বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে চোখ রাখুন

প্রিয় পাঠক, আপনি কি বাটন ফোনে উপায়ে একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে চান। তাহলে আমার এই আর্টিকেলের উপরে আপনি চোখ রাখতে পারেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম। 

আসুন তাহলে আপনার মূল্যবান সময় নষ্ট না করে বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আমরা জেনে নেই। এবং তার সাথে উপায় অ্যাকাউন্ট খুললে কত টাকা বোনাস পাওয়া যায় সেটাও আমরা এই পোষ্টে আলোচনা করব।

উপায় একাউন্ট বন্ধ করার নিয়ম:

বাটন ফোনে উপায়ে একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানার আগে উপায় একাউন্ট কিভাবে বন্ধ করতে হয় সে সম্পর্কে আমাদের জানা দরকার। তাই আসুন আমরা জেনে নেই উপায় একাউন্ট বন্ধ করার নিয়ম। উপায় হচ্ছে একটি মোবাইল ব্যাংকিং টাকা লেনদেন কারি প্রতিষ্ঠান যার মাধ্যমে গ্রাহকরা। 

আরো জানুন :বিকাশ সেন্ড মানি হাজারে খরচ কত ২০২৪ জেনে নিন

অথবা আপনার নিজস্ব অর্থ যেকোনো সময় ক্যাশ আউট, টাকা পাঠাতে পারেন। উপায় হচ্ছে নগদ, বিকাশ ,রকেট এর মতই একটি বেসরকারি মোবাইল ব্যাংকিং সেবা দানকারী প্রতিষ্ঠান। যার মাধ্যমে যে কন বিল যেমন- বিদ্যুৎ বিল, গ্যাস বিল ,পানির বিল, টেলিফোন বিল, ইন্টারনেট বিল, টিভি বিল, মোবাইল 

রিচার্জ, ক্যাশ আউট সহ এবং  টাকা জমা রাখা  ইত্যাদি গ্রাহকরা করে থাকেন। উপায়ের সদর দপ্তর হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকাতে। এর ওয়েবসাইট হচ্ছে www.upaybd.com/bn যা২০২১সালে চালু হয়। উপায় অ্যাকাউন্ট বন্ধ করতে বেশ কয়েকটি নিয়ম অনুসরণ করতে হবে। কয়েকটি নিয়ম থাকলেও অ্যাকাউন্ট বন্ধ করা খুবই সহজ কাজ। 

যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড (NID card)ঠিক থাকে অথবা আপনি যদি অন্য কোন ডকুমেন্ট দিয়ে একাউন্ট খুলে থাকে তাহলে সেটির প্রয়োজন হবে যেমন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি। 

উপায় একাউন্ট ব্যালেন্স জিরো ন(০) -উপায় অ্যাকাউন্ট বন্ধ করার প্রথম শর্ত হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যত টাকা আছে তা সবগুলোই উঠে নিয়ে বা তুলে নিয়ে ব্যালেন্স শূন্য করতে হবে। উপায় একাউন্ট কিভাবে জিরো করতে হবে তা অফিসে গেলে অফিস কর্মকর্তারা তা ঠিক করে দিবেন।

দরকারি কাগজপত্র- প্রয়োজনীয় কাগজপত্র যেমন- জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি কাগজ পত্র গুলো উপায় একাউন্ট বন্ধ করতে এগুলো সঠিক থাকতে হবে। কোন সমস্যা থাকলে আপনি উপায় অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন না। তাই ভালো করে চেক করে দেখুন যে আপনার এন আইডি কার্ড ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনি উপায় অ্যাকাউন্ট বন্ধ করার জন্য সামনে এগোতে পারেন। 

উপায় কাস্টমার কেয়ার- উপায় অ্যাকাউন্ট বন্ধ করতে আপনাকে উপায় কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে। প্রথমে উপায় অ্যাকাউন্ট শূন্য করার কাজটি কমপ্লিট করার পরে তারপর আপনার কাগজপত্র ও মোবাইল ফোন সহ কাস্টমার কেয়ারে চলে যান ।

তারপর কাস্টমার কেয়ারের প্রতিনিধিকে বলুন যে আমি উপায় একাউন্ট বন্ধ করতে চাই। তাহলে উপায় প্রতিনিধি আপনার কাগজপত্র এনআইডি কার্ড যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং আপনার একাউন্ট বন্ধ করে দিবেন।

কাস্টমার কেয়ারে কল- উপায় একাউন্ট পার্মানেন্টলি ভাবে বন্ধ করতে অথবা ডিলিট করতে আপনি কাস্টমার কেয়ারে কল করে আপনার একাউন্ট বন্ধ করতে পারেন। উপায় কাস্টমার কেয়ারে ১৬২৬৮ নম্বরে কল করে বলুন যে আমি আমার উপায় অ্যাকাউন্ট নম্বরটি বন্ধ করতে চাচ্ছি। 

তাহলে কাস্টমার কেয়ার থেকে আপনার এনআইডি কার্ড সহ অন্যান্য তথ্য জানতে চাইলে তখন আপনি সঠিক তথ্য দিয়ে দিলে আপনার উপায় একাউন্ট উনারা বন্ধ করে দিবেন এবং আপনার যে নম্বর দিয়ে উপায় একাউন্ট খোলা হয়েছিল সেই নম্বরে কাস্টমার কেয়ার থেকে একটি মেসেজ পাঠিয়ে দিবে যে আপনার উপায় একাউন্ট বন্ধ সাকসেসফুল।

উপায় একাউন্ট পিন ভুলে গেলে করণীয়:

বাটন ফোনে উপায়ে একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানার আগে আমাদের আরো একটি বিষয় জানা দরকার সেটা হল উপায় একাউন্টের পিন নাম্বার ভুলে গেলে কি করা উচিত। অনেক মানুষ আছে উপায় একাউন্ট এর পিন নাম্বার বা pass word ভুলে গেলে কি করতে হবে তা জানে না। 

উপায় অ্যাকাউন্ট পিন নাম্বার যদি আপনি ভুলে যান তাহলে ডায়াল প্যাড থেকে *২৬৮# টাইপ করে যে সিমে উপায় একাউন্ট খোলা আছে সেই নম্বর দিয়ে কল করুন। তারপর উপায়ের ডায়লগ বক্স পিন রিসেট (pin reset)নামে 9 নম্বর অপশনটি সিলেক্ট করে সেন্ড করুন। 

অথবা উপায় এর কাস্টমার কেয়ার নম্বর১৬২৬৮ নম্বরে কল করে পিন রিসেট করতে পারেন। উপায় একাউন্টের পিন রিসেট করতে সর্বশেষ ব্যালেন্স কত আছে তার প্রয়োজন হবে।আপনার একাউন্ট রেজিস্ট্রেশনে যে এনআইডি কার্ড দিয়েছিলেন সেই এনআইডি কার্ড লাগবে। 

উপায় একাউন্টে পিন রিসেট করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন। এবং উপরের তথ্যগুলো আপনার সাথে রাখুন। আপনার জন্ম তারিখ, আপনার পিতার নাম, সঠিকভাবে বলতে হবে। আপনাকে ১৬২৬৮ নাম্বারে কল করতে হবে। কল করলে কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাকে কিছু তথ্য জিজ্ঞেস করবেন। 

শেষ উপায় একাউন্ট ব্যালেন্স কত আছে, আপনার জন্ম তারিখ, আপনার পিতার নাম, এন আই ডি কার্ড ইত্যাদি আপনার কাছ থেকে জানতে চাইলে আপনি সঠিক ইনফরমেশন দিলে কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাকে পিন রিসেট করে দিবেন।তারপর আপনি আপনার ইচ্ছামত নতুন পিন নম্বর সেট আপ করতে পারবেন।

উপায় একাউন্ট চেক করার কোড:

বাটন ফোনে উপায়ে একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে এর পরের স্টেজে আমি আলোচনা করব।ইনশাল্লাহ ধৈর্য সহকারে আপনি আমার এই আর্টিকেলের সঙ্গে থাকুন। উপায় একাউন্ট চেক করার কোড নাম্বার সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত। অনেকেই উপায় একাউন্ট চেক করার কোড জানেনা তাই উপায় 

একাউন্ট কোড নাম্বার সম্পর্কে সঠিক তথ্য নিম্নে উল্লেখ করা হলো।উপায় অ্যাকাউন্ট চেক করার কোড নম্বর হলো *২৬৮#আপনার যদি উপায়ে একাউন্ট খোলা থাকে তাহলে আপনি উপায় অ্যাকাউন্ট ব্যালেন্স বা কোন কিছু চেক করতে প্রথমে *২৬৮# ডাল করুন।

তারপর ডায়াল প্যাড অপশন থেকে ৭ টাইপ করে সেন্ড করুন। তখন আপনি আপনার উপায় একাউন্ট দেখতে পাবেন। এরপর আপনার একাউন্টে ব্যালেন্স কত আছে তা চেক করতে আপনার উপায় পিন দিয়ে সাবমিট করুন। তাহলে আপনি উপায় অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন।

এছাড়া আপনি চাইলে উপায় অ্যাপ ব্যবহার করার মাধ্যমেও আপনি উপায় অ্যাকাউন্ট দেখতে পারবেন। App থেকে উপায় অ্যাকাউন্ট দেখার জন্য প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে উপায় অ্যাপ ইনস্টল করে এটি ওপেন করে লগইন অপশনে ক্লিক করে আপনার উপায় নম্বর ও পিন দিয়ে App এ প্রবেশ করুন। 

তাহলে আপনি আপনার উপায় একাউন্ট পিন নাম্বার ব্যবহার করে একাউন্ট দেখতে পারবেন এবং ব্যালেন্স দেখতে পাবেন।

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম: 

এ পর্যায়ে আমরা বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাড থেকে *২৬৮# ডায়াল করুন। তারপর ১ টাইপ করে সেন্ড করুন। তাহলে একটি আপনার মোবাইলে মেসেজ চলে আসবে। মেসেজে লেখা থাকবে আপনার রেজিস্ট্রেশন রিকুয়েস্ট সফল হয়েছে। 

আরো জানুন: নগদ একাউন্ট লক হলে করণীয় কি- নগদ একাউন্ট লক খোলার নিয়ম

কনফার্মেশন এর জন্য ওয়েট করুন। তারপর অল্প কিছু সময়ের মধ্যেই আপনার নাম্বারে একটি টেম্পোরারি উপায় পিন নম্বর চলে আসবে। তার মানে কোন বাড়তি ঝামেলা ছাড়াই একটিমাত্র ক্লিক করলে আপনার উপায় একাউন্ট খুলে যাবে। আলাদা করে কোন তথ্য দেওয়ার প্রয়োজন হচ্ছে না। 

টেম্পোরারি পিন পাওয়ার পর আবার ডায়াল প্যাড থেকে *268# ডায়াল করুন। তারপর টেম্পোরারি পিন  কোড বসিয়ে দিয়ে সেন্ড করলে আপনাকে একটি নতুন পিন সেট করতে বলা হবে। তখন আপনি ৪ ডিজিটের একটি পিন নম্বর সেট করে কনফার্ম করুন। 

তবে পিন নম্বরটি যেন একবারে সহজ পিন নম্বর না হয়। যেমন ১২৩৪ বা জিরো দিয়ে শুরু যেন না হয়। অর্থাৎ একটি মিশ্র পিন কোড তৈরি করতে হবে। যেমন ৯২ ১৫, ৮ ৩ ৫ ২ ইত্যাদি। পিন কোড সেট হয়ে গেলে তারপর আপনি *২৬৮# উপায় কোড ব্যবহার করে আপনার বাটন ফোন থেকে উপায় অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম কানুন সম্পর্কে আরো বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করা হইল-

  • ধাপ নাম্বার ১- সর্ব প্রথমে আপনি উপায় কোড*২৬৮#ডায়াল করুন। 
  • ধাপ নাম্বার ২- তারপর ইয়েস ইয়েস নো অপশন আসলে ইয়েস ইয়েস অপশন অর্থাৎ প্রেস করে সেন্ড করুন।
  • ধাপ নাম্বার ৩- এরপর সাকসেসফুলি স্টার্টেড রেজিস্ট্রেশন প্রসেস, প্লিজ ওয়েট ফর কনফার্মেশন ।Successfuly Started Registration Process, please wait for confirmation. এই লেখাটি চলে আসবে ।তখন আপনি ওকে বাটন দেখতে পাবেন এবং ওকে বাটনে প্রেস করে দিবেন।
  • ধাপ নাম্বার ৪- এই ধাপে উপায় অফিস থেকে একটি টেম্পোরারি পিন নম্বর আপনার মোবাইলে পাঠিয়ে দিবেন। এই টেম্পোরারি পেন নাম্বার দে একদিনের মধ্যেই সেটআপ করতে হবে যদি না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট চালু হবে না তখন আবার নতুন করে নতুন একাউন্ট খোলার জন্য ব্যবস্থা নিতে হবে।
  • ধাপ নাম্বার ৫- এবার পুনরায় উপায় ডায়াল কোডটি *২৬৮#টাইপ করতে হবে।
  • ধাপ নাম্বার ৬-এখন আপনাকে যে টেম্পোরারি ফোন নাম্বার দিয়েছিল সেই পিন নম্বরটি এখানে (Enter Temporary pin) বসিয়ে দিয়ে সেন্ড করবেন।
  • ধাপ নাম্বার ৭- এবার আপনার নতুন পিন সেট আপ এর জন্য ইন্টার নিউ পিন (Enter New pin 4 Digits) অপশনটি চলে আসবে। এখানে আপনি, আপনার মনের মতো করে ৪ ভিজিটের একটি নতুন পিন নাম্বার বসিয়ে দিন। 
  • ধাপ নাম্বার ৮- এরপর পুনরায় ওই নতুন পিন দিয়ে সেন্ড বাটনে প্রেস করুন।
  • ধাপ নাম্বার ৯-এরপর আপনার মোবাইল স্ক্রিনে উপায় সার্ভিস লিস্ট চলে আসবে ।এখন থেকে আপনি যেকোনো মুহূর্তে বিকাশ, নগদ, রকেট এর মতই সকল প্রকার সেবা লেনদেন সেবা করতে পারবেন।

উপায় অ্যাকাউন্ট খুললে কত টাকা বোনাস:

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে।এই আলোচনার মাধ্যমে আপনি জানতে পারলেন যে বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম কি ।এ পর্যায়ে আমরা আলোচনা করব উপায় অ্যাকাউন্ট খুললে কত টাকা বোনাস পাওয়া যায়। আপনি যদি উপায় একাউন্ট খুলেন তাহলে ৭৫ টাকা বোনাস পাবেন। 

তাই উপায় অ্যাকাউন্ট খুলতে হলে উপরোক্ত নিয়ম কানুন গুলো অনুসরণ করে আপনি উপায় একাউন্ট খুলতে পারেন এবং ৭৫ টাকা ফ্রিতে পেয়ে যাবেন। নতুন গ্রাহকরা উপায় একাউন্ট খুললে ৭৫ টাকা বোনাস পাবেন। তবে কিছুই নিয়ম-কানুন অনুসরণ করতে হবে। স্মার্টফোনের সাহায্যে উপায় অ্যাপ ব্যবহার করে একাউন্ট রেজিস্টার করে লগইন করার সাথে সাথেই ২০ টাকা বোনাস পাবেন। 

আরো জানুন: রকেটে সর্বনিম্ন কত টাকা সেন্ড মানি করা যায়- একাউন্ট খোলার নিয়ম

রেজিস্ট্রেশনের ৩০ দিনের মধ্যে কমপক্ষে 500 টাকা ক্যাশ ইন করলে আরো ২০ টাকা বোনাস পাবেন। ৩০ দিনের মধ্যে নিজের নম্বরে ৪০ টাকা মোবাইল রিচার্জ করলে আরো ২০ টাকা বোনাস পাবেন। ৩০ দিনের মধ্যে কমপক্ষে ১০০ টাকা পে বিল করলে আরো ১৫ টাকা বোনাস পাবেন। অর্থাৎ নতুন গ্রাহকরা সর্বমোট এইভাবে 75 টাকা বোনাস পাবেন।

শেষ কথা-বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম:

সুপ্রিয় পাঠক ,আর্টিকেলের শেষ প্রান্তে এসে আমি এই কথা বলে শেষ করবো যে বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম কানুন এবং অন্যান্য বিষয়ের সঠিক  তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়েছেন। এবং কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনি  অন্যান্য ব্যক্তিদের শেয়ার, কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। 

যেন তারাও এই পোস্টটি পড়ে কিছুটা হলেও উপকৃত হতে পারেন। এতক্ষন আমার এই পোস্টের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url