমএল কানেক্টিভিটি 1 জিবি রেম ,৮ জিবি রম, এবং ভয়েস কভার কন্ট্রোল প্রেসার এবং এই টিভিতে হেডফোন জ্যাক থাকায় হেডফোন দিয়ে যেকোনো ধরনের অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। সুতরাং আপনি চাইলে অলিভ টিভি আপনি পছন্দ করে কিনতে পারেন।
ভিউ ওয়ান টিভি-চায়না ব্র্যান্ডের টিভি গুলোর মধ্যে বর্তমান সময়ে ভি ওয়ান টিভি এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং এটির দামও অনেক কম। কম দামের ভালো স্মার্ট টিভি গুলোর মধ্যে আপনার পছন্দের তালিকায় প্রথম টিভিটি হচ্ছে ভিউ ওয়ান ফুল এইচডি ইউ এস বি টিভি।
এই টিভিতে রয়েছে হাই ডাইনামিক রেঞ্জের ব্রাইটনেস বিল্ট ইন স্পিকার সাউন্ড যা আপনার কানের কোন অসুবিধা হবে না।এটির মধ্যে আরো রয়েছে ১০৮০ পিক্সেল রেজুলেশনের পিকচার কোয়ালিটি। সুতরাং আপনি চাইলে ভিউ ওয়ান tv কম দাম হিসাবে আপনি ভালো মানের টিভি কিনতে পারেন।
শেষ কথা-কম দামে ভালো স্মার্ট টিভি:
সম্মানিত পাঠক বক্তব্যের শেষ প্রান্তে এসে আমি এই কথা বলতে চাই যে কম দামে ভালো স্মার্ট টিভি কোনটি বা কি কি তা উপরের অংশে উল্লেখ করেছি। আপনি ইচ্ছা করলে অথবা আপনার পছন্দমত উল্লেখিত ব্র্যান্ডগুলোর যেকোনো একটি অথবা একাধিক স্মার্ট টিভি আপনি ক্রয় করতে পারেন।
তবে টিভি কেনার আগে অবশ্যই আপনি টিভির দাম, টিভির কোয়ালিটি, টিভির সাইজ, কোন কোম্পানির টিভি ইত্যাদি দেখেশুনে ভালো করে বুঝে তারপরে আপনি আপনার পছন্দের স্মার্ট টিভিটি কিনতে পারেন। আশা করছি আপনি আমার এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়েছেন।
যদি পড়ে থাকেন তাহলে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। তাই নিজে যদি না পড়ে থাকেন তাহলে আপনি নিজে পড়ুন এবং অপরকেও পড়ার জন্য উৎসাহিত করুন। এতক্ষণ আমার এই পোস্টের সঙ্গে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url