আখ কোন মাটিতে ভালো জন্মে

আপনি কি আখ কোন মাটিতে ভালো জন্মে সে তথ্য জানার জন্য আর্টিকেলটি পড়ছেন? তাহলে আপনি সঠিক আর্টিকেলটি পড়ছেন। আজ আমি এই আর্টিকেলে আখ কোন মাটিতে ভালো জন্মে এ বিষয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব। আশা করি আখ কোন মাটিতে ভালো জন্মে এ বিষয়ে তথ্য জানার পরে আপনারা বিশেষভাবে উপকৃত হবেন।
আখ কোন মাটিতে ভালো জন্মে
আখ কোন মাটিতে ভালো জন্মে এ বিষয়ে জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। চলুন তাহলে শুরু করা যাক আখ কোন মাটিতে ভালো জন্মে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা।

পোস্ট সূচিপত্রঃ আখ কোন মাটিতে ভালো জন্মে

আখ কোন মাটিতে ভালো জন্মে

আখ আমরা সবাই পছন্দ করে থাকি। গরমের সময় বাইরে আখের রস দেখলে তো কোন কথাই নাই ।এক গ্লাস আখের রস খেলে পানির পিপাসা দূর হয়ে যায়। আখ কোন মাটিতে ভালো জন্মে সে বিষয়ে জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। 

আঁখ শরীরের ক্লান্তি দূর করে ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং শরীরে পানির প্রয়োজন স্বাভাবিক রাখে। আমাদের দেশে সব অঞ্চলেই আখ চাষ হয়। বাংলাদেশের মাটির ধরনের মধ্যে এটেল দোআঁশ এবং এটেল দোআঁশ মাটি আখ চাষের জন্য ভালো। বেলে মাটি ও আঁখির যুক্ত মাটিতে আখ চাষ ভালো হয় না। আখ চাষের জন্য ঝুরঝুরে উঁচু মাটি অথবা জমি হতে হবে। 

আরো পড়ুনঃ ছাত্রদের টাকা আয় করার ২০টি সেরা কার্যকরী উপায়

আখ চাষের জন্য মাটি ও জমি মাঝারি উঁচু এবং সমতল হতে হবে। যেসব জমিতে পানি জমে থাকে এবং পানি বের হওয়ার রাস্তা থাকে না সেসব জমিতে আখ ভালো হবে না। আখ চাষের জন্য জমি যদি নিচু কিংবা অসমান হয় তাহলে বর্ষার সময় জমিতে পানি জমে যাবে। এতে আখের ফলন ভালো হবে না। আর্টিকেলটি পড়ে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আখ কোন মাটিতে ভালো জন্মে।

আখ চাষের সময়কাল

সাধারণত আখ চাষের উপযুক্ত সময় কার্তিক অগ্রহায়ণ মাস থেকে শুরু করে ফাল্গুন চৈত্র পর্যন্ত আখের চারা বপন করা হয়। অক্টোবর মাসের শুরু দিকে চারা রোপণ করতে হবে। চারা রোপন করতে সাধারণত এক মাস সময় লাগে নভেম্বরের দিকে চারাগুলো মূল জমিতে লাগাতে পারবেন। এছাড়া আর একটা সময় হল ফেব্রুয়ারি থেকে মার্চ মাস।  

আরো পড়ুনঃ মাসে ৩০ হাজার টাকা আয় করার ২০টি সেরা ও কার্যকরী উপায়

ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে আখ লাগালে আবার পরবর্তী বছরের ফেব্রুয়ারি মার্চ মাসেই বাজারজাত করতে পারবেন। সাধারণত আখ বাজারজাত করতে ১ বছর অর্থাৎ ১২ মাস সময় লাগে। মার্চ থেকে এপ্রিল মাসে গরমের মৌসুম তখন আখের প্রচুর চাহিদা থাকে কিন্তু সে সময় বেশি আখ বাজারে দেখা যায় না তাই ফেব্রুয়ারি ও মার্চ মাসে আখ লাগালে তা থেকে ভালো অর্থ উপার্জন করা যায়। 

আখ কোন পরিবেশে ভালো হয়

বাংলাদেশের সব অঞ্চলে আখ ভালো জন্মে আখ সাধারনত এঁটেল-দোআঁশ মাটিতে চাষ ভালো হয়। আখ চাষের জন্য আপনি উঁচু জমি নির্বাচন করতে পারেন অথবা মাঝারি উঁচু জমি যে জমিতে পানি জমে না এরকম জমি আখ চাষের জন্য ভালো। 

আরো পড়ুনঃ ১৮টি মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায়

আখ দিয়ে চিনি বা গুড় তৈরি করা হয়। আখ বা আখের রস হলো মিষ্টি জাতীয় একটি খাদ্য, আখে অনেক ধরনের প্রাকৃতিক উপাদান আছে যেগুলো শরীরের জন্য খুবই উপকারী। আখ বা আখের রস মানুষের শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অনেক রোগ হওয়া থেকে রক্ষা করে। 

আখ কোন অঞ্চলের ফসল

আখ সাধারনত গ্রীষ্মকালীন এলাকার  বহুবর্ষীয় প্রধানত ঘাস জাতীয় উদ্ভিদ এটি এশিয়া অঞ্চলে ভালো হয়। এটা প্রথমে লম্বা আকৃতির হয় পরে তা মোটা হয় এবং আখে পরিণত হয়। পৃথিবীতে সবচেয়ে বেশি আখ উৎপন্ন হয় ভারত এবং ব্রাজিলে। আর্টিকেলটি পড়ে আপনি নিশ্চয়ই আখ কোন অঞ্চলের ফসল এবং আখ কোন মাটিতে ভালো জন্মে সে বিষয়ে পরিষ্কার তথ্য পেয়েছেন।

উপসংহার

পরিশেষে এ কথা বলে শেষ করবো যে আমি আপনাদের সুবিধার্থে আজ এই আর্টিকেলের মাধ্যমে আখ কোন মাটিতে ভালো জন্মে এবং আখ চাষের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি আশা করি আলোচনাটি আপনাদের বেশ উপকারে আসবে।

আর্টিকেলটি পড়ে আপনার যদি ভাল লেগে থাকে এবং আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।24079

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url