ভালো মানের সিসি ক্যামেরার দাম কত জেনে নিন

সুপ্রিয় পাঠক, আপনি কি ভালো মানের সিসি ক্যামেরার দাম কত জানতে চান? তাহলে একদম সঠিক জায়গায় এসেছেন। কারণ আজ আমি আলোচনা করব ভালো মানের সিসি ক্যামেরার দাম কত এবং মিনি সিসি ক্যামেরা প্রাইস ইন বাংলাদেশ। 

তাই আসুন দেরি না করে আমরা আলোচনা করি ভালো মানের সিসি ক্যামেরার দাম কত এবং ছোট সিসি ক্যামেরার দাম কত।

CC Camera এর পূর্ণরূপ কি?

ভালো মানের সিসি ক্যামেরার দাম কত জানতে হলে CC Camera এর পূর্ণরূপ কি? তা আমাদের আগে জানা দরকার।CC Camera এর পূর্ণরূপ হচ্ছে Closed Circuit Television ক্লোজড সার্কিট টেলিভিশন। সংক্ষেপে সিসিটিভি (CCTV) বলা হয়। এটাকে আবার ভিডিও নজরদারিও বলা যেতে পারে।

CCTV#

C-Closed 

C-Circuit

TV-Television.

এটি একটি প্রতিষ্ঠানে অথবা বাসা বাড়িতে অথবা কোন অনুষ্ঠানে এই ক্যামেরাটি সুরক্ষা সিস্টেমে ব্যবহার করা হয়। যাতে করে দূরবর্তী একটি স্থান থেকে লাইভ ভিডিও প্রদর্শন করা যায় এবং চোখে রাখা যায় আগ্রহী অস্ত্র সম্পত্তি বা ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। এটি আরো বিভিন্ন স্থানে ব্যবহার করা যায় যেমন দোকানপাট, ঘরবাড়ি, অফিস, আদালত, উদ্যান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সার্কিট এর মত বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়ে থাকে। 

আরো পড়ুন: ড্রোন ক্যামেরা দাম কত বাংলাদেশ জানতে চোখ রাখুন

এটি ব্যবহার করার একটা দারুন সুবিধা হচ্ছে- কোন কিছু যদি হারিয়ে যায় তাহলে এই ক্যামেরা দ্বারা মোবাইল অথবা টিভি সেটের মাধ্যমে তা পরিষ্কারভাবে দেখা যায়। অথবা কোন তথ্য যদি জানার প্রয়োজন হয় তাহলে এই সিসি ক্যামেরায় ধারণকৃত কোনো তথ্য মোবাইল অথবা টিভি এর মাধ্যমে তা উপলব্ধ করা যায়।

এটি এমন একটি সিস্টেম যা ভিডিও ক্যামেরা, ডিসপ্লে মনিটর, রেকর্ডিং ডিভাইস গুলির মত সমস্ত উপাদান সরাসরি সংযুক্ত আছে। সিসি ক্যামেরা হল ক্লোজড সার্কিট টেলিভিশন ক্যামেরা ব্যবহার করে একটি নির্দিষ্ট জায়গায়, একটি সংকেত প্রেরণ করা কে বোঝায়। সিসি ক্যামেরা অর্থাৎ ক্লোজ সার্কিট টেলিভিশন 

বলতে মনিটরের সীমিত সেট গুলিতে একটি নির্দিষ্ট জায়গায় সংকেত প্রেরণ করার জন্য ভিডিও ক্যামেরার ব্যবহারকে বোঝায়। সব সময় পর্যবেক্ষণের জন্য সবচেয়ে বেশি দরকারি এবং নজরদারি করার জন্য একটি ডিভাইড হচ্ছে সিসি ক্যামেরা টিভি। সর্বপ্রকার নিরাপত্তা জনিত এবং নজরদারি বাড়াতে অনেক বিভিন্ন রাস্তার মোড়ে গ্রামে কিন্তু শহরে রাস্তার মোড়ে সিসি ক্যামেরা সেটিং করা হয়ে থাকে। 

শহর এলাকাতে সিসি ক্যামেরা থাকার কারণে বিভিন্ন দুষ্ট লোকের আড্ডা মারা বা আনাগোনা খুব একটা থাকে না। রাত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শহরের গলিপথ গলি, খারাপ লোকের আড্ডা খানায় পরিণত হয় এমন অবস্থায় দুষ্কৃতিকারীরা পুলিশের চোখেও তেমন পড়েনা।

এসব দুষ্টু লোকের কারণে বাংলাদেশের বিভিন্ন শহরে সিসি ক্যামেরা সহ গোপন জায়গায় সিসি ক্যামেরা সিসি ক্যামেরা বসানো হচ্ছে। শুধু তাই নয় গ্রাম এলাকায়ও দোকান, বাসা বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাস্তায় সিসি ক্যামেরার ব্যবহার অনেক গুণে বেড়ে গেছে।

সিসিটিভি ক্যামেরা কত প্রকার: 

এ পর্যায়ে আমরা জেনে নিব যে সিসিটিভি ক্যামেরা কত প্রকার ও কি কি আর একেবারেই শেষের চ্যাপ্টারে আলোচনা করব ভালো মানের সিসি ক্যামেরার দাম কত। চলুন তাহলে আমরা জেনে নেই সিসিটিভি ক্যামেরা কত প্রকার এবং কি কি। সিসিটিভি ক্যামেরা বিভিন্ন রকমের বা নানা প্রকার হয়ে থাকে। 


যেমন- ডোম সিসি ক্যামেরা,বুলেট সিসি ক্যামেরা, নাইট ভিশন সিসি ক্যামেরা, ওয়ারলেস সিসি ক্যামেরা, বক্স সিসি ক্যামেরা, আইপি সিসি ক্যামেরা, পি টি জেড সিসি ক্যামেরা ইত্যাদি।

ডোম সিসি ক্যামেরা-নজরদারি করার জন্য ডোম সিসি ক্যামেরা খুবই ভালো।ডোম সিসি  ক্যামেরার একটি প্রধান বৈশিষ্ট্য হলো এটি সাধারণত নির্দিষ্ট পরিমাণে ঘুরতে থাকে এবং সিসি ক্যামেরার সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটি কোন দিকে ঘুরছে তা দেখে সহজে বোঝা যায় না। 

এটি বদ্ধ স্থানে ব্যবহার করার জন্য উপযোগী। বাসা বাড়ি, অফিস আদালত, রেস্তোরাঁর ভেতরে ব্যবহার করা যেতে পারে। ডোম সিসি ক্যামেরার আকৃতি গম্বুজ আকৃতির যা কখন, কোন দিকে নির্দেশ করবে তা বলা মুশকিল।

বুলেট সিসি ক্যামেরা-এই ক্যামেরাটি দেখতে বুলেটের মত তাই এটাকে বুলেট সিসি ক্যামেরা বলা হয়ে থাকে। এই ক্যামেরাটি সাধারণত রাস্তার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই ক্যামেরাতে রয়েছে স্টিলের একটি আবরণ যা ওয়েদার প্রুফ। এই সিসি ক্যামেরা বাড়ির বাইরে,দরজা বা জানালার দেয়ালে কিংবা ছাদ থেকে নিচের দিকে মুখ করে লাগানো যায়। 

এই সিসি ক্যামেরাটি একটি দীর্ঘ নলের মত এবং বহির্ভূত নজরদারির জন্য ব্যবহৃত হয়।

নাইট ভিশন সিসি ক্যামেরা-এই সিসি ক্যামেরাটি Infrared প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। তাই অল্প আলোতে ভালো কোয়ালিটির ভিডিও ধারণে সক্ষম। অল্প (দিনের) আলোতে কালারিং এবং রাতে সাদাকালো ভিডিও ধারণ করতে পারে এই ক্যামেরাটি। এই ক্যামেরাটি সাধারণত বিভিন্ন ফ্যাক্টরি, গোডাউন যেখানে সবসময় সিসি ক্যামেরার দরকার সেইসব জায়গায় এই ক্যামেরা ব্যবহার করা যেতে পারে।

আরো পড়ুন: কম দামে ভালো ভিডিও ক্যামেরা-ছোট ক্যামেরার দাম কত 

ওয়্যারলেস সিসি ক্যামেরা-এই ক্যামেরাটি সেট আপের মাধ্যমে দূরবর্তী স্থানে বসে সিসি ক্যামেরার ভিডিও দেখা যায়। এই ক্যামেরা তে বিভিন্ন মডেলের ক্যামেরার ক্ষেত্রে বিভিন্ন স্মার্টফোন অ্যাপও রয়েছে। তাই এটির ডাটা ট্রান্সফারের জন্য কোনরকম তারের দরকার পড়ে না। তবে ক্যামেরাটি চালু রাখতে বা সচল রাখতে হলে পাওয়ার ক্যাবলের সংযোগের প্রয়োজন পড়ে।

বক্স সিসি ক্যামেরা- বক্স সিসি ক্যামেরা সবচেয়ে সাধারণ স্মৃতি টিভি ক্যামেরা যা সবচেয়ে বহুমুখী হিসাবে ব্যবহার করা হয়।

আইপি সিসি ক্যামেরা-উপরে উল্লেখিত ক্যামেরাগুলোর চেয়ে আইপি ক্যামেরার ভিডিও কোয়ালিটি অনেক ভালো। দামের দিক থেকে একটু বেশি হলেও বেশি ভালো কোয়ালিটির কারণে এই ক্যামেরাটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এই ক্যামেরার জন্য ডিডিআর (DDR)এর পরিবর্তে এনডিআর (NDR)এবং ভিডিও বেলুন এর পরিবর্তে R J 45 কানেক্টর ব্যবহার করতে হবে।

পি টি জেড সিসি ক্যামেরা-এই ক্যামেরাটি বিস্তৃত এলাকা জুড়ে ক্যাপচার করতে টিলটিং এবং জুম ইন বা আউট করতে সক্ষম হয়।

মিনি সিসি ক্যামেরা প্রাইস ইন বাংলাদেশ:

ভালো মানের সিসি ক্যামেরার দাম কত জানার আগে ছোট সিসি ক্যামেরার দাম কত তা আমরা জানার চেষ্টা করব। আশা করছি আপনি আমার এই আর্টিকেলের সঙ্গে থাকবেন। সাধারণত মিনি সিসি ক্যামেরার প্রাইস বা দাম নির্ভর করে ওই ক্যামেরার আকার, আকৃতি,গুণগতমান,মেমোরি,ক্যাপাসিটি, ব্যাটারি, ক্যামেরার ধরন, ব্র্যান্ড ইত্যাদির উপর ভিত্তি করে দাম নির্ধারিত হয়।

নিম্নে বাংলাদেশে ছোট কিছু CC ক্যামেরার দাম এবং মডেল উল্লেখ করা হলো-

  • Panorama E27 wi fi IP Camera Bulb- price 1399 Taka only.
  • V380 wifi Smart net Camera- price 1299 Taka only.
  • V380 wifi 4G Supported Solar PTZ IP Camera-price 7795 Taka only.
  • X5 Mini 5G Wireless wify Camera -price 1800 Taka only.
  • EZVIZ H6 Full Coverage Smart Protection Camera-price 5000 Taka only.
  • EZVIZ H6C 3MP Pan &Tilt Smart Home Securuirity Camera-price 2200 Taka only.
  • Wireless Home security night vision Camera-price 899 Taka only.
  • 4G Sim supported solar IP Camera-price 5750 Taka only.
  • HDQ9 night vision Camera-price 2350 Taka only.
  • V380 Cable mini wifi USB IP Camera-price 1650 Taka only.
  • Vstarcam c662DR Dual lens IP Camera-price 3300 Taka only.
  • Champion 5MP Ranger wifi Camera -price 3300 Taka only.
  • 4G 3MP Rechargeable wireless mini IP Camera-price 6500 Taka only.
  • Jimi JC181 Dual Channel 4G car Dashcam Camera-price 15300 Taka only.
  • Vistarcam CB75 4G 3MP mini  Camera -price 8300 Taka only. 
  • Smart V380 20mp HD video180 degree Robotic wifi Camera -price 1430 Taka only.
  • F6 FHD wireless mini Camera -price 1650 Taka only.
  • X5 mini 5G Wireless wifi Camera -price 1800 Taka only.
  • V380 wifi Smart net Camera -price1299 Taka only. 
  • 5 Antenna Robort wifi Camera -price 1899 Taka only.
  • Xiaomi 70mai A500S Cam with pro+GPS -price 15500 Taka only.
  • 366 Degree Waterproof Indoor wifi CC Camera -price 1650 Taka only.

উল্লেখিত ছোট CC ক্যামেরা ছাড়াও বাজারে আরো অনেক ছোট ছোট  CC ক্যামেরা রয়েছে। সেগুলো বিভিন্ন দাম থাকতে পারে। তাই আপনি যদি কোন ছোট CC ক্যামেরা কিনতে চান তাহলে যাচাই-বাছাই করে তারপর কিনতে পারেন এবং উল্লেখিত ক্যামেরা গুলোর দাম যে কোন সময় পরিবর্তন হতে পারে।

ভালো মানের সিসি ক্যামেরার দাম: 

এ পর্যায়ে আমরা ভালো মানের সিসি ক্যামেরার দাম কত সে সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের জনপ্রিয় সিসি ক্যামেরার ব্র্যান্ডগুলো হলো-ডাহুয়া,হিকভিশন, চ্যাম্পিয়ন, Panorama, জোভিশন,,সিপিপ্লাস, ইউনিভিউ,ইজবিজ, অ্যাভটেক ইত্যাদি বিভিন্ন ধরনের চায়না ব্র্যান্ডের সিসি ক্যামেরা বাংলাদেশে সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে। 

সিসিটিভি ক্যামেরা ১০০০ টাকা থেকে টিভির দাম ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। সিসিটিভি ক্যামেরা কেনার আগে সিসিটিভি সাধারণত ৭২০,১০৮০ হাজার পিক্সেল এইচডি,৪কে আলট্রা এইচডি সহ বিভিন্ন রেজুলেশনে পাওয়া যায।

নিম্নে কিছু ভালো মানের CC ক্যামেরার দাম এবং মডেল উল্লেখ করা হলো-

  • Champion IP Camera - price 2200 Taka only.
  • V380 pro Dual lens E27 bulb wifi Camera- price1800 Taka only.
  • Dahua Hero A1 H5AE 5MP Indoor Pan & Tilt wifi Camera-price 3600 Taka only.
  • V380 4G Sim Supported Solar PTZ IP Camera -price 7795 Taka only.
  • Hikvision EZVIZ C6N H6 Smart Smart wifi pan Camera-price 2600 Taka only.
  • Dahua Imou A22EP Ranger 22MP IP Camera with 360 Degree-price 2100 Taka only.
  • Dahua Imou Ranger 23MP wifi Dhome IP Camera-price 2250 Taka only.
  • Double lens PTZ bulb wifi IP Camera-price 2075 Taka only.
  • Imou IPC f22fp2e wifi full color bullet Camera-price 3500 Taka only.
  • Jkteco C3A Semi outdoor wifi CC Camera-price 1800 Taka only.
  • Dahua DHHAC HFW1209CP- LED Full color bullet  Camera-price 1900 Taka only.
  • Hikvision DS 2CE10DFOT -FS 2MP ColorVu Audio IP Camera-price 2250 Taka only.
  • Hikvision DS- 2CD1043G2 -LIUFS 4MP Bullet IP Camera-price 8750 Taka only.
  • Fisheye 360 Degree Day-Night IR 3D VR Surveillance Camera-price 3190 Taka only.
  • 4G Sim Supported Dual Lens PTZ IP Camera-price 4199 Taka only.
  • 3MP Color night Vision IP Camera & 4G Sim Supported-price 3850 Taka only.
  • V380 Pro 4MP Solar PTZ 4G Dual lens Camera-price 6850 Taka only.
  • E27 Bulb System 360 Degree PTZ Camera-price 1000 Taka only.
  • V360 Smart Video Calling PTZ IP Camera-price 3080 Taka only.
  • K6 Full HD wifi Waterproof Color Camera-price 2399 Taka only.
  • V380 V 10 Dual Lens wifi Camera-price 3300 Taka only.

উপরে উল্লেখিত ভালো মানের সিসিটিভি ক্যামেরা গুলো ছাড়াও বাজারে আরও নানা ধরনের সিসি ক্যামেরা রয়েছে।আপনি যদি অল্প দামের মধ্যে ভালো মানের CC ক্যামেরা কিনতে চান। তাহলে এই ক্যামেরা গুলো আপনি যাচাই বাছাই করে কিনতে পারেন। তবে উল্লেখিত সিসিটিভি ক্যামেরা গুলোর দাম যে কোন সময় পরিবর্তন হতে পারে অথবা কমবেশি হতে পারে। 

আরো পড়ুন: বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন- ফোনের দাম বাংলাদেশ

তাই আপনি CC ক্যামেরা কেনার আগে বা ক্যামেরা কেনার সময় ভালো করে যাচাই-বাছাই করে তারপরে কিনলে ভালো হয়।

শেষ কথা-ভালো মানের সিসি ক্যামেরার দাম : 

সুপ্রিয় পাঠক, ভালো মানের সিসি ক্যামেরার দাম কত তা উপরের অংশে আলোচনা হয়েছে এবং সেই সাথে মিনি ক্যামেরা অথবা ছোটো সিসি ক্যামেরার দাম সহ অন্যান্য CC ক্যামেরা সংক্রান্ত বিষয়ে কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তবে আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই পোস্টটি পড়েন, তাহলে অনেকটাই উপকৃত হতে পারবেন। 

তাই নিজে পড়ুন এবং অপরকেও পোস্টটি পড়ার জন্য উৎসাহিত করুন। যেন তারাও CCTV ক্যামেরা সংক্রান্ত বিষয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারেন। পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url