কলপ ছাড়া পাকা চুল কালো করার উপায় সম্পর্কে জেনে নিন
সম্মানিত পাঠক বন্ধু, কলপ ছাড়া পাকা চুল কালো করার উপায় জানতে আমার এই আর্টিকেলটি পড়ুন। আজ আমি আপনাদের সামনে কলপ ছাড়া পাকা চুল কালো করার উপায় এবং চুলে কি লাগালে চুল কালো হয় তা বিস্তারিত আলোচনা করবো।
চলুন তাহলে সম্মানিত পাঠক বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক কলপ ছাড়া পাকা চুল কালো করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করি।
চুলে কি লাগালে চুল কালো হয় ?
কলপ ছাড়া পাকা চুল কালো করার উপায় সম্পর্কে জানার আগে চুলে কি লাগালে চুল কালো হয় এবং চুলের গোড়া থেকে মজবুত হয় সে সম্পর্কে আমাদের জানা দরকার। আসলে চুল হচ্ছে আমাদের শরীরের বা মাথার সৌন্দর্যের একটি প্রধান অংশ। অল্প বয়সে যদি চুল সাদা হয়ে যায় তাহলে নিজেকে দেখতে খুব একটা ভালো মানানসই মনে হয় না।
আরো পড়ুন: চুল পাকা বন্ধের ঔষধ হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে জানুন
তাই অকালে যদি চুল পেকে যায় তাহলে দুঃখের কোন সীমা থাকে না। তখন শুধু মনে মনে চিন্তা হয় যে সাদা চুল নিয়ে কিভাবে লোকজনের সামনে উপস্থিত হবো। তবে চিন্তার কোন কারণ নেই বন্ধুরা ।আজ আমি জানিয়ে দেব যে খুব তাড়াতাড়ি কি ব্যবহার করলে আপনার সাদা চুল কালো হয়ে যাবে।
সেটা জানতে আমার এই পোস্ট এর সঙ্গেই থাকুন। রূপ বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক উপায়ে সাদা চুল খুব তাড়াতাড়ি কালো করা যায়। প্রাকৃতিক উপায়ে আবার দুইটি ভাবে চুল কালো করা যায়। একটি হচ্ছে বিটরুটের রস ও কফি।
বিটরুটের রস- সঙ্গে বিটরুটের রস ভিজিয়ে সেই তোলার মাধ্যমে চেপে চেপে চুলে লাগিয়ে তারপর হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলে দেখা যাবে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে সাদা ফুল কালো হয়ে যাবে।
কফি-চুলকে কালো করার আরেকটি পদ্ধতি হচ্ছে কফি খুব গরম করে তারপর ঠান্ডা করে এরপর তুলার সাহায্যে চুলে লাগালে খুব তাড়াতাড়ি সাদা চুল কালো হয়ে যাবে। তবে এর সাথে এলোভেরা জেল মেশালে আরো ভালো হয়। চুলে লাগানোর পর হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে নিতে হবে।
আলুর খোসা-কলপ ছাড়া পাকা চুল কালো করার আরেকটি অন্যতম পদ্ধতি হচ্ছে আলুর খোসা। সাদা চুল কালো করতে আলুর খোসা খুব কার্যকরী একটি উপাদান। আলুর খোসাতে রয়েছে স্ট্যার্চ যা চুল কে সাদা হওয়া থেকে বিরোধিতা করে। 6 থেকে 7 টি আলুর খোসা দুই কাপ পানির সাথে একটি পাত্রে চুলায় ফুটিয়ে নিন। এবার ঠান্ডা করে পেস্ট তৈরি করে তারপর মাথার চুলে লাগান।
কারি পাতা- চুল কালো করতে কারি পাতা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই পাতায় রয়েছে ফলিক এসিড, বেটা ক্যারোটিন, প্রোটিন, আয়রন সহ অন্যান্য ভিটামিন যা সাদা চুলকে কালো করতে সাহায্য করে। এক টেবিল চামচ নারকেল তেলের সাথে এক মুঠো কারি পাতা মিশিয়ে চুলায় গরম করে নিন।
তারপর ঠান্ডা করে তেলটি মাথার চুলে ম্যাসাজ করুন। ৩৫ থেকে ৪০ মিনিট রাখার পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এইভাবে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে খুব তাড়াতাড়ি চুল কালো হয়ে যাবে।
কলপ ছাড়া পাকা চুল কালো করার উপায়:
চুল পাকলে অথবা মাথার চুল সাদা হলে নিজেকে বুড়োটে ভাব দেখা যায়। কারো কারো দেখা যায় অকালে চুল পাকলে অল্প বয়সেও দেখতে বুড়ো মনে হয়। নিজেকে তখন মানুষের সামনে অথবা কোন আত্মীয়-স্বজনের বা কোন অনুষ্ঠানের দাওয়াতে যেতে নিজেকে ইতস্তত বোধ মনে হয়।
তাই কলপ ছাড়া পাকা চুল কালো করার উপায় সম্পর্কে আমাদের জানা থাকলে নিজেকে তখন মানুষের সামনে উপস্থাপন করতে আগ্রহ জাগতে পারে।
আমলকি- সাদা চুলকে কালো করতে আমলকির গুরুত্ব সবচেয়ে বেশি।একটি পাত্রে নারকেল তেলের সাথে আমলকির গুড়া মিশিয়ে জাল দিন। তারপর ঠান্ডা হলে তেলটি মাথার চুলে লাগান। এছাড়া এর সাথে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করলে আরো ভালো হয়।
তারপর এই প্যাকটি চুলে ম্যাসাজ করে সারারাত রাখুন। পরের দিন সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুইবার ব্যবহার করলে চুলকে অনেক সুন্দর এবং কালো মনে হবে।
আরো পড়ুন: অকালে চুল পেকে যাওয়ার কারণ কি জেনে নিন
পেঁয়াজ- চুল পাকা রোধ করতে এবং পাকা চুল কালো করতে পেঁয়াজের রস অনেক উপকারী। পেঁয়াজের রস নতুন চুল গজাতে ও মজবুত করতে সাহায্য করে। পেঁয়াজ বেটে তারপর পেস্ট করে চুলের গোড়ায় খুব ভালো করে লাগান। এইভাবে নিয়মিত পেঁয়াজের রস চুলে ব্যবহার করলে চুল পাকা থেকে রেহাই পাওয়া যাবে এবং সাদা চুল কালো হতে পারে।
নারকেল তেল ও লেবুর রস- নারকেল তেলের সাথে লেবুর রস মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। এই দুটি উপাদানই কোন পাখার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। এটি সপ্তাহে তিন থেকে চারবার ব্যবহার করলে চুল পাকার সম্ভাবনা কমে যাবে।
গাজর-চুল পাকা রোধে গাজরের রস বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন নিয়মিত একগ্লাস করে গাজরের রস পান করলে চুল পাকা থেকে রেহাই পাওয়া যেতে পারে। তবে গাজরের রস চুলেও ব্যবহার করতে পারেন। তাতে উপকার হবে।
চা পাতার পাউডার- দুই চামচ চা পাতা, মেহেদী , মধু, লেবুর রস এক চামচ করে গরম পানি দিয়ে পেস্ট তৈরি করুন। এরপর পুরো চুলে এই মিশ্রণটি মাথার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে ৩০ থেকে ৪০ মিনিট রাখার পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এইভাবে নিয়মিত ব্যবহারে আপনার চুল সুন্দর ঝলমল এবং কালো হবে।
মেথি এবং তেল- মেথি সাদা চুল কে কালো করতে ব্যাপক ভূমিকা রাখে। এ্যামাইনো এসিড সমৃদ্ধ এই মেথি আমাদের চুল সাদা হওয়া থেকে রক্ষা করে।নারিকেল তেলের সাথে মেথি চুলায় একটি পাত্রে ফুটিয়ে নিন।এবার রাতে ঘুমানোর আগে চুলের আগা থেকে ঘোরা পর্যন্ত ভালোভাবে মালিশ করুন। তারপর সকালে উঠে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন তাহলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে।
নারকেল তেল- প্রতিদিন রাতে ঘুমানোর আগে নারকেল তেল চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করে ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে চুল ভালো করে ধুয়ে ফেলুন। তাতে অনেক উপকার পাওয়া যাবে। তবে এর সাথে লেবুর রস মিশিয়ে চুলে মাখলে আরো ভালো হয়।
আদার রস এবং মধু-মধু এবং আদার রস একত্রে মিশিয়ে চুল সাদা থেকে রক্ষা পাওয়ার জন্য নিয়মিত খেতে পারেন। এক চামচ আদার রসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খাওয়া যেতে পারে।
চায়ের লিকার চুলে দিলে কি হয় ?
কলপ ছাড়া পাকা চুল কালো করার উপায় গুলোর মধ্যে চায়ের লিকার একটি অন্যতম উপাদান। চা আমাদের জীবনে নানা ধরনের উপকার করে থাকে। চুলের যত্নে চায়ের লিকার ব্যবহার করলে পাকা চুলের সমস্যা দূর হয়ে যাওয়ার পাশাপাশি চুল পাকা রোধ করতেও সাহায্য করে।
চায়ের লিকারের মধ্যে কিছু পরিমাণ কফির গুড়া মিশিয়ে নিয়ে মিশ্রণটি ফুটিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে ব্রাশ অথবা অন্য কিছুর মাধ্যমে চুলে লাগিয়ে কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ঘন করে চায়ের লিকার তৈরি করে চুলে মাখুন তারপর ১০ থেকে ১২ মিনিট পর আবারো লিকার চা চুলে মাখুন।
এইভাবে প্রতিদিন তিনবার ১০ থেকে ১৫ মিনিট ব্যবধানে চায়ের লিকার মাথায় মেখে কিছুক্ষণ পর ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। চায়ে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন ই ।যা চুল পড়া রোধ করে, ঝলমলে করে, চুলকে দ্রুত বৃদ্ধি করতে সক্ষম হয়।অনেক পুরুষ এবং মহিলাদের মাথার চুল ভেঙ্গে দেওয়ার সমস্যা থেকে থাকে।
তারাও এই ভেঙ্গে যাওয়ার সমস্যা থেকে পরিত্রাণ পেতে ব্ল্যাক টি ব্যবহার করতে পারেন। চায়ের লিকার ব্যবহারে চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনবে। চায়ের লিকার মাথার চুলে দিয়ে ১৫-১৬ মিনিট পর শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।তাহলে এইভাবে নিয়মিত ব্যবহারে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি সহ অনেক উপকার হবে।
এছাড়া অনেকের মাথায় বিশেষ করে শীতকালে খুশকি দেখা যায়। এই খুশকি দূর করার জন্য চা পাতার প্যাক তৈরি করে নিয়মিত ব্যবহার করলে চুলের খুশকি দূর হয়ে যাবে। চায়ের লিকার চুল বৃদ্ধিতে এবং চুল পড়া বন্ধ করতে সহায়তা করে। অকালে অনেকেরই কুল পেকে যায়।
এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চায়ের লিকার ব্যবহার করা যেতে পারে। পাকা চুলে কালো রং আনতে চাইলে চা পাতার সঙ্গে হেনার রস মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগিয়ে 20 থেকে 25 মিনিট পর চুল শুকিয়ে শ্যাম্পু করে ভালোভাবে ধুয়ে ফেলুন।
চুল কালো করার ক্রিম :
কলপ ছাড়া পাকা চুল কালো করার উপায় সম্পর্কে উপরে বিস্তারিত আলোচনা করেছি। তারই পরিপ্রেক্ষিতে আপনি হয়তো জানতে পেরেছেন যে কলপ ছাড়া কিভাবে সাদা চুল কালো করা যায় বা কিভাবে মাথার চুলের স্বাস্থ্য ঠিক রাখা যায়। এখন এ পর্যায়ে চুল কালো করার কিছু ক্রিম সম্পর্কে তথ্য দিব। আশা করছি আপনি আমার এই আর্টিকেলের সঙ্গেই থাকবেন।
গার্নিয়ার ব্লাক ন্যাচারাল ক্রিম-এটি একটি তেল সমৃদ্ধ ক্রিম। চুলের কালার ঠিক রাখতে, এবং চুলকে ঝকঝকে রাখতে সহায়তা করে। কোম্পানির দেওয়া তথ্য মতে,একবার ব্যবহার করলে ছয় সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। এই ক্রিমটি বাদাম তেল এবং কালো চায়ের নির্যাস দ্বারা সমৃদ্ধ।
এটি একটি অ্যামোনিয়া মুক্ত চুলের কালার যা আপনাকে নরম এবং মসৃণ চুল দিতে সহায়তা করে। গার্নিয়ার ব্ল্যাক ন্যাচারাল ক্রিমটি নারী-পুরুষ উভয়ের জন্যই ব্যবহারের জন্য উপযোগী। চুলকে কালো,ধকঝকে, মসৃণ ও নরম করে দেয়। আপনার চুলের জন্য গভীর কালো চুলের রঙের জন্য গার্নিয়ার ব্ল্যাক ন্যাচারাল ক্রিম ব্যবহার করতে পারেন।
আরো পড়ুন: মেয়েদের চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো
এই ক্রিমটি শুষ্ক চুলে কালারেন্ট এবং ডেভলপার মিস্ত্রিত করে আপনার চুলে ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রেখে দিন। তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। তবে প্যাকেটের গায়ে ব্যবহার করার নির্দেশাবলী রয়েছে সেটি পড়েও আপনি ব্যবহার করতে পারেন।
স্ট্রেক্স ব্লাক হেয়ার কালার ক্রিম-চুলকে ঠিক রাখতে আর একটি ক্রিম আছে সেটার নাম হলো স্ট্রেক্স ব্লাক হেয়ার কালার ক্রিম। এই ক্রিম টি আপনি প্যাকেটের গায়ের নির্দেশাবলী এবং ব্যবহারের নিয়মাবলী দেখে আপনি ব্যবহার করতে পারেন।
এনেগা ক্রিম হেয়ার কালার-চুলের স্বাস্থ্য বজায় রাখতে আরও একটি ক্রিম বাজারে পাওয়া যায় সেটি হল এনেগা ক্রিম হেয়ার কালার। এই ক্রিমটি পুষ্টিকর সমৃদ্ধ ক্রীম। এটি আর্গান তেল এবং সবুজ চা নির্জাসের সুবিধা প্রদান করে। এই ক্রিমটি ব্যবহারে আপনার চুলের মসৃণতা ফিরিয়ে আনবে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে।
এই ক্রিমটিতে কোন ক্ষতি কারক রাসায়নিক পদার্থ নেই। তাই এর ব্যবহারে চুলের অনেক উপকার হতে পারে। এটি ব্যবহারে আপনার মাথার ত্বক এবং চুলের জন্য নিরাপদ।
লাফজ হালাল পার্মানেন্ট হেয়ার কালার ক্রিম-এটি আর্গান তেল এবং কফি দ্বারা সমৃদ্ধ ।দীর্ঘস্থায়ী কালারের জন্য এবং চুলের গোড়া থেকে আগা পর্যন্ত পুষ্ট,রঙ্গিন ক্রিম ডেভলপার এবং কন্ডিশনার বিশেষভাবে চুলের উপকার করে থাকে। এটি ব্যবহারে আপনার চুলকে গোড়া থেকে ডগা পর্যন্ত চুলকে মজবুত করে এবং দীর্ঘস্থায়ী রং থাকে ।
এটিতে কোন ক্ষতি কারক রাসায়নিক পদার্থ নেই। তাই নিঃসন্দেহে ক্রিমটি ব্যবহার করলে আপনার চুলের কালার দীর্ঘস্থায়ী হবে এবং চুলকে করবে মজবুত।
শেষ কথা-কলপ ছাড়া পাকা চুল কালো করার উপায়:
সম্মানিত পাঠক/পাঠিকা, বক্তব্যের শেষপ্রান্তে এসে আমি এই কথা বলে শেষ করবো যে কলপ ছাড়া পাকা চুল কালো করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।আশা করছি আপনি আমার এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়েছেন।
আরো পড়ুন: ছেলেদের চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো
তাই পড়ার মাধ্যমে আপনার চুলের উন্নতির জন্য অথবা পাকা চুল কালো করার জন্য যে পদ্ধতি গুলি আলোচনা করেছি সেটি আপনার চরম উপকারে আসতে পারে। তাই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url