32 ইঞ্চি স্মার্ট টিভির দাম কত জানতে চোখ রাখুন

সম্মানিত পাঠক, 32 ইঞ্চি স্মার্ট টিভির দাম কত যদি জানতে চান তাহলে আর্টিকেলটি পড়ুন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ৩২ ইঞ্চি স্মার্ট টিভির দাম কত। 

তাই আসুন পাঠক বন্ধুরা আপনার মূল্যবান সময় নষ্ট না করে আমরা জেনে নেই 32 ইঞ্চি স্মার্ট টিভির দাম কত। এবং সেই সাথে আমরা সনি ৩২ ইঞ্চি এলইডি টিভির দাম কত সেটাও জানার চেষ্টা করব।

স্যামসাং 32 ইঞ্চি স্মার্ট এলইডি টিভির দাম কত:

32 ইঞ্চি স্মার্ট টিভির দাম কত তা জানার পাশাপাশি আমরা স্যামসাং ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি টিভির দাম কত তা আমরা আগে জেনে নেব। স্মার্ট টিভি বলতে একটি ফ্ল্যাট স্ক্রীন টেলিভিশনকে বুঝায় যা ইন্টারনেট সংযোগ বা ওয়াইফাই সংযোগ এবং একটি অন্তর নির্মিত অপারেটিং সিস্টেম দিয়ে সজ্জিত করা যায়। 

আরো  পড়ুন:কম দামে ভালো স্মার্ট টিভি কোনটি জেনে নিন

এটি স্মার্ট টিভিকে অনায়াসে কনটেন্ট সিস্টেম করতে, মিউজিক Play করতে,সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে এবং আরও অনেক কিছু করতে সহায়তা দেয়। একটি কম্পিউটারকে যদি টিভি হিসেবে ব্যবহার করেন তাহলে সেটা স্মার্ট টিভি হয়ে যায়। স্মার্ট টিভি আসলে দেখতে সাধারণ টিভির মতই কিন্তু অপারেটিং সিস্টেম আলাদা। 

স্মার্ট টিভি হচ্ছে ইন্টারনেট সংযুক্ত করে চালানো হয়।যে টিভি স্মার্ট টিভির সাথে একটি নেটওয়ার্ক পোর্ট থাকে যা ব্যবহার করে আপনি ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে পারবেন। অর্থাৎ একই সাথে আপনি স্যাটেলাইট টিভি চ্যানেল সহ অনলাইনে টিভি চ্যানেল দেখতে পারবেন। 

আর সাধারণ টিভি চ্যানেল অনলাইনের মাধ্যমে টিভি চ্যানেল দেখতে পাবেন না।কারণ সাধারণ টিভি ইন্টারনেট বা ওয়াইফাই এর মাধ্যমে চালানো যায় না। স্মার্ট টিভি মানে সাধারণ টিভি থেকে আরও অনেক বেশি কিছু দেখতে পাওয়া যায়। এর মাধ্যমে ইচ্ছামত বা নিজের পছন্দমত গান শোনা, পছন্দ মত ভিডিও দেখা, নিজের ইচ্ছামতো ভিডিও গেম, নাটক, ইচ্ছামতো সিনেমা ,খেলাধুলা ইত্যাদি উপভোগ করতে পারা যায়। 

ছবি অথবা ভিডিও দেখার ক্ষেত্রে স্মার্ট টিভি অনেক বড় সুবিধা থাকে। আপনি ইচ্ছা করলে যে কোন ভিডিও রেকর্ড কিংবা সাময়িক বিরতি দিয়ে রাখতে পারবেন। এবং ভিডিও রেকর্ড আউট করতে পারবেন, ঘুরিয়ে ফিরিয়ে আপনার সুবিধা মত যে কোন ভিডিও ছবি দেখতে পারবেন। বাজারে ৩২ ইঞ্চি স্মার্ট টিভি গুলোর মধ্যে স্যামসাং একটি জনপ্রিয় ব্র্যান্ড এর মডেল এবং দাম নিম্নে উল্লেখ করা হলো-

  • Samsung N4010 32 inch HD LED TV-Price 16990 Taka only.
  • Samsung T4500 32 inch Smart LED TV with Voice Remort Control-Price 28990 Taka only. 

উল্লেখিত দামের স্যামসাং স্মার্ট টিভি গুলোতে রয়েছে গ্রাহকদের মনোমুগ্ধকর সেবা এবং ওয়ারেন্টি ও গ্যারান্টির ক্ষেত্রে Samsung ব্রান্ড 2 বছরের ওয়ারেন্টি থেকে ১০ বছর পর্যন্ত ওয়ারেন্টি দিয়ে থাকে। Samsung স্মার্ট টিভিগুলো হচ্ছে স্লিম। এই টেলিভিশনগুলো ফুল এইচডি 4K রেজুলেশন বা 8K রেজুলেশন এর হয়ে থাকে। 

বর্তমানে বাংলাদেশের বাজারে উচ্চমানের রিফ্রেশ রেট পাওয়া যায়। 60 হার্স থেকে শুরু করে 120 হার্স রিফ্রেশরেটর এলইডি টিভি পাওয়া যায়। এই টিভি গুলোতে রয়েছে উচ্চমানের র‍্যাম এবং স্টোরেজের জন্য স্যামসাং টেলিভিশন বিশ্ব বিখ্যাত। 2 জিবি থেকে ৮ জিবি পর্যন্ত স্যামসাং টিভিতে র‍্যাম রয়েছে। 

তাই ছবি এবং ভিডিও দেখার পাশাপাশি অনেক গেম খেলা যায় এবং ইচ্ছা মত নাটক, সিনেমা খবর, গান-বাজনা গেম ইত্যাদি নানা ধরনের অনুষ্ঠান ইচ্ছামত উপভোগ করা যায়।

মিনিস্টার টিভি 32 ইঞ্চি স্মার্ট দাম কত:

32 ইঞ্চি স্মার্ট টিভির দাম কত তা জানার আগে ৩২ ইঞ্চি মিনিস্টার স্মার্ট টিভির দাম কত তা আমি তুলে ধরার চেষ্টা করব।মিনিস্টার স্মার্ট এলইডি টিভি দেশীয় পণ্য। এতে রয়েছে আই প্রোটেকটিভ। মিনিস্টার এর ৩২ ইঞ্চি M7 মডেলের স্মার্ট এলইডি টিভি অল্প সময়ের জন্য এর অফার চলছে। অফার মূল্য মাত্র ১৭৭০০ টাকা। ৩২ ইঞ্চি মিনিস্টার টিভি মডেল এবং এর দাম নিম্নে উল্লেখ করা হলো-

আরো পড়ুন :স্মার্ট টিভির সুবিধা অসুবিধা কি

  • মিনিস্টার টিভি মডেল নাম্বার MI32M8CGV-বর্তমান দাম ২৯৯০০টাকা মাত্র
  • মিনিস্টার টিভি মডেল নাম্বার MI32QFCB-বর্তমান দাম ২৪৯০০টাকা মাত্র
  • মিনিস্টার টিভি মডেল নাম্বার MI32M7CG-বর্তমান দাম ২৭৯০০টাকা মাত্র
  • মিনিস্টার টিভি মডেল নাম্বার MI32M10PGV-বর্তমান দাম ৩০৯০০টাকা মাত্র
  • মিনিস্টার টিভি মডেল নাম্বার M32 Glorious Smart Android-M-বর্তমান দাম 20336 টাকা মাত্র
  • মিনিস্টার টিভি মডেল নাম্বার MI32F1CVS-বর্তমান দাম ২৬৯০০টাকা মাত্র। 

উল্লেখিত মিনিস্টার ৩২ ইঞ্চি টিভি গুলোর দাম সময়ের ব্যবধানে যেকোনো সময় পরিবর্তন অথবা কম বেশি হতে পারে। তাই আপনি যদি এই ব্র্যান্ডের টিভি কিনতে চান তাহলে কেনার আগে অথবা কেনার সময় ভালো করে যাচাই-বাছাই করে বাজেট ঠিক করে নিয়ে তারপর কিনলে আপনি ঠকবেন না। 

উল্লেখিত মিনিস্টার ৩২ ইঞ্চি টিভিগুলো ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছর। ওয়ারেন্টি ডিসপ্লে সাইজ ৩২ ইঞ্চি, Country Name- bangladesh,রেজুলেশন ১৯২০/১০৮০ ফুল এইচডি এবং রিপ্লেসমেন্ট টাইম এক বছর ।ফ্রি সার্ভিস ১০ বছর। র‍্যাম১ জিবি রোম ৮ জিবি, আই প্রটেক্টর মিনিস্টার টিভি বাংলাদেশের তৈরি। আপনি চাইলে কিনতে পারেন।

 সনি 32 ইঞ্চি এলইডি টিভির দাম কত: 

এ পর্যায়ে আমি আলোচনা করব যে ৩২ ইঞ্চি সোনি টিভির দাম কত এবং এর পাশাপাশি এর পরের স্টেজে ৩২ ইঞ্চি স্মার্ট টিভির দাম কত তা সঠিক তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।বর্তমান মার্কেটে সনি ব্র্যান্ডের টিভি বিভিন্ন ব্রান্ডের বিভিন্ন রকম দাম রয়েছে। তবে অন্যান্য কোম্পানির ব্র্যান্ডের টিভির চেয়ে সনি ব্র্যান্ডের টিভির দাম কমবেশি হতে পারে। 

সবচেয়ে সেরা মানের টিভির জগতে সনি হচ্ছে সবচেয়ে নামকরা একটি সেরা মানের ব্রান্ড। অন্যান্য টিভির চেয়ে সনি টিভি মার্কেটে পারফরম্যান্স সবচেয়ে ভালো দেখা যাচ্ছে। সেরা সনি ৩২ ইঞ্চি এলইডি টিভির মডেল ও দাম নিম্ন রূপ -

  • Sony Bravia 32 Inch Smart TV-দাম ৩১৪৯০ টাকা মাত্র। 
  • Sony Plus 32 Inch Android Double Glass HD LED TV-দাম ১১৯৯০ টাকা মাত্র।
  • Aston Ast-432c9VT 32 Inch Voice Control LED Smart TV-দাম ১৩৪৯৯ টাকা মাত্র।
  • Vision P10 Prime32 inch LED TV- দাম ১২৯৯০ টাকা মাত্র।
  • Sony 32 Inch LEd TV-দাম ২৪৫০০ টাকা মাত্র।

তবে উল্লেখিত দাম এর সাথে বাজারের দাম সময়ের ব্যবধানে কম বেশি হতে পারে। তাই কেনার আগে আপনি দাম সম্পর্কে যাচাই-বাছাই করে ভালো করে জেনে নিয়ে তারপর আপনি সনি ৩২ ইঞ্চি টিভি কিনবেন তাহলে ঠকবেন না।

32 ইঞ্চি স্মার্ট টিভির দাম কত: 

এ পর্যায়ে আমি 32 ইঞ্চি স্মার্ট টিভির দাম কত তা আপনাদের সাথে সঠিক মত তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব। আশা করছি আপনি কষ্ট করে হলেও ইনশাল্লাহ আমার এই পোস্টের সঙ্গেই থাকবেন। ৩২ ইঞ্চি স্মার্ট টিভির অনেকগুলো কোম্পানি বা ব্র্যান্ড রয়েছে। 

আরো পড়ুন: রকেট সেকেন্ডে কত কিলোমিটার যায়-রকেট কিভাবে আকাশে উড়ে

৩২ ইঞ্চি স্মার্ট টিভির দাম প্রায় ১২ হাজার টাকা যার মধ্যে থাকতে পারে। স্মার্ট অপারেটিং সিস্টেম, স্মার্ট এর বৈশিষ্ট্য ইন্টারনেট বা ওয়াইফাই দ্বারা পরিচালনা করা যায়। সর্বনিম্ন দামের ৩২ ইঞ্চি স্মার্ট টিভি মোটামুটি ছবি দিতে পারে। তবে একটু ভালো মানের 32 ইঞ্চি স্মার্ট টিভির দাম বাংলাদেশ প্রায় ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে। 

তবে সব কোম্পানির ৩২ ইঞ্চি স্মার্ট টিভির দাম এক নয়।বাংলাদেশে ৩২ ইঞ্চি টিভির দাম ৭০০০ টাকা থেকে শুরু করে এলইডি টেকনোলজি এবং ডিজিটাল সাউন্ড সিস্টেমের সমন্বয়ে তৈরি করা হয়।বাংলাদেশে ৩২ ইঞ্চি টিভির দাম সাধারণত ব্র্যান্ড, মডেল, ডিসপ্লে, টেকনোলজি, স্মার্ট ফিচার, কোয়ালিটি ইত্যাদির উপর ভিত্তি করে দাম পরিবর্তিত হতে পারে।নিম্নে কিছু স্মার্ট টিভির মডেল ও দাম উল্লেখ করলাম-

  • JVCO 32 Inch 4K Google Voice control TV-দাম ১৪৯৯০ টাকা মাত্র।
  • Golden Plus 32 Inch Frameless Android  TV-দাম ১৪৮০০ টাকা মাত্র।
  • Siko PO9S 32Inch  Frameless Android LED Smart HD TV-দাম ১১৯৯০ টাকা মাত্র।
  • Sony Bravia 32 Inch Smart TV-দাম ৩১৪৯০ টাকা মাত্র।
  • Mango MG32FG3 32 Inch HD Google Certified TV-দাম ২২৯০০ টাকা মাত্র।
  • Vision E40S 32 Inch LED Google TV-দাম ২০৪৯০ টাকা মাত্র।
  • Sky View 32Inch Voice Control  Smart LED TV-দাম ১২৪৯০ টাকা মাত্র।
  • Osaka 32 Inch LED Borderless Android TV-দাম ১১৯৯০ টাকা মাত্র
  • Samsung N4010 32 Inch HD LED TV-দাম ১৬৯৯০ টাকা মাত্র
  • JVCO 32 Inch Wide Sreen Full HD HDMI/USB LED TV-দাম ১২৪৯৯ টাকা মাত্র।
  • Sony প্লাস 32 Inch ডাবল গ্লাস ফুল এইচডি Smart TV-দাম ১১৯৯৯ টাকা মাত্র।
  • Rowa 32S52 32 Inch LED smart HD TV-দাম ১৭৯৯০ টাকা মাত্র।
  •  Android 32 Inch LED smart LED HD TV-দাম ১৯৯০ টাকা মাত্র।
  • Vigo 32 Inch LEDE20 TV Android Smart Infinity- দাম ২৬৩৩০ টাকা মাত্র।
  • Vigo Android 32 Inch LED TV E10 Smart Android- দাম ২৩৫৯৯ টাকা মাত্র।
  • Vision Z10 32 Inch LED smart Optima Google TV-দাম ১৭৪৯৯ টাকা মাত্র।
  • (Walton Smart)W32D120CS TV Price 19990 Taka Only.
  • (Walton Smart)W32D120E11G2 TV Price 36900 Taka Only. 

শেষ কথা-32 ইঞ্চি স্মার্ট টিভির দাম কত: 

সম্মানিত পাঠক, Article এর শেষ প্রান্তে এসে আমি এই কথা বলে শেষ করব যে 32 ইঞ্চি স্মার্ট টিভির দাম কত তা উপরের অংশে সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছি। এছাড়া আরো অনেক ব্রান্ডের স্মার্ট টিভি রয়েছে আপনি বাজারে খোঁজ করলে তা পেয়ে যাবেন। 

আপনার পছন্দমত উল্লেখিত ব্র্যান্ডগুলোর যেকোনো একটি অথবা একাধিক স্মার্ট টিভি যদি কিনতে চান তাহলে আপনি ক্রয় করতে পারেন। তবে টিভি কেনার আগে অবশ্যই আপনি টিভির দাম, টিভির কোয়ালিটি, টিভির সাইজ, কোন কোম্পানির টিভি ইত্যাদি দেখেশুনে ভালো করে বুঝে তারপরে আপনি আপনার পছন্দের স্মার্ট টিভিটি কিনতে পারেন। 

আশা করছি আপনি আমার এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়েছেন এবং অন্যান্য ব্যক্তিদের কেউ পড়ার জন্য উৎসাহিত করবেন। যেন তারাও স্মার্ট টিভির দাম সম্পর্কে জানতে পারেন। এতক্ষণ আমার এই পোস্টের সঙ্গে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url