কম দামে ভালো ভিডিও ক্যামেরা-ছোট ক্যামেরার দাম কত
সুপ্রিয় পাঠক, কম দামে ভালো ভিডিও ক্যামেরা এবং ছোট ক্যামেরার দাম কত বিষয়টি সম্পর্কে জানতে আমার এই আর্টিকেলটি পড়ুন। আজ আমি কম দামে ভালো ভিডিও ক্যামেরা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
তাই আসুন শুরু করা যাক কম দামে ভালো ভিডিও ক্যামেরা এবং ছোট ক্যামেরার দাম কত তা নিয়ে আলোচনা করি।
ছবি তোলার জন্য কোন dslr ক্যামেরা ভালো:
কম দামে ভালো ভিডিও ক্যামেরা কোনটি তা জানার আগে আমরা জানবো ছবি তোলার জন্য কোন ডিএসএলআর ক্যামেরা ভালো। বাজারে বিভিন্ন ধরনের কোম্পানির ক্যামেরা রয়েছে এর মধ্যে ছবি তোলার জন্য ডিএসএলআর ক্যামেরা গুলোর মধ্যে DSLR সবচেয়ে জনপ্রিয় মডেল হচ্ছে নিকন
আরো পড়ুন :ড্রোন ক্যামেরা দাম কত বাংলাদেশ জানতে চোখ রাখুন
ডি৫৬০০ (Nikon d5600) ,(Canon EOS rebel T100)ক্যানন ই ও এস রিবেল টি ১০০ এবং (Sony Alpha 6000) সনি আলফা ৬০০০ এই মডেলের ক্যামেরা গুলো বর্তমানে ভালো পারফরম্যান্স করছে । এছাড়া ফুজি ফিল্ম এক্স টি৩০ (Fuzifilm X-T30) এবং প্যানাসনিক লুমিক্স জিএইচ৫ (Panasonoic Lumix GH5 এগুলোও বর্তমানে অনেক বাজারের চলছে ভালো।নিম্নে কিছু ভালো ক্যামেরা এবং মডেল সহ উল্লেখ করা হলো-
নিকন ডি ৩৩০০(Nikon D 3300)- ফটো গ্রাফারদের জন্য ক্যামেরা গুলোর মধ্যে nikon d ৩৩০০ একটি খুবই ভালো মানের ক্যামেরা। এটি 24.2 মেগাপিক্সেল অন্যান্য ডি এস এল আর ক্যামেরার মতোই কাজ করে। তবে এটার দাম তুলনামূলকভাবে অনেক কম। সেন্সর-এপিএস-সিসি এম ও এস, মেগাপিক্সেল- ২৪.২।
শুটিং স্পিড-৫ এফ পি এস, সর্বোচ্চ ভিডিও রেজুলেশন- ১০৮০ পিক্সেলস, লিকন ডি এক্স স্ক্রীন- ৩ ইঞ্চি ৯ লাখ ২১ হাজার ডটস।
ক্যানন ই ও এস ৭৫০ডি (Canon EOS 750D)-অন্যান্য ক্যামেরার মধ্যে এই ক্যামেরাটি দ্বারা খুব দারুণভাবে ঝকঝকে মসৃণ ছবি তোলা যায়। উচ্চমাত্রার আই এস ও সেন্সিটিভিটির জন্য এটা খুবই ভালো কাজ করে। এটার মেগাপিক্সেল 24.2 এবং এতে রয়েছে উন্নত মানের অটো ফোকাস এবং এক্সপোজার মিটারিং সিস্টেম।
এবং বিল্ট ইন ওয়াইফাই ও এনএফসি, সেন্সর-এপিএস সি সি এম ও এস, মেগাপিক্সেল- ২৪.২ লেন্স, অ্যামাউন্ট- canon efs, screen 3 inchi articulating touch screen, 10 লাখ ৪০ হাজার ডটস। Continue শুটিং স্পিড- 5এফ পি এস, সর্বোচ্চ ভিডিও রেজুলেশন- ১০৮০ পিক্সেল।
ক্যানন ই ও এস ৭০০ডি (Canon EOS 700D)-এই ক্যামেরাটি ফটোগ্রাফি তোলার জন্য অনেক ভালো একটি ক্যামেরা যা ২০১০ সালে প্রথম বাজারে প্রচারিত হয়েছিল। এতে রয়েছে নাইন পয়েন্ট অটোফোকাস সিস্টেম ও ওয়াইফাই কানেক্টিভিটি। সেন্সর- এপিএস সি সি এম ও এস, মেগাপিক্সেল ১৮, লেন্স
অ্যামাউন্ট-ক্যানন ই এফ এসে, স্ক্রিন- ৩ ইঞ্চি আর্টিকুলেট টাচ স্ক্রিন, ১০ লাখ চল্লিশ হাজার ডটস, কন্টিনিউ শুটিং স্পিড- ৫ এফ পি এস, সর্বোচ্চ ভিডিও রেজুলেশন ১০৮০ পিক্সেল।
পেন্ট্যাক্সে কে-৫০(Pentax K 50)-কম দামের ভালো ডি এস এল আর এর ক্যামেরা গুলোর মধ্যে ভালো সুনাম রয়েছে পেন্টারেক্সের। এই ক্যামেরার যে কোন আলোতে ছবি তোলার জন্য অনেক ভালো এবং এই ক্যামেরার লেন্স গুলো ওয়েদার রেজিস্টান্ট প্রযুক্তিতে তৈরি।
সেন্সর -এপি এস-সিসি এম ও এস, মেগাপিক্সেল-১৬.৩,লেন্স অ্যামউন্ট- পেন্ট্যাক্সে কে, স্ক্রিন- ৩ ইঞ্চি, 9,21000ডটস, শুটিং স্পিড-৬ এফপি এস, ভিডিও রেজুলেশন- ১০৮০ পিক্সেল।
নিকন ডি৫৩০০ (Nikon D 5300)-এই ক্যামেরাতে রয়েছে জিপিএস, সেন্সর-এপিএস- সি সি এম ও এস, মেগাপিক্সেল- 24.2, লেন্স অ্যামউন্ট- nikon d x' screen- 3.2 ইঞ্চি আর্টিকুলেট ,১০ লাখ ৩৭ হাজার ডটস, কন্টিনিউ শুটিং স্পিড-৫ এফ পি এস, সর্বোচ্চ ভিডিও রেজুলেশন-১০৮০ পিক্সেল। ক্যামেরাটি ভালো মানের ক্যামেরা হিসেবে মার্কেটে ভালোই চলছে।
ক্যামেরা কে আবিষ্কার করেন কত সালে:
কম দামে ভালো ভিডিও ক্যামেরা কোনটি তা জানার আগে ক্যামেরা কে আবিষ্কার করেন এবং কত সালে আবিষ্কার হয় তা আমরা জানার চেষ্টা করব। ১৮১৬ সালে ফরাসি বিজ্ঞানী জোসেফ নিসেফোর নিপসে (Joshph Nicephore Niepce)সর্বপ্রথম ফটো গ্রাফিক ক্যামেরা আবিষ্কার করেন এবং প্রথম একটি ছবি তোলেন।
আরো পড়ুন:বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন-ফোনের দাম বাংলাদেশ
তিনি আধুনিক যুগে ১৮২৫ সালে ক্যামেরা সর্বপ্রথম ছবি সংরক্ষণের পদ্ধতি আবিষ্কার করেন। এরপর নানা পরিবর্তন এবং বিবর্তনের সময় পেরিয়ে বর্তমান যুগে ক্যামেরা রূপ নিয়েছে। এরপর ১৮৩৯ সালে প্রথম Alphone Giroux বাণিজ্যিকভাবে ফটোগ্রাফি ক্যামেরা আবিষ্কার করেন।ক্যামেরা হচ্ছে একটি অপটিক্যাল ডিজাইন যা ছবি ধারণ করে অভ্যন্তরীণভাবে রাখা যায় এবং অন্য জায়গাতেও পাঠানো যায়।
ছোট ক্যামেরার দাম কত:
কম দামে ভালো ভিডিও ক্যামেরা কোনটি তা আলোচনা করার আগে ছোট ক্যামেরার দাম কত তা জানা প্রয়োজন মনে করছি। তাহলে আমরা জেনে নিই ছোট ক্যামেরার দাম কত। নিম্নে ছোট কিছু ক্যামেরার দাম এবং মডেল উল্লেখ করা হলো-
- USB mini body camera HD 1080P- price 2350 Taka only.
- L9HD Night Vision miny body- price 2530 Taka only.
- USB Smart charger Spy Camera-price 2650 Taka only.
- Mini USB night Vision Surveillance Spy IP Camera -
- price 1599 Taka only.
- A7HD Night Vision Camcorder Mini Camera-price 2100 Taka only.
- SQ11 Mini Night Vision Camera-price 699 Taka only.
- A9 wi-fi Night Vision mini IP Camera-price 650 Taka only.
- CSO5 1080p body worn wi-fi Camera-price 2210 Taka only.
- Mini full HD body Camera & USB port-price 1999 Taka only.
- A9 Mini wi-fi Night Vision IP Camera & Battery backup-price 649 Taka only.
- V380 Clock System 3MP Smart HD wi-fi Camera-price 2880 Taka only.
- K88 Spy Camera Detector-price 10800 Taka only.
- K14 Mini HD Smart Camera-price 1399 Taka only.
- A9 Mini wireless full HD Night Vision IP Camera-price 499 Taka only.
- Mini Body Camera 1080p-price 2999 Taka only.
উল্লেখিত ছোট ক্যামেরা ছাড়াও বাজারে আরো অনেক ছোট ছোট ক্যামেরা রয়েছে। সেগুলো বিভিন্ন দাম থাকতে পারে। তাই আপনি যদি কোন ছোট ক্যামেরা কিনতে চান তাহলে যাচাই-বাছাই করে তারপর কিনতে পারেন।
কম দামে ভালো ভিডিও ক্যামেরা:
এ পর্যায়ে আমি কম দামে ভালো ভিডিও ক্যামেরা কোনটি বা কি কি সে সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা সবাই কমবেশি ভিডিওগ্রাফি পছন্দ করে থাকি। তাই ক্যামেরা যদি ভালো না হয় তাহলে ভালো ভিডিও আশা করা বোকামি ছাড়া আর কিছুই না।কম দামে ভালো ভিডিও ক্যামেরা কি কি তা নিম্নে উল্লেখ করা হলো।
আরো পড়ুন: বাটন ফোন কেনার সময় যেসব বিষয় খেয়াল রাখা দরকার
এই ক্যামেরাগুলো অন্যান্য যে কোন ক্যামেরার চেয়ে দাম কম এবং এর কোয়ালিটি অনেক ভালো।
ক্যানন ইওএস ৭০০ডি(Canon EOS 700D)-আমরা যারা ভিডিওগ্রাফি পছন্দ করি বা ভিডিওগ্রাফি নিয়ে একটু আধটু নাড়াচাড়া করে থাকি তারা অবশ্যই canon eos 700d এই ক্যামেরাটির কথা অবশ্যই শুনেছি এবং এটির সাথে আমরা অনেকটাই পরিচিত আছি। এই ক্যামেরাটি বাংলাদেশের সবচেয়ে ভালো এবং জাতীয় ক্যামেরা নামে পরিচিত।
এই ক্যামেরাটি দিয়ে ভালোমতো ছবি তোলা এবং ইউটিউব কিংবা ফেসবুকে ভিডিও তৈরি এবং ওয়েডিং ভিডিও তৈরি করতে পারা যায়। উল্লেখিত কাজের ক্ষেত্রে canon eos720 ক্যামেরাটি কে সবচেয়ে ভালো ক্যামেরা বলা হয়ে থাকে। এটির আকর্ষণীয় ফিচার গুলো আপনার ভিডিও গ্রাফিক্সের মান উন্নত করবে।
এই ক্যামেরাটি তে এক্সটার্নাল মাইক্রোফোন রয়েছে যার কারণে ইউটিউবে ভিডিও তৈরি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে এই ক্যামেরাটি তে রয়েছে টাচ স্ক্রিন এবং রোটেট ডিসপ্লে। এই ক্যামেরাটি তে রয়েছে দশটিরও বেশি মুভ এবং এই ক্যামেরাটি তে অটো ফোকাস আছে যা ছবি তোলার জন্য খুবই ভালো একটি ক্যামেরা।
Canon EOC700d-ক্যামেরাটি বাংলাদেশের সবচেয়ে ভালো ক্যামেরা বলে পরিচিত। এই ক্যামেরাটি সবথেকে বেশি বিক্রিত ক্যামেরা গুলার মধ্যে অন্যতম। ভিডিও গ্রাফির জন্য অল্প দামে সব থেকে ভালো ক্যামেরা হল এটি। আপনি যদি ইউটিউবে শর্ট ফিল্ম কিংবা নাটক তৈরীর জন্য অথবা ব্লগিং করার জন্য ক্যামেরা কিনতে চান।
তাহলে আপনি canon eos 700d সবচেয়ে ভালো ক্যামেরাটি আপনি কিনতে পারেন। এছাড়া এটা দিয়ে ভিডিওর পাশাপাশি খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন।
Canon EOS 700D স্পেসিফিকেশন-
- ক্যামেরার ধরন(Camera Type)-DSLR Camera
- মেঘা পিক্সেল (Megapixel)-18
- সেন্সরের ধরন(Senor type)- CMOS Sensor
- ডিসপ্লে(Display)-3.2 Clear View
- ভিডিও ফরমেট (Video Formate)-MOVE Formate
- ইমেজ ফরমেট (image format)-JPEG
- ব্যাটারি (Battery)-RechargeableLI-Ion Battery LP-E8
- মডেল(Model)- EOS 700D
- মাইক্রোফোন (Microphone)-Yes
- অটো ফোকাস (Auto Focus)-Yes
- বিল্ট ইন ফ্লাস(Built in flash)-Yes
- ব্রান্ড (Brand)-Canon
- দাম (Price)-32 হাজার টাকা মাত্র।
সুতরাং আপনার বাজেট যদি কম থাকে অথবা আপনি যদি কম দামের ভালো মানের একটি ভিডিও ক্যামেরা কিনতে চান। তাহলে আপনি এই ক্যামেরাটি (বাংলাদেশের ২০১২ সালে আশা) বর্তমানে আধুনিক এই ক্যামেরাটি আপনি কিনতে পারেন।
সনি এইচডিআর-এসআর১১(Sony HDR-SR11)-কম দামের ভালো ভিডিও ক্যামেরার মধ্যে আরেকটি অন্যতম ভিডিও ক্যামেরা হচ্ছে Sony HDR-SR11 ভিডিও ক্যামেরা। বর্তমানে সাংবাদিকরা এই ক্যামেরাটি বেশি ব্যবহার করে থাকেন। এই ক্যামেরাটি দিয়ে অনেক বড় বা অনেক বেশি রুম করা যায় ক্যামেরাটি তে ব্যবহার করা হয়েছে ১০.২ মেগাপিক্সেল এবং রোটেট ডিসপ্লে।
সনি এইচডিআর-এসআর১১(Sony HDR-SR11)- একটি পুরনো মডেলের ক্যামেরা হলেও বর্তমান সময়ে ওয়েডিং ভিডিওর গান ক্ষেত্রে ও সাংবাদিকরা বিভিন্ন অভিযানে এই ক্যামেরাটি ব্যবহার করে থাকেন। এই ক্যামেরাটি দিয়ে নাটক, শর্ট ফিল্ম এর ক্ষেত্রে তেমন সুবিধা পাবেন না কারণ সনি কোম্পানির এইচডি আর এস আর১১ ব্র্যান্ডের ক্যামেরাটি তে তেমন ব্লুয়ার সুবিধা পাবেন না।
তবে ওয়েডিং ভিডিওর ক্ষেত্রে এবং সাংবাদিকতার কাজে এই ক্যামেরাটি একটি খুবই উপযোগী।
সনিএইচডিআর-এসআর১১ (Sony HDR-SR11) Specifications-
- ক্যামেরার ধরন(Camera Type)-Vidio Camera
- মেঘা পিক্সেল (Megapixel)-10.2Megapixel
- সেন্সরের ধরন(Senor type)- MOS Sensor
- ডিসপ্লে(Display)-3.5inch LCD ডিসপ্লে
- ভিডিও ফরমেট (Video Formate)-1920/1080 Full HD
- ব্যাটারি (Battery)-NP70 Rechargeable Battery
- মডেল(Model) এইচডিআর-এসআর১১ (HDR-SR11)
- মাইক্রোফোন (Microphone)-Yes
- অটো ফোকাস (Auto Focus)-Yes
- বিল্ট ইন স্টোরেজ(Built in Storge)-60GB
- বিল্ট ইন ফ্লাস (Built in Flash)-Yes
- ব্রান্ড (Brand)- Sony
- দাম (Price)-33 হাজার 200 টাকা মাত্র।
সুতরাং এই ক্যামেরাটি যদি আপনি কিনতে চান তাহলে সাংবাদিকতার কাজে অথবা ওয়েডিং এর কাজে ব্যবহার করার জন্য আপনি এই ভালো ক্যামেরাটি কিনতে পারেন।
ক্যানন ইওএস ৫০ডি(Canon EOS 50D)- আমাদের দেশে যেসব প্রচলিত ব্র্যান্ডগুলো রয়েছে সেই ব্র্যান্ডের কম দামের ভিডিও ক্যামেরা গুলোর মধ্যে এটি একটি জনপ্রিয় ক্যামেরা। কম দামের ভালো ভিডিও ক্যামেরা গুলোর মধ্যে canon brand এর ইওস ৫০ডি ক্যামেরাটি অন্যতম। ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির জন্য এই এই ক্যামেরাটি কম বাজেটে একটি সেরা ক্যামেরা।
আপনি এই মডেলের ক্যামেরাটি আপনার ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য অথবা নাটক, শর্ট ফিল্ম তৈরীর কাজে আপনি ব্যবহার করতে পারেন।
Canon EOS 50D স্পেসিফিকেশন-
- ক্যামেরার ধরন(Camera Type)-DSLR Camera
- মেগা পিক্সেল (Megapixel)-15.1Megapixel
- সেন্সরের ধরন(Senor type)- CMOS Sensor
- ডিসপ্লে(Display)-3.0inch TFT,920kDots ডিসপ্লে
- ভিডিও ফরমেট (Video Formate)-MP4,MOV
- ব্যাটারি (Battery)- Rechargeable Battery
- মডেল(Model) (EOS 50D)
- মাইক্রোফোন (Microphone)-Yes
- অটো ফোকাস (Auto Focus)-Yes
- Connectivity-USB,HDMI,wifi Connectivity
- বিল্ট ইন ফ্লাস (Built in Flash)-Yes
- Image Formate-JPEG,RAW
- ব্রান্ড (Brand)- Canon
- দাম (Price)-13 হাজার 500 টাকা মাত্র।
আপনার বাজেট যদি ১৫ থেকে ১৬ হাজারের মধ্যে হয় অথবা আপনি যদি এর চেয়ে কম বাজেটের জন্য সবচেয়ে কম দামের ভালো ভিডিও ক্যামেরা কিনতে চান, তাহলে আপনি এই ক্যামেরাটি বেস্ট হিসাবে ক্রয় করতে পারেন। কম দামে সবচেয়ে ভালো ক্যামেরা গুলোর মধ্যে এই ক্যামেরাটি সবচেয়ে শীর্ষে রয়েছে।
ক্যানন ইওএস ৬০০ডি(Canon EOS 600D)-সবচেয়ে কম দামের ভালো ভিডিও ক্যামেরা গুলোর মধ্যে ক্যানন ব্র্যান্ডের আরেকটি জনপ্রিয় ক্যামেরা হল eos 600d। এই ক্যামেরাটি তে রয়েছে রোটেট ডিসপ্লে এবং আপনি যেকোনো ধরনের লেন্স ব্যবহার করতে পারবেন। এছাড়া 11 থেকে 12 টি মুভ রয়েছে এই ক্যামেরাটির মধ্যে।
এই ক্যামেরাটি আপনি সাধারণত ইউটিউব ভিডিও তৈরি,ফটো শুটের জন্য ব্যবহার করতে পারেন। রোটেট ডিসপ্লে হওয়ার কারণে এটি ব্যবহার করে সহজে ব্লগিং করা যায়। শর্ট ফিল্ম, নাটক তৈরীর কাজে এবং সোশ্যাল মিডিয়ায় তৈরির কাজে এই ক্যামেরা ব্যবহৃত করতে পারবেন।
Canon EOS 600D স্পেসিফিকেশন-
- ক্যামেরার ধরন(Camera Type)-DSLR Camera
- মেগা পিক্সেল (Megapixel)-18 Megapixel
- সেন্সরের ধরন(Senor type)- CMOS Sensor
- ডিসপ্লে ধারণ(Display Type)-1040k-Dot Vary Angle 7.7 CM 3.0inch Screan
- ভিডিও ফরমেট (1920/1080
- ব্যাটারি (Battery)- RechargeableLi-ion Battery LP-E8
- মডেল(Model) (EOS 600D)
- মাইক্রোফোন (Microphone)-Yes
- Connectivity-USB,HDMI,wifi Connectivity
- বিল্ট ইন ফ্লাস (Built in Flash)-Yes
- Image Formate-JPEG,RAW
- ব্রান্ড (Brand)- Canon
- দাম (Price)-32 হাজার 500 টাকা মাত্র।
এই ক্যামেরাটি অনেক পুরাতন মডেলের হলেও এর দর্শক রিভিউ অনেকটাই ভালো। আপনি যদি কম দামের মধ্যে ভালো ভিডিও ক্যামেরা কিনতে চান তাহলে এই ক্যামেরাটি আপনি যাচাই করে কিনতে পারেন। তবে উল্লেখিত ক্যামেরা গুলোর দাম যে কোন সময় পরিবর্তন হতে পারে অথবা কমবেশি হতে পারে।
তাই আপনি ক্যামেরা কেনার আগে বা ক্যামেরা কেনার সময় ভালো করে যাচাই-বাছাই করে তারপরে কিনলে ভালো হয়।
শেষ কথা-কম দামে ভালো ভিডিও ক্যামেরা:
সুপ্রিয় পাঠক, কম দামে ভালো ভিডিও ক্যামেরা কোনটি বা কি কি তা উপরের অংশে আলোচনা হয়েছে এবং সেই সাথে মিনি ক্যামেরা অথবা ছোটো ক্যামেরা সহ অন্যান্য ক্যামেরা সংক্রান্ত বিষয়ে কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তবে আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই পোস্টটি পড়েন, তাহলে অনেকটাই উপকৃত হতে পারবেন।
তাই নিজে পড়ুন এবং অপরকেও পোস্টটি পড়ার জন্য উৎসাহিত করুন। যেন তারাও ক্যামেরা সংক্রান্ত বিষয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারেন। পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url