ছেলেদের চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো
ছেলেদের চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো তা জানতে আর্টিকেলটি পড়ুন। আজ আমি ছেলেদের চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো সে সম্পর্কে আলোচনা করার জন্য আমি আপনাদের দরবারে উপস্থিত হয়েছি।
তাই পোস্টটি পুরোপুরি পড়ুন এবং জানুন ছেলেদের চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো।
ছেলেদের চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো:
আমাদের মাথার চুলের জন্য শ্যাম্পু হচ্ছে প্রসাধনী সামগ্রীর মধ্যে একটি অন্যতম। শ্যাম্পু এমন একটি উপাদান যা আমাদের মাথার চুল পরিষ্কার করতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাথার চুলের মধ্যে ধুলাবালি, ময়লা, চুল আঁঠালো, খুশকি এবং চুলকে ঝরঝরে পরিষ্কার করতে আমরা শ্যাম্পু ব্যবহার করে থাকি।
আরো পড়ুন: মেয়েদের চুল গজানোর ঔষধ-চুল গজানোর তেলের নাম
ছেলেদের চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো সেটা আমাদের চুলের যত্নে অথবা টাক মাথায় চুল গজানোর জন্য উন্মত মানের শ্যাম্পু ব্যবহার করা উচিত। কোন কেমিক্যাল যুক্ত শ্যাম্পু ব্যবহার করা উচিত নয়। কেমিক্যাল যুক্ত শ্যাম্পু ব্যবহার করলে চুলের কোন উন্নতি তো হবেই না বরং আরো চুলের ক্ষতি হতে পারে। তাই ছেলেদের চুলের জন্য কোন্ শ্যাম্পু সবচেয়ে ভালো তা আমাদের জানা জরুরী।
গ্যানোঝি শ্যাম্পু, ক্যান্ডেড টিভি, ডাব শ্যাম্পু, গার্নিয়ার ফ্রুটিস ,ইন্দুলেখা ব্রিংহ আন্টিহেয়ার ফল হেয়ার ক্লিনজার শ্যাম্পু, L' Oreal Paris Men Expert Vita Lift Thickening shampo, Panttene pro-v Men Dailycare 2 in 1 Shampoo & conditioner, American Crew Thickening Shampoo,সানসিল্ক পারফেক্ট স্ট্রেইট শ্যাম্পু ট্রেসেমি কেরোটিন স্মুথ শ্যাম্পু ইত্যাদি অনেক ধরনের ভালো শ্যাম্পু পাওয়া যাচ্ছে!
ছেলেদের চুলের জন্য যেসব শ্যাম্পু সবচেয়ে ভালো:
গ্যানোঝি শ্যাম্পু- ছেলেদের চুলের উন্নতির জন্য একটি অন্যতম প্রধান শ্যামপুর নাম হচ্ছে গ্যানোঝি শ্যাম্পু।এটি মালয়েশিয়ার ডিএক্সএন কোম্পানির একটি উন্নত মানের অন্যতম প্রোডাক্ট। এটি ব্যবহারে ছেলেদের চুল পড়া রোধ করে এবং চুলকে ধকঝকে পরিষ্কার করে তোলে।
এ শ্যাম্পুতে কোন ক্ষতিকর কেমিক্যাল নেই। যার ব্যবহারে চুল পড়া রোধ করে। কিন্তু ডি এক্স এন এর গ্যানোঝি শ্যাম্পু বাজারে খুব একটা পাওয়া যায় না।প্রায় ২০০ টির বেশি দেশে এই শ্যাম্পু পাওয়া যায়। চুলের সকল ধরনের পুষ্টি, চুলের স্বাস্থ্য ঠিক রাখে এবং চুল পড়া রোধ করে এই গ্যানোঝি শ্যাম্পু।
ক্যান্ডেড টিভি-এই শ্যাম্পু চুলের ক্ষতিকর জীবাণু ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং খুস্কি দূর করে চুলকে সুন্দর ঝরঝরে পরিষ্কার করে। তবে এই শ্যাম্পু গুলোর দাম একটু বেশি হলেও অনেক কার্যকরী ভূমিকা পালন করে মাথার চুলের জন্য। এবং অনেকেই হয়তো জানেও না যে এই শ্যাম্পুর নাম কি এবং কোথায় পাওয়া যায়। তাই ইন্টারনেটে/ গুগলে সার্চ করলে এটির তথ্য পাওয়া যাবে।
ডাব শ্যাম্পু- ডাব শ্যাম্পুর সঙ্গে কন্ডিশনার ব্যবহার করা যেতে পারে। ডাব শ্যাম্পু সহজেই যেকোনো বাজারে পাওয়া যায়। ডাব কন্ডিশনার এর সাথে ডাব শ্যাম্পু ব্যবহার করলে আপনার মাথার চুল হবে ঝলমলে, উজ্জ্বল ,পরিষ্কার যা বাতাস হলে চুল উড়ে এলোমেলো হয়ে যাবে। এই শ্যাম্পু টি দেশের সব জায়গায় পাওয়া যায়। তাই এটি আপনি ব্যবহার করতে পারেন
গার্নিয়ার ফ্রুটিস (Garnier Fructis) এই শ্যামটি ছেলেদের চুলের খুশকি দূর করে এবং চুলের স্বাস্থ্য উন্নত করে। সেই সাথে চুলের ময়লা পরিষ্কার করে চুলকে ঝলমলে করে। তাই আপনি চাইলে এটি আপনি ব্যবহার করতে পারেন।
ইন্দুলেখা ব্রিংহ আন্টিহেয়ার ফল হেয়ার ক্লিনজার শ্যাম্পু- এ শ্যাম্পু টি ব্যবহারে আপনার পড়ে যাওয়া চুল সহজেই গজাতে সাহায্য করবে। ব্রিংহরাজ গাছের নির্যাস থেকে এই শ্যাম্পু টি তৈরি হয়।এ শ্যাম্পু টি ছেলেদের চুল বৃদ্ধিতে ব্যাপক সহায়তা করে এবং চুলের স্ক্যাল্পে স্বাস্থ্য বৃদ্ধি করে।
তাই আপনার চুলের স্বাস্থ্য যদি বৃদ্ধি করতে চান, যদি উন্নতি করতে চান তাহলে এই শ্যাম্পুটি নিঃসন্দেহ ব্যবহার করতে পারেন।
L' Oreal Paris Men Expert Vita Lift Thickening shampoo-ছেলেদের চুলের দৃঢ়তা এবং চুলের খুশকি প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং চুলের ক্ষতি থেকে রক্ষা করে। আপনার চুলের ধরন অনুযায়ী যদি আপনি মনে করেন যে এই শ্যাম্পু আপনার চুলের জন্য উপযুক্ত তাহলে এই শ্যাম্পুটি আপনি ব্যবহার করতে পারেন।
Panttene pro-v Men Dailycare 2 in 1 Shampoo & conditioner-এ শ্যাম্পু টি ছেলেদের চুলের জন্য একাধিক কাজ করে । সেই সাথে শ্যাম্পু এবং কন্ডিশনার হিসেবে চুলের স্ক্যাল্প পরিষ্কার এবং চুল বৃদ্ধির জন্য উপকারী। তাই এই শ্যাম্পুটি আপনি ব্যবহার করতে পারেন।
Dove Men Care Thickeining fortifying Shampoo-এটি ছেলেদের চুলের খুশকি দূর করতে ব্যাপক ভূমিকা রাখে এবং চুলের স্বাস্থ্য উন্নত করে। তাই আপনি এই শ্যাম্পু টি ব্যবহার করতে পারেন। সুতরাং আপনি যদি চুলের খুশকি দূর করতে চান এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে চান তাহলে প্রচলিত এই ডাব শ্যাম্পুটি ব্যবহার করতে পারেন।
American Crew Thickening Shampoo-এই শ্যাম্পু টি চুলের দৃঢ়তা, ও খুশকি দূর করতে সাহায্য করে এবং এটি চুল বৃদ্ধির জন্য খুবই উপযোগী ক্ষতি থেকে রক্ষা করে। তাই আমি চাইলে চুল বৃদ্ধির জন্য এই শ্যাম্পুতি আপনি ব্যবহার করতে পারেন।
হারবাল এসেন্স ডেইলি ডিটক্স ভলিউম শ্যাম্পু(Herbal Essences Daily Detox Volume Shampoo)-এই শ্যাম্পুতে রয়েছে ক্রিম সন অরেঞ্জ ও মিন্টএক্সটে্ক্ট যা আমাদের স্ক্যাল্পকে রিফ্রেসিং করে। এটি চুল সঠিকভাবে পরিষ্কার করে ।এই শ্যাম্পু সিলিকন ও প্যারাবেন ফ্রি সমৃদ্ধ যা আপনি প্রতিদিন ব্যবহার করলে চুলের উপকার হবে।
ও জি এক্স বায়োটিন এন্ড কোলাজেন শ্যাম্পু(OGX biotin &Collagen Shampoo)-এই শ্যাম্পুতে রয়েছে ভিটামিন বি, বায়োটিন, হাইড্রোলাইজড কোলাজেন, হুইট প্রোটিন পলিমার যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে। ভিটামিন বি ৭ এবং বায়োটিন চুলের স্বাস্থ্য বৃদ্ধি করে। এই শ্যাম্পুতে রয়েছে জেসমিন ভ্যানীলার নির্যাস যা আমাদের চুলের দুর্গন্ধ দূর করে চুলকে সুগন্ধে পরিণত করে।
হারবাল এসেন্স হ্যালো হাইড্রেশন শ্যাম্পু (Herbal Essencess Hello Htdration Shampoo)-এই শ্যাম্পুতে কোন মিনারেল অয়েল নেই, এতে আছে নারিকেলের নির্যাস এবং মহেশজার রিচ সিস্টেম যা আপনার মোটা এবং শুকনো চুলকে যথেষ্ট হাইড্রেশন প্রোভাইড করবে । নিয়মিত ব্যবহারে চুল পড়া কমাতে সহায়তা করে।
আরো পড়ুন: ছেলেদের নতুন চুল গজানোর উপায় সম্পর্কে জানুন
এই শ্যাম্পু প্লুটেন, প্যারাবেন,সালফেট, সিলিকন ফ্রি থাকে। তাই এটি ব্যবহার করলে মাথার চুলের জন্য অনেক উপকার হবে।
সানসিল্ক পারফেক্ট স্ট্রেইট শ্যাম্পু (Sunsilk Perfect straight Shampoo)-সানসিল্ক পারফেক্ট স্ট্রেইট এই শ্যা্পুটি সারা দেশে সব চেয়ে বেশি ব্যবহৃত হয় এবং গ্রামে গঞ্জে, বাজারে, শহরে সব জায়গাতেই এই শ্যাম্পুটি ব্যাপকভাবে প্রচলিত।
এই শ্যাম্পুতে রয়েছে হেল্থ সিল্ক যা আপনার চুলের অ্যালাইনমেন্ট সারাদিন ঠিক রাখে এবং সোজা রাখে। এছাড়াও এই শ্যাম্পু আপনার চুলকে শাইনি রাখতে সহায়তা করে।
ট্রেসেমি কেরোটিন স্মুথ শ্যাম্পু (Tresemme Keratin Smooth Shampoo)-এই শ্যাম্পু টি চুলের জট কমিয়ে দিয়ে চুলের স্বাস্থ্য এবং চুলকে শাইনি করতে সহায়তা করে। এটি কারলিং চুলকে সঠিক সোজা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই চুলকে সোজা এবং সাইনি, সুন্দর রাখতে এই শ্যাম্পু টি আপনি ব্যবহার করতে পারেন।
ছেলেদের চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো ।এগুলোর মধ্যে কিছু ব্রান্ডের শ্যামপুর নাম আমি বর্ণনা করেছি। এগুলো ছাড়াও অনেক নামিদামি ব্রান্ডের শ্যাম্পু রয়েছে ইচ্ছা করলে আপনি সেগুলোও খুঁজে নিয়ে ব্যবহার করতে পারেন। আপনার চুলের ধরন অনুযায়ী আপনার চুলে যদি খুশকি থাকে, আপনি
যদি চুল বৃদ্ধি করতে চান,আপনার চুল যদি নতুন ভাবে গজাতে চান, আপনার চুল যদি ময়লা পরিষ্কার করতে চান অথবা আপনার চুলে বিভিন্ন সমস্যা দূর করার জন্য শ্যাম্পু রয়েছে। তবে সব শ্যাম্পু সব ধরনের একই কাজ করে না ।তাই আপনার মাথার চুলের ধরন অনুযায়ী (কি সমস্যা সমাধান করবেন)তার
উপর ভিত্তি করে উপরে উল্লেখিত যেটি আপনার সবচেয়ে পছন্দের অথবা যেটি আপনি চুলের জন্য উপযুক্ত সেই শ্যাম্পু আপনি ব্যবহার করতে পারেন। অথবা নিকটস্থ বিশেষজ্ঞ বা অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে যেটি প্রয়োজন সেই শ্যাম্পু আপনি ব্যবহার করতে পারেন।
ছেলেদের শ্যাম্পু ব্যবহার করার নিয়ম:
ছেলেদের চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের শ্যাম্পু নিয়ে আলোচনা করেছি ।এখন ছেলেদের শ্যাম্পু ব্যবহার করার নিয়ম সম্পর্কে আমাদের জানা দরকার। আসুন তাহলে জেনে নেই কিভাবে ছেলেদের শ্যাম্পু ব্যবহার করতে হয়।
মেয়েদের চুলের যেমন অনেক গুরুত্ব রয়েছে ঠিক তেমনি ছেলেদেরও চুল অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান। প্রতিদিন হাটে, বাজারে ,রাস্তাঘাটে, মাঠে ঘাটে চলাচল করার সময় বা কাজকর্ম করার সময় বিভিন্ন ধরনের ধুলা বালি, ময়লা আবর্জনা, ঘাম ,আমাদের চুলের মধ্যে প্রবেশ করে।
তাই নিয়মিতভাবে চুলে শ্যাম্পু করা জরুরী প্রয়োজন মনে করা হয়। আমাদের সকলকে শ্যাম্পু ব্যবহারের পূর্বে চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করতে হবে। কারণ কারো চুল তৈলাক্ত, কারো চলে খুশকি থাকে, কারো চুল শুষ্ক, আবার কারো কারো মিশ্র প্রকৃতির।
চুলের ধরন অনুযায়ী বাজারে বিভিন্ন ধরনের শ্যাম্পু পাওয়া যাচ্ছে। সেই ধরন অনুযায়ী শ্যাম্পু নির্ধারণ বা সংগ্রহ করে তার সাথে খুশকি দূর করার জন্য অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু আপনি চাইলে ব্যবহার করতে পারেন। শ্যাম্পু করার আগে আমাদের চুল অবশ্যই ভালোভাবে আছড়ে নিতে হবে। কারণ চুলের মধ্যে কোন ময়লা বা জট থাকলে তবে তা সহজেই ছেড়ে যাবে।
তবে এই জট ছাড়ানোর জন্য শক্তি প্রয়োগ করা যাবে না। শক্তি প্রয়োগ করলে চুল ছিঁড়ে বা ভেঙ্গে যেতে পারে। শ্যাম্পু করার আগে মাথার তালু চুলের গোড়া পর্যন্ত পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। এতে চুল কমল ও নরম হবে। প্রথমে ছোট একটি বাটিতে আপনার পছন্দনীয় শ্যাম্পু নিয়ে পানি মিশিয়ে শ্যাম্পু পাতলা করে নিতে হবে।
যাতে এই শ্যাম্পু চুলের গোড়ায় সহজে পৌঁছাতে পারে।চুলে শ্যাম্পু দিয়ে প্রায় ১০ থেকে ১২ মিনিট আঙ্গুল দিয়ে আস্তে আস্তে ম্যাসাজ করুন। যাতে চুলের গোড়ায় শ্যাম্পু ভালোভাবে পৌঁছাতে পারে। শ্যামপু দিলে যে সমস্ত ফেনা গুলো হচ্ছে হাতের আঙ্গুল দিয়ে সেগুলো চুলের বা মাথার সব জায়গায় পৌঁছাতে হবে।
তারপর হালকা ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে। দ্বিতীয়বার চুলে শ্যাম্পু করার সময় শ্যাম্পু পানি দিয়ে মিশিয়ে পাতলা করার দরকার নেই এবং এবার মেসাজ করারও প্রয়োজন নেই। কারণ মেসেজ করলে চুলের গোড়া থেকে সিবাম ধরনের তেল নির্গত হতে পারে।
দ্বিতীয় দফায় মাথার তালুতে সরাসরি শ্যাম্পু দিন এবং চার থেকে পাঁচ মিনিট ঘোষে ফেনা তৈরি করে হালকা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।তারপর তোয়ালে অথবা গামছা দিয়ে মাথার চুল হালকা হালকা করে পানি মুছে ফেলতে হবে। জোরে প্রেসার দিয়ে চুল ঘষামাজা করে পানি মুছে ফেলা যাবে না। কারণ চুলের ক্ষতি হয় ।
আরো পড়ুন: মেয়েদের বুকের মাঝখানে ব্যথা হলে করণীয় -মেয়েদের বুকে ব্যথা কেন হয়
তারপর ঠান্ডা হওয়া চুল শুকিয়ে নিলেই হয়ে গেল। এইভাবে আপনি নিয়মিত শ্যাম্পু ব্যবহার করতে পারেন। অথবা আপনি চাইলে অভিজ্ঞ বিশেষজ্ঞ বা অভিজ্ঞ ব্যক্তিদের কাছে জেনে নিয়েও শ্যাম্পু ব্যবহার করতে পারে না।
শেষ কথা- ছেলেদের চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো:
প্রিয় পাঠক ছেলেদের চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো তা আপনি আপনার চুলের ধরন অনুযায়ী উপরে উল্লেখিত ব্র্যান্ডের শ্যাম্পু গুলোর মধ্যে আপনি যেকোনো একটি বেছে নিতে পারেন। কারণ বিভিন্ন শ্যাম্পুর বিভিন্ন ধরনের কার্যকারিতা রয়েছে। তাই আপনি যে শ্যাম্পুটি প্রয়োজন মনে করেন অথবা যেটি আপনি সবচেয়ে বেশি পছন্দ মনে করেন।
সেটি আপনি ব্যবহার করতে পারেন। আর্টিকেলটি পড়ে আপনি যদি উপকৃত হতে পারেন তাহলে আপনাকে পোষ্টের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url